সন্তানকে অভাব আর আভিজাত্য শেখানোর আগে তাকে ফিকহ শিখান..
Imam Shaybāny Fiqh Academy
To provide an explanation of understanding and the meaning of Islamic laws related to human
Operating as usual
এ সেমিস্টারে ১৫ টি তামরীনের টাস্ক ছিলো। দেখেন কী চমৎকার করে লিখে এনেছে তারা–
ছাত্র জীবন সুখের জীবন যদি না হতো পরীক্ষা..
২য় সাময়ীক পরীক্ষা।। ইমাম শাইবানী ফিকহ একাডেমি।
আজকাল ফিকহের কোন কিতাবটি মুতালা'আ করছেন?
২য় সেমিস্টারে এই ১৫ টি তামরীন সম্পন্ন করবে ছাত্ররা। ১ম সেমিস্টারের টার্গেট ছিলো ২০টি তামরীন। সবাই খুব দারুণভাবে সেগুলো করে জমা দিয়েছে। কেউ কম্পিউটারে টাইপ করে, কেউবা আবার সাজিয়ে গুছিয়ে হস্তাক্ষরের নৈপুণ্য দেখিয়ে।
এবার আরও গোছালো ও পরিপক্ক হবার আশাবাদী
এক বিদ্বান ব্যাক্তি একজন মূর্খকে বললো-
তোমাকে কি আমি এমন একটি কৌশল শিখাবো যার দ্বারা তুমি বিপুল মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে?
মূর্খ লোকটি বললো- না
«كَانَ أَبُو حَنِيْفَةَ آيَةً»
- ابنُ المُبارَك
পরীক্ষার হলে জীবন ধ্যানময়..
"مَن تعلَّقَ بشيءٍ، عُذِّبَ به..."
#ابن القيم
পরীক্ষা নাকের ডগায়..
ফিকহের সর্বপ্রথম টেক্সট ইমাম ত্বহাবী রচিত মুখতাছারুত ত্বহাবী কিতাবটি। ইমাম ত্বহাবীর মৃত্যু ৩২১ হি.।
يقول المثل : ثلاثة من الحيوانات لا تقترب منهم حتى تتأكد مدى قابليتهم للتعايش السلمي
- الثور من الأمام
- و الحصان من الخلف
- والجاهل من جميع الاتجاهات
ইবনু হাজার আসলাকানী কেনো তাকরীবে ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান আশ শাইবানী রহ. এর নাম উল্লেখ করেননি?
কাফফারার টাকা অমুসলিমদেরকে দেওয়া জায়েয আছে~ নূমান ইবনু সাবিত রাদি.
হিদায়া কিতাবটি একই লেখকের বিদায়াতুল মুবতাদি কিতাবের ব্যাখ্যাগ্রন্থ। এটি আবার লেখকের ৮০ খণ্ডের কিফায়াতুল মুনতাহীর সংক্ষিপ্ত সংস্করণ। ৮০ খণ্ডের এই মহাসাগর কে পড়বে? এই শংকায় লেখক এটিকে সংক্ষিপ্ত রূপ দিয়েছিলেন। এই তিনটি কিতাবের লেখক একজইন; বুরহান উদ্দীন মারগিনানী। মৃত্যু- ৫৯৩ হিজরী।
#ফিকহগল্প_১
জানাযা নামাযে আযান ইকামাত নেই। নফল নামাযে আযান ইকামাত নেই। ইদের নামায, চন্দ্র ও সূর্য গ্রহণের নামায, বৃষ্টি প্রার্থনার নামাযেও আযান ইকামাত নেই। নারীদের নামাযে কোনো আযান ইকামাত নেই..।
বাদাইউস সানায়ীঈ লিল কাসানী
#একটুখানিফিকহ_১
কী সুন্দর করে তামরীনগুলো করে এনেছে ছাত্রটি। আবার কম্পিউটার টাইপ করে সাদা ধবধবে কাগজে প্রিন্ট করে জমা দিয়েছে..
কুরবানী পর্যন্ত ২০ টি তামরীনের টাস্ক দিয়েছিলাম। ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তা সম্পন্ন করে জমা দিচ্ছে। সারাবছর ১০০ টি তামরীনের টার্গেট। দেখা যাক কী হয়..
সবার জন্য শুভকামনা..
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতেন না এবং ঈদুল আযহার দিনে নামায পড়া পর্যন্ত খেতেন না । আস- সুনান লিত তিরমিজি
এখনো ভর্তি চলছে। সাপ্তাহিক কিসমুল ফিকহে (৫ টি কোটার জন্য) এখনো ভর্তি চলছে।
রমাদানের পর থেকে জমজমাট আয়োজনে আমাদের কিসমুল ইফতা এগিয়ে চলেছে। যোগ্য ও প্রাজ্ঞসব উস্তাদদের ঐকান্তিক প্রচেষ্টায় ২৫ জন শিক্ষার্থীর এক কাফেলা নিয়ে আমাদের দারুণ একটি সূচনা হয়েছে। জম্পেস দারস, তামরীন, মুহাদারার মধ্য দিয়ে এই ধারাবাহিকতা আমরা বছরের শেষ অব্দি বজায় রাখবো ইনশা আল্লাহ।
এখন যারা ভর্তি হবেন তাদেরকে অতিক্রান্ত সবকগুলোর জন্য স্পেশাল ক্লাসের ব্যাবস্থা থাকবে।
বৃত্তান্তঃ
- মুখোমুখি (অফলাইন) ক্লাস
- এক বছর মেয়াদী আয়োজন
- প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস
- ভ্যালুয়েবল সার্টিফিকেট
বৈশিষ্টাবলীঃ
- দেওবন্দ, হায়দারাবাদ ও শাহী মুরাদাবাদের কিসমুল ইফতার অনুকরণে প্রণীত নেসাব
- ক্লাসিক কিতাবের পাশাপাশি অধুনাকালে রচিত ফিকহী গ্রন্থ পাঠের বাধ্যতামূলক ব্যাবস্থা
- “ইফতা ও ইস্তিফতা” উপর প্রায় ৭০ টি তামরিনের লিখিত চর্চা
- সমসাময়ীক বিষয়ের উপর স্বনামধন্য মুফতিদের মাধ্যমে মাসিক ফিকহী মুহাদারাতের আয়োজন
- ফিকহী মাকালাহ লেখার প্রশিক্ষণ
- সাপ্তাহিক ক্লাস ও সপ্তাহব্যাপী হোয়াটসএ্যাপ গ্রুপে হোমওয়ার্কের তদারকি
ভর্তি ফি ১৯০০ টাকা
মাসিক প্রদেয়- ৫০০ টাকা
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন
যোগাযোগঃ 01322075374
আমাদের ক্যাম্পাস ভিসিট করুন-
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ইকরা বাংলাদেশ স্কুল ভবন, ঢাকা -১২১৯ ।
আগ্রহীদের সুবিধার্থে আমাদের পাঠ্যবই তালিকা প্রকাশ করা হলো-
الفترة الأولى
1. الدر المختار (كتاب الحظر والإباحة)
2. المحيط البرهاني (كتاب الذبائح)
3. أصول الإفتاء وآدابه للشيخ تقي عثماني
4. الأشباه والنظائر لابن نجيم
الفترة الثانية
5. النتف في الفتاوي (كتاب الحدود والقصاص)
6. السراجي في الميراث
7. شرح عقود رسم المفتي
الفترة الثالثة
8. البحر الرائق (كتاب الأشربة)
9. الخمر والمخدرات في الإسلام لأحمد فتحي بهنسي
10. فتاوي نويسي كي رهنما أصول للشيخ سلمان منصورفوري
সুপ্রভাত শুক্রবার
খোলা বাতায়নে উসুলুল ইফতা- এর দারস
দারস প্রদানে- মুফতি আব্দুর রহীম কাসেমী দা. বা.
(কিছু শর্ত সাপেক্ষে এখনো ভর্তি চলছে)
যোগাযোগ -01829669921
কিসমুল ইফতার ছাত্রদের শিকড় পোক্ত করার সবচাইতে কার্যকরি মাধ্যম হলো ‘তামরীন করা’। মানে ফাতাওয়ার কিতাব ঘেঁটে মাসায়েল বের করা। এই কাজটি যে যত বেশি করবে তার ফিকহের গোড়া ততই মজবুত হবে। একটি মাস’আলা খুঁজতে গিয়ে সত্তরটি মাসায়েলের সমাধান হয়ে যায় এতে।
মুফতি সালমান মানসুরপুরী হাফি. শাহী মুরাদাবাদে ছাত্রদেরকে এই কাজটি খুব গুরুত্বের সাথে করান। আমরাও এবছর একশ তামরীন করানোর উদ্যোগ নিয়েছি। কুরবানীর আগে আমরা নীচের তামরীনগুলো করাচ্ছি আলহামদু লিল্লাহ।
আমাদের সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ করুন-
+880 1829-669921
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ইকরা বাংলাদেশ স্কুল ভবন, ঢাকা -১২১৯ ।
আমাদের প্রথম সেমিস্টারের দারস ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। ছিমছাম পরিপাটি একটি ক্লাস রুমে শুক্রবারের বরকতস্নাত সকালে শুরু হয় দারস। চলে জুমু’আর আযান অবদি।
ফিকহে হানাফীর মৌলিক কিতাবগুলোর পাঠে মত্ত থাকে তারা সকাল থেকে নিঝুম দুপুর পর্যন্ত। আর অনলাইনে সপ্তাহভর ফতোয়ার তামরীন তো আছেই।
এভাবে একটি বছর তারা ফিকহ চর্চা করবে। তথাকথিত মুফতি বানানো নয়। ফিকহের ছায়ায় জীবনকে নিখুঁত করে তোলাই তাদের আদ্যপান্ত লক্ষ্য। আপনিও আমাদের এই ফিকহ যাত্রার সারথী হতে পারেন।
ভর্তি ফি - ১৯০০ টাকা
মাসিক ফি- ৫০০ টাকা
যোগাযোগ- 01829669921
এই ফাতরায় আমরা যেসব কিতাবের পাঠদান করছি-
১- আদ দুররুল মুখতার ( আল হাযরু ওয়াল ইবাহা)
২- আল মুহিতুল বুরহানী ( যাবাঈহ ও উদহিয়্যাহ)
৩- আল আশবাহ ওয়ান নাযাঈর
৪ উসুলুল ইফতা ( মুফতি ত্বকী উসমানী হাফি)
তামরীন টার্গেট- ২০ টি ( কুরবানী, জবাই ও হজ্জ সংক্রান্ত)
ঐচ্ছিক মুতালা’আর মধ্যে আছে-
১- আল হালাল ওয়াল হারাম ( ইউসুফ আল কারদাভী)
২- আয যাবাঈহ ( হুসাইন ইবনু আব্দুল্লাহ আল উবাইদী)
শুক্রবারের সকালের আলস্য ভেঙ্গে ফিকহের পাঠে মত্ত একঝাঁক ইলম পিপাষু।
ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করুন-
01829669921
কিতাব ছেপে চলে এসেছে
আগামীকাল থেকে ফিকহের পাতায় পাতায় হারিয়ে যাবে শীক্ষার্থীরা
প্রথম সেমিস্টারে পড়বে, রদ্দুল মুহতার, আল মুহিতুল বুরহানী, আল আশবাহ ওয়ান নাজাঈর। পাশাপাশি অতিরিক্ত মুতালা'য় থাকবে অধুনা যমানায় লেখা ৩ টি কিতাব। হবে ফাতাওয়ার উপর লিখিত তামরীনের চর্চা।
২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি আমরা।
নাহ, হতাশ হওয়ার কারণ নেই। আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে।
যোগাযোগ - 01829669911
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা, ঢাকা ১২১৯
ভর্তি বৃত্তান্ত, কমেন্টে-
ক্লাস রুম রেডি..
আগামীকাল থেকে ফিকহ চর্চায় পুরোদমে নামবে ফিকহের শীক্ষার্থীরা।
প্রথম সেমিস্টারে পড়বে, রদ্দুল মুহতার, আল মুহিতুল বুরহানী, আল আশবাহ ওয়ান নাজাঈর। পাশাপাশি অতিরিক্ত মুতালা'য় থাকবে অধুনা যমানায় লেখা ৩ টি কিতাব। হবে ফাতাওয়ার উপর লিখিত তামরীনের চর্চা।
২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি আমরা।
নাহ, হতাশ হওয়ার কারণ নেই। আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে।
যোগাযোগ - 01829669911
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা, ঢাকা ১২১৯
সাপ্তাহিক ইফতার নিয়মিত ক্লাস শুরু হবে আগামী শুক্রবার থেকে। আগ্রহীরা অনতি বিলম্বে যোগাযোক করুন। আর মাত্র ৩ দিন বাকি। চিন্তা করার সময় নেই।
যোগাযোগ- 01829669921
বিস্তারিত কমেন্টে-
Imam Shaybāny Fiqh Academy To provide an explanation of understanding and the meaning of Islamic laws related to human
'ইলম তলব করো, হোক না তা সুদূর চীন দেশে' - এই বানী চিরন্তনীটি এতোদিন পরাহত মনে হলেও এই ভাইটির কথা শুনে এখন তা খুব স্বাভাবিক মনে হচ্ছে।
একজন তালিবুল ইলমের মনে কী পরিমাণ অন্বেষা থাকলে চিটাগং থেকে প্রতি সপ্তাহে ঢাকা এসে-যেয়ে ক্লাস করতে চাইতে পারে।
আমাদের এক উস্তায বলেছিলেন, আগের যুগের মানুষের ইলম শিক্ষার দুর্ভোগ নিয়ে সফাহাত মিন সবরিল উলামা লেখা হয়েছে। এযুগের ইলম অন্বেষার কষ্ট- দুর্দশারো শত শহস্র গল্প আছে। কিন্তু তা নিয়ে হয়তো কোনোদিন বই লেখা হবে না..
'ইলম তোমাকে তার এতটুকুও দিবে না, যদি না তুমি তোমার সবটুকু তাকে দিতে পারো' পূর্বসুরীদের এই আপ্তবাক্যের প্রেরণায় একঝাক প্রাণবন্ত তালিবুল ইলম ভর্তি হলো ইমাম শাইবানীর ফিকহী আঙিনায়। শুক্রবারের আলস্য প্রহর তাদেরকে দমাতে পারেনি। ৩৪° তাপমাত্রা তাদের ইলম তৃষ্ণাকে বরং আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ জনের এই কাফেলা নিয়ে ইমাম শাইবানী ফিকহ একাডেমি যাত্রা শুরু করলো হানাফী ফিকহের অতল দরিয়ায়। তারা সিন্ধু সেঁচে রক্ত প্রবাল তুলে আনতে হয়তো পারবে না অন্তত এর বেলাভূমিতে হেঁটে হেঁটে ঝকঝকে কিছু মুক্তোদানা যেনো তারা খুঁজে পেতে পারে এই আশির্বাদ করবেন সবাই।
আজ ছিলো ইফতিতাহ, আগামী শুক্রবার থেকে যথারীতি দারস আরম্ভ হবে ইনশাআল্লাহ । ফিকহের এই যাত্রায় আপনি যদি আমাদের সারথী হতে চান তাহলে এখনই ইনবক্স কিংবা হোয়াটসঅ্যাপ করুন।
অথবা কল করুন এই নাম্বারে-
01829669921
অথবা সরাসরি এসে আমাদের ক্যাম্পাস ভিজিট করুন-
১/জি, পূর্ব রামপুরা, বৌবাজার রোড, ঢাকা-১২১৯
অবিশ্বাস্য অফারে ভর্তি চলছে সাপ্তাহিক কিসমুল ইফতায়। আর মাত্র ৫ দিন। এই অবারিত সুযোগ হেলায় না হারিয়ে আজই ভর্তিটা হয়ে নিন। আর আমাদের ধীমান মুফতিদের কাছে পড়ুন ফিকহ ও উসূলুল ফিকহের শ্রেষ্ঠ গ্রন্থাবলী।
বৃত্তান্তঃ
- মুখোমুখি (অফলাইন) ক্লাস
- এক বছর মেয়াদী আয়োজন
- প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস
- ভ্যালুয়েবল সার্টিফিকেট
বৈশিষ্টাবলীঃ
- দেওবন্দ, হায়দারাবাদ ও শাহী মুরাদাবাদের কিসমুল ইফতার অনুকরণে প্রণীত নেসাব
- ক্লাসিক কিতাবের পাশাপাশি অধুনাকালে রচিত ফিকহী গ্রন্থ পাঠের বাধ্যতামূলক ব্যাবস্থা
- “ইফতা ও ইস্তিফতা” উপর প্রায় ১০০টি তামরিনের লিখিত চর্চা।
- সমসাময়ীক বিষয়ের উপর স্বনামধন্য মুফতিদের মাধ্যমে দ্বি-মাসিক ফিকহী মুহাদারাতের আয়োজন
- ফিকহী মাকালাহ লেখার প্রশিক্ষণ
- মুক্ত মুতালা’র জন্য উন্মুক্ত পাঠাগার
- সাপ্তাহিক ক্লাস ও সপ্তাহব্যাপী হোয়াটসএ্যাপ গ্রুপে হোমওয়ার্কের তদারকি
ভর্তি ফি ১৯০০ টাকা
মাসিক প্রদেয়- ৫০০ টাকা
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন
যোগাযোগঃ +880 1829-669921
আমাদের ক্যাম্পাস ভিসিট করুন-
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ইকরা বাংলাদেশ স্কুল ভবন, ঢাকা -১২১৯ ।
আগ্রহীদের সুবিধার্থে আমাদের পাঠ্যবই তালিকা প্রকাশ করা হলো-
الفترة الأولى
1. الدر المختار (كتاب الحظر والإباحة)
2. الحلال والحرام في الإسلام ليوسف القرضاوي
3. المحيط البرهاني (كتاب الذبائح)
4. الذبائح لحسين عبد الله العبيدي
5. قواعد الفقه لعميم الإحسان
6. الأشباه والنظائر لابن نجيم
الفترة الثانية
7. النتف في الفتاوي (كتاب الحدود والقصاص)
8. الحدود في الإسلام لأحمد فتحي بهنسي
9. السراجي في الميراث
10. كتاب المغيث في أدلة المواريث
11. شرح عقود رسم المفتي
لفترة الثالثة
12. البحر الرائق (كتاب الأشربة)
13. الخمر والمخدرات في الإسلام لأحمد فتحي بهنسي
14. أصول الإفتاء وآدابه للشيخ تقي عثماني
15. فتاوي نويسي كي رهنما أصول للشيخ سلمان منصورفوري
স্বাগতম..
الفقيه .. هو الفقيه بفعله و خلقه ، و ليس بنطقه و مقاله. ❝
⏤ محمد بن إدريس الشافعي
ফিকহে হানাফীর নির্ভরযোগ্য গ্রন্থ আন নুতাফ ফিল ফাতাওয়া সম্পর্কে আপনি কী জানেন?
..
"সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে কাজে লাগিয়ে ফিকহ ও উসূলুল ফিকহের উচ্চতর গ্রন্থগুলো পাঠ; আর সপ্তাহজুড়ে মুতালা’আ ও তামরীনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সামনে ফিকহের সুবিশাল জগতে প্রবেশদ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা"
.
ধন্যবাদ আওয়ার ইসলামকে
সপ্তাহান্ত কিসমুল ফিকহ নিয়ে আসছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী আওয়ার ইসলাম ডেস্ক:।। ‘মুফতি তৈরী নয়, শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা জাগাই’ প্রতিপাদ্য নিয়....
অভিনব মানহাজ ও মানহাজিয়্যাতের উপর বিনির্মিত এই কিসমুল ফিকহ–এর ভর্তি কার্যক্রম ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। কওমী মাদরাসার দাওরা হাদীস ও আলীয়া মাদারসার ফাদিল সম্পন্নকারী শিক্ষার্থীগণ কেবল এখানে ভর্তির জন্য মনোনীত হবেন। আগ্রহীরা নিম্মলিখিত নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন—
০১৮২৯ ৬৬ ৯৯ ২১
০১৯৬৬ ৪৯ ৮৫ ০৫
কিংবা সরাসরি আমাদের কার্যালয়ে এসেও ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আমাদের ঠিকানা—
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ঢাকা -১২১৯
ধন্যবাদ পাথেয় পরিবারকে
সপ্তাহান্ত কিসমুল ফিকহ নিয়ে আসছে ইমাম শাইবানী ফিকহ একাডেমী - Patheo24 পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘মুফতি তৈরী নয়, শিক্ষার্থীদের মাঝে ফিকহের যাওক ও তাফাক্কুহের প্রেরণা জাগাই’ প্রতিপাদ্য ...
মনীষাদের স্বভাবগুণ, সকল স্বভাবের শ্রেষ্ঠ
~ আবূ হানীফাহ আন নু'মান রহ.
ফারাগাতের পর সাংসারিক দায়ীত্ব কাঁধে নেওয়া, খেদমত, তা’লীম, তাদরসীস ইত্যাদি নানান কারণে আমাদের পক্ষে দীর্ঘ একটা বছর কিসমুল ইফতায় পড়াটা আর হয়ে উঠে না। ফলে ফিকহের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বোধ আমাদের অধরাই রয়ে যায়। সে সকল ভাইদের কথা চিন্তা করে আমরা নিয়ে এলাম সপ্তাহান্ত ইফতা কোর্স। আমরা আপনাকে হয়তো আপনাকে নামধারী মুফতি বানাতে পারবো না তবে ফিকহ ও উসূলুল ফিকহের সর্বোচ্চ গ্রন্থগুলো পড়িয়ে, তামরিন ও তাদরীবের মাধ্যমে ফতোয়ার মৌলিক বিষয়গুলো আত্মস্ত করিয়ে দিতে সচেষ্ট থাকবো।
বৃত্তান্তঃ
- মুখোমুখি (অফলাইন) ক্লাস
- এক বছর মেয়াদী আয়োজন
- প্রতি শুক্রবার সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত ক্লাস
- ভ্যালুয়েবল সার্টিফিকেট
বৈশিষ্টাবলীঃ
- দেওবন্দ, হায়দারাবাদ ও শাহী মুরাদাবাদের কিসমুল ইফতার অনুকরণে প্রণীত নেসাব
- ক্লাসিক কিতাবের পাশাপাশি অধুনাকালে রচিত ফিকহী গ্রন্থ পাঠের বাধ্যতামূলক ব্যাবস্থা
- “ইফতা ও ইস্তিফতা” উপর প্রায় ৫০ টি তামরিনের লিখিত চর্চা।
- সমসাময়ীক বিষয়ের উপর স্বনামধন্য মুফতিদের মাধ্যমে দ্বি-মাসিক ফিকহী মুহাদারাতের আয়োজন
- ফিকহী মাকালাহ লেখার প্রশিক্ষণ
- মুক্ত মুতালা’র জন্য উন্মুক্ত পাঠাগার
- সাপ্তাহিক ক্লাস ও সপ্তাহব্যাপী হোয়াটসএ্যাপ গ্রুপে হোমওয়ার্কের তদারকি
ভর্তি ফি ৩ হাজার টাকা (৫০% ছাড়ে)
মাসিক প্রদেয়- ১ হাজার টাকা
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন
যোগাযোগঃ +880 1829-669921
আমাদের ক্যাম্পাস ভিসিট করুন-
১/জি, বৌবাজার রোড, পূর্ব রামপুরা (বেটার লাইফ হাসপাতালের পেছনে) ইকরা বাংলাদেশ স্কুল ভবন, ঢাকা -১২১৯ ।
আগ্রহীদের সুবিধার্থে আমাদের পাঠ্যবই তালিকা প্রকাশ করা হলো-
الفترة الأولى
1. الدر المختار (كتاب الحظر والإباحة)
2. الحلال والحرام في الإسلام ليوسف القرضاوي
3. المحيط البرهاني (كتاب الذبائح)
4. الذبائح لحسين عبد الله العبيدي
5. قواعد الفقه للشيخ عميم الإحسان
6. الأشباه والنظائر لابن نجيم
الفترة الثانية
7. النتف في الفتاوي (كتاب الحدود والقصاص)
8. الحدود في الإسلام لأحمد فتحي بهنسي
9. السراجي في الميراث
10. كتاب المغيث في أدلة المواريث
11. شرح عقود رسم المفتي
الفترة الثالثة
12. البحر الرائق (كتاب الأشربة)
13. الخمر والمخدرات في الإسلام لأحمد فتحي بهنسي
14. أصول الإفتاء وآدابه للشيخ تقي عثماني
15. فتاوي نويسي كي رهنما أصول للشيخ سلمان منصورفوري
নগরীর দেয়ালগুলো আজ সেজেছে কালো হলুদের আবরণে
যোগাযোগ-
1/G, Boubajar Road, East Rampura (Behind Better Life hospital, Dhaka -1219)
01829669921, 01966498505
প্রশ্ন-
কুর’আন শরিফ কি আগুনে পুড়তে পারে? অগ্নিকাণ্ডে কুর’আন পুরে গেলে কি ইসলামের দুর্বলতা প্রকাশ পায়? অগ্নিকাণ্ডে কুর’আন অক্ষত থাকা কি কোন অলৌকিক ব্যাপার?
উত্তর-
কুর’আন আগুনে পুড়ে যেতে পারে। বরং অন্যান্য জিনিস থেকে কুর’আন দ্রুততর পুড়তে সক্ষম। কারণ কুর’আন কাগজের তৈরি। আর কাগজের শীটগুলো খুবই পাতলা হয় এবং এর উভয় পাশেই পর্যাপ্ত অক্সিজেন থাকে। যার ফলে এর ফাইবারগুলো দ্রুত উত্তপ্ত হয়ে কাঠ, কাপড় ইত্যাদি বস্তুর চাইতে দ্রুততর ভষ্ম হয়ে যেতে পারে। কাজেই আগুনে কুর’আন পুড়তে পারেনা এই দাবি ভুল।
অগ্নিকাণ্ডে কুর’আন শরিফ পুড়ে যাওয়াটাই স্বাভাবিক। এতে কুর’আনের অক্ষমতা কিংবা অবমাননা প্রকাশ পায় না। হযরত উসমান রা. পাঠকদেরকে একই পঠন প্রক্রিয়ায় সমবেত করার লক্ষ্যে নির্দিষ্ট একটি কপি বাদে বাকি শতশত কুর’আনের কপি পুড়িয়ে ফেলেছিলেন*। তখন সেগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিলো।
যদি কুর’আন পুড়ে যাওয়ায় ইসলামের দুর্বলতা প্রকাশ পেয়ে যেতো তাহলে জামিউল কুর’আন খ্যাত এই খলিফাতুল মুসলিমীন সাবার সামনে কুর’আন পোড়াতেন না। আর কোর’আনের কপিগুলোও পুড়েও ছাই হয়ে যেতো না। সুতরাং অগ্নিকাণ্ডে কুর’আন পুরে গেলে ইসলামের দুর্বলতা প্রকাশ পায় এই ধারণা সম্পূর্ণ ভুল।
আর যদি যদি অক্ষত অবস্থায় পাওয়া যায় তাহলে সেটা কোনো অলৌকিক কিছু না। এবং এটা কুর’আনের কোনো মু’জেযাও হতে পারে না। কুর’আনের অলৌকিকতা হলো এটি আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া সাহিত্য ও আলঙ্কারিক শক্তিতে বলিয়ান এক ঐশ্বী কিতাব*।
পুনশ্চ- সূরা হিযরের নয় নং আয়াতে যে ‘নিশ্চয় আমরাই কুরআন নাযিল করেছি এবং আমরা অবশ্যই তার সংরক্ষক’* বলা হয়েছে এর অর্থ এই নয় যে আগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া থেকে কিংবা বন্যার পানিতে ভিজে যাওয়া থেকে আল্লাহ একে সংরক্ষণ করবেন। ইমাম ত্ববারী বলেন, ‘কুর’আনের মধ্যে কোনো প্রকার মিথ্যার অনুপ্রবেশ ও এর কোনো বিধান বিকৃত হয়ে যাওয়া থেকে আল্লাহ একে হেফাযত করবেন’।*
ধন্যবাদ।
অনলাইন ফতওয়া-২
প্রশ্ন প্রেরণ, আব্দুল্লাহ আল মামুন
উত্তর প্রদানে, ফতোয়া টিম
ইমাম শাইবানী ফিকহ একাডেমী
----
* ফাতহুল বারী, কিতাবু ফাযাইলিল কুর’আন
* তাফসিরুল কাশশাফ, সূরা ইসরা, আয়াত-৮৮
* সূরা আল হিযর, আয়াত-৯
* তাফসীরুত ত্ববারী- সূরা আল হিযর, আয়াত-৯
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
1/G East Rampura (Boubajar Road) Near Better Life Hospital, Rampura
Dhaka
1219
House#23, Road#15, Sector#14, Uttara
Dhaka, 1230
অনলাইনে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা ও হিফজের নির্ভরযোগ্য প্লাটফর্ম।
1227/A/1, Khilgaon, Hajipara
Dhaka, DHAKA-1219
প্রতিযোগীতা মূলক অধ্যয়ন, দ্বীনী অনুশ?
Dhaka, 10010
Assalamu alikum Welcome to my page. Soft spooky is all about Islamic Videos and reels.Plz Follow us😘
76, Kakrail
Dhaka, 1000
Islamic Takdir Assalamualaikum Dear Muslim brothers and sisters our Islamic youtube Channel mainly work for Islam.
রোড নং ২, ব্লক ত, সেকশন ১২, পল্লবী, মিরপুর
Dhaka, 1216
ঢাকার অন্যতম প্রাচীন মহিলা মাদ্রাসা
Dhaka
Dhaka
This page is an Islamic religious education page. It will be the only means of Ramadan, Salat, Hajj, Jakat and the rules of Islam. Which will handle. M***i, Rakib Uddin. (Rumi).
440/1/C, Mofizur Rahman Road, North Ibrahimpur, Kafrul
Dhaka
ধর্মীয় এবং আধুনিক শিক্ষার সমন্বিত প্রয়াস।