27/04/2022
আপনি থিসিস করেন কিংবা গবেষণা আর্টিকেল লিখেন, সাধারণত এই অংশগুলো থাকে-
1. Title
2. Abstract
3. Introduction
4. Literature Review
5. Conceptual and Theoretical framework
6. Methodology
7. Results/Findings & Discussion
8. Conclusion
9. Reference
টাইটেল,অ্যাবস্ট্রাক্ট, মেথডোলজি এবং কনক্লিউশন; এগুলো মোটামুটি ছোট অংশ। এগুলো লেখার জন্য কোন সফটওয়্যার প্রয়োজন নেই । আপনার হাতে যদি সিমিলার কয়েকটি থিসিস থাকে,তাহলে সে নমুনাগুলো অনুসরণ করলে খুব সহজেই এই অংশগুলো লিখে ফেলতে পারবেন।
তবে এই অংশগুলোসহ গবেষণায় প্রত্যেকটি অংশে , কিছু টুলসের প্রয়োজন হয়, সেগুলো সম্পর্কে লিখছি।
▪️𝟭. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-
(Grammarly*/Ginger)
ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না । তাই আমাদের লেখার মধ্যে ব্যাকরণগত এবং ভাষাগত অনেক ভুল থাকতে পারে । আপনি চাইলে সহজেই এখান থেকে ঠিক করে নিতে পারেন । সর্বোচ্চ আউটপুট পেতে চাইলে প্রিমিয়াম ভার্শন কিনতে পারেন ।
▪️𝟮. 𝗣𝗮𝗿𝗮𝗽𝗵𝗿𝗮𝘀𝗶𝗻𝗴 𝗮𝗻𝗱 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴 𝘁𝗼𝗼𝗹𝘀-
(Quillbot*/Word Ai/Ref-n-Write/Pro Writing Aid)
ব্যক্তিগতভাবে আমি মনে করি Quilbot,Word Ai খুবই ভালো । তবে Ref-n-Write/Pro Writing Aid খুবই অ্যাডভান্স।Quilbot এর বিনামূল্য ভার্শন আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অন্য টুলসগুলো আপনাকে নামমাত্র মূল্যে কিনে নিতে হবে ।
▪️𝟯. 𝗘𝗱𝗶𝘁𝗶𝗻𝗴 𝗧𝗲𝘅𝘁 𝗦𝗼𝗳𝘁𝘄𝗮𝗿𝗲-
(Word*, OpenOffice, LaTeX*), Scrivener...)
মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ খুব ভালোমতো জানা থাকলে বাকি সফটওয়ারগুলো না শিখলেও হবে । তবে বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে ল্যাটেক্স শেখা যেতে পারে । আমি গবেষণার দুটি সফটওয়্যার শিখে সবচেয়ে বেশি আনন্দলাভ করেছিলাম , তার মধ্যে একটি হলো লাটেক্স । জার্নাল অনুযায়ী লেখা সাজানো , অটোমেটিক সূচিপত্র বানানো, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে ।
▪️𝟰. 𝗖𝗼𝗻𝗰𝗲𝗽𝘁𝘂𝗮𝗹 𝗮𝗻𝗱 𝗧𝗵𝗲𝗼𝗿𝗲𝘁𝗶𝗰𝗮𝗹 𝗙𝗿𝗮𝗺𝗲𝘄𝗼𝗿𝗸-
(Diagram.net*, creatly*, Canva)
এই অংশগুলোতে অনেক সময় ডায়াগ্রাম বা চিত্র আঁকতে হয় । মাইক্রোসফ্ট ওয়ার্ডে যদিও চিত্র অঙ্কন করা যায় , তবে সেটি সুন্দর হয়না । আপনারা চাইলে Diagram.net, creatly, Canva এই ওয়েবসাইট গুলো থেকে মুহূর্তেই কাঙ্খিত ডায়াগ্রাম তৈরি করে নিতে পারবেন ।
▪️𝟱. 𝗥𝗲𝘀𝘂𝗹𝘁𝘀/𝗙𝗶𝗻𝗱𝗶𝗻𝗴𝘀 & 𝗗𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻
এই অংশকে কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ দুটি ভাগে ভাগ করে বোঝালে সহজ হবে ।
🔸Quantative Analysis
(SPSS*, STATA, R, ...)
SPSS এর কাজ ভালোমতো জানলে সোশ্যাল সাইন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থীদের বাকি সফটওয়ারগুলো না শিখলেও মোটামুটি চলে । R শিখতে পারেন , অ্যাডভান্স এনালাইসিস করতে পারবেন । পাশাপাশি খুব সুন্দর সুন্দর ফিগার বের করতে পারবেন ।
🔸Qualitative research software
(Atlas.ti,NVivo,Quirkos*,MAXQDA...Excel*)
এতগুলা সফটওয়্যার দেখে মোটেও ঘাবড়ে যাবেন না । গুণগত গবেষণা করার ক্ষেত্রে সাধারণতঃ সফটওয়্যার না হলেও চলে বা এক্সেল ব্যবহার করেই থিমেটিক এনালাইসিস করে ফেলা যায় । ব্যক্তিগতভাবে আমি এই দুটি সফট্ওয়ারে Quirkos,MAXQDA এর কথা বলবো । আপনারা চাইলে দেখে নিতে পারেন শিখে নিতে পারেন ।
▪️𝟲. 𝗤𝘂𝗲𝘀𝘁𝗶𝗼𝗻𝗻𝗮𝗶𝗿𝗲 𝗦𝘂𝗿𝘃𝗲𝘆-
(Kobo toolbox*,Google form*)
Kobo toolbox খুবই স্মার্ট একটি টুলস । রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ পেতে হলে এই টুলস এর কাজ জানা আবশ্যক ।
▪️𝟳. 𝗣𝗹𝗮𝗴𝗶𝗮𝗿𝗶𝘀𝗺 𝗖𝗵𝗲𝗰𝗸𝗲𝗿-
(Turnitin*, Viper,I-thenticate, Checker X*)
DupliChecker, Paperrater, Plagiarisma, Search Engine Reports, PlagTracker, Plagium, CopyLeaks, Ephorus, Quetext অনেকেই এসব সোর্স থেকে প্লেজারিজম চেক করে তৃপ্তির ঢেকুর তোলেন । কিন্তু একাডেমিক লেখায় এই টুলসগুলো গ্রহণযোগ্য নয়। অনলি Turnitin ইজ বস ।
▪️𝟴. 𝗕𝗶𝗯𝗹𝗶𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝘆 𝗠𝗮𝗻𝗮𝗴𝗲𝗿-
(Zotero*, Mendeley*,EndNote, ...)
রেফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করে মুহূর্তের মধ্যেই রেফারেন্সিং করে ফেলা যায় । Zotero সফটওয়ারটি শেখা আমার জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে আমি মনে করি । এমনকি আমার চলমান ব্যাচের শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি খুব পছন্দ করেছে ।
গবেষণা প্রতিষ্ঠানে চাকরি পেতে হলে এই সফটওয়্যার গুলো শেখা অত্যন্ত দরকার । Zotero এবং Mendeley আমি রেগুলার ব্যবহার করি।
- Morshed Alam
31/01/2022
পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ:
"Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"
বাংলাঃ
(নিউমনোআলট্রামাইক্রোস্কোপিকসিলিকোভলকানোকোনিওসিস)
- এটি ফুসফুসের একটি রোগের নাম। আর এটিই পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি শব্দ।
এখানে ৪৫ টি বর্ণ আছে।|
12/12/2021
বিশ্বের ১৬২ টি দেশের ২৮০০০ প্রতিযোগী এবং ৪৫৩৪ টি টিম এর সাথে ফাইট করে কুয়েট ও বাউয়েট এর সম্মিলিত টিম ” মহাকাশ” মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত স্পেস এপ্স চ্যালেঞ্জ এর ” বেস্ট মিশন কন্সেপ্ট” ক্যাটাগরিতে “ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে”।
বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এই দলটি বাংলাদেশের খুলনা থেকে চ্যাম্পিয়ন হিসেবে নাসাতে মনোনয়ন পায়। কুয়েটে যন্ত্র প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সুমিত চন্দ’র নেতৃত্বে এই দলের অপর সদস্যরা হলেন- বাংলাদেশে আর্মি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্রী তৃষা বসাক, কুয়েটের চামড়া প্রকৌশল বিভাগের ছাত্র আলভী রনক, সিএসই বিভাগের সমীর ইমতিয়াজ, সিভিল বিভাগের শিশির কাইরি এবং বাউয়েট সিএসই বিভাগের মোমিনুল হক।
06/11/2021
List of Best free online Education sites.
1.Coursera.
2) Udemy.
3) Udacity.
4) Edx.
5) LinkedIn Learning.
6) Skillshare. 7.Alison
8) Khan Academy
9.Unacademy
10) MIT OpenCourseWare
11) Open culture
12) Connections A
13) Academic Earth
14) iTunes U Free Courses
15) Stanford Online
16) Harvard Extension
17) Open Yale Courses
18) UC San Diego Podcast Lecture
19) Code
20) University of the People
21) University of Oxford Podcasts
22) TED-Ed
23) Memrise
24) LessonPaths
25) CodeHS
26) Aquent Gymnasium
01/10/2021
Dhaka University | Questions Paper
Date: 01.10.21
18/08/2021
সঠিক উচ্চারণ শিখি:
১. Invitation(ইনভাইটেশন)- ইনভিঠেইশন✅- আমন্ত্রণ, নিমন্ত্রণ, আহ্বান, ডাক।
২. Archive(আর্চিভ)- আর্কাইভ✅- সংরক্ষণাগার।
৩. Ocean(ওকেন)- ওউশান✅- মহাসাগর।
৪. Semester (সেমিস্টার)- সি-মেস্টার✅- অর্ধবর্ষ মেয়াদি স্কুল/কলেজের শিক্ষার অংশ।
৫. Different (ডিফারেন্ট)- ডিফরেন্ঠ✅- বিভিন্ন, হরেক, আলাদা।
02/08/2021
সঠিক উচ্চারণ শিখিঃ
•
১. Enough(এনাফ )- ইনাফ✅
২. Analysis(এনালাইসিস)- এনালিসিস✅
৩. Natural(ন্যাচারাল)- ন্যাচ-রাল✅
৪. Healthy(হেলদি)- হেলথি✅
৫. Woman(ওম্যান)- উইম্যান✅
•
এরকম কমন ভুল উচ্চারণগুলো প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব। ইনশা আল্লাহ।
•
23/05/2021
বিভিন্ন রোগের ইংরেজি
প্রতিশব্দঃ
-
❍ Fever – (ফিভার) – জ্বর
❍ Pain – (পেইন) – ব্যথা
❍ Gripe – (গ্রাইফ) – পেট ব্যথা
❍ Pill – (পিল) – বড়ি
❍ Ulcer – (আলসার) – ক্ষত
❍ Leprosy – (লেপ্রসি) – কুষ্ঠ
❍ Cold – (কোল্ড) – সর্দি
❍ Cough – (কফ) – কাঁশি
❍ Cancer – (ক্যান্সার) – কাউট রোগ
❍ Diabetes – (ডায়াবেটিস) – বহুমূত্র
❍ Bandage – (ব্যান্ডেজ) – পট্টি
❍ Boil – (বয়েল) – ফোঁড়া
❍ Medicine – (মেডিসিন) – ঔষধ
❍ Piles – (পাইলস) – অর্শ্ব
❍ Patient – (পেশেন্ট) – রোগী
❍ Asthma – (অ্যাজমা) – হাঁপানি
❍ Tumour – (টিউমার) – টিউমার
❍ Typhoid – (টাইফয়েড) – টাইফয়েড
❍ Tetanus – (টিট্যানাস) – ধনুষ্টংকার
❍ Treatment – (ট্রিটমেন্ট) – চিকিৎসা
❍ Malaria – (ম্যালেরিয়া) –
ম্যালেরিয়া
❍ Headache – (হেডঅ্যাক) – মাথা ব্যথা
❍ Toothache – (টুথঅ্যাক) – দাঁত ব্যথা
❍ Jaundice – (জন্ডিস) – পান্ডুরোগ
📚পড়া শেষে Done লিখুন।
30/04/2021
পৃথিবীর অন্যতম দুঃসাহসিক অভিযানের নায়ক মাইকেল কলিন্স ক্যানসারের সঙ্গে বসবাস করছিলেন বেশ কয়েক বছর ধরে। অবশেষে চলে গেলেন গতকাল এপ্রিলের ২৮ তারিখে। বয়স হয়েছিল তাঁর ৯০।
চন্দ্রাভিযানের পর ইতিহাসে তো এমনিতেই নাম উঠে গিয়েছিল, তারপর আরেক অদ্ভুত ঘটনা ঘটিয়ে অন্য রকম এক ইতিহাসে নাম লেখান মাইকেল কলিন্স। আট দিনের চন্দ্রজয় অভিযানের জন্য নাসা তিনজন মহাকাশচারীকে পাঠালেও দুজন মাত্র চাঁদে হেঁটেছেন। মাইকেল কলিন্স সে সময় সামলাচ্ছিলেন মহাকাশযান কমান্ড মডিউল কলাম্বিয়া। নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন ততক্ষণে চাঁদের বুকে পা রেখেছেন। পরদিন অর্থাৎ ২১ জুলাই চাঁদের বুকে আবার নামে ‘ইগল’ নামের লুনার মডিউলটি। যেটিতে ছিলেন নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। ঘড়িতে তখন ৫টা বেজে ৩৪ মিনিট (ইডিটি)। চাঁদের পৃষ্ঠ থেকে দিনের অভিযান গুটিয়ে কলাম্বিয়ায় ফিরে আসছিল ‘ইগল’। কলাম্বিয়া থেকে সেটি তখন মাত্র ৪ মিটার দূরে, ঠিক সেই মুহূর্তে দিগন্তে ‘আধখানা’ পৃথিবীকে রেখে ‘ইগলের’ ছবি তোলেন কলাম্বিয়ার পাইলট মাইকেল কলিন্স। ব্যস, এই এক ছবিতে দুনিয়ার সব মানুষ এঁটে গেল। বাদ রইল কে? আর কেউ নন, স্বয়ং মাইকেল কলিন্স। আর এই ছবিই এখন পর্যন্ত একমাত্র, যেখানে দুনিয়ার একজন বাদে বাকি সব মানুষ এক ফ্রেমে বন্দী!
তথ্যসূত্র :ইন্টারনেট
04/04/2021
MBBS Result 2018-2019
রেজাল্ট দেওয়া হবে এই ওয়েবসাইটে - https://result.dghs.gov.bd/mbbs/
বিগত বছরের অভিজ্ঞতায় বলা যায় রেজাল্ট আছরের পরেই দেয় মানে ০৫ টার পর । আগেও দিতে পারে । রেজাল্ট দেওয়ার আগে ওয়েবসাইটের ইমেজ ও লেখায় চেঞ্জ আসবে ।MBBS RESULT 2020-21 লেখা উঠবে । তখন বোঝা যাবে ওয়েবসাইট আপগ্রেডশন শুরু হয়েছে ।
জীবনের সবচেয়ে চিন্তিত ৮ ঘন্টা কাটাতে যাচ্ছে প্রায় ২০ হাজার TRUE MAT ASPIRANTS । আজ সফলতার গল্পে ছেড়ে যাবে চারদিক কিন্তু হেরে যাওয়ার চিক্কারগুলা শোনার মত কেউ থাকবে না । নিজের ভরসা ও শক্তি হয়ে দাড়াতে হবে নিজেকে ।
যা হয় অলয়েস ভালোর জন্যই হয় । BEST OF LUCK .
MBBS Result 2018-2019
02/04/2021
আজকে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার ২০২০-২১
এর সাধারণ জ্ঞান অংশঃ
১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি
২. স্বাধীনতার পর ১ম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী
৩. সাবাস বাংলাদেশ - নিতুন কুন্ডু (৪২তম বিসিএস)
৪. ১ম সাধারণ নির্বাচন ৭ই মার্চ, ১৯৭৩ (৪১তম বিসিএস)
৫. ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয় ১৯৯৯
৬. ১০ নং সেক্টর - নৌ কমান্ডো সেক্টর
৭. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় - ভূটান
৮. বীর প্রতীক বিদেশি - ওয়াডারল্যান্ড
৯. নৌপথে চালানো অপারেশন - অপারেশন জ্যাকপট
১০. স্মৃতিসৌধের ভাস্কর - মাইনুল হাসান
08/03/2021
University of Dhaka
বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের তালিকা:
1. University of Dhaka www.du.ac.bd
2. University of Rajshahi www.ru.ac.bd
3. Bangladesh Agricultural University www.bau.edu.bd
4. Bangladesh University of Engineering & Technology www.buet.ac.bd
5. University of Chittagong www.cu.ac.bd
6. Jahangirnagar University www.juniv.edu
7. Islamic University www.iu.ac.bd
8. Shahjalal University of Science & Technology www.sust.edu
9. Khulna University www.ku.ac.bd
10. National University www.nu.edu.bd
11. Bangladesh Open University www.bou.edu.bd
12. Bangabandhu Sheikh Mujib Medical University www.bsmmu.edu.bd
13. Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University www.bsmrau.edu.bd
14. Hajee Mohammad Danesh Science & Technology University www.hstu.ac.bd
15. Mawlana Bhashani Science & Technology University www.mbstu.ac.bd
16. Patuakhali Science And Technology University www.pstu.ac.bd
17. Sher-e-Bangla Agricultural University www.sau.edu.bd
18. Chittagong University of Engineering & Technology www.cuet.ac.bd
19. Rajshahi University of Engineering & Technology www.ruet.ac.bd
20. Khulna University of Engineering and Technology www.kuet.ac.bd
21. Dhaka University of Engineering & Technology www.duet.ac.bd
22. Noakhali Science & Technology University www.nstu.edu.bd
23. Jagannath University www.jnu.ac.bd
24. Comilla University www.cou.ac.bd
25. Jatiya Kabi Kazi Nazrul Islam University www.jkkniu.edu.bd
26. Chittagong Veterinary and Animal Sciences University www.cvasu.ac.bd
27. Sylhet Agricultural University www.sau.ac.bd
28. Jessore University of Science & Technology www.just.edu.bd
29. Pabna University of Science and Technology www.pust.ac.bd
30. Begum Rokeya University www.brur.ac.bd
31. Bangladesh University of Professionals www.bup.edu.bd
32. Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University www.bsmrstu.edu.bd
33. Bangladesh University of Textiles www.butex.edu.bd
34. Barisal University www.barisaluniv.edu.bd
35. Rangamati Science and Technology University www.rmstu.edu.bd
36. Bangabandhu Sheikh Mujibur Rahman Maritime University www.bsmrmu.edu.bd
37. Islamic Arabic University www.iau.edu.bd
38. Chittagong Medical University
39. Rajshahi Medical University www.rmu.edu.bd
40. Rabindra University, Bangladesh www.rubd.org
41. Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University www.bdu.ac.bd
42. Sheikh Hasina University https://shubd.net/
43. Khulna Agricultural University
44. Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University https://bsfmstu.ac.bd/
45. Sylhet Medical University
46. Bangabandhu Sheikh Mujibur Rahman Aviation And Aerospace University (BSMRAAU) www.bsmraau.edu.bd
University of Dhaka
University of Dhaka || the highest echelon of academic excellence
01/03/2021
এই নৌকা দুটিকে দেখুন। এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে কিংবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত। কারন বর্ষণের কাজ আল্লাহর এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেও সাহায্য না করলেও আল্লাহর সাহায্য ঠিকই পাবেন, সময়টা শুধু অপেক্ষার।
ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহর ওপর ভরসা রাখুন।
আল্লাহ অবশ্যই পাশে থাকবেন।
আল্লাহ,বলেন তোমরা আমাকে ডাকো,আমি তোমাদের ডাকে সাড়া দেবো।
(সূরাঃমুমিন-৬০)
"জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে!"
(সূরা বাকারা, আয়াত: ২১৪)
22/02/2021
২৪ মে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়! 📣
21/02/2021
আবেগ অনুভূতির সাথে জড়িয়ে আছে আমাদের এই বাংলা ভাষা।
শহীদদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা।
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
18/02/2021
ঢাবি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৮ মার্চ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৮ মার্চ ২০২১ সোমবার বিকাল ৪:০০টা থেকে শুরু হবে এবং ৩১ মার্চ ২০২১ বুধবার রাত ১১:৫৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ০১ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার রাত ১১:৫৯টা পর্যন্ত।
আজ ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে ২০২১ শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ মে ২০২১ শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ মে ২০২১ বৃহস্পতিবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ মে ২০২১ শুক্রবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ০৫ জুন ২০২১ শনিবার অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ‘ক’ ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫), ‘খ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), ‘গ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ ( আলাদাভাবে ৩.৫), ‘ঘ’ ইউনিটের জন্য মানবিক শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) ও বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫) এবং ‘চ’ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে শিগ্গিরই জানিয়ে দেওয়া হবে।
---------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়