
মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব মাও এখলাছুর রহমান( ইবি প্রধান) এর বড়ো ভাই মো. ইসহাক আজ ১:৩০ মিনিট সময় ইন্তেকাল ফরমাইয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
MAIJPARA GAUSIA SUNNIA DAKHIL MADRASAH
PATENGA,CHITTAGONG. EIIN : 104258
Operating as usual
মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক জনাব মাও এখলাছুর রহমান( ইবি প্রধান) এর বড়ো ভাই মো. ইসহাক আজ ১:৩০ মিনিট সময় ইন্তেকাল ফরমাইয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন।মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।
২০২৪ সালের ৬ষ্ট ও ৮ম শ্রেণির শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ঢাকা " এর নোটিশের ঘোষণা অনুযায়ী অত্র মাদ্রাসা ভর্তিকৃত শিক্ষার্থী e-SIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান বা প্রক্রিয়া কাজ আরম্ভ হয়েছে। যে সকল ৬ষ্ট, ৮ম শ্রেণির শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করতে ইচ্ছুক শুধু মাত্র তাদের কে মাদ্রাসার অফিসে এসে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা যাচ্ছে। অন্যথায় রেজিষ্ট্রেশন করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান দায় নিবেন না।
নির্দেশক্রমে—
মুহাম্মদ আইয়ুব নাছের
সুপার
অত্র মাদ্রাসা।
যোগাযোগের শেষ সময় - ০৬/১০/২০২৪
অফিস নম্বর ০১৩০৯-১০৪২৫৮ ( সকাল ০৮ঃ০০ থেকে দুপুর ০২ঃ০০) পর্যন্ত।
মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও আল মোস্তফা হক্কানীয়া সুন্নিয়া মাদ্রাসা যৌথভাবে ঈদে মিলাদুন্নবী (সাঃ) জশনে জুলুছের একাংশ।
পতেঙ্গাস্থ মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে প্রতিবারে ন্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস উদযাপন করা হয় উক্ত জুলুস সাফল্য মণ্ডিত করা জন্য মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের পাশাপাশি এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।
এতদ্দ্বারা অত্র মাদ্রাসার শিক্ষক - শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৭-০৮-২০২৪ খ্রিঃ রোজ বুধবার শ্রেণি কার্যক্রম সকাল ০৯:০০ ঘটিকায় থেকে আরম্ভ হবে। সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে।
নির্দেশক্রমে
সুপার
অত্র মাদ্রাসা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতদ্বারা মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৮/০৭/২০২৪ইং তারিখে আরবি হিজরি নববর্ষ উপলক্ষে মাদ্রাসা বন্ধ থাকবে। তৎসঙ্গে আগামীকালের পরীক্ষা তথা ৩য় শ্রেণির কোরআান, ৫ম শ্রেণির ইংরেজি ও ১০ম শ্রেণির ক্যারিয়ার শিক্ষার পরীক্ষা আগামী ২৫/০৭/২০২৪ইং তারিখে অনুষ্ঠিত হবে।
(বিঃদ্রঃ বাকী সকল পরীক্ষা পূর্বের ঘোষিত রুটিন অনুযায়ী ঠিক থাকবে।)
আদেশক্রমে,
ভারপ্রাপ্ত সুপার মহোদয়
জনাব মুহাম্মদ আবু নাছের
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা
বিষয়: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্ষিপ্তকরণ।
এতদ্দ্বারা অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে ০২ জুলাই ২০২৪ খ্রি: তারিখের পরিবর্তে ২৫ জুন, ২০২৪ খ্রি: তারিখ পর্যন্ত নির্ধারণ করা হলো।
আগামী ২৬ জুন, ২০২৪খ্রি: রোজ বুধবার হতে মাদ্রাসার শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।
প্রচারে-
সুপার/ সচিব।
মাইজপাড়া গাউছিয়া ছু্ন্নিয়া দাখিল মাদ্রাসা
পতেংগা চট্টগ্রাম।
বিস্তারিত জানতে প্রজ্ঞাপনটি নিম্নে সংযুক্ত করা হলো।
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
এতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও ইবি. প্রধান পদে নিয়োগ পরীক্ষার অংশ বিশেষ।
এতদ্দ্বারা অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৭/০৫/২০২৪ খ্রিঃ রোজ সোমবার "ঘুণিঝড় রেমালের"কারণে মাদ্রাসার কার্যক্রম বন্ধ থাকবে।
নির্দেশক্রমে
সুপার
অত্র মাদ্রাসা।
প্রিয় শিক্ষক ও শিক্ষার্থীরা,
ঘূর্ণিঝড় 'রিমাল' এর কারণে আগামীকাল সোমবার (২৭-০৫-২০২৪) তারিখে মাদরাসার সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ২৮-০৫-২০২৪খ্রি, তারিখ থেকে মাদরাসার শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে। উক্ত তারিখে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে যথাসময়ে মাদরাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
নির্দেশক্রমে,
সুপার,
মাইজপাড়া গাউসিয়া ছুন্নিয়া দাখিল মাদরাসা
সম্মানিত এলাকাবাসি আসসালামু আলাইকুম, আপনারা সকলে অবগত আছেন যে, মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় সাইক্লোন সেন্টার রয়েছে। সম্প্রতি চলমান ঘূর্ণিঝড় রেমাল হতে রক্ষা পাওয়ার জন্য আমাদের মাদ্রাসা সাইক্লোন সেন্টারে অবস্থান করতে পারবেন। উল্লেখ্য যে, মাদ্রাসায় মানবীয় প্রয়োজনীয় সমস্যা সমাধানে যেমন বিদ্যুৎ, পানি, পায়খানা, প্রস্রাব সহ যাবতীয় কার্য সম্পাদনের সুব্যবস্থা রয়েছে। আপনাদের সকলকে বিপদগ্রস্ত হওয়ার পূর্বে আমাদের এখানে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
সুপার
অত্র মাদ্রাসা
সম্মানিত অভিভাবক ও শুভানুধ্যায়ী,
আসসালামু আলাইকুম,
সদ্য প্রকাশিত মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা'র দাখিল পরীক্ষার ফলাফলে সর্বমোট ৭১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৪৮জন কৃতকার্য এবং ২৩জন অকৃতকার্য হয়। সর্বমোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা'র নিজস্ব পরীক্ষার্থী ৩৬জনের মধ্যে ৩৩জন কৃতকার্য এবং ৩জন অকৃতকার্য হয়, অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থী যারা মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা'র নামে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারমধ্যে ১৪জন পরীক্ষার্থীর মধ্যে ১১জন কৃতকার্য এবং ০৩জন অকৃতকার্য হয়। এছাড়া, বিগত ২০২২/২০২৩সালের দাখিল পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে ২১জন অংশগ্রহণ করে তারমধ্যে ০৪ জন কৃতকার্য এবং ১৭জন অকৃতকার্য হয়।
মূলত, অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থী যারা মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার হয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ২০২২/২০২৩সালে অকৃতকার্য পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারী মোট ৩৫জনের মধ্যে ২০ জন অকৃতকার্য হয়। যা মাদ্রাসার সার্বিক ফলাফলে প্রভাব পড়ে। এসব ব্যতীত মাদ্রাসার নিজস্ব পরীক্ষার্থীর সার্বিক ফলাফল আলহামদুলিল্লাহ সন্তুষজনক হয়েছে।
এমতাবস্থায়, আগামীতে অন্যান্য মাদ্রাসার শিক্ষার্থী এবং বিগত বছরে অকৃতকার্য পরীক্ষার্থীদের বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে।
সকলের আন্তরিক সহযোগিতা আমাদের উৎসাহ যোগাবে।
ধন্যবাদ।
নিবেদক
মোঃ আইয়ুব নাছের
সুপার
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসা।
❤️❤️❤️আলহামদুলিল্লাহ,❤️❤️❤️
মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার একযোগে হাজার হাজার সরকারী ভবন স্থাপন প্রতিশ্রুতি বাস্তবায়ন লক্ষে চট্টগ্রাম -১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ লতিফ পক্ষ থেকে উপহারকৃত মাদ্রাসার চলমান কাজ পরিদর্শন ও সার্বিক দেখাশোনা সহ মাদ্রাসার উজ্জ্বল ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করে মুনাজাত করেন এশিয়ার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ মুফতি অছিউর রহমান (মা. জি). আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম,প্রতিষ্টাতা সদস্য হাঃ আলী আকবর, মাইজপাড়া জামে মসজিদে খতিব মাও আবু ইউছুপ তাহেরি, শিক্ষানুরাগী মাও মুনিরুল হাছান, শিক্ষক প্রতিনিধি মাও মুহাম্মদ এখলাছ, স্থানীয় অসংখ্য ওলামায়ে কেরাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক ও ছাত্র বৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহ্যবাহী পতেংগাস্থ মাইজপাড়া গাউছিয়া ছু্ন্নিয়া দাখিল মাদ্রাসা "শিক্ষা ও প্রকৌশলী" বিভাগ থেকে প্রাপ্ত কৃত ভবনের বেইজ ডালাইয়ের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুরুল আলম,মাইজপাড়া জামে মসজিদের খতিব মাও. আবু ইউছুপ তাহেরি, এবং দোয়া ও মুনাজাত করেন অত্র প্রতিষ্ঠানের সুপার মাও. আইয়ুব নাছের আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য শহিদুল ইসলাম কামাল, ফাতেমা বেগম সহ সকল শিক্ষক -কর্মচারী প্রমুখ।
Monday | 08:30 - 13:15 |
Tuesday | 08:30 - 13:15 |
Wednesday | 08:30 - 13:15 |
Thursday | 08:30 - 13:15 |
Saturday | 08:30 - 13:15 |
Sunday | 08:30 - 13:15 |
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Worst School In the WORLDDD!!!
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
আমাদের ৩টি বিভাগে ভর্তি চলছে ✨ হিফজুল কুরআন বিভাগ ✨ প্লে গ্রুপ থেকে ৭ম শ্রেণি ✨ কুরআন শিক্ষা কোর্স
This is an non Government madrasah. managed by the help of all muslim.
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.
চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।