University of Chittagong

University of Chittagong

Share

University of Chittagong (Bengali: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) is a public university with multidiscipl

Operating as usual

Photos from University of Chittagong's post 07/11/2024

"প্রেস বিজ্ঞপ্তি"
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে চবিতে সেমিনার অনুষ্ঠিত
======
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থাপনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ (৭ নভেম্বর, ২০২৪) সকাল ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। এতে উদ্বোধনী বক্তব্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ কেন্দ্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বর্তমান প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, যথাযথভাবে আবেদন, সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে আজকের এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা, পাবলিক এনগেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক মি: ব্রেন ফ্লেনিগান দর্শকদের আগ্রহ বাড়াতে বাংলায় শুভেচ্ছা বিনিময় করেন এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা বর্ণনা করে উপস্থিত সকলকে উৎসাহিত করেন।

চবি রেজিস্ট্রারের পরিচালনায় "Department of State Exchange Programs & Higher Education Opportunities in the United States" শীর্ষক সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট বিশেষজ্ঞ রাইহানা সুলতানা মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের জন্য আবেদনের নিয়মাবলী, বিভিন্ন শর্ত, যোগ্যতা, ফুলব্রাইট ও অন্যান্য স্কলারশিপসহ নানা ধরনের সুযোগ-সুবিধা বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে চমৎকার আলোচনা উপস্থাপন করেন। তাকে সহযোগিতা করেন দূতাবাস কর্মকর্তা প্রেস চীফ মিস রিকি সালমিনা। তারা তাদের প্রশ্নের উত্তরদাতা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন।

সেমিনারে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন মজুমদার, চবি আন্তজার্তিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত এবং চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনারে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

সেমিনারে কয়েকজন শিক্ষক, প্রায় পাঁচশত শিক্ষার্থী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৭/১১/২০২৪

Photos from University of Chittagong's post 07/11/2024

"প্রেস বিজ্ঞপ্তি"
চবি উপাচার্যের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ
=====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকর্তা Mr. Bren Flanigan এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (৭ নভেম্বর ২০২৪) সকাল ১০:০০ টায় উপাচার্য দপ্তরের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আন্তজার্তিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব মনজুরুল আলম, জনাব ইব্রাহিম হোসেন, জনাব সাইফুল ইসলাম চৌধুরী এবং জনাব শ্রাবন্তী মল্লিক উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্মকতার্রা হলেন, পাবলিক এনগেজমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক মি: ব্রেন ফ্লেনিগান, পাবলিক এনগেজমেন্ট বিশেষজ্ঞ রাইহানা সুলতানা ও প্রেস চীফ মিস রিকি সালমিনা।

মাননীয় উপাচার্য অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। তিনি অতিথিদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার ক্ষেত্র সম্প্রসারণ, বিশেষ করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ অবারিত করতে মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। মাননীয় উপাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তির মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষাথীদের একাডেমিক কার্যক্রমের জন্য সুব্যবস্থা রয়েছে মর্মে উল্লেখ করে বলেন, বিদেশি শিক্ষার্থীদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সবসময় স্বাগত জানাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধি করতে বর্তমান প্রশাসন কাজ করছে। মাননীয় উপাচার্য চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দূরে হওয়ায় ক্যাম্পাসে একটি নান্দনিক ‘বুক শপ’ স্থাপনের আগ্রহের কথা অতিথিদের জানান।

অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশসহ সার্বিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ চমৎকার পরিবেশের কথা জেনে অত্যন্ত খুশি হন। কর্মকর্তাবৃন্দ মাননীয় উপাচার্যের শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা গভীর আগ্রহসহ শোনেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে আশ্বাস প্রদান করেন।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৭/১১/২০২৪

07/11/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
=====
প্রাণিবিদ্যা বিভাগ
চবি প্রাণিবিদ্যা বিভাগের ৩য় বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২২ কোর্স নং ৩১৩ থেকে ৩১৭ (ক্রমানুসারে নয়) এর ব্যবহারিক পরীক্ষাসমূহ আগামী ০১.০১.২০২৫ থেকে ২২.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ
চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ৪০১ থেকে ৪০৯ (ক্রমানুসারে নয়) এর তত্ত্বীয় পরীক্ষসমূহ আগামী ২৩.১১.২০২৪ থেকে ০২.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২য় বর্ষ বি.এস.সি. (অনার্স) ২০২৩ কোর্স নং ২০১ থেকে ২১০ এর পরীক্ষসমূহ আগামী ০৮.১২.২০২৪ থেকে ০৬.০২.২০২৫ তারিখ প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এম.এস ২০২২ কোর্সনং- ৫১৩ এর মৌখিক পরীক্ষা আগামী ১৮.১১.২০২৪ ও ১৯.১১.২০২৪ তারিখ সকাল ৯:০০ টা থেকে শুরু হবে।
-----------
সংস্কৃত বিভাগ
চবি সংস্কৃত বিভাগের এম.এ. ২০২৩ সনের কোর্স নং ৫০১ এর ২০.১১.২০২৪ ও ১৫.১২.২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য টার্মিনাল পরীক্ষা উক্ত তারিখের পরিবর্তে আগামী ১৭.১২.২০২৪ ও টার্মিনাল পরীক্ষা ১৮.১২.২০২৪ তারিখ বেলা ১১:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
চারুকলা ইনস্টিটিউট
চবি চারুকলা ইনস্টিটিউটের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এম.এফ.এ. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি/পুনঃভর্তি/সাময়িক ভর্তি আগামী ১৪.১১.২০২৪ তারিখ থেকে শুরু হবে। বিলম্ব ফিসছাড়া আগামী ২১.১১.২০২৪ এবং ২২০/- টাকা বিলম্ব ফিসসহ আগামী ০১.১২.২০২৪ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট ইনস্টিটিউট থেকে জানা যাবে।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৭/১১/২০২৪

06/11/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
=====
ওশানোগ্রাফি বিভাগ
চবি ওশানোগ্রাফি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস.সি. (অনার্স) কোর্স নং ১০১ থেকে ১১৫ (ক্রমানুসারে নয়) এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ১১.১১.২০২৪ থেকে ১২.১২.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। উক্ত বর্ষের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৯.১২.২০২৪ তারিখ থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ওশানোগ্রাফি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ২য় বর্ষ বি.এস.সি. (অনার্স) কোর্স নং ২০১ এর ২২.০৯.২০২৪ তারিখের স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ১৩.১১.২০২৪ তারিখ সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
রসায়ন বিভাগ
চবি রসায়ন বিভাগের ৩য় বর্ষ বি.এস.সি. (অনার্স) ২০২৩ সালের কোর্স নং ৩১০১ থেকে ৩১০৩, ৩২০১ থেকে ৩২০৩, ৩৩০১ থেকে ৩৩০৪ এবং ৩৪০১ থেকে ৩৪০২ এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ০৭.১১.২০২৪ থেকে ১৯.১২.২০২৪ তারিখ প্রতিদিন দুুপুর ১২:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি রসায়ন বিভাগের ২য় বর্ষ বি.এস.সি. (অনার্স) ২০২৩ কোর্স নং ২১১০,২৩১০ এবং ২৫১০ এর ব্যবহারিক পরীক্ষসমূহ আগামী ১০.১১.২০২৪ থেকে ২৫.১১.২০২৪ তারিখ প্রতিদিন সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
মনোবিজ্ঞান বিভাগ
চবি মনোবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ৩০১ থেকে ৩০৭ (ক্রমানুসারে নয়) এর পরীক্ষাসমূহ আগামী ২০.১১.২০২৪ থেকে ৩০.১২.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ১০১ থেকে ১০৯ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ১৩.১১.২০২৪ থেকে ০৬.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২য় বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ২০১ থেকে ২০৯ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ০১.১২.২০২৪ থেকে ২৩.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ৩০১ থেকে ৩০৮ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ১২.১২.২০২৪ থেকে ২৭.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ৪০১ থেকে ৪০৯ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ১৭.১২.২০২৪ থেকে ১০.০২.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের এম.এস ২০২৩ কোর্স নং ৫০১ থেকে ৫০৬ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ২১.১১.২০২৪ থেকে ২৩.১২.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এম.এস. কোর্সে ভর্তি/সাময়িক ভর্তি/পুনঃভর্তি ০৩.১১.২০২৪ তারিখ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফিস ছাড়া আগামী ০৭.১১.২০২৪ তারিখ এবং ২২০/- টাকা বিলম্ব ফিসসহ আগামী ১১.১১.২০২৪ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
মনোবিজ্ঞান বিভাগ
চবি মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৩ কোর্স নং ৪০১ থেকে ৪০৮ এর পরীক্ষাসমূহ আগামী ২১.১১.২০২৪ থেকে ০৫.০১.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ বি.এস.এস (অনার্স) ২০২৩ কোর্স নং ১০১ থেকে ১০৮ ও কোর্স নং- ০০১ এর পরীক্ষাসমূহ আগামী ২০.১১.২০২৪ থেকে ২৯.১২.২০২৪ তারিখ পর্যন্ত এবং উক্ত বর্ষের ভাইভা পরীক্ষা আগামী ৩০.১২.২০২৪ তারিখ প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
নাট্যকলা বিভাগ
চবি নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষ বি.এ. (সম্মান) ২০২২ কোর্স নং ৪০১ থেকে ৪১৬ এর পরীক্ষাসমূহ আগামী ১৮.১১.২০২৪ থেকে ১২.১২.২০২৪ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
সংস্কৃত বিভাগ
চবি সংস্কৃত বিভাগের এম.এ ২০২৩ কোর্স নং ৫০১ থেকে ৫০৫ এর পরীক্ষাসমূহ আগামী ২০.১১.২০২৪ থেকে ১২.১২.২০২৪ তারিখ পর্যন্ত এবং টার্মিনাল পরীক্ষা আগামী ১৫.১২.২০২৪ তারিখ প্রতিদিন বেলা ১১:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষ বি.এ. (অনার্স) ২০২৩ কোর্স নং ১০১ থেকে ১০৮ ও কোর্স নং- ০১ ও ০২ এবং কোর্স নং- ০০১ এর পরীক্ষাসমূহ আগামী ১৭.১১.২০২৪ থেকে ০২.০২.২০২৫ তারিখ প্রতিদিন সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২য় বর্ষ বি.এ. (অনার্স) ২০২৩ কোর্স নং ২০১ থেকে ২০৮ এবং কোর্স নং- ০১ ও ০২ এর পরীক্ষাসমূহ আগামী ১৮.১১.২০২৪ থেকে ২৬.০১.২০২৫ তারিখ প্রতিদিন সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষ বি.এ. (অনার্স) ২০২৩ কোর্স নং ৩০১ থেকে ৩১১ এর পরীক্ষাসমূহ আগামী ১৯.১১.২০২৪ থেকে ০৪.০২.২০২৫ তারিখ প্রতিদিন সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষ বি.এ. (অনার্স) ২০২৩ কোর্স নং ৪০১ থেকে ৩১১ এবং রচনাপত্রের পরীক্ষা আগামী ২০.১১.২০২৪ থেকে ০৬.০২.২০২৫ তারিখ প্রতিদিন সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এম.এ ২০২৩ কোর্স নং ৫০১ থেকে ৫০৯ এবং টারমিনাল পরীক্ষা আগামী ০৩.১২.২০২৪ থেকে ১০.০২.২০২৫ তারিখ প্রতিদিন সকাল ১০.১৫ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
বাংলা বিভাগ
চবি বাংলা বিভাগের ১ম বর্ষ বি.এ (সম্মান) ২০২৩ কোর্স নং- ১০২ এর ২৭.১০.২০২৪ তারিখের স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৩.১২.২০২৪ এবং কোর্স নং ১০৭ এর ০৩.১২.২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষাটি আগামী ০৭.১২.২০২৪ তারিখ সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৬/১১/২০২৪

Photos from University of Chittagong's post 06/11/2024

আবাসিক হলসমূহের (শাহ জালাল হল, শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল এবং শহীদ আবদুর রব হল) আসন বরাদ্দের ২য় মেধা তালিকা এবং আসন বরাদ্দ বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি
======
[ পূর্বের অপেক্ষমান তালিকা ও অভিযোগ নিষ্পত্তির পর প্রাপ্ত সঠিক আবেদনের ভিত্তিতে পূণর্বিন্যস্ত ]
প্রকাশের তারিখ- ০৬ নভেম্বর ২০২৪
https://drive.google.com/file/d/10AkVtf0CFp7EVNW9-NI9iCbc-jgCY7NE/view

শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় একটি নতুন সফটওয়্যার সিস্টেম দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে আসন বরাদ্দের আবেদন গ্রহন ও ফলাফল প্রকাশ করতে হয়েছে বিধায় সফটওয়্যারের অপরীক্ষিত/অসংশোধিত ত্রুটির (bug) কারনে এবং বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশের তথ্য হালনাগাদ না থাকায় প্রথম তালিকায় যারা বাদ পড়েছিলেন শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যাছাই বাছাই করে প্রযোজ্য ক্ষেত্রে ২য় বরাদ্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

* (স্টার) চিহ্নিত ক্রমিকসমুহ অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে নতুন সংযোজিত নির্দেশ করে।

আসন বরাদ্দপ্রাপ্তদের আগামী ০৭ -১২ নভেম্বর ২০২৪ এর মধ্যে নিজ নিজ হলে সশরীরে উপস্থিত হয়ে বরাদ্দ নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত আসন বুঝে নেয়ার জন্য নগদ ৮০০/- (আটশত) টাকা হলের অফিসে এই সময়ের মধ্যে জমা দিতে হবে। সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ও ১ (এক) কপি স্ট্যাম্প সাইজের সাম্প্রতিক তোলা ছবি এবং সকল পরীক্ষার ফলাফল বিবরণী নিয়ে আসতে হবে।

হলে আসন বরাদ্দের আবেদন গ্রহন - ২৯ সেপ্টেম্বর – ০২ অক্টোবর ২০২৪
আসন বন্টন তালিকা প্রকাশ - ০৪ অক্টোবর ২০২৪
আসন বরাদ্দ (১ম তালিকা) - ০৬ অক্টোবর ২০২৪ থেকে
পুজার ছুটি - ০৯-১৫ অক্টোবর ২০২৪
অভিযোগ গ্রহন - ১৭-২৪ অক্টোবর ২০২৪
অভিযোগ যাচাই ও নিষ্পত্তি - ২৭ অক্টোবর – ০৪ নভেম্বর ২০২৪
২য় মেধা তালিকার ১ম ব্যাচ - ০৫ নভেম্বর ২০২৪
২য় মেধা তালিকার ২য় ব্যাচ - ০৬ নভেম্বর ২০২৪

অভিযোগ সংক্রান্ত তথ্য

১। যারা অভিযোগ করার সময় নিজের স্টুডেন্ট আইডি ভুল লিখেছেন অথবা লিখেন নাই, তাদের অভিযোগ বাতিল করা হয়েছে। অস্পষ্টতার কারণে অথবা বাংলা-ইংরেজির মিশ্রণের কারনে অভিযোগপত্রে যাদের স্টুডেন্ট আইডি পড়া যাচ্ছে না/নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাদের অভিযোগও বিবেচনায় নেয়া সম্ভব হয় নি।
২। যারা অনলাইনে সীটের আবেদনের সময় স্টুডেন্ট আইডি, বিকাশ ট্রাঞ্জেকশান আইডি, বিকাশ ওয়ালেট নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ের নাম, প্রাপ্ত জিপিএ ইত্যাদি ভুল করে সংশোধনের জন্য অভিযোগ/আবেদন করেছেন, তাদের অভিযোগ/আবেদন গ্রহন করা হয়নি।
৩। যেসব বিকাশ ওয়ালেট থেকে বহু সংখ্যক আবেদন ফী পেমেন্ট করা হয়েছে, কিন্তু রেফারেন্সে স্টুডেন্ট আইডি উল্লেখ করা হয়নি, সেসব পেমেন্ট কোন আবেদনের বিপরীতে করা হয়েছে তা নিশ্চিত হওয়া অসম্ভব বিধায় এসব আবেদন অভিযোগ সত্ত্বেও নিষ্পত্তিযোগ্য নয়।
৪। যারা ১ম তালিকায় বা সংশোধিত তালিকায় (সোহরাওয়ার্দ্দী হল) আসন বরাদ্দ পাওয়া সত্ত্বেও অভিযোগ জমা দিয়েছেন, তাদের অভিযোগ বিবেচনায় নেয়া হয় নি। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও আসন বরাদ্দ না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন।
৫। মেধা তালিকা সংশোধনের/সংকোচনের কারনে সোহরাওয়ার্দ্দী হলে যারা মেধা তালিকা হতে অপেক্ষমান তালিকায় রেলিগেটেড হয়েছেন তাদের প্রথম দিকের কেউ কেউ আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকায় স্থান পাবেন, অন্যরা অপেক্ষমান থাকবেন।
৬। যারা অনলাইনে আসন বরাদ্দের আবেদন করেননি কিন্তু অভিযোগ জমা দিয়েছেন, অথবা আবেদন ও অভিযোগের সময় ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করেছেন, তারা হয় আবেদন করেননি অথবা অভিযোগ করেননি বলে ধরে নেয়া হয়েছে; এসব অভিযোগ নিষ্পত্তিযোগ্য নয়।
৭। একবার অভিযোগ জমা দিলে পুনরায় অভিযোগ জমা না দেয়ার নির্দেশনা সত্ত্বেও যারা একের অধিক বা বারে বারে অভিযোগ জমা দিয়ে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে ‘ফ্লাডিং’ করেছেন, এবং অন্যদের অভিযোগ নিষ্পত্তির কাজকে বিলম্বিত করেছেন, তাদের একাধিক অভিযোগ সমূহ অধিকতর যাচাই বাছাই করে পরবর্তী পর্যায়ে নিষ্পত্তি করা হবে।
৮। সেমিস্টার পদ্ধতিতে মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা আবেদনে ৯ম-১০ম সেমিস্টারের পরিবর্তে ১ম-২য় সেমিস্টার উল্লেখ করেছিলেন এবং ভুল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের বিষয়ে হল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হবে। উল্লেখ থাকে যে, তারা আবেদনে ভুল করেছেন বলে বিবেচিত হবে।
৯। যাদের স্কোর নিজের হলের নিজের বর্ষের মেধা তালিকার শেষজনের সমান কিন্তু মেধায় স্থান না পেয়ে অপেক্ষমানে স্থান পেয়েছেন, সমান স্কোরধারীদের মধ্যে random selection-এর মাধ্যমে কে মেধায় এবং কে অপেক্ষমানে যাবেন তা নির্ধারিত হয়েছে। একইভাবে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরতদের অধিকাংশ ক্ষেত্রে আসনের চেয়ে বেশি সংখ্যক স্কোর ৫ থাকায় র‍্যানডম সিলেকশান ব্যবহৃত হয়েছে। ফলে সমান স্কোর থাকা সত্ত্বেও অন্যজনের নিচে স্থান পাওয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যাবে না।
১০। আসন বন্টনের নীতি ও পদ্ধতি সম্পর্কিত অভিযোগসমূহ যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে, এবং নতুন নীতিমালা প্রণয়নে এসব অভিযোগকে গুরুত্বসহকারে বিবেচনায় নেয়া হবে।
১১। যাদের অভিযোগ বিভিন্ন কারনে বিবেচনা করা যায় নি তারা আইসিটি সেলে রক্ষিত তালিকা হতে ১০ ও ১১ নভেম্বর ২০২৪ কারন জানতে পারবেন। যার অভিযোগ তাকেই শুধুমাত্র অভিযোগ নিষ্পত্তির ফলাফল প্রদর্শন করা হবে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে একজনের অভিযোগের তথ্য আরেকজনকে প্রদর্শন করা হবে না।
------------
কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির পক্ষে
আইসিটি সেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from University of Chittagong's post 06/11/2024

"প্রেস বিজ্ঞপ্তি"
চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে দিতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর
======
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী সকল প্রকার ফি অনলাইনে দিতে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে চবি নতুন প্রশাসন। আজ (৬ নভেম্বর, ২০২৪) দুপুর ২:৩০ টায় চবি উপাচার্য দপ্তরের সন্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংক, পিএলসির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চবি শিক্ষার্থীদের সকল প্রকার ফি অনলাইনে আদায়ের মাধ্যমে তাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হবে এবং অনেক কষ্ট দূর হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ চুক্তি করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং ব্যাংক কর্মকতার্দের উদ্যেশ্যে বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে এ চুক্তি বাস্তবায়ন করে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের প্রত্যাশিত সেবা পূরণ করতে হবে। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন অংশীজনের নিকট থেকে স্ব স্ব ক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন প্রকার ফি অনলাইনে আদায়ের সুবিধার্থে সোনালী ব্যাংক, পিএলসি’র সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি স্বাক্ষরিত হলো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল কাজে গতিশীলতা আনতে সকলকে নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করার আহবান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন তাদের অনুভূতি ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, হিসাব নিয়ামক এবং চবি সংশ্লিষ্ট অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক, পিএলসির পক্ষ থেকে জেনারেল ম্যানেজার জনাব মোঃ মুছা খান, ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব অলক কুমার বল, হাটহাজারী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) জনাব যাদব চন্দ্র দাসসহ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকতার্বৃন্দ উপস্থিত ছিলেন।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৬/১১/২০২৪

Photos from University of Chittagong's post 05/11/2024

আবাসিক হলসমূহের (এ. এফ. রহমান হল এবং আলাওল হল) আসন বরাদ্দের ২য় মেধা তালিকা এবং আসন বরাদ্দ বিষয়ক জরুরী বিজ্ঞপ্তি
======
https://drive.google.com/file/d/1wYUp81XrTvB9-WTtFWjPD_2IjRR6OjLR/view

শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় একটি নতুন সফটওয়্যার সিস্টেম দিয়ে অত্যন্ত দ্রুততার সাথে আসন বরাদ্দের আবেদন গ্রহন ও ফলাফল প্রকাশ করতে হয়েছে বিধায় সফটওয়্যারের অপরীক্ষিত/অসংশোধিত ত্রুটির (bug) কারনে এবং বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের পরীক্ষাসমূহের ফলাফল প্রকাশের তথ্য হালনাগাল না থাকায় প্রথম তালিকায় যারা বাদ পড়েছিলেন শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে যাছাই বাছাই করে প্রযোজ্য ক্ষেত্রে ২য় বরাদ্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আসন বরাদ্দপ্রাপ্তদের আগামী ০৭ -১১ নভেম্বর ২০২৪ এর মধ্যে নিজ নিজ হলে সশরীরে উপস্থিত হয়ে বরাদ্দ নিশ্চিত করতে হবে। বরাদ্দকৃত আসন বুঝে নেয়ার জন্য নগদ ৮০০/- (আটশত) টাকা হলের অফিসে এই সময়ের মধ্যে জমা দিতে হবে। সাথে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ও ১ (এক) কপি স্ট্যাম্প সাইজের সাম্প্রতিক তোলা ছবি এবং সকল পরীক্ষার ফলাফল বিবরণী নিয়ে আসতে হবে।

হলে আসন বরাদ্দের আবেদন গ্রহন - ২৯ সেপ্টেম্বর - ০২ অক্টোবর ২০২৪
আসন বন্টন তালিকা প্রকাশ - ০৪ অক্টোবর ২০২৪
আসন বরাদ্দ (১ম তালিকা) - ০৬ অক্টোবর ২০২৪ থেকে
পুজার ছুটি - ০৯-১৫ অক্টোবর ২০২৪
অভিযোগ গ্রহন - ১৭-২৪ অক্টোবর ২০২৪
অভিযোগ যাচাই ও নিষ্পত্তি - ২৭ অক্টোবর – ০৪ নভেম্বর ২০২৪
২য় মেধা তালিকার ১ম ব্যাচ - ০৫ নভেম্বর ২০২৪

* (স্টার) চিহ্নিত ক্রমিকসমুহ অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে নতুন সংযোজিত নির্দেশ করে।

অভিযোগ সংক্রান্ত তথ্য

১। যারা অভিযোগ করার সময় নিজের স্টুডেন্ট আইডি ভুল লিখেছেন অথবা লিখেন নাই, তাদের অভিযোগ বাতিল করা হয়েছে। অস্পষ্টতার কারণে অথবা বাংলা-ইংরেজির মিশ্রণের কারনে অভিযোগপত্রে যাদের স্টুডেন্ট আইডি পড়া যাচ্ছে না/নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাদের অভিযোগও বিবেচনায় নেয়া সম্ভব হয় নি।

২। যারা অনলাইনে সীটের আবেদনের সময় স্টুডেন্ট আইডি, বিকাশ ট্রাঞ্জেকশান আইডি, বিকাশ ওয়ালেট নম্বর, শিক্ষাবর্ষ, বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ের নাম, প্রাপ্ত জিপিএ ইত্যাদি ভুল করে সংশোধনের জন্য অভিযোগ/আবেদন করেছেন, তাদের অভিযোগ/আবেদন গ্রহন করা হয়নি।

৩। যেসব বিকাশ ওয়ালেট থেকে বহু সংখ্যক আবেদন ফী পেমেন্ট করা হয়েছে, কিন্তু রেফারেন্সে স্টুডেন্ট আইডি উল্লেখ করা হয়নি, সেসব পেমেন্ট কোন আবেদনের বিপরীতে করা হয়েছে তা নিশ্চিত হওয়া অসম্ভব বিধায় এসব আবেদন অভিযোগ সত্ত্বেও নিষ্পত্তিযোগ্য নয়।

৪। যারা ১ম তালিকায় বা সংশোধিত তালিকায় (সোহরাওয়ার্দ্দী হল) আসন বরাদ্দ পাওয়া সত্ত্বেও অভিযোগ জমা দিয়েছেন, তাদের অভিযোগ বিবেচনায় নেয়া হয় নি। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও আসন বরাদ্দ না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন।

৫। মেধা তালিকা সংশোধনের/সংকোচনের কারনে সোহরাওয়ার্দ্দী হলে যারা মেধা তালিকা হতে অপেক্ষমান তালিকায় রেলিগেটেড হয়েছেন তাদের প্রথম দিকের কেউ কেউ আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকায় স্থান পাবেন, অন্যরা অপেক্ষমান থাকবেন।

৬। যারা অনলাইনে আসন বরাদ্দের আবেদন করেননি কিন্তু অভিযোগ জমা দিয়েছেন, অথবা আবেদন ও অভিযোগের সময় ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করেছেন, তারা হয় আবেদন করেননি অথবা অভিযোগ করেননি বলে ধরে নেয়া হয়েছে; এসব অভিযোগ নিষ্পত্তিযোগ্য নয়।

৭। একবার অভিযোগ জমা দিলে পুনরায় অভিযোগ জমা না দেয়ার নির্দেশনা সত্ত্বেও যারা একের অধিক বা বারে বারে অভিযোগ জমা দিয়ে অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে ‘ফ্লাডিং’ করেছেন, এবং অন্যদের অভিযোগ নিষ্পত্তির কাজকে বিলম্বিত করেছেন, তাদের একাধিক অভিযোগ সমূহ অধিকতর যাচাই বাছাই করে পরবর্তী পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

৮। সেমিস্টার পদ্ধতিতে মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা আবেদনে ৯ম-১০ম সেমিস্টারের পরিবর্তে ১ম-২য় সেমিস্টার উল্লেখ করেছিলেন এবং ভুল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাদের বিষয়ে হল কর্তৃপক্ষের সিদ্ধান্তই চুড়ান্ত বিবেচিত হবে। উল্লেখ থাকে যে, তারা আবেদনে ভুল করেছেন বলে বিবেচিত হবে।

৯। যাদের স্কোর নিজের হলের নিজের বর্ষের মেধা তালিকার শেষজনের সমান কিন্তু মেধায় স্থান না পেয়ে অপেক্ষমানে স্থান পেয়েছেন, সমান স্কোরধারীদের মধ্যে random selection-এর মাধ্যমে কে মেধায় এবং কে অপেক্ষমানে যাবেন তা নির্ধারিত হয়েছে। একইভাবে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরতদের অধিকাংশ ক্ষেত্রে আসনের চেয়ে বেশি সংখ্যক স্কোর ৫ থাকায় র‍্যানডম সিলেকশান ব্যবহৃত হয়েছে। ফলে সমান স্কোর থাকা সত্ত্বেও অন্যজনের নিচে স্থান পাওয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যাবে না।

১০। আসন বন্টনের নীতি ও পদ্ধতি সম্পর্কিত অভিযোগসমূহ যথাযথ কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে, এবং নতুন নীতিমালা প্রণয়নে এসব অভিযোগকে গুরুত্বসহকারে বিবেচনায় নেয়া হবে।

১১। যাদের অভিযোগ বিভিন্ন কারনে বিবেচনা করা যায় নি তারা আইসিটি সেলে রক্ষিত তালিকা হতে ১০ ও ১১ নভেম্বর ২০২৪ কারন জানতে পারবেন। যার অভিযোগ তাকেই শুধুমাত্র অভিযোগ নিষ্পত্তির ফলাফল প্রদর্শন করা হবে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে একজনের অভিযোগের তথ্য আরেকজনকে প্রদর্শন করা হবে না।

*** আগামীকাল পর্যায়ক্রমে অবশিষ্ট হলের আসন বরাদ্দের ২য় মেধা তালিকা প্রকাশিত হবে।
-----------
কেন্দ্রীয় আসন বরাদ্দ কমিটির পক্ষে
আইসিটি সেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Photos from University of Chittagong's post 04/11/2024

দি চিটাগাং ইউনিভার্সিটি জার্নাল অব মেরিন সায়েন্সেস আ্যান্ড ফিশারিজ জার্নালে গবেষণা প্রবন্ধ আহবান সংক্রান্ত বিজ্ঞপ্তি

04/11/2024

"প্রেস বিজ্ঞপ্তি"
"চবির প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মডেল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব"
কেমন ক্যাম্পাস চাই' শীর্ষক মতবিনিময় সভায় চবি উপাচার্য
======
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে শিক্ষা, গবেষণা ও নান্দনিকতায় পূর্ণ মডেল ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব।

আজ (২ নভেম্বর) দুপুরে চবি সমাজবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্রের আয়োজনে 'কেমন ক্যাম্পাস চাই ' শীর্ষক মতবিনিময় সভায় চবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নান্দনিক ক্যাম্পাস। এটিকে আরও শিক্ষার সুষ্ঠু পরিবেশসম্পন্ন নান্দনিক ক্যাম্পাস হিসাবে গড়ে তোলা হবে। যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা হিসাবে গড়ে তোলা হবে। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে এটি সম্ভব। আমরা সৎভাবে দায়িত্বে এসেছি, কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে আসিনি। এজন্য আমাদের কোনো ভয় নেই। আমরা একা একা চলাফেরা করি আমাদের কোনো প্রটোকল লাগে না। এই বিশ্ববিদ্যালয়ের মূল স্টেইকহোল্ডার হলো শিক্ষক-শিক্ষার্থীরা। এই দুই পক্ষ যদি তাদের দায়িত্ব পালনে সচেষ্ট হয়, তাহলে আর কোনো কিছুই লাগে না। শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করবে, শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন। এটা হলে বাকি সব এমনিতেই ঠিক হয়ে যাবে। শিক্ষার্থীদের দায়িত্ব পড়াশোনায় মনোযোগ দেয়া, বিশৃঙ্খল না করা। উপাচার্য বলেন, আমাদের নিজেদের কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা চাই বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে। এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে নান্দনিক করতে আমরা ইতোমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করে কাজও শুরু করেছি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া সকল প্রকার ফি আদায়ে অনলাইন ব্যাংকিং চালু করা, শীঘ্রই সেটি বাস্তবায়ন হবে। আবাসনের জন্য হল বাড়াতে না পারলেও একই ভবনে আবাসন বৃদ্ধির জন্য প্রক্রিয়া চলছে। চবি উপাচার্য বলেন, আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ক্যাম্পাস গড়তে চাই। এখানে সবাই মিলেমিশে নিজেদের ধর্ম পালন করবে। কোনো ঝামেলা হবে না।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। এতে সভাপতিত্ব করে রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী। প্যানেল আলোচকের বক্তব্য রাখেন ড. মো. শহীদুল হক। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা নানা পরামর্শ, প্রস্তাব ও দাবি-দাওয়া তুলে ধরে মতামত পেশ করেন। সভা পরিচালনা করেন লোকপ্রশাসন বিভাগের প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ।

চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষার্থীদের জন্য, শিক্ষক-কর্মকর্তা- কর্মচারীদের জন্য নয়। সুতরাং শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নের যত সুযোগ সুবিধা প্রয়োজন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের সকল চাহিদা, প্রয়োজন গুরুত্বের ভিত্তিতে আমরা পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমরা ছাত্র-শিক্ষক যারা আছি, তাদেরকে আগে একটি বিশ্ববিদ্যালয় গড়তে হবে। যে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গড়ে উঠেনি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসার আগে মেধাবী থাকে কিন্তু পরে তারা কেন যেন অমেধাবী হয়ে যায়। তারা চোখের পানি নিয়ে বাসায় ফিরে বাবা-মায়ের বোঝা হয়ে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে যায়। ছাত্ররাজনীতির নামে তারা নিজের সহপাঠীকে হত্যা করে। এসব শিক্ষার্থীদের কাছে চাকসুর চা খাওয়া এবং জারুল তলায় আড্ডা দেওয়াটা গুরুত্বপূর্ণ। নারীবাদীর নামে মেয়েদেরকে ভিক্টিম করার চিন্তাও তারা করে। বিশ্ববিদ্যালয়ে সুস্থ মানুষ আসার পর কেন তারা অমানুষ হয়ে যায়? এটার উত্তর আগে খুঁজতে হবে৷

তিনি আরও বলেন, আমাদের এমন বিশ্ববিদ্যালয় বানাতে হবে, যেটা আমি সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয় বলতে পারবো। বিদ্যমান যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলোকে আমি বিশ্ববিদ্যালয় মনে করি না। কারণ বিশ্ববিদ্যালয় মানে বৈশ্বিকভাবে জ্ঞান অর্জনের জায়গা। এখন আমরা কলেজ আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য খুঁজে পাই না। বিশ্ববিদ্যালয় হতে হবে যোগ্য মানুষ তৈরির কারখানা। এখানে খারাপ হয়ে ঢুকলেও যাতে ভালো মানুষ হয়ে বের হয়, সে রকম পরিবেশ ও ব্যবস্থা করতে হবে।

স্বাগত বক্তব্যে প্রফেসর ড. এনায়েত উল্যা পাটোয়ারী বলেন, আমাদের শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চায়, সেটা নিয়ে আজকের এই আয়োজন। আমাদের শিক্ষার্থীরা সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চায়, লেজুড়বৃত্তি রাজনীতি চায় না, ছাত্র সংসদভিত্তিক ক্যাম্পাস চায় শিক্ষার্থীরা। আমরাও সেরকম ক্যাম্পাস চাই।

প্যানেল আলোচকের বক্তব্যে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক কেমন ক্যাম্পাস চাই, সেই প্রেক্ষিতে অনেকগুলো দাবি পরামর্শ আকারে তুলে ধরেন। তিনি বলেন, আমাদের প্রথম স্লোগান হওয়া উচিত বৈষমহীন ক্যাম্পাস চাই। আমাদের যোগ্য গ্র্যাজুয়েট চাই। নিয়মিত ক্লাস চাই, সুন্দর পরিবেশ চাই, উন্নত লাইব্রেরি চাই, যেখানে সবার পড়ার মানসম্মত পরিবেশ রয়েছে। উন্নত মেডিকেল ব্যবস্থা চাই। শাটলে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে বগি চাই। নিরাপদ ক্যাম্পাস চাই। দলীয় লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতি চাই না। মাদকমুক্ত ক্যাম্পাস চাই। কাউন্সেলিং করার ব্যবস্থা চাই। এছাড়া সার্বক্ষণিক ইন্টারনেট সুবিধা, প্রতি বছর সমাবর্তন, কার্যকর এলামনাই এসোসিয়েশন গঠন, রিসার্চ এসিসট্যান্ট হিসেবে কাজের সুযোগ, সার্টিফিকেট তুলতে আধুনিক পদ্ধতি, আদর্শ, নম্র ও যোগ্য শিক্ষক, রাত ৯টা পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা, ছাত্র সংসদভিত্তিক রাজনীতি ব্যবস্থা চালু করার ব্যাপারে তিনি পরামর্শ দেন।

এছাড়া বক্তব্যে চবি দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোজাম্মেল হক চারটি পরামর্শ দেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে কথা হয় কিন্তু শিক্ষক রাজনীতি নিয়ে কথা হয় না। স্টুডেন্ট কমিয়ে সবাই হলে থাকার ব্যবস্থা করা। পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন করা এবং অযোগ্য ও অপ্রয়োজনীয় কর্মচারীদের ছাঁটাই করে যোগ্য ছাত্রদের পার্টটাইম হিসাবে নেয়া।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন হওয়া দরকার। বিশেষ করে সমাজবিজ্ঞান অনুষদে। এর কারণে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পদে আবেদনও করতে পারছে না। লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ প্রত্যেকটা বিভাগে ইন্টার্নশিপের ব্যবস্থা চালু করার পরামর্শ দেন।

পরীক্ষার সিস্টেমটা আধুনিক করার পরামর্শ দেন এ এফ রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ তাছলিম উদ্দীন। তিনি বলেন, সবার আগে সিস্টেম পরিবর্তন করতে হবে। কাজের মধ্যে থাকলে ঝামেলার চিন্তা মাথায় আসবে না। এজন্য সেমিস্টার পরীক্ষা, এসাইনমেন্ট রাখতে হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক শাহ আলম বলেন, পতিত স্বৈরাচারকে আর ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি।

রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এ জি এম নিয়াজ উদ্দিন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলেই ক্যাম্পাস এগিয়ে যাবে।

এসময় শিক্ষার্থীরা কর্মচারীদের অসহযোগিতা, তাদের টাইপিং না জানা, ট্রেনের শিডিউল সম্পর্কে মতামত, হলে ২০ টাকার অতিরিক্ত ফি, লাইব্রেরিতে বই নিতে জটিলতা এবং শিক্ষার্থীদের একাডেমিক ইমেইল আইডি দেয়ার ব্যাপারে মতামত তুলে ধরেন। শুধু কথায় নয়, যাতে কার্যকর হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা।
-----------
স্বাক্ষরিত/-
(ড. মোঃ শহীদুল হক)
প্রশাসক
তথ্য ও ফটোগ্রাফি শাখা
রেজিস্ট্রার অফিস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
তারিখ: ০৪/১১/২০২৪

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

University of Chittagong

University of Chittagong (Bengali: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) is a public university with multidisciplinary faculties situated across a 1754-acre hilly landmass in Hathazari Upazilla, 22 kilometres north of Chittagong city of Bangladesh. This is the largest public university in the country in terms of total area of the campus. The academic activities of the university formally began on 18 November, 1966. It has more than about 25,000 students and 900+ faculty members.

The current Vice-Chancellor of the university is Professor Dr. Shireen Akhter.

A Brief History:

From the beginning of the 20th century the enlightened section of local people was pressing to set up a university in Chittagong. Necessary grants for the construction of Chittagong University were allocated on 9 March 1964 in the meeting of National Economic Council.

Videos (show all)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর শুভেচ্ছা বাণী।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর শুভেচ্ছা বার্তা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন
"বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ" শীর্ষক সেমিনার।
জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, চবি
বিধ্বংসী’ রূপ নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে আম্পান
A small glimpse of our university family
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় University of Chittagong
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। Bangamata Sheikh Fazilatunnesa Mujib Hall, University of Chittag...

Location

Telephone

Address


University Of Chittagong
Chittagong
4331
Other Colleges & Universities in Chittagong (show all)
University of Science & Technology Chittagong (USTC) University of Science & Technology Chittagong (USTC)
Foy's Lake
Chittagong, 4202

Medicine, Pharma , BBA , IT

CVASU CVASU
Chittagong Veterinary & Animal Sciences University(CVASU), Zakir Hossain Road, Khulshi
Chittagong, 4202

Chittagong Veterinary & Animal Sciences University(CVASU) is the first veterinary University of Bang

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

Bijoy Smarani College Open University Bijoy Smarani College Open University
Bijoy Smarani College, Bhatiary, Chattogram
Chittagong

open University class and others

« 𖧷 𝐇𝐚𝐟𝐞𝐳 𝐄𝐦𝐫𝐚𝐧 𝐇𝐮𝐬𝐬𝐚𝐢𝐧 𖧷 » « 𖧷 𝐇𝐚𝐟𝐞𝐳 𝐄𝐦𝐫𝐚𝐧 𝐇𝐮𝐬𝐬𝐚𝐢𝐧 𖧷 »
Chittagong

মাননীয় স্পিকার, - মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হয়। - ছেলেদের করানো হয়না কেনো? (জাতি জানতে চায়)

Maolana abdur rahman kadery Maolana abdur rahman kadery
Chittagong

Hajrat sheikh saadi siraji (rah) foundation

Ãdīttø çhåkmã Ãdīttø çhåkmã
Chittagong

Sojal gameing Sojal gameing
Chittagong, XOBOGUEHKCUF

Eivljvp bogov lvocivbphofigoy

Katirhat Mohila Degree College Online Class Katirhat Mohila Degree College Online Class
Dhalai, P. O. Katirhat, Upazila: Hathazari
Chittagong, 4333

An official page of Online Class of the Katirhat Mohila Dgree College.

আমরা জামিয়ার গর্বিত সন্তান আমরা জামিয়ার গর্বিত সন্তান
Chittagong, PATIYA

আমরা কোন ব্যাক্তি বা দলের মতাদর্শ নয়। আমরা জামিয়ারই সন্তান। জামিয়ায় আমাদের স্বপ্ন।।

TAREQ vlog TAREQ vlog
Chittagong, 123456

MD.Mahadi hasan k MD.Mahadi hasan k
Chittagong

News