
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪/৬/২৪/এবং ২৫/৬/২৪ তারিখের অনার্স ৪র্থ বর্ষ ও ডিগ্রি পাস ২য় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি।
Raozan College is the first college in the greater Raozan area. Raozan College is the well known and high ranked college in Raozan Thana.It is the first co
Welcome To Our College
====================
রাউজান বাংলাদেশের স্বাধীকার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত একটি উপজেলা। রাউজানে জন্ম নিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত হয়েছেন অনেক মহান ব্যক্তিদের নাম। যাদের মধ্যে রয়েছে মাষ্টারদা সূর্য সেন, এ. কে. এম. ফজলুল কবির চৌধুরী, মাহবুবুল আলম চাষী, গবেষক আব্দুল হক প্রমুখ। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এই অঞ্চলের অনেকে অংশগ্রহণ করেছিল। রাউজানে তখ
Operating as usual
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৪/৬/২৪/এবং ২৫/৬/২৪ তারিখের অনার্স ৪র্থ বর্ষ ও ডিগ্রি পাস ২য় বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি।
অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন।
অনার্স ১ম বর্ষের ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি
অনার্স ১ম বর্ষ সম্মান শ্রেণির সম্পূরক পরীক্ষার রেজাল্ট।
পরীক্ষার কারণে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকা প্রসঙ্গে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষের কার্যালয়
রাউজান সরকারি কলেজ,চট্টগ্রাম
বিজ্ঞপ্তি
তারিখ ২৭/৫/২০২৪
অনিবার্য কারণ বশত: অনার্স ১ম বর্ষ শ্রেণির আজ সোমবার ২৭/৫/২০২৪ তারিখ অনুষ্ঠেয় সম্পূরক পরীক্ষা স্থগিত করা হল।
মো: নুরুল ইসলাম চৌধুরী
অধ্যক্ষ
রাউজান সরকারি কলেজ,চট্টগ্রাম
একাদশ শ্রেণির (২০২৩-২৪) শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি
রাউজান সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কাউন্সিলিং সভা ও অভিভাবকদের সাথে মতবিনিময় সংক্রান্ত।
বিষয় : ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের প্রিন্ট আউট কপিতে স্বাক্ষর প্রদান সংক্রান্ত।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণির ভর্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্বাচিত (২য় মেধাতালিকা) শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভার নোটিশ
. সবাইকে নববর্ষের শুভেচ্ছা
শুভ নববর্ষ- ১৪৩১
রাউজান সরকারি কলেজ কর্তৃক আয়োজিত . আজকের বর্ষবরণ অনুষ্ঠানের ছবি।
প্রিয় সহকর্মীবৃন্দ ,স্নেহের ছাত্রছাত্রী ও ছাত্র নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং অংশগ্রহণের ফলে সাড়ম্বরে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে।
এসো হে
বৈশাখ
এসো এসো
নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ কে স্বাগত জানানোর জন্য রাউজান সরকারি কলেজ ক্যাম্পাসে আল্পনা একে নব সাজে সজ্জিত করছে প্রিয় শিক্ষার্থীরা।
ধন্যবাদ তোমাদের।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানার
মঙ্গল শোভাযাত্রার ব্যানার
রাউজান সরকারি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠেয় নববর্ষের
অনুষ্ঠান সূচি
অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণ এর সময় বর্ধিত করণ সংক্রান্ত।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক- কর্মচারীগণ রাউজান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব এ.বি.এম ফজলে করিম চৌধুরী মহোদয়।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কলেজে উপস্থিত থাকা প্রসঙ্গে।
. কলেজের কৃতি শিক্ষার্থীদের
লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।
রাউজান সরকারি কলেজের কৃতি ছাত্র মো: শাহেদুল ইসলাম এবার বুয়েটে ভর্তির জন্য জাতীয় মেধা তালিকায় ৫৫৬ তম স্থান অর্জন করেছে। প্রিয় ছাত্র শাহেদ সহ যারা চুয়েট ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছ তোমাদের জানাই আন্তরিক উষ্ণ অভিনন্দন।
তোমাদের এ কৃতিত্বের জন্য রাউজান সরকারি কলেজ পরিবার আনন্দিত ও গর্বিত। সবার জন্য অফুরান দোয়া ও শুভ কামনা ।
আগ্রহী শিক্ষার্থীদের নোটিশে উল্লেখিত নির্দেশনা মতে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া গেল।
যথাযোগ্য মর্যাদায় রাউজান সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন।
রাউজান সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় কলেজের এমপি ভবনের "এক্সাম হলে"
শিক্ষক শিক্ষার্থীরা একসাথে বসে বড় পর্দায় প্রচারিত বঙ্গবন্ধুর কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দেখেন। পরবর্তীতে আলোচনা সভায় অধ্যক্ষ মো: নুরুল ইসলাম চৌধুরী, উদযাপন কমিটির আহ্বায়ক ড. সবুজ দাশ, প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেলিম নাওয়াজ চৌধুরী,কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রাস্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব সৈয়দা রেহেনা আফরোজ।
নির্বাচনী পরীক্ষার সময় পরিবর্তনের নোটিশ।
Medicine, Pharma , BBA , IT
Chittagong Veterinary & Animal Sciences University(CVASU) is the first veterinary University of Bang
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
open University class and others
মাননীয় স্পিকার, - মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হয়। - ছেলেদের করানো হয়না কেনো? (জাতি জানতে চায়)
An official page of Online Class of the Katirhat Mohila Dgree College.
আমরা কোন ব্যাক্তি বা দলের মতাদর্শ নয়। আমরা জামিয়ারই সন্তান। জামিয়ায় আমাদের স্বপ্ন।।