
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরী ও শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি শেষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল!
২১-০২-২০২৩ খ্রিঃ
Established on 2004. আপনার সন্তানকে আল-হেরায় পাঠানোর দায়িত্ব আপনার, সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের;
Operating as usual
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরী ও শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি শেষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল!
২১-০২-২০২৩ খ্রিঃ
জরুরী নোটিশ....
উপজেলা দুর্যোগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ আল হেরা স্কুল এন্ড কলেজ এর পাঠদান বন্ধ থাকবে।
সম্মানীত অভিভাবকবৃন্দ দুর্যোগের মধ্যে আগামীকাল প্রিয় ছাত্র-ছাত্রীদের কে স্কুলে পাঠানো থেকে বিরত রাখবেন।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
আল হেরা স্কুল এন্ড কলেজ
Photos from Al-Hera School & College's post
দীর্ঘ বিরতির পর শীঘ্রই খুলতে যাচ্ছে স্কুল ও কলেজ। করোনাভাইরাস মহামারীর এই সময়ে ঘরের বাইরে ভাইরাস থেকে সুরক্ষার জন্য শিক্ষার্থীদের উচিৎ গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেয়া।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান ঈদুল ফিতরের পর ২৩ মে শুরু হবে।
bangla news and entertainment 24x7 - banglanews24.com 24x7 Bangla and English Online news portal from Bangladesh, covering all latest / current BD News and international news. Top and instant 24/7 Live News provider in BD.
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত https://m.banglanews24.com/education/news/bd/815088.details
m.banglanews24.com ঢাকা: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৩ অক্টোবর থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করেছে সরকার। শিক্....
Al-Hera School & College
খুদে প্রতিভা প্রমির হতাশ করা ফলাফল
মাত্র ৯ বছর বয়সে একটানা পৃথিবীর ২০০টি দেশের নাম, বাংলাদেশের ৬৫ টি জেলার নাম ও ভারতে ২৮ টি রাজ্যের নাম মুখস্ত বলে সবাইকে অবাক করে দিয়েছিল আলহেরা স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী প্রমি। বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে তার এই উপস্থাপনা দেখে সবাই অবাক হয়েছিল। দেশের কয়েকটি জাতীয় দৈনিকে খুদে প্রতিভা প্রমির নাম এসেছিল। সেই প্রমি এবার পি.এস.সি পরীক্ষায় এ + পায় নি।
বিষয়টি নিশ্চই ভাবনার। তার ক্লাসে রোল নাম্বার ছিল ০২। তার শ্রেণি থেকে পি.এস.সি পরীক্ষা দেয়া তার সহপাঠীরা এ+ পেলেও তার ক্ষেত্রে ব্যতিক্রম ফলাফল একদিকে যেমন তাকে ব্যথিত করেছে কিছুটা অবাক করেছে তার বিদ্যালয়ের শিক্ষকদের। তার শ্রেণির রোল নম্বর যাদের ০১, ০৩, ০৪ যথাক্রমে এ + পায়।
ছাত্রী হিসেবে অত্যন্ত মেধাবী সে। স্কুলের মডেল টেষ্টে সে প্রথম স্থান ও লাভ করে। ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেলেও যে সব বিষয়ে
এ + পেলেও বাংলাতে সে পেয়েছে এ -। কিন্তু সে সবচেয়ে বেশি ভাল এই বিষয়ে। চমৎকার হ্যান্ড রাইটিং ও মুখস্ত করার অনন্য ভূমিকা থাকার কারণে সে কখনো বাংলাতে ৮৫ এর নিচে নাম্বার পায়নি। এবং শ্রেণিতে বাংলাতে তার সবসময় সহপাঠীদের চাইতে বেশি নাম্বার থাকলেও ব্যতিক্রম এবারকার তার পি.এস.সির ফলাফলে।
সেদিন সে চমৎকার পরীক্ষা দিলেও তার এই বিষয়ে নাম্বার ৬০ এর মত। স্বভাবতই খাতা কাটতে বড় ধরনের ক্রটি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে তার শিক্ষকদের সাথে কথা বলা হলে তারা জানান রিভিউ পদ্ধতি সম্ভবত পি.এস.সিতে নেই সেই কারণে তারা ইচ্ছে করলেও রিভিউ করতে পারছেনা তার পরও তারা আজকে বিষয়টি আবার দেখবে বলে জানিয়েছেন তার ভাই।
Photo: খুদে প্রতিভা প্রমির হতাশ করা ফলাফল
মাত্র ৯ বছর বয়সে বিরতিহীন একটানা পৃথিবীর ২০০টি দেশের নাম, বাংলাদেশের ৬৫ টি জেলার নাম ও ভারতে ২৮ টি রাজ্যের নাম মুখস্ত বলে সবাইকে অবাক করে দিয়েছিল আলহেরা স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী প্রমি। বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে তার এই উপস্থাপনা দেখে সবাই অবাক হয়েছিল। দেশের কয়েকটি জাতীয় দৈনিকে খুদে প্রতিভা প্রমির নাম এসেছিল। সেই প্রমি এবার পি.এস.সি পরীক্ষায় এ + পায় নি।
বিষয়টি নিশ্চই ভাবনার। তার ক্লাসে রোল নাম্বার ছিল ০২। তার শ্রেণি থেকে পি.এস.সি পরীক্ষা দেয়া তার সহপাঠীরা এ+ পেলেও তার ক্ষেত্রে ব্যতিক্রম ফলাফল একদিকে যেমন তাকে ব্যথিত করেছে কিছুটা অবাক করেছে তার বিদ্যালয়ের শিক্ষকদের। তার শ্রেণির রোল নম্বর যাদের ০১, ০৩, ০৪ যথাক্রমে এ + পায়।
ছাত্রী হিসেবে অত্যন্ত মেধাবী সে। স্কুলের মডেল টেষ্টে সে প্রথম স্থান ও লাভ করে। ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেলেও যে সব বিষয়ে
এ + পেলেও বাংলাতে সে পেয়েছে এ -। কিন্তু সে সবচেয়ে বেশি ভাল এই বিষয়ে। চমৎকার হ্যান্ড রাইটিং ও মুখস্ত করার অনন্য ভূমিকা থাকার কারণে সে কখনো বাংলাতে ৮৫ এর নিচে নাম্বার পায়নি। এবং শ্রেণিতে বাংলাতে তার সবসময় সহপাঠীদের চাইতে বেশি নাম্বার থাকলেও ব্যতিক্রম এবারকার তার পি.এস.সির ফলাফলে।
সেদিন সে চমৎকার পরীক্ষা দিলেও তার এই বিষয়ে নাম্বার ৬০ এর মত। স্বভাবতই খাতা কাটতে বড় ধরনের ক্রটি হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে তার শিক্ষকদের সাথে কথা বলা হলে তারা জানান রিভিউ পদ্ধতি সম্ভবত পি.এস.সিতে নেই সেই কারণে তারা ইচ্ছে করলেও রিভিউ করতে পারছেনা তার পরও তারা আজকে বিষয়টি আবার দেখবে বলে জানিয়েছেন তার ভাই।
https://m.bdnews24.com/bn/detail/bangladesh/1789737
bangla.bdnews24.com করোনাভাইরাস মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ থাকায় পঞ্চম ও অষ্টম শ্রেণির এবারের সমাপনী পরীক্ষা বাতিল করতে প্রস্তাব...
EiD Mubarak !
এসএসসি ফলাফল-২০২০:
মোট পরীক্ষার্থী: ৪৪ জন
A+ : ৬ জন
A : ১৫ জন
A- : ১৮ জন
B : ৫ জন
- শতভাগ (১০০%) পাশ!
ঈদ মোবারক
এসএসসি পরীক্ষার ফলাফল ৩১ মে প্রকাশিত হবে!
ফলাফল জানতে মোবাইলে প্রি- রেজিস্ট্রেশন করুন:
SSS Chi Roll No 2020
এসএমএস পাঠাতে হবে 16222 নম্বরে !
prothomalo.com করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন প...
করোনা ভাইরাসের সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ০৯/০৪/২০২০ খ্রি: তারিখ পর্যন্ত সকল সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে।
সম্মানীত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম,
কোনভাবেই ছাত্র-ছাত্রি তথা আপনার সন্তানদেরকে ইন্টারনেট আসক্ত করবেন না। তবে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রলায়ের সৌজন্যে সংসদ টিভিতে প্রচারিত ক্লাসগুলো আপনার নিয়ন্ত্রনে পারলে ওরা দেখুক।
টিভিতে কিংবা ফোনে। সেখানে আপনার পূর্ণ নজরদারি থাকতে হবে। সে ক্লাসগুলো দেখে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। তবে সে জন্য তাকে বই ও খাতা কলম সাথে নিয়ে বসতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে টিকা দেয়ার জন্য। আরেকটি কথা বাসার ভিতর ছেলে মেয়েদের
ফিজিক্যাল ফিটনেস ধরে রাখার জন্য নিয়মতান্ত্রিক কিছু হালকা ব্যায়াম আছে সেগুলো করান। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা ও ধর্মীয় চর্চা ও নামাজ পড়া ও অন্য ধর্মের শিক্ষার্থীরা ও নিজ নিজ ধর্মের নিয়মগুলো মেনে চলবে। বাসাতে কিংবা বাসার সামনে খোলা জায়গা থাকলে লাফা খেলে শরীরের জড়তা অনেকটা দূর করতে পারে তারা। খাওয়া দাওয়ার বেলায় অতিরিক্ত মাংস ও চর্বি জাতীয় খাবার খাওয়া থেকে বিরত রাখুন। মাছ, শাক জাতীয় খাবার বেশি করে খেতে দিন। বেশি রাত করে ঘুমাতে যেতে দিবেন না। কোন টিভি সিরিয়ালে যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ছাত্রছাত্রীদের করণীয় শীর্ষক আলোচনা সভা আজ সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বি.দ্র: করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত আল-হেরা স্কুল বন্ধ থাকবে।।।
করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে ৩১ মার্চ পর্যন্ত আল-হেরা স্কুল বন্ধ থাকবে
আল-হেরা স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০
১ম দিবস: ১০ মার্চ
(ক্রীড়া প্রতিযোগিতা)
২য় দিবস: ১১ মার্চ
(সাংস্কৃতিক প্রতিযোগিতা)
৩য় দিবস: ১২ মার্চ
(আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী)
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২০ আয়োজনের প্রস্তুতিকল্পে বিভিন্ন প্রতিযোগিতার রিহার্সেল !
আল-হেরা স্কুল এর সহকারী শিক্ষক মাসুদ রানা স্যারের পিতা নুরুল আবছার আজ সকালে ইন্তেকাল করেন৷ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আজ বাদ আসর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
আল-হেরা পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বার্ষিক শিক্ষা সফর-২০২০
বারইয়ারহাট থেকে সোনারগাঁও
৮ ফেব্রুয়ারি ২০২০ খ্রি.
আল-হেরা স্কুলের নতুন অধ্যক্ষ শাহজাহান স্যার
• মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার স্বনামধন্য বিদ্যাপীঠ আল-হেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগপ্রাপ্ত হয়েছেন মো: শাহজাহান। আজ ১৮ জানুয়ারি ২০২০ খ্রি. বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় অধ্যক্ষ হিসেবে মো: শাহজাহানকে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, জনাব মো: শাহজাহান ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে এইসএসসি, ১৯৮২ সালে বিএসসি এবং ১৯৮৬ সালে বিএড ডিগ্রী লাভ করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা পেশায় রয়েছেন। ১৯৮৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত হাটহাজারী ঘরদুয়ারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক, ১৯৮৯ সাল থেকে মেহেরনেছা ফায়েজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ১৯৯৯ সাল থেকে অদ্যাবধি একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। আগামী ১৫ ফেব্রূয়ারি অবসর গ্রহণ করবেন এবং ১লা মার্চ ২০২০খ্রি. থেকে আল-হেরা স্কুলে অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সফর;
স্থান: ম্যাজিক প্যারাডাইস পার্ক, কুমিল্লা;
- ৪ জানুয়ারি ২০২০ খ্রি.
আল-হেরা স্কুল এন্ড কলেজের ওরিয়েন্টেশন ক্লাস— ২০২০ ইং
আল হেরা স্কুল এন্ড কলেজ
বই উৎসব — ২০২০ ইং
"নতুন বছর নতুন বই
হাসি খুশি সদা রই "
"আল -হেরা স্কুল এন্ড কলেজ" এর জে,এস,সি' ও 'পি,এস,সি পরীক্ষায় ৭ জন A+ সহ শতভাগ সাফল্য ৷
২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধা তালিকায় উত্তীর্ণদের পুরষ্কার বিতরণ;
২৮ ডিসেম্বর ২০১৯ খ্রি.
"আল - হেরা স্কুল এন্ড কলেজ" এর এস, এস, সি পরীক্ষার্থী সুমাইয়া আক্তারের মাতা গতকাল রাত ৩ টায় ইন্তেকাল করেছেন৷ "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন " আমরা আল হেরা পরিবারের পক্ষ থেকে উনার আত্নার মাগফিরাত কামনা করছি, এবং আমরা গভীর ভাবে শোকাহত ৷
আল-হেরা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্লাসের পাঠদান কার্যক্রম
এস,এস, সি বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের হাতে কলমে শিক্ষাদান কার্যক্রমের একাংশ
আল -হেরা স্কুল এন্ড কলেজ এর নূরানী ও কোরান ক্লাস পাঠদান কার্যক্রম
সকল পি,ই,সি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা..
Monday | 08:00 - 16:00 |
Tuesday | 08:00 - 16:00 |
Wednesday | 08:00 - 16:00 |
Thursday | 08:00 - 13:30 |
Saturday | 08:00 - 16:00 |
Sunday | 08:00 - 16:00 |
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Worst School In the WORLDDD!!!
Aparna Charan Girls High School is a location in Chattagam in Bangladeshi. All students and ex-stu
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
কুরআন সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা অঙ্গিকারাবদ্ধ। আলহামদুলিল্লাহ
This is an non Government madrasah. managed by the help of all muslim.
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like y