'আমি একজন ভাল মানুষ হতে চাই'
এটাই হোক প্রতিটি শিশুর জীবনের লক্ষ্য। এই বিশ্বাসকে ঘিরেই আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুল কাজ করে যাচ্ছে নিরন্তর। আমরা বিশ্বাস করি আগে ভালো মানুষ না হয়ে, আমরা যাই হই না কেন, তার ফলাফল খুব একটা ভালো হয় না। আমাদের সমাজে এমন উদাহরণ অসংখ্য।
সাফল্যের শিখরে উঠার আগে ভালো মানুষ হওয়ার বাসনা জাগ্রত করাই আল-বুরুজের শিক্ষা দর্শন।
"আমি একজন ডাক্তার /ইঞ্জিনিয়ার শিক্ষক /আর্মি অফিসার/ব্যবসায়ী হতে চাই, তবে তার আগে একজন ভাল মানুষ হতে চাই"
অর্থাৎ সে তার প্রফেশনাল লাইফে যাই হতে চাক না কেন তার আগে একজন ভালো মানুষ হতে চায়
আমরা আপনাদের স্বাগত জানাই এই মহান যাত্রায় শামিল হতে। এখনো প্লে ডে এবং নার্সারি ডে তে কিছু সিট খালি আছে।
০১৯৬০৮৬৬৮৬৬
Al-Burooj International School
Al-Burooj follows the National curriculum English version. Promoting Morality with Modern Education.
Al-Burooj International School, Chittagong imparts the best of education, in an Islamic environment& in a more dynamic & digital way, for your children. Al-Burooj International School provides our children excellent quality education for their proper all-round development. They are taught moral values, self-discipline and skills to face the dynamic challenges and opportunities of life with care, c
Operating as usual
Our Play student, Zaziba, is eagerly looking forward to starting her school journey. How joyful she looks in her school dress, with her dreams shining brightly in her happy eyes!
Al-Burooj is delighted to welcome such cheerful faces to its Play & Nursery Day shifts.
01960-866866
🌟 Alhamdulillah! 🌟
Al-Burooj International School is thrilled to announce that, starting in 2025, we will begin our most awaited "𝑯𝒊𝒇𝒛-𝑨𝒍-𝑸𝒖𝒓𝒂𝒏" session! This is a true milestone for us, InshaAllah, as we work to nurture our students’ hearts to carry the words of the Holy Qur’an.
"The best among you are those who learn the Qur’an and teach it."
— Sahih Al-Bukhari
Through this program, we aim to empower our students with the light of Qur’an, helping them grow into strong, devoted individuals who cherish and live by Allah’s words every day.
01960-866866
✨ Grand Announcement: Opening Day Shift! ✨
To meet the overwhelming demand for admissions, we are thrilled to introduce Day Shift timings for:
Play Group: 11:30 AM
Nursery: 11:30 AM
📌 Important Notice: Admission for the Morning Shift in Play and Nursery is now closed, as all seats in all sections are fully booked.
Seize the opportunity to secure your child’s bright future in our newly opened Day Shift! 🌟
We regret to inform you that admission of mentioned clasess is closed due to the overwhelming response. We have very few seats available in other classes.
Pls secure your child's future today. Enroll early before remaining clasess fill up.
01960866866
জামাআতের সাথে সালাত আদায়ের গুরুত্ব:
জামাআতের গুরুত্ব সম্পর্কে আল্লাহর রাসূল (সা.) বলেছেন:
✨ জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে ২৭ গুণ বেশি সওয়াবের। (বুখারি, হাদিস: ৬৪৫; মুসলিম, হাদিস: ৬৪০)”✨
সুবহানআল্লাহ! জামাআতের সাথে সালাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ (সুবহানাহু ওয়া তাআ'লা) কতটা রহমত বর্ষণ করেছেন, তা এই হাদিস থেকে বোঝা যায়!
আল-বুরুজ বিশ্বাস করে, জামাআতে সালাত আদায় নতুন প্রজন্মের মধ্যে ঐক্য, লক্ষ্য, দিকনির্দেশনা এবং নেতৃত্বের শিক্ষা দেবে। আমরা প্রতিদিন জামাআতে সালাত আদায়কে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করেছি, যাতে তারা এর নিয়ম-কানুন সঠিকভাবে শিখতে পারে এবং চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নত করতে পারে এবং এর উপকারী দিকগুলোকে কাজে লাগাতে পারে।
জামাআতের মাধ্যমে আমাদের ছাত্ররা ব্যক্তিগত বিদ্বেষ, বিরাগ এবং সন্দেহ দূর করে জ্ঞানের স্তর বৃদ্ধি করবে এবং আল্লাহর প্রতি আনুগত্য ও বিনয় বাড়াবে ইনশাআল্লাহ।
০১৯৬০৮৬৬৮৬৬
📚✨ 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬 𝐨𝐟 𝐓𝐨𝐦𝐨𝐫𝐫𝐨𝐰 𝐰𝐢𝐭𝐡 𝐒𝐭𝐫𝐨𝐧𝐠 𝐌𝐨𝐫𝐚𝐥 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧𝐬! 🌱🌟
At Al-Burooj International School, we understand the profound significance of shaping young minds with a foundation rooted in moral education. 🧒👧
🌟 Why is this essential? Early immersion in core values creates a powerful framework for a lifetime of empathy, kindness, and ethical decision-making. 🌍💙
🏫 Our mission transcends academics; we nurture integrity, responsibility, and resilience. Let’s unite to empower our students to become compassionate, impactful global citizens! 🌐🤝
number:01960866866
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলে আমরা প্রথমেই আমাদের শিক্ষার্থীদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব দেই, যাতে তারা নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ ও সদগুণে আলোকিত হয়ে গড়ে ওঠে।
আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় আমাদের অগ্রাধিকার, যা আল-বুরুজকে অন্যদের থেকে আলাদা করে।
তাই সিদ্ধান্ত আপনার—গতানুগতিক শিক্ষা নাকি নৈতিকতার সাথে আধুনিক শিক্ষা?
০১৯৬০৮৬৬৮৬৬
📚✨ মূল্যবোধের আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার! 🌱
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুল ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ বিনির্মানে বদ্ধ পরিকর। 🧒👧
🌟 কেন এটা গুরুত্বপূর্ণ?
বৈচিত্র্যময় জীবনের শুরু থেকে কোমলমতি শিশুর মনে রোপিত নৈতিকতা তাকে দয়া, সহানুভূতি ও সঠিক সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে।🌍💙
🏫 গতানুগতিক শিক্ষা দানের গড্ডালিকা প্রবাহ হতে আমরা মুক্ত, মননশীলতায় ঢের প্রাগ্রসর। আপনার শিশুর চরিত্র, সততা, দায়িত্ববোধ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের শিশু আগামী দিনের বিশ্ব নাগরিক। আসুন তাকে আকাশ ছুতে সাহায্য করি! 🌐🤝
#নৈতিকশিক্ষা
#আলবুরুজইন্টারন্যাশনালস্কুল
#চরিত্রগঠন
#সহানুভূতিশিক্ষা
#যোগাযোগনম্বর: 01960866866
𝑨 𝑯𝒆𝒂𝒓𝒕𝒘𝒂𝒓𝒎𝒊𝒏𝒈 𝑪𝒆𝒍𝒆𝒃𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝒂𝒕 𝑨𝒍-𝑩𝒖𝒓𝒐𝒐𝒋
The Parents' Content Fest and Prize Giving Ceremony at Al-Burooj International School was a day filled with gratitude, pride, and heartfelt emotions. Parents shared their incredible experiences with our school, pouring their hearts into beautifully crafted write-ups that reflected their deep satisfaction with our teachers, education system, and the fulfillment of their dreams for their children.
The highlight of the event was the announcement of the winners, creating an electrifying moment of joy and celebration. Every participant was honored with an exclusive present, making the day even more memorable.
, witnessing such genuine appreciation and trust from our parents filled our hearts with immense pride and motivation.
At Al-Burooj, we are committed to turning aspirations into achievements and creating a space where dreams flourish. InshaAllah, we will continue to strive for excellence in every step we take.
01960-866866
𝐈𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐜𝐞 𝐨𝐟 𝐌𝐨𝐫𝐚𝐥 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧:
1. 🛠️ 𝐅𝐨𝐮𝐧𝐝𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐕𝐚𝐥𝐮𝐞𝐬: Al-Burooj International School prioritizes moral education to instill foundational values like integrity, kindness, and empathy in the new generation.
2. 🌍 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐂𝐢𝐭𝐢𝐳𝐞𝐧𝐬𝐡𝐢𝐩: Recognizing the importance of nurturing responsible global citizens, the school emphasizes moral education to foster understanding and cooperation among diverse cultures.
3. 🏗️ 𝐂𝐡𝐚𝐫𝐚𝐜𝐭𝐞𝐫 𝐁𝐮𝐢𝐥𝐝𝐢𝐧𝐠: Al-Burooj understands that moral education is key to building strong character, equipping students with virtues that will guide them throughout their lives.
4. ⚖️ 𝐄𝐭𝐡𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐜𝐢𝐬𝐢𝐨𝐧-𝐌𝐚𝐤𝐢𝐧𝐠: By offering moral education, the school empowers students with the ability to make ethical decisions, preparing them for the complexities of the modern world.
5. 🤝 𝐂𝐨𝐧𝐭𝐫𝐢𝐛𝐮𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐒𝐨𝐜𝐢𝐞𝐭𝐲: Al-Burooj believes that moral education is essential for students to become active contributors to society, promoting positive change and community welfare.
6. 💪 𝐑𝐞𝐬𝐢𝐥𝐢𝐞𝐧𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐀𝐝𝐚𝐩𝐭𝐚𝐛𝐢𝐥𝐢𝐭𝐲: Moral education at the school focuses on cultivating resilience and adaptability, essential qualities for navigating life's challenges with grace and strength.
7. 🕌 𝐒𝐩𝐢𝐫𝐢𝐭𝐮𝐚𝐥 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡: Recognizing the holistic development of individuals, Al-Burooj integrates moral education to nurture spiritual growth, guiding students towards a balanced and purposeful life.
8. 🌟 𝗟𝗲𝗮𝗱𝗲𝗿𝘀𝗵𝗶𝗽 𝗤𝘂𝗮𝗹𝗶𝘁𝗶𝗲𝘀: The school aims to produce future leaders with a strong moral compass, capable of making principled decisions for the betterment of society.
9. 🕊️ 𝐂𝐨𝐧𝐟𝐥𝐢𝐜𝐭 𝐑𝐞𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧: Al-Burooj values moral education as a tool for teaching students effective conflict resolution skills, promoting a culture of peace and understanding.
10. ⏳ 𝐋𝐢𝐟𝐞𝐭𝐢𝐦𝐞 𝐈𝐦𝐩𝐚𝐜𝐭: Understanding that the impact of moral education extends beyond the academic years, Al-Burooj is committed to providing a foundation that will positively influence students throughout their lives.
01960866866
১৬ ডিসেম্বর উপলক্ষে আল-বুরুজ ক্যাম্পাসে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, রচনা এবং কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, আলহামদুলিল্লাহ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে মূল্যবান ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এই দিনটি ছিল আমাদের মহান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আমরা তাদের ত্যাগকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। বাঙালি জাতি চিরকাল তাদের এই আত্মত্যাগকে হৃদয়ে লালন করবে।
০১৯৬০৮৬৬৮৬৬
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুল চট্টগ্রামের প্রথম (এবং সম্ভবত দেশের প্রথম) ন্যাশনাল কারিকুলাম-ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান, যারা নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে পথচলা শুরু করে।
২০১৫ সালে এম এম আলী রোডে (শিল্পকলা একাডেমির উল্টো পাশে) প্রতিষ্ঠিত এই স্কুলের মূল লক্ষ্য ছিল আধুনিক শিক্ষার সঙ্গে শিশুদের নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করা এবং বাংলা, আরবি ও ইংরেজি—এই তিন ভাষায় তাদের দক্ষ করে তোলা।
তৎকালীন সময়ে চট্টগ্রামে কিছু ইংলিশ মিডিয়াম স্কুল ইসলামিক এডুকেশন নিয়ে কাজ করলেও ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনের অধীনে এমন একটি স্কুলের অভাব ছিল, যা ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করবে এবং ভবিষ্যতে মেডিকেল, বুয়েট বা শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রস্তুত করবে। অভিভাবকদের সেই চাহিদা পূরণের উদ্দেশ্যেই আল-বুরুজের যাত্রা শুরু।
আজ নয় বছরের পরিক্রমায় আল-বুরুজ কেবল একটি স্কুল নয়, একটি অনন্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে অনেক ন্যাশনাল কারিকুলামভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আল-বুরুজকে অনুসরণ করে নৈতিক শিক্ষা নিয়ে কাজ করছে। এটি আমাদের জন্য গর্বের। তাদের আমরা অভিনন্দন জানাই।
তবে লক্ষ্য করার বিষয়, কিছু প্রতিষ্ঠান সরাসরি আমাদের নাম, স্লোগান, ‘Traditional Education or Moral Educational... you decide,’ এমনকি আমাদের Moral Education ও Trilingual কনসেপ্ট এবং পোস্টার ডিজাইন পর্যন্ত কপি করছে। আমরা এটিকে শুধু অনুকরণ নয়, একটি শুভ লক্ষণ হিসেবে দেখি। যদি সবাই একসঙ্গে কাজ করে আমাদের আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারে, তবে আল-বুরুজ নিজেদের সার্থক মনে করবে।
আমাদের বিশ্বাস, এখান থেকে যদি একটি শিশুও সত্যিকারের নৈতিক শিক্ষায় আলোকিত হয়ে বের হতে পারে, তবে সেটিই আল-বুরুজের জন্য একটি সদকায়ে জারিয়া হবে।
আমাদের শিশুদের যখন জিজ্ঞাসা করা হয়, "তুমি বড় হয়ে কী হতে চাও?" তাদের উত্তর থাকে—"আমি প্রথমে একজন ভালো মানুষ হতে চাই, তারপর ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, প্রফেসর বা ব্যবসায়ী হতে চাই।"
এটাই আল-বুরুজের আসল অর্জন।
চট্টগ্রামের এম এম আলী রোড (শিল্পকলা একাডেমির পাশে) ছাড়া আল-বুরুজের আর কোথাও কোনো শাখা নেই।
যোগাযোগ: ০১৯৬০ ৮৬৬ ৮৬৬
১৬ই ডিসেম্বর: বিজয়ের গৌরবময় দিন
মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। এই মাটির প্রতিটি কণা তাদের ত্যাগের অমর সাক্ষী। আজকের স্বাধীন বাংলাদেশ তাদের সাহসিকতা, আত্মত্যাগ এবং দেশপ্রেমের মূর্ত প্রতীক। তাদের রক্তের ঋণ আমাদের চিরদিনের।
মহান আল্লাহ্ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার শ্রেষ্ঠ উপায় হলো দেশকে ভালোবাসা, সৎপথে থাকা এবং জাতির উন্নয়নে নিজেকে নিবেদন করা।
স্বাধীনতার এই দিনে, আমরা সকল শহীদ বীরের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের আত্মত্যাগ চিরস্মরণীয়।
০১৯৬০৮৬৬৮৬৬
আবরার আবির সাফোয়ান, আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র, পবিত্র কুরআনের সূরা "মুলক" তিলাওয়াত করেছে, যার প্রতিটি শব্দে আল্লাহ তাআলার করুণা ও সৃষ্টির সৌন্দর্য প্রতিফলিত।
তার আবেগঘন তিলাওয়াত যেন শ্রোতার হৃদয়ে এক নতুন অনুভূতির ঢেউ তোলে। আবরারের এই সুমধুর তিলাওয়াত আমাদের মনে করিয়ে দেয়, একজন শিক্ষার্থী কুরআনের প্রতিটি সুরে আল্লাহর কাছাকাছি পৌঁছাতে পারে এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে পারে।
আল-বুরুজ পরিবার তার জন্য গর্বিত। মহান আল্লাহ তাআলা তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে রহমত ও কল্যাণে পরিপূর্ণ রাখুন এবং তার প্রতিভা আরও বিকশিত হোক।
০১৯৬০৮৬৬৮৬৬
Welcome to Al-Burooj International School (ABIS)
– Promoting Morality with Modern Education.
Where Excellence Meets Values!
Our admissions for the academic year 2025 are now open 📣
At , we pride ourselves on providing exceptional education that fosters all-round development. Our qualified teachers ensure a dynamic and up-to-date approach to subjects like Mathematics, Science, English, History, and Geography. More than academics, we instill moral values, self-discipline, and a commitment to facing life's challenges with care and confidence.
Key Features:
- ✔️ Qualified and experienced teachers
- ✔️ Special emphasis on religious and moral teaching
- ✔️ Arabic Language taught by experienced instructors
- ✔️ Scenic and natural environment
- ✔️ Aesthetic classrooms with air conditioning
- ✔️ IT lab and multimedia facilities
- ✔️ Co-curricular activities for holistic growth
- ✔️ Well-furnished play zones for recreational development
- ✔️ CCTV surveillance for enhanced safety
Join us at 23/1, M M Ali Road, (Near Shilpokola Academy) Chattogram.
For inquiries, call us at 01960-866866
Or visit our website : (https://al-buroojbd.com/).
You can also reach out via email at [email protected].
Shape your child's future with – where education meets values in a nurturing environment. 📚✨
আল-বুরুজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাহীর রহমান পবিত্র কুরআনের সূরা "আন-নাবা" এর অনবদ্য তিলাওয়াত করেছে, যা হৃদয়কে পরম প্রশান্তিতে ভরিয়ে দেয়। তার কণ্ঠে কুরআনের মধুর সুর যেন প্রতিটি শ্রোতার অন্তরে আল্লাহর প্রেম জাগিয়ে তোলে।
সাহীরের এই অসাধারণ তিলাওয়াত আমাদের জন্য গর্বের বিষয়।
আল্লাহ তাআলা তাকে যেন জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য ও কল্যাণ দান করেন।
সাহীরের এই তিলাওয়াতের মাধ্যমে প্রমাণিত হয়, একজন শিক্ষার্থী কুরআনের সুরে সুরে আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারে এবং তার জীবনের অর্থ খুঁজে পেতে পারে।
#আলহামদুলিল্লাহ
📱 ০১৯৬০৮৬৬৮৬৬
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
23/1, M M Ali Road (Near Zilla Shilpokola Academy)
Chittagong
4000
Opening Hours
Monday | 08:30 - 16:00 |
Tuesday | 08:30 - 16:00 |
Wednesday | 08:30 - 16:00 |
Thursday | 08:30 - 16:00 |
Saturday | 08:30 - 16:00 |
Sunday | 08:30 - 16:00 |