02/11/2024
শোক সংবাদ!
ছোটছিলোনিয়া গাউছিয়া কমিটির উপদেষ্টা জনাব মোহাম্মদ হাসানের আব্বা জনাব সেকান্দর সাহেব ও ছোটছিলোনিয়া হাজি আব্দুল রাজ্জাক সুিন্ন জামে মসজিদ সম্মানিত সভাপতি ছিলেন তিনি অল্প কিছুখন আগে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 😭😭মুরহুমের রুহের আন্তার মাগফিরাত কামনা করি,, 😭😭
01/11/2024
পশ্চিম হাইদচকিয়া নিবাসী শফি ভাই ও শহিদুল দুই ভাই সুপারির গুদামে পরে মর্মান্তিক মৃত্যু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাকী তিনজনের জন্য দোয়া করুন।
01/11/2024
পশ্চিম হাইদচকিয়া নিবাসী শফি ও শহিদুল তারা দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু ইন্নালিল্লাহে* ইলাহি রাজিউন,
বাকী তিনজনের জন্য দোয়া করুন।
01/11/2024
ফটিকছড়ি পাইন্দং ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের পশ্চিম হাইদ চকিয়া এলাকায় হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে সুপারির গুদামে নেমে ৬ জন আহত। আহত দের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে।
আপডেট: দুইজন মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহ ওয়া ইন্নালিল্লাহ রাজিউন 🥲🥲
29/09/2024
উত্তর ফটিকছড়ির হাসনাবাদের এ মহিলাকে খুঁজে পেতে সবাই একটু শেয়ার করে সহযোগিতা করুন।
নিখোঁজ সংবাদ
°°°°°°°°°°°°°°°°
ছবির ভদ্র মহিলাটির।নাম রুবি আকতার। তিনি শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় চট্টগ্রামের বায়েজিদ থানা রোড কুঞ্জছায়া আবাসিক এলাকাস্থ ভাইয়ের বাসা থেকে বের হয়ে যায়। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন।
কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
01819928854
01869991308
01818816719
বি:দ্র: নিউজটি কপি কিংবা শেয়ার করে মহিলাটিকে খুঁজে পেতে সহায়তা করুন।
✍️মোস্তফা কামরুল, ২৭ সেপ্টেম্বর। ১১:১৬ পি.এম
29/09/2024
একটি হারানো বিজ্ঞপ্তি
চট্টগ্রাম এর যারা আছেন একটু দেখেন প্লিজ! প্রায় ৭২ ঘন্টার বেশি হয়ে গেছে এখনো খুজে পাওয়া যাচ্ছে না।
নাম: জান্নাতুল ফেরদৌস তানজিনা
নাম: আব্দুল্লাহ নুর আবির
দুপুর ২:০০ এর সময় ছেলে কে সাথে নিয়ে বের হয় কিন্তু আর বাসায় ফিরেনি
নাম: জান্নাতুল ফেরদৌস তানজিনা
বয়স : ২৫ বছর
পিতা: মৃত আহমেদ হোসেন
নাম: আব্দুল্লাহ নুর আবির
পিতা: আখতারুজ্জামান সায়েদ
ঠিকানা: তুলাতুলি নতুন মসজিদ,
বাকলিয়া থানা,চট্টগ্রাম
কেউ যদি কোন অনুসন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন উক্ত নম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
এবং দয়া করে সবাই পোস্টটি একটু শেয়ার করে দিবেন।যোগাযোগ:01910980706
(পুলিশকে জানানো হয়েছে)
16/09/2024
আলহামদুলিল্লাহ! চট্টগ্রাম জুলুস'২৪ এর চিত্র।
সুন্দরভাবে সফল হয়েছে প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে বন্দরনগর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জশনে জুলুস।
আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ’র নেতৃত্বে সকাল ১০টায় ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে জুলুস শুরু হয়।
বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, জিইসি মোড় হয়ে পুনরায় একই রুটে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া ময়দানে গিয়ে মিলিত হয়েছে এই জুলুস 🥰🌺
07/09/2024
আলহামদুলিল্লাহ।
০৭/০৯/২৪ রোজ শনিবার
পবিত্র জশনে জুলুসে ঈদে-এ- মিলাদুন্নবী (ﷺ)
গাউসিয়া কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি,