
২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নে পাঠ পরিকল্পনা প্রণয়নে শিক্ষকদের সাথে প্রধান শিক্ষকের মতবিনিময়।
Its Establisheed 2000.
Operating as usual
২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষার মান উন্নয়নে পাঠ পরিকল্পনা প্রণয়নে শিক্ষকদের সাথে প্রধান শিক্ষকের মতবিনিময়।
আলহামদুলিল্লাহ!
প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম।
আজ নতুন বইয়ের গন্ধে ভরেছে ভুবন!
বই বিতরণ -২০২৫ উদ্বোধন করেন ইক্রা স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোস্তাক আহমেদ স্বপন স্যার।
আলহামদুলিল্লাহ!
ইক্রা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. মোহাম্মদ সুজন ❝প্রফেশনাল এমবিবিএস❞ পরীক্ষায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ইক্রা পরিবার।
আজ আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ হলো। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক জনাব আনিসুল ইসলাম ও সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ স্বপন স্যার। উপস্থিত ছিলেন শ্রেণি শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
আনন্দ ঘন পরিবেশে প্রধান শিক্ষক মহোদয় ফলাফল ঘোষনা ও শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড বিতরণ উদ্বোধন করেন । পরীক্ষার মাধ্যমে ফলাফল পেয়ে শিক্ষার্থী, অভিভাবক খুব খুশী।
সবার জন্য শুভ কামনা।।
সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩০-১২-২০২৪ খ্রি. রোজ সোমবার ❝বার্ষিক পরীক্ষা-২০২৪❞ এর ফলাফল প্রকাশ ও বিতরণ করা হবে।
সকল শিক্ষার্থী ও অভিভাবক সশরীরে উপস্থিত থেকে ফলাফল সংগ্রহ করার অনুরোধ রইলো।
আগামীকালকের কার্যক্রম -
➡️ প্রাইমারি শাখা ( প্লে থেকে পঞ্চম শ্রেণি)
সকাল ৮.৩০ মিনিট।
➡️ মাধ্যমিক শাখা (ষষ্ঠ থেকে নবম শ্রেণি)
সকাল ১১.০০ মিনিট।
ধন্যবাদান্তে,
মো. মোস্তাক আহমেদ স্বপন
প্রধান শিক্ষক
ইক্রা স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন 📔 শিক্ষাক্রম অনুসরণ এর যথোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান 🏫 ❝ইক্রা স্কুল এন্ড কলেজ❞
🌳 প্রাচীন বটবৃক্ষের মত নিঃশব্দ ছায়া হয়ে ছিলো এবং এখনো আছে এই শিক্ষাকেন্দ্র। এই 🏫 শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে থেকে ৯ম (বিজ্ঞান, ব্যবসায়,মানবিক বিভাগ) শ্রেনির ২০২৫ সালের নিয়মিত পাঠদানের পাঠক্রমে ভর্তি চলছে।
প্রিয় অভিভাবক,
🧠 আর্টিফিশিয়াল ইন্টিলিজিন্সের এই যুগে আপনার সন্তানের ইন্টিলিজেন্সকে উদ্ভাসিত করতে ভর্তি করাতে পারেন আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে।
🏫 গতানুগতিক শিক্ষা দানের গড্ডালিকা প্রবাহ হতে আমরা মুক্ত, মননশীলতায় আমরা এগিয়ে। আপনার শিশুর চরিত্র, সততা, দায়িত্ববোধ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের শিশু আগামী দিনের বিশ্ব নাগরিক। আসুন তাকে আকাশ ছুঁতে সাহায্য করি! 🌐
📚✨ মূল্যবোধের আলোয় আলোকিত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার!
➡️ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মূল্যবোধ বিনির্মানে বদ্ধ পরিকর। 🧒
সীমিত আসনে ভর্তি চলছে।
ক্যাম্পাস ভিজিটের আমন্ত্রণ রইলো।
নতুন বছরের স্কুলের ক্যালেন্ডার হাতে পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।
#ইক্রা_স্কুল_এন্ড_কলেজ
#ভর্তি_চলছে_২০২৫
নতুন বছরের স্কুলের ক্যালেন্ডার হাতে পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।
#ইক্রা_স্কুল_এন্ড_কলেজ
#ভর্তি_চলছে_২০২৫
বিজয় র্যালি ২০২৪
🇧🇩
এ দেশ আমাদের গর্ব, আর এ বিজয় আমাদের প্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যাই নতুন সম্ভাবনার পথে। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
#ইক্রা_স্কুল_এন্ড_কলেজ
#বিজয়_দিবস_২০২৪
#ভর্তি_চলছে
প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে নতুন বছরে নতুন শিক্ষাকার্যক্রম অনুযায়ী ইক্রা স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম 📢ভর্তি চলছে!! 📢ভর্তি চলছে!!
#ইক্রা_স্কুল_এন্ড_কলেজ
বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে।
৭ম ও ৮ম শ্রেনির অংশগ্রহণে আয়োজিত ইন্ট্রামুরাল ক্রীড়া প্রতিযোগিতা।
পাঠ সমাপনী ২০২৪ 💐
প্রাত্যহিক সমাবেশ ও কেক কাঁটার কিছু স্থির চিত্র।
Monday | 08:00 - 17:00 |
Tuesday | 08:00 - 17:00 |
Wednesday | 08:00 - 17:00 |
Thursday | 08:00 - 17:00 |
Sunday | 08:00 - 17:00 |