Ispahani Adarsha High school
Nearby schools & colleges
Raozan
Banshbaria
VILL:HARINA,P.O:HARINAHAJIRPARA,UPAZILA:LOHAGARA
Fatickchari
Chittagong Municipal Model School & College Jane Alam Dovash Road
Hathazari
W Oli Nagor Road
Tulatuli Sitakund
Halishahar Housing Estate
Panchlaish
Feni
Chittagong. Campus 2 Thana Road Anwara
Eidgah
Ice Factory Road
Comments
📍Ispahani Adarsha High school
📍Ispahani Adarsha High School
📍Victory Model High School
বর্তমান চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর সম্মানিত মেয়র এবং প্রতিমন্ত্রী জনাব এম. রেজাউল করিম প্রতিষ্ঠিত সামশুন নাহার হারুন পলিটেকনিক ইনস্টিটিউট এ বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর (৮ সেমিস্টার ) মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ২০২২-২৩ সেশনে ভর্তি চলছে
ভর্তির নূন্যতম যোগ্যতা : এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ ২.০০ (বিজ্ঞান ,ব্যবসা শিক্ষা,মানবিক যেকোনো বিভাগ থেকে )
টেকনোলজি সমূহ -
১. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
২. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
৩. সিভিল ইঞ্জিনিয়ারিং
৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
৫. অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
৬. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
ভর্তি ফি - ৫০০০ /=
সেমিস্টার ফি -
১. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং - ৮৫০০/=
২. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৮৫০০/=
৩. সিভিল ইঞ্জিনিয়ারিং - ৮৫০০/=
৪. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং - ৮৫০০/=
৫. অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং - ৮৫০০/=
৬. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং - ৯৫০০/=
নিজস্ব ক্যাম্পাস এবং ল্যাব সুবিধা
***** প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে ৪০০০/= উপবৃত্তি প্রদান করা হয়। ভালো ফলাফলকারীদের জন্য রয়েছে আলাদা বৃত্তি *****
যোগাযোগ - ০১৮৮৫২১২০৯৮
Ispahani Adarsha High school
Old is always gold🥹
Victory Adarsha High School / Ispahani Adarsha High school
Operating as usual
পুনর্মিলনী ২০২৩
#আলোকসজ্জা

পুনর্মিলনী হাওয়ায় পাল তুলেছে 💗💗

পুনর্মিলনী ২০২৩ কে সফল করতে যে যার অবস্থান থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
ইন শাহ আল্লাহ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর একটি আয়োজন হবে।
আজকেই রেজিষ্ট্রেশনের শেষ সময়।
আজকের পর রেজিষ্ট্রেশন সংক্রান্ত পোস্ট হবেনা। যারা রেজিষ্ট্রেশন করেননি আজকের মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করুন।
আসসালামু আলাইকুম
ইস্পাহানি ভিক্টোরিয়ান্স,
১৩ জানুয়ারি রেজিস্ট্রেশন শেষ দিন। এরপর আর রেজিস্ট্রেশন সুযোগ থাকবে না

রেজিষ্ট্রেশন করেছেন ব্যাচ ২০২২ এর ভাই বোনেরা।
১৩ই জানুয়ারি রেজিষ্ট্রেশনের শেষ সময়।
তাই যারা এখনো রেজিষ্ট্রেশন কনফার্ম করেননি রেজিষ্ট্রেশন কনফার্ম করুন।
Official Theme Song
Of
Ispahani Adarsha High School
(Ex-Victory Adarsha High School) ❤️
রিইউনিয়ন উপলক্ষে স্কুলের স্মৃতি এবং এই আয়োজনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটি থিম সং 🫶
আশা করি সবাই উপভোগ করবেন...❤️❤🔥
আমরা সবাই ইস্পাহানি ভিক্টোরিয়ান্স 🥹
share please your Facebook id

দ্বিতীয় দিনের মতো আরও কিছু ছবি দপ্তর থেকে ম্যাগাজিনে দেয়া হয়েছে আজ।
১৩ তারিখ রেজিষ্ট্রেশন ও ছবি জমা নেয়ার শেষ দিন। এরপর আর ছবি বা রেজিষ্ট্রেশন নেয়া সম্ভব নয়।
যারা এখনো রেজিষ্ট্রেশন করেননি কিংবা ছবি জমা দেননি ১৩ তারিখের মধ্যে ছবি ও রেজিষ্ট্রেশন কনফার্ম করুন।

আসসালামু আলাইকুম
আনুষ্ঠানিক ভাবে আজ দপ্তরটিম ম্যাগাজিন টিমকে প্রথম ধাপে ম্যাগাজিনের জন্য ছবি বুঝিয়ে দিয়েছে।
বিদ্যালয়ের প্রাক্তন ভাই ও বোনেরা মনে রাখবেন ১৩ই জানুয়ারি কিন্তু রেজিষ্ট্রেশনের শেষ সময়।
তাই যারা এখনো নিজেদের রেজিষ্ট্রেশন কনফার্ম করেননি আগামী ১৩ই জানুয়ারির মধ্যে ছবি সহ রেজিষ্ট্রেশন কনফার্ম করুন।
যারা রেজিষ্ট্রেশন করেছেন ছবি জমা দেননি, ১৩তারিখের মধ্যে ছবি জমা নাদিলে আপনাদের ছবি ম্যাগাজিনে আসবেনা।
পুনর্মিলনী ২০২৩
ভিক্টোরী স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ
Victory Model High School
Ispahani Adarsha High school

#রেজিষ্ট্রেশন পুনর্মিলনী ২০২৩
শুক্রবারের রেজিষ্ট্রেশন উৎসবের কিছু মুহূর্ত

আসসালামু আলাইকুম
আলহামদুলিল্লাহ সবার আগ্রহ, উৎসাহ -উদ্দীপনায় আমরা আমাদের পুনর্মিলনী ২০২৩ রেজিষ্ট্রেশনের কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি ইতিমধ্যে পৌঁছেগেছি। তারপরও এখনও কিছু কিছু ব্যাচের কিছু ভাইবোনরা নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, তাদের আগ্রহ ও অনুরোধে তাদের কথা বিবেচনায় এনে রেজিষ্ট্রেশনের শেষ সময় আগামী ১৩ই জানুয়ারি ২০২৩, শুক্রবার পর্যন্ত বাড়ানো হলো।
পুনর্মিলনীকে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার স্বার্থে এরপর আর রেজিষ্ট্রেশনের সময় বাড়ানো সম্ভব নয়।
তাই যারা এখনো নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেননি ১৩ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন কনফার্ম করার অনুরোধ করা হইলো।
ভিক্টোরী স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ
Victory Model High School


#পুনর্মিলনী_২০২৩
২০১৮ ব্যাচের ভাই ও বোনদের রেজিষ্ট্রেশনের সময় আজকের কিছু মুহূর্ত।
হাবিব উল্ল্যা স্যার প্রাক্তন প্রধান শিক্ষক
তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার নোয়াপড়া গ্রামে ১৯৬৬ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন:
এস.এস.সি- নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় (১৯৮১)
এইচ.এস.সি- হাজী মোহাম্মদ মহসিন কলেজ (১৯৮৩)
ডিগ্রি সম্মান: হাজী মোহাম্মদ মহসিন কলেজ
মাস্টার্স সম্মান: চট্টগ্রাম কলেজ(প্রাইভেট)
মহসিন চৌধুরী স্যার
প্রাক্তন প্রধান শিক্ষক
পুনর্মিলনীর প্রোগ্রামে আসবেন এবং প্রাক্তন ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকার উদ্দেশ্য একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ❤️❤️❤️
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার গোয়াখালী গ্রামে একমাত্র চাটগাঁইয়া জমিদার ফতে আলী মাতবর পরিবারে ১৯৫১ সালের ৩১ ইং জানুয়ারী মহসিন চৌধুরী জন্মগ্রহণ করেন। বাড়ী থেকে তিন মাইল দূরে পেকুয়া সরকারি প্রাইমারী স্কুল শেষে চট্টগ্রামের মছজিদ্দা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ ইং সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৬৮ ইং সালে এইচএসসি পাশ করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান কোর্সের প্রথম ব্যাচে অর্থনীতি বিভাগে ভর্তি হন।
১৯৮১ সালে বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রহিম চৌধুরীর কণ্যা রওশন আক্তার চৌধুরী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওনার দুই কন্যা লিথী, শিথী এবং পুত্র শাথিল।
ইস্পাহানী আর্দশ হাই স্কুলে দক্ষতা ও সুনামের সাথে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

পুনর্মিলনী ২০২৩
রেজিষ্ট্রেশন করছেন ব্যাচ ২০১৯.......
Ispahani Adarsha High school
Victory Model High School
ভিক্টোরী স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

আজকে স্কুলে রেজিস্ট্রেশন জন্য উপস্থিত হওয়া বিভিন্ন ব্যাচ এর প্রাক্তন ছাত্র ও ছাত্রী ❤️❤️❤️❤️
পুনর্মিলনীর দিন নির্দিষ্ট কিছু স্টল দেওয়া হবে। স্টল বুকিং দেওয়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে
+8801716741286

আমাদের পুনর্মিলনী ২০২৩ এর রেজিষ্ট্রেশনের শেষ সময় ৬ই জানুয়ারী।
ইতিমধ্যে অনেক ব্যাচের প্রাক্তন ভাই বোনরা নিজেদের রেজিষ্ট্রেশন কনফার্ম করেছেন। যারা এখনো নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেননি নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের রেজিষ্ট্রেশন কনফার্ম করুন।
Ispahani Adarsha High school
ভিক্টোরী স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ

আসসালামু আলাইকুম
আনুষ্ঠানিক ভাবে ইস্পাহানি আদর্শ হাই স্কুল (ভিক্টোরী আদর্শ উচ্চ বিদ্যালয়) ''২য় পুনর্মিলনী ২০২৩ইং' এর অনলাইন-অফলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে।
বিদ্যালয়ের প্রাক্তন ভাই ও বোনদের ব্যাচ রিপ্রেজেন্টেটিভের সাথে অথবা বিদ্যালয়ের স্কুল গেইটে পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন অফিসে যোগাযোগ করে নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
পুনর্মিলনী তারিখঃ ২০.০১.২০২৩ ইং
পুনর্মিলনী স্থানঃ বিদ্যালয়ের স্কুল মাঠ।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ০৬.০১.২৩ইং
রেজিষ্ট্রেশন ফিঃ
জন প্রতি= ১০০০/=, অতিথি= ৫০০/=, সন্তান= ৫০০/= (৫বছরের উর্দ্ধে)
রেজিষ্ট্রেশনের অফিসে যোগাযোগের নাম্বারঃ
Jamiul Alam jami 01794348127
Jahidul Alam Jihad 01883278201
অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃ
https://reunion-23.porchex.com.bd/IVROR/registration/
বিজ্ঞাপন ও স্টলের জন্যঃ
Touhidur Rahman Sumon vai 01716741286
যেকোনো প্রয়োজনেঃ
Sojib 01816360668
Juwel 01911276001
MD Mohiuddin 01980319310
কাল বড় দিনের বন্ধ তাই আগামীকালও স্কুল প্রাঙ্গণে স্পট রেজিষ্টেশন কার্যক্রম চলমান থাকবে

আসসালামু আলাইকুম।
সম্মানিত সূধি,
এক্স ইস্পাহানি-ভিক্টোরিয়ান্স অত্র বিদ্যালয়ের ৪০ বছর পূতি উপলক্ষ্যে আগামী ২০শে জানুয়ারী ২০২৩ইং তারিখে দ্বিতীয় বারের মত পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। উক্ত পুনর্মিলনী তারিখে দিনব্যাপী সাংস্কৃতিক প্রোগ্রামে অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের একক ও গ্রুপ পারফরম্যান্স করার সুযোগ থাকছে। উল্লেখ্য অনুষ্ঠান পরিচালনা কমিটি উক্ত অনুষ্ঠান সূশৃংখল এবং সাফল্য মন্ডিত করার উদ্ধেশ্যে আগ্রহী প্রান্তন ছাত্র/ছাত্রীদের দৃষ্টি আকর্ষন করছে এবং আগ্রহী প্রাক্তন ছাত্র/ছাত্রীদের আগামী ৩০/১২/২০২২ইং তারিখের মধ্যে নিন্মোক্ত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করে অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্চে।
মোঃ রবিউল হায়দার 01716 265660
শেখ মোঃ এরফান উল্যাহ 01818437148
বিঃদ্রঃ রিইউনিয়ন অনুষ্ঠান পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত ৩০/১২/২০২২ইং তারিখের মধ্যে নাম নিবন্ধন ব্যাতিত কোন ছাত্র/ছাত্রী উক্ত রিইউনিয়ন অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাবেন না।

আসসালামু আলাইকুম
এক্স ইস্পাহানি ভিক্টোরিয়ান্স,আগামী ২০ শে জানুয়ারী ২০২৩ ইং তারিখে দ্বিতীয় বারের মত পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। পুনর্মিলনীর দিন ব্যাপী প্রোগ্রামের মধ্যে নির্দিষ্ট কিছু সময়ে প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের একক ও গ্রুপ পারফরম্যান্স করার সুযোগ দেওয়া হবে। আগ্রহী প্রাক্তন ছাত্র ও ছাত্রীদের মোঃ রবিউল হায়দার ও শেখ মোঃ এরফান উল্যাহ সাথে ৩১/১২/২০২২ তারিখ শনিবারের মধ্যে যোগাযোগ করার অনুরোধ রইলো।
রবিউল হায়দার 01716 265660
শেখ মোঃ এরফান উল্যাহ 01818437148

https://m.facebook.com/story.php?story_fbid=710568973993610&id=100051215415152&mibextid=Nif5oz

আজ ২০১২, ২০১৪ ও ২০১৭ ব্যাচের আপুরা অনেকে স্কুল সংলগ্ন পুনর্মিলনী ২০২৩ রেজিষ্ট্রেশন অফসে এসে নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।
যে সব প্রাক্তন ভাই ও বোনেরা এখনো নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করেননি, নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
রেজিষ্ট্রেশনের শেষ সময় ৬ই জানুয়ারী ২০২৩

আসসালামু আলাইকুম
আনুষ্ঠানিক ভাবে ইস্পাহানি আদর্শ হাই স্কুল (ভিক্টোরী আদর্শ উচ্চ বিদ্যালয়) ''২য় পুনর্মিলনী ২০২৩ইং' এর অনলাইন-অফলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে।
বিদ্যালয়ের প্রাক্তন ভাই ও বোনদের ব্যাচ রিপ্রেজেন্টেটিভের সাথে অথবা বিদ্যালয়ের স্কুল গেইটে পুনর্মিলনীর রেজিষ্ট্রেশন অফিসে যোগাযোগ করে নিজেদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করা যাচ্ছে।
পুনর্মিলনী তারিখঃ ২০.০১.২০২৩ ইং
পুনর্মিলনী স্থানঃ বিদ্যালয়ের স্কুল মাঠ।
রেজিষ্ট্রেশনের শেষ তারিখঃ ০৬.০১.২৩ইং
রেজিষ্ট্রেশন ফিঃ
জন প্রতি= ১০০০/=, অতিথি= ৫০০/=, সন্তান= ৫০০/= (৫বছরের উর্দ্ধে)
রেজিষ্ট্রেশনের অফিসে যোগাযোগের নাম্বারঃ
Jamiul Alam jami 01794348127
Jahidul Alam Jihad 01883278201
অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃ
www.ispahanivictorians.com
বিজ্ঞাপন ও স্টলের জন্যঃ
Touhidur Rahman Sumon vai 01716741286
যেকোনো প্রয়োজনেঃ
Sojib 01816360668
Juwel 01911276001
Leo Mohiuddin 01980319310

https://m.facebook.com/story.php?story_fbid=691215985928909&id=100051215415152&mibextid=Nif5oz

পুনর্মিলনীর বিভিন্ন বিষয় নিয়ে স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা সাথে আলোচনা ও ২০২২ এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ রেজাল্টের খবর শুনে মিষ্টি নিয়ে গিয়েছেন প্রাক্তন সিনিয়র ছাত্ররা । উপস্থিত ছিলেন ১৯৯৪ ব্যাচ এর মোঃ ইকবাল ,১৯৯৮ ব্যাচ গোলাম সরোয়ার , ২০০১ ব্যাচ সজীব মোরশেদ , মোঃ কায়সার আলম, ২০০৯ ব্যাচ মহিউদ্দিন সিরাজ

এইটাই বাস্তবতা

এক্স ইস্পাহানি ভিক্টোরিয়ান্স পুনর্মিলনীর অনলাইন রেজিষ্ট্রেশন লিংক৷ রেজিষ্ট্রেশন করতে কোন সমস্যা হলে
নিচের দুইটি what's app নাম্বারে মেসেজ দিন
01724699268 ( রবিন)
01980319310 ( মহিউদ্দিন)
https://reunion-23.porchex.com.bd/IVROR/registration/

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
North Kattali
Chittagong
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Saturday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Chittagong Collegiate School, Ice Factory Road, Chattogram
Chittagong, 4000
Thousand bodies - one soul Thousand lives - one goal... Long Live Chittagong Collegiate School. Alum
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100
UnOfficial page.. Bangladesh Bank Colony High School....
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000
Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.
Chittagong Port Authority, P. O. Bandar
Chittagong, 4100
Port Authority High School, Chittagong, (earlier Port Trust High School) is a renowned prestigious e
KEPZ Road
Chittagong, 4204
Welcome to the official page of Chittagong Steel Mills High School.
Chittagong
This is the Official Page of Garibe Newaz High School. It is the best school of the HALISHAHAR . It
Victory Model High School, Pahartali
Chittagong, 4207
All students and ex students of Victory Model High School are requested to share their school life a
House #45, Road #04, O. R Nizam Road R/A
Chittagong, 4203
Welcome to EUROPEAN GRAMMAR SCHOOL - National Curriculum (English Version). It is an English Medium
Mubarak Road (Opposite Of BRTA), Chittagong Cantonment, Chittagong-4220
Chittagong
School Code: 3229, EIIN No: 104435
Haola DC Road, Boalkhali Pouroshava, Chattogram
Chittagong, 4366
This is the educational Institute