
ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তির সময় মূল কপি দেখিয়ে ফটোকপি জমা দিতে হবে।
হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের অফিসিয়াল পেইজ হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যলয়ের অফিসিয়াল পেইজ
Operating as usual
ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
ভর্তির সময় মূল কপি দেখিয়ে ফটোকপি জমা দিতে হবে।
ডিজিটাল বাংলাদেশ কুইজ ২০২২
আজ (২৬ নভেম্বর) রেজিস্ট্রেশন এর শেষ দিন
https://quiz.digitalbangladesh.gov.bd
তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭জন করে সর্বমোট ২১জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।
১ম পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন
২য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন
৩য় পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন
৪র্থ পুরস্কারঃ ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন
৫ম-৭ম পুরস্কারঃ স্মার্ট ফোন
ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ :: অনলাইন কুইজ প্রতিযোগিতা - প্রচ্ছদ বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮-তদুর্ধ্ব বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক অংশগ্রহণ করতে পারবে
২০২২ইং সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিন্মলিখিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রাকৃতিক দুর্যোগের কারণে অত্র বিদ্যালয়ের আগামীকালের নির্বাচনী পরীক্ষা ও সকল শ্রেনীকার্যক্রম বন্ধ থাকবে।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর যাত্রা শুরু।
আগামী ০১/১০/'২২ খ্রিঃ হতে ০৯/১০/'২২ খ্রিঃ পর্যন্ত দুর্গাপূজা,পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ),শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে।
প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের যাদের আত্নীয়-স্বজন (শুধুমাত্র আবদুল আলী নগর)
০১/০১/২০০৭ পূর্বে জন্ম তারা ভোটার হওয়ার জন্য যোগাযোগ করতে পার।
জনাব মান্নান সুমন: 01818127133
জনাব আল আমিন : 01819886748
এসএসসি -২২ অংশগ্রহনকারীদের জন্য
https://www.facebook.com/110790624095967/posts/539229847918707/
আগামী ১৯ জুন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা হবে ৪৫, ৫৫ এবং ৫০ নম্বরে।
পরীক্ষা হবে না যে বিষয়গুলো-
★তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিজ্ঞান
★বাংলাদেশ ও বিশ্বপরিচয়
★ধর্ম ও নৈতিক শিক্ষা
৪৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★পদার্থবিজ্ঞান
★রসায়ন
★জীববিজ্ঞান
★উচ্চতর গণিত
★গার্হস্থ্য বিজ্ঞান
৫৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★বাংলা প্রথম পত্র
★বাংলা দ্বিতীয় পত্র
★গণিত
★পৌরনীতি
★অর্থনীতি
★ইতিহাস
★ভূগোল
★হিসাব বিজ্ঞান
★ব্যবসায় উদ্যোগ
★ফিন্যান্স ও ব্যাংকিং
৫০ নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা হবে-
★ইংরেজি প্রথম পত্র
★ইংরেজি দ্বিতীয় পত্র
৪৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৩৬ নম্বর,
A ৩১.৫ নম্বর,
A- ২৭ নম্বর,
B ২২.৫ নম্বর,
C ১৮ নম্বর,
D ১৫ নম্বর পেতে হবে
৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪০ নম্বর,
A ৩৫ নম্বর,
A- ৩০ নম্বর,
B ২৫ নম্বর,
C ২০ নম্বর,
D ১৬ নম্বর পেতে হবে।
৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড-
A+ ৪৪ নম্বর,
A ৩৮.৫ নম্বর,
A- ৩৩ নম্বর,
B ২৭.৫ নম্বর,
C ২২ নম্বর,
D ১৯ নম্বর পেতে হবে।
গতকাল ৪/৬/২২ইং তারিখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্মরণকালের ভয়াবহ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহতদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য স্কুলের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীদের প্রতি বিনীত ভাবে অনুরোধ করছি।
আলম হোসেন
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত
হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।
প্রিয় সহকর্মী, স্নেহের শিক্ষার্থী, সন্মানিত অভিভাবক, প্রিয় বন্ধুবর্গ ও সকল মুসলিম মিল্লাত ঈদ মোবারক।
অত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩/৪/২২ ইং তারিখে মধ্যে রেজিষ্ট্রেশন ফি জমা এবং ছবি উত্তোলনের কাজ শ্রেনি শিক্ষকের সাথে যোগাযোগ করে সম্পুর্ণ করার জন্য অনুরোধক্রমে আদেশ করা গেল।
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।
আজ বিদ্যালয়ের ৯ম-১০ম শ্রেণিতে ক্লাস চলাকালীন ঝটিকা অভিযান চালান ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলর জনাব আলহাজ্ব জহুরুল আলম জসিম। এ সময় শিক্ষার্থীদের কাছ থেকে বেশ ক'টি মোবাইল জব্দ করেন।
পরে অভিভাকদের নোটিশ করেন মোবাইল নিয়ে যেতে। তিনি বলেন শিক্ষার্থীদের স্বার্থে তিনি এই অভিযান পরিচালনা করেন। শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধে অভিভাবকদের সচেতন করতে তিনি এই পদক্ষেপ নিয়ে ভালই করেছেন বলে সচেতন মহল তাঁকে সাধুবাদ জানান।
শিক্ষার্থীদের মোবাইল নিয়ে বিদ্যালয়ে না আসতে কড়া নির্দেশ দেন সন্মানিত কাউন্সিলর।
এতদ্বারা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র শব-ই-মেরাজ ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বিদ্যালয় আগামী ০১/০৩/'২২ খ্রিঃ বন্ধ থাকবে।
class six (math)
Business Entrepreneurship (SSC 220
SIX Math CLASS
অত্র বিদ্যালয়ের ২০২১ শিক্ষা বর্ষের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ২০২১ সালের এস. এস.সি পরীক্ষার্থী যারা এখনো ইউনিক আইডি ফরম জমা দাওনি তারা আগামী কাল রোজ বুধবার ০৩/০২/২০২২ ইং তারিখ সকাল ১২টার মধ্য স্ব - স্ব শ্রেণি শিক্ষকের নিকট ফরম জমা দেয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া গেল। এর পরে কোনা ইউনিক আইডি সংক্রান্ত কোন প্রকার জটিলতা সৃষ্টি হলে কর্তৃপক্ষা দায় নিবেনা ।
ইউনিক আইডি ফরম জমার সময় প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে
১। অনলাইন জন্ম নিবন্ধন (অবশ্যই ) ফটোকপি
২।মা-বাবার অনলাইন জন্ম নিবন্ধন বা এন আই ডি (অবশ্যই )ফটোকপি
৩। রক্তের গ্রুপের রিপোর্ট ফটোকপি
৪। স্থায়ী ঠিকানার মৌজার নাম (অবশ্যই)-লিখতে হবে।
শিক্ষার্থীরা ২০২১ সালে স্ব-স্ব ক্লাসের রোল নং লিখবে
- প্রধান শিক্ষক
এসএসসি -২২ পরীক্ষার্থীদের নবম সপ্তাহের এসাইনমেন্ট আগামী বৃহস্পতিবার (০৩/০২/২২ইং) জমা নেওয়া হবে।
হাজী আবদুল আলী সি/ক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ- এস,এস,সি ২০২২ সালের অনলাইন ক্লাস রুটিন ।
ব্রেকিং নিউজ
প্রিয় শিক্ষার্থী,
আগামীকাল ১৮ জানুয়ারী ২০২২ খ্রি: রোজ মঙ্গলবার রীমা কমিউনিটি সেন্টার, আসকারদিঘির পশ্চিম পাড়, জামালখান চট্টগ্রাম এ দুপুর ১২ টায় করোনা ভ্যাক্সিনের ১ম ডোজ প্রদান করা হবে। অতএব আগামীকাল হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের বেলা ১১.৩০ এর মধ্যে টিকা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
টিকা দিতে যা লাগবে…
* একজন অভিভাবক সহ বেলা ১১.৩০ মি: এ রীমা কমিউনিটি সেন্টার এ উপস্থিত হতে হবে। shorturl.at/coBP7
* ২ কপি টিকা কার্ড পূরণ করে সঙ্গে নিতে হবে।
* ১ কপি জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিতে হবে।
* অবশ্যই স্কুল ড্রেস পরে টিকা কেন্দ্রে যেতে হবে।
* প্রয়োজনীয় খাবার পানি/নাস্তা সঙ্গে রাখবে।
বিদ্র: বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক-শিক্ষিকা টিকা কেন্দ্রে থাকবেন।
প্রয়োজনে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করতে পার।
জনাব জমির উদ্দিন, মোবাইল নম্বর ০১৭১৭৭৪৭৮৫৪
জনাব শফিউল্লা আল এনাম, মোবাইল নম্বর ০১৮১৬৮২৪৮৪৪
জনাব দিপালী দেবনাথ, মোবাইল নম্বর ০১৭৩৬৯৮৯২৮২
জনাব মো: আল আমিন, মোবাইল নম্বর ০১৮১৯৮৮৬৭৪৮
জনাব মোহাম্মদ আবদুল মান্নান সুমন, মোবাইল নম্বর ০১৮১৮১২৭১৩৩
জনাব রাজ নারয়ন পাল, মোবাইল নম্বর ০১৭২৩২৬২৭৫৫
জনাব শিরীন সুলতানা, মোবাইল নম্বর ০১৮১৬৮২৪৮৪৩
জনাব শফিউল আলম, মোবাইল নম্বর ০১৮৫৪৯২৪১০০
জনাব বেবী আকতার, মোবাইল নম্বর ০১৮১৩২৭৭১৩৬
জনাব রুপ্তম কুমার সরকার, মোবাইল নম্বর ০১৮২৩৭৬৩৭৬৬
হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের এবং ২০২১ ও ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের আগামীকাল ১৮/০১/২০২২ইং রোজ মংগলবার করোনা টিকার ১ম ডোজ প্রদান করা হবে। স্থান রিমা কমিউনিটি সেন্টার, আসকার দিঘীর বিপরীত পাশে।নিজ ব্যবস্থাপনায়, দুই কপি টিকার কার্ড ও এককপি জন্মনিবন্ধন সনদ নিয়ে দুপুর ১২ টার পূবে উপস্থিত থাকতে হবে।
মো: আলম হোসেন
প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত
হাজী আব্দুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।
2022 ইং শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ২৩,২৬ এবং ২৭ ডিসেম্বর তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পুর্ণ করার নির্দেশ দেওয়া গেলো। আসন খালি থাকা সাপেক্ষে ২৮/১২/২০২১ ইং তারিখে অপেক্ষামান তালিকা হতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
আলম হোসেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।
আজকের দশম শ্রেণির গণিত ক্লাস
আজকের অষ্টম শ্রেণির বিজ্ঞান ক্লাস।
আজকের নবম শ্রেণির রসায়ন ক্লাস।
আজকের দশম শ্রেণির গণিত ক্লাস।
দিপালী দেবনাথ ( সহকারী শিক্ষক) ২১/০৮ /২০২১ তারিখে দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে জুমে বাংলা ২য় পত্র ক্লাস
আজকের দশম শ্রেণির রসায়ন ক্লাস।
Class - 8
Sub - Bangladesh and Global Studies
Baby Akter
Assistant Teacher
Haji Abdul Ali C/C High School
Pahartali, Chattogram.
আজকের নবম শ্রেণির রসায়ন ক্লাস।
Class - Seven
Sub - Bangla
Baby Akter
Assistant Teacher
Haji Abdul Ali C/C High School
Pahartali, Chattogram.
Thousand bodies - one soul Thousand lives - one goal... Long Live Chittagong Collegiate School. Alum
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
UnOfficial page.. Bangladesh Bank Colony High School....
Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.
Port Authority High School, Chittagong, (earlier Port Trust High School) is a renowned prestigious e
Welcome to the official page of Chittagong Steel Mills High School.
This is the Official Page of Garibe Newaz High School. It is the best school of the HALISHAHAR . It
All students and ex students of Victory Model High School are requested to share their school life a
Welcome to EUROPEAN GRAMMAR SCHOOL - National Curriculum (English Version). It is an English Medium
School Code: 3229, EIIN No: 104435
This is the educational Institute