এইচএসসি পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাসমূহের সময়সূচিঃ
Moin Sir's Teaching Academy
Nearby schools & colleges
College Road
4203
Chwak Bazar, Muradpur
চট্টেশ্বরী রোড
চট্টগ্রাম।
4209
চট্টগ্রাম।
K. B Plaza
College Road
চট্টগ্রাম
চকবাজার
Chatteswari Road
চট্টগ্রাম।
An Academic Platform for all classes with New Education Curriculum&new activities.
☞DedicaTion★MenT✪R
Operating as usual
"আস-সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" (ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ)।
ইদ মুবারক। ইদ হোক আত্ন পরিশুদ্ধির।তাক্বাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন। আমিন।
দিন দিন যত বড় হইতেসি, ততই বুঝতেসি, আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিংস ছিলো।
বিশ্বাস করেন, এই যে একটা করে ঘটনা ঘটে, আর আমি মনে মনে বলি, থ্যাংকিউ আব্বু। থ্যাংকিউ আম্মু।
ফ্রেন্ডদের সাথে ট্যুরে যাইতে চাইলে আম্মু বলতো, বড় হয়ে যাস। এখন না।
কলেজে উঠে সবাই স্বাধীনতা পায়। আমিও পাইসিলাম। তবে সেটা ছিলো লিমিটেড স্বাধীনতা।আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক, সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতোই।
সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাইরে থাকার অনুমতি পাইসিলাম, তবে সেটা সপ্তাহের তিন দিন।কোচিং এর জন্য।
স্কুল কলেজে আব্বুর এই শাসন আমারে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিলো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনও ক্ষমা করবো না।
অথচ আজকে আইসা দেখি,চলার পথের আলোটুকুই শুধু আমি চিনতাম, আর আব্বু আম্মু চিনত চোরাবালিগুলো। তাই আমার ছিলো সাহস নামের এক বোকামি। আর আমার মা বাবার ছিলো সাবধানতা নামের একটা প্রটেক্টিভনেস।
আব্বু আম্মুর এই প্রটেক্টিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয়। আর আমার বোকামিরে আমি ভাবতাম সাহস। উনাদের ভয় দেখে আমি কতই না হাসছি আর বলছি, এরা কি পাগল? এতো ভয় পায় কেন?
আজ বড় হয়ে দেখি, পাগল উনারা ছিলেন না। পাগল ছিলাম আমি। আগুনে ঝাপ দিতে যাওয়া একটা ছেলেরে তারা তাদের শাসন দিয়ে বাচাইয়া দিসে। আজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছু নাই।
যারা যারা এখনও ছোট আছেন, বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকাইয়া রাখসেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ!!
আরেকটু বড় হোন। দুনিয়াটা আরেকটু দেখেন। মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন, মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ঐ সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে।
একটা জিনিস মাথায় রাইখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেসে মেডিসিনের মতো। খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিনশেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে।
#সংগৃহীত
#অনুগল্প
২০২৪ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OMR Sheet নিয়ে কিছু কথা এবং পরীক্ষার খাতায় কীভাবে উপস্থাপন করবে :
১. OMR শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
২.OMR শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষককে বলবে।
৫.উত্তর পত্র বা OMR এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
৬. OMR শিট কোনভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
৭.হাতের লিখা যাতে পরিস্কার ও পরিচ্ছন্ন হয়।
৮.মাথায় রাখবে সম্পূর্ণ প্রশ্নের উওর করে আসতে হবে।
৯.যে প্রশ্ন সবচেয়ে ভালো উওর করতে পারবে সেটা দিয়ে উওর লিখা শুরু করবে।
১০.মাথায় রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন লেখা একই রকম থাকে।
১১.যদি কোন কোটেশন বা পয়েন্ট লিখ তা সাধারণ নীল কালমের কালি দিয়ে লিখার চেষ্টা করবে।
১২.পরীক্ষায় মাথা যত বেশি ঠান্ডা থাকবে পরীক্ষা তত ভালো হবে।
১৩. কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
সর্বোপরি,
তোমাদের জন্য শুভকামনা।ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
অভিনন্দন অলিদ✌️
একটা মানুষ চাইলে যেকোন অবস্থা থেকে নিয়মিত পরিশ্রম দ্বারা সবার স্বপ্ন পূরণ করতে পারে। আজ তোমার মা বাবার সকল কষ্টের ফল পেল।
A star always shines....
Be a Teacher I am proud of you sir. Inshallah we will meet a big party soon.
মানবদেহ
10 Mind-Shifting Lessons from "Train Your Mind to Be Successful" by Sayra Montes:
1. Master Your Mindset: Your thoughts and beliefs shape your reality. Cultivate a positive, growth-oriented mindset to attract success and overcome obstacles.
2. Set Clear and Compelling Goals: Define your dreams and desires with specificity and passion. This clarity fuels your motivation and guides your actions towards achievement.
3. Unleash the Power of Visualization: See your success vividly in your mind's eye. Practice visualization techniques to program your subconscious mind for positive outcomes.
4. Embrace Affirmations and Positive Self-Talk: Counter negative self-doubt with empowering affirmations. Repeat positive statements to boost confidence and attract abundance.
5. Develop Laser-Sharp Focus: Learn to prioritize and eliminate distractions. Channel your energy towards accomplishing your most important tasks first
6. Harness the Law of Attraction: Believe that your positive energy attracts similar energy. Focus on gratitude, generosity, and positive actions to create a magnetic field for success.
7. Step Outside Your Comfort Zone: Growth happens beyond your comfort bubble. Embrace new challenges and experiences to unlock hidden potential and expand your capabilities.
8. Never Stop Learning: Continuously seek knowledge and new skills. Stay curious, read, attend workshops, and surround yourself with inspiring mentors and peers.
9. Practice Consistent Action: Don't just dream, take action! Break down your goals into actionable steps and consistently move forward, even in small increments.
10. Celebrate Your Victories, Big and Small: Acknowledge your progress and milestones. Celebrate your achievements to maintain motivation and reinforce positive habits.
Remember, "Train Your Mind to Be Successful" is a journey, not a destination. By adopting these lessons and practicing them daily, you can transform your mindset, attract positive experiences, and achieve anything you set your mind to.
Bonus Lesson:
Develop a Gratitude Practice: Cultivate an attitude of gratitude for all you have. This strengthens your positive mindset and attracts more abundance into your life.
So, train your mind, unleash your potential, and create the life you truly desire!
⊕r
১.“ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি”
– ডেল কার্নেগী (বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর)
২. “কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি”
– পাবলো পিকাসো (বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী)
৩. “সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে”
– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)
৪. “যদি তোমার সমালোচনা করার মত কেউ না থাকে, তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে”
– ম্যালকম এক্স
৫.. “আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালো ভাবে করার চেষ্টা করে যাওয়া”
– মার্গারেটা থ্যাচার (‘আয়রন লেডী’-খ্যাত সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী)
৬. “একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে, তারচেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে। যারা সফল হয়, তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মত আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিনত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গীর সুফল দেখে অবাক হয়ে যাবেন”
– উইলিয়াম জেমস (আমেরিকান দার্শনিক ও মনোবিজ্ঞানী)
৭. “সাফল্যের আগুন একা একা জ্বলে না। এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে”
– আর্নল্ড গ্লাসগো (আমেরিকান সফল উদ্যোক্তা)
৮. “সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)
৯. “অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার”
– উইলিয়াম ফেথার (বেস্ট সেলিং লেখক)
১০. “রাতারাতি সাফল্য বলতে কিছু নেই। মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে”
– স্টিভ জবস (প্রতিষ্ঠাতা, এ্যাপল কম্পিউটার্স)
#পরবর্তী ক্লাস শিডিউল-
>আগামীকাল মঙ্গলবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
H.Math-Ch- 10.1
Bio- Ch-2
Time - 4.15- 5.30pm
#ক্লাস -নবম শ্রেণী পরবর্তী ক্লাস বৃহস্পতিবার বিকাল ৪.১৫
Experienced Male Tutor Needed
Tution Details:
1.Class : 10
Subject: Math,H.math, phy, chy & Bio
Duration: 3days/Week
Religious - Sanatan
Place- Patharghata, Kawtuali Moor.
Tuition 2-
Hsc 2nd year -English
Place- CTG medical Gate.
Student Background -CU Law or English Subject.
Starting: As soon as possible.
Who are interested, please Massanger with your details (Name, Dept. name, Institutions, Year, Mobile Number, Experience)
Experienced Male Tutor Needed
Tution Details:
1.Class : 10
Subject: Math,H.math, phy, chy & Bio
Duration: 3days/Week
Salary:....
Place- Patharghata, Kawtuali Moor.
Tuition 2-
Hsc 2nd year -English
Place- CTG medical Gate.
Student Background -CU Law or English Subject.
Starting: As soon as possible.
Who are interested, please Massanger with your details (Name, Dept. name, Institutions, Year, Mobile Number, Experience)
#পরবর্তী ক্লাস শিডিউল-
☞আগামীকাল শনিবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Chy-Ch-11
Math- 13.1
Time - 09.00- 11.00am.
#ক্লাস -নবম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 1(Set)
Eng- lesson (1)
History- Ch-1
Time - 11.00- 1.00pm
স্থান- সায়েন্স ভিউ, ৪র্থ তলা, ডাটা ও জীলস জুতার শোরুমের উপরে।
🎙️আগামীকাল শুক্রবার ১৯ তারিখ ফ্রি তথা উন্মুক্ত ক্লাস...
☞সময়সূচী-
#নবম শ্রেণী-সকাল- ১০.০০ - ১২.০০।
#দশম শ্রেণী- সকাল- ৯.০০-১১.০০।
☞মঈন স্যারের নবম ও দশম শ্রেণী(এসএসসি-২০২৫) এর ব্যাচ📚
📚ক্লাস -দশম শ্রেনী বিষয়সমূহ > >>
☞উচ্চতর গণিত ★পদার্থ বিজ্ঞান ★গণিত
★রসায়ন বিজ্ঞান ও ★জীব বিজ্ঞান★সাধারণ বিজ্ঞান।
📚দশম শ্রেণী/SSC -2025 এ যা থাকছে---
>সপ্তাহে ৪ দিন ক্লাস ২ ঘন্টা ধরে।
>প্রতিদিন ২টি বিষয় পড়ানো হবে।
>প্রতি ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসের উপর টিউটোরিয়াল টেস্ট হবে।
>প্রতি সপ্তাহে ১টি সাপ্তাহিক পরীক্ষা।
>প্রতি মাসে ১ টি মাসিক পরীক্ষা।
>প্রতি দিন ক্লাস শেষে ছাত্রছাত্রীদের নিজ বিষয়ে সমস্যা সমাধানের জন্য আলাদা সময় বরাদ্ধ রয়েছে।
সর্বোপরি-
>কোর্সের মোট সময়কাল-
জানুয়ারী ২০২৪ হতে মে ২০২৪ পর্যন্ত।
>২০০ টি স্পেশাল ক্লাস।
>৮০ টি Daily টিউটোরিয়াল টেস্ট।
>মে ২০২৪ এ Final Model Test.
> Special Solve Class.
>Private Care.
🗽 নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য:-
📚নতুন শিক্ষা পদ্ধতির প্রত্যয়ে সঠিক দিক-নির্দেশনা, নিখুঁত গাইডলাইন ও পরিমিত অনুশীলন আর চর্চায় হোক আগামীর পড়াশুনার মানদন্ড।
>এই নতুন শিক্ষাক্রমের ধারায় আমরা হব অভিযোজনের সর্ব শিকড়ে প্রজন্ম, তারই প্রত্যয়ে ভিন্ন মাত্রায় শুরু করতে যাচ্ছি ২০২৪ সালের একাডেমিক কার্যক্রম।
📚ক্লাস - নবম শ্রেণী বিষয়সমূহ >>>
☞সাধারণ গণিত ★বিজ্ঞান ★ইংরেজী★আইসিটি ★ইতিহাস ও ★বাংলা।
আমার ব্যাচে থাকছে-
# মানসম্মত,মৌলিক ও ব্যবহারিক নির্ভর ক্লাস।
# গবেষণালব্ধ পাঠ্য বই নির্ভর শীট।
# টেক্সট বুক সহজে বুঝতে সাপ্লিমেন্ট।
# নিয়মিত কুইজ মক।
# অনুশীলন সহায়ক শীট সরবরাহ।
# চিত্রাঙ্কন, বিতর্ক ও বক্তব্য সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রম।
এছাড়াও রয়েছে গঠনমূলক ও বিশ্লেষনধর্মী অনুশীলনমূলক শিক্ষা সহায়ক কার্যক্রম।
নিয়মিত ক্লাস সময়ঃ-
ব্যাচ আলফা> সকাল-৮.০০-১০.০০।
ব্যাচ বিটা> সকাল ১০.০০-১২.০০।
ব্যাচ গামা > দুপুর -১২.৩০- ২.৩০।
ব্যাচ ফোটন > সন্ধ্যা- ৩.০০- ৫.০০।
বিঃদ্র- সময়সূচী ছাত্রছাত্রীর স্কুল সময় বিবেচনায় পরিবর্তন করা হবে।
🏛️স্থান- ৪র্থ তলা, সায়েন্স ভিউ অফিস, চক চাঁদনী কমপ্লেক্স, সাদিয়া কিসেনের উত্তর পাশে, জীলস ও ডাটা শো-রুমের উপরে, চকবাজার, চট্টগ্রাম।
☞যোগাযোগ -
✆০১৮১৩৩৪৩৪১৭ ✆০১৫১৫৬৭৯৮৮২
ইন্সট্রাক্টর :
মোঃ মঈন ঊদ্দীন
>বিএসসি(অর্নাস) & এমএসসি(গণিত)।
প্রভাষক (গণিত)
>সরকারী পলিটেকনিক কলেজ।
>৪০ তম বিসিএস নন-ক্যাডার।
ধন্যবাদ।
Sir's Teaching Academy📚
https://www.facebook.com/profile.php?id=61554617133841&mibextid=ZbWKwL
Performance of the week✌️
Md. Raiyan
Class- Nine
Shah Waliullah high School, Jamalkhan,Ctg.
#পরবর্তী ক্লাস শিডিউল-
☞আগামীকাল শনিবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
PHy- Ch-10&11
English- Grammar
Time - 09.00- 11.00am.
#ক্লাস -নবম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 1(Set)
Science-Ch-4(ChY)
Time - 11.00- 1.00pm
স্থান- সায়েন্স ভিউ, ৪র্থ তলা, ডাটা ও জীলস জুতার শোরুমের উপরে।
🎙️আগামীকাল শুক্রবার ১২ তারিখ ফ্রি তথা উন্মুক্ত ক্লাস...
☞সময়সূচী-
#নবম শ্রেণী-সকাল- ১০.০০ - ১২.০০।
#দশম শ্রেণী- সকাল- ৯.০০-১১.০০।
☞মঈন স্যারের নবম ও দশম শ্রেণী(এসএসসি-২০২৫) এর ব্যাচ📚
📚ক্লাস -দশম শ্রেনী বিষয়সমূহ > >>
☞উচ্চতর গণিত ★পদার্থ বিজ্ঞান ★গণিত
★রসায়ন বিজ্ঞান ও ★জীব বিজ্ঞান★সাধারণ বিজ্ঞান।
📚দশম শ্রেণী/SSC -2025 এ যা থাকছে---
>সপ্তাহে ৪ দিন ক্লাস ২ ঘন্টা ধরে।
>প্রতিদিন ২টি বিষয় পড়ানো হবে।
>প্রতি ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসের উপর টিউটোরিয়াল টেস্ট হবে।
>প্রতি সপ্তাহে ১টি সাপ্তাহিক পরীক্ষা।
>প্রতি মাসে ১ টি মাসিক পরীক্ষা।
>প্রতি দিন ক্লাস শেষে ছাত্রছাত্রীদের নিজ বিষয়ে সমস্যা সমাধানের জন্য আলাদা সময় বরাদ্ধ রয়েছে।
সর্বোপরি-
>কোর্সের মোট সময়কাল-
জানুয়ারী ২০২৪ হতে মে ২০২৪ পর্যন্ত।
>২০০ টি স্পেশাল ক্লাস।
>৮০ টি Daily টিউটোরিয়াল টেস্ট।
>মে ২০২৪ এ Final Model Test.
> Special Solve Class.
>Private Care.
🗽 নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য:-
📚নতুন শিক্ষা পদ্ধতির প্রত্যয়ে সঠিক দিক-নির্দেশনা, নিখুঁত গাইডলাইন ও পরিমিত অনুশীলন আর চর্চায় হোক আগামীর পড়াশুনার মানদন্ড।
>এই নতুন শিক্ষাক্রমের ধারায় আমরা হব অভিযোজনের সর্ব শিকড়ে প্রজন্ম, তারই প্রত্যয়ে ভিন্ন মাত্রায় শুরু করতে যাচ্ছি ২০২৪ সালের একাডেমিক কার্যক্রম।
📚ক্লাস - নবম শ্রেণী বিষয়সমূহ >>>
☞সাধারণ গণিত ★বিজ্ঞান ★ইংরেজী★আইসিটি ★ইতিহাস ও ★বাংলা।
আমার ব্যাচে থাকছে-
# মানসম্মত,মৌলিক ও ব্যবহারিক নির্ভর ক্লাস।
# গবেষণালব্ধ পাঠ্য বই নির্ভর শীট।
# টেক্সট বুক সহজে বুঝতে সাপ্লিমেন্ট।
# নিয়মিত কুইজ মক।
# অনুশীলন সহায়ক শীট সরবরাহ।
# চিত্রাঙ্কন, বিতর্ক ও বক্তব্য সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রম।
এছাড়াও রয়েছে গঠনমূলক ও বিশ্লেষনধর্মী অনুশীলনমূলক শিক্ষা সহায়ক কার্যক্রম।
নিয়মিত ক্লাস সময়ঃ-
ব্যাচ আলফা> সকাল-৮.০০-১০.০০।
ব্যাচ বিটা> সকাল ১০.০০-১২.০০।
ব্যাচ গামা > দুপুর -১২.৩০- ২.৩০।
ব্যাচ ফোটন > সন্ধ্যা- ৩.০০- ৫.০০।
বিঃদ্র- সময়সূচী ছাত্রছাত্রীর স্কুল সময় বিবেচনায় পরিবর্তন করা হবে।
🏛️স্থান- ৪র্থ তলা, সায়েন্স ভিউ অফিস, চক চাঁদনী কমপ্লেক্স, সাদিয়া কিসেনের উত্তর পাশে, জীলস ও ডাটা শো-রুমের উপরে, চকবাজার, চট্টগ্রাম।
☞যোগাযোগ -
✆০১৮১৩৩৪৩৪১৭ ✆০১৫১৫৬৭৯৮৮২
ইন্সট্রাক্টর :
মোঃ মঈন ঊদ্দীন
>বিএসসি(অর্নাস) & এমএসসি(গণিত)।
প্রভাষক (গণিত)
>সরকারী পলিটেকনিক কলেজ।
>৪০ তম বিসিএস নন-ক্যাডার।
ধন্যবাদ।
Sir's Teaching Academy📚
https://www.facebook.com/profile.php?id=61554617133841&mibextid=ZbWKwL
#পরবর্তী ক্লাস শিডিউল-
১২ তারিখ আগামী শুক্রবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 13.1
Bio-Chep-2 (Noyon sir, MBBS, COX'sbazar Govt. Medical College)
Weekly Exam- Chy- Ch-1&2(With all CQ & MCQ of Royal Guide)
Time - 09.00- 11.00am.
#ক্লাস -নবম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 1(Set)
Science-Ch-4(ChY)
Time - 10.00- 12.00am
বিঃদ্রঃ ১২ তারিখ শুক্রবারের ক্লাস সকল ছাত্রছাত্রীদের জন্য ফ্রি।
স্থান- সায়েন্স ভিউ, ৪র্থ তলা, ডাটা ও জীলস জুতার শোরুমের উপরে।
#পরবর্তী ক্লাস শিডিউল-
০৯ তারিখ আগামী মঙ্গলবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 9.1 [Moin Sir]
PHY- CH-10
BIO- CH-2
☞Noyon Sir, MBBS (Final Year),
Cox'sBazar Govt. Medical College.
Time - 08.00- 10.30am.
#পরবর্তী ক্লাস শিডিউল-
৫ তারিখ আগামী শুক্রবার।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 9.1
Chy-Basic Class
Time - 09.00- 11.00am.
#ক্লাস -নবম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math- Basic class( Number System)
Science-Ch-4(ChY)
Time - 10.00- 12.00am
🎙️আগামী শুক্রবার ১২ তারিখ ফ্রি তথা উন্মুক্ত ক্লাস...
☞সময়সূচী-
#নবম শ্রেণী-সকাল- ১০.০০ - ১২.০০।
#দশম শ্রেণী- সকাল- ৯.০০-১১.০০।
☞মঈন স্যারের নবম ও দশম শ্রেণী(এসএসসি-২০২৫) এর ব্যাচ📚
📚ক্লাস -দশম শ্রেনী বিষয়সমূহ > >>
☞উচ্চতর গণিত ★পদার্থ বিজ্ঞান ★গণিত
★রসায়ন বিজ্ঞান ও ★জীব বিজ্ঞান★সাধারণ বিজ্ঞান।
📚দশম শ্রেণী/SSC -2025 এ যা থাকছে---
>সপ্তাহে ৪ দিন ক্লাস ২ ঘন্টা ধরে।
>প্রতিদিন ২টি বিষয় পড়ানো হবে।
>প্রতি ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসের উপর টিউটোরিয়াল টেস্ট হবে।
>প্রতি সপ্তাহে ১টি সাপ্তাহিক পরীক্ষা।
>প্রতি মাসে ১ টি মাসিক পরীক্ষা।
>প্রতি দিন ক্লাস শেষে ছাত্রছাত্রীদের নিজ বিষয়ে সমস্যা সমাধানের জন্য আলাদা সময় বরাদ্ধ রয়েছে।
সর্বোপরি-
>কোর্সের মোট সময়কাল-
জানুয়ারী ২০২৪ হতে মে ২০২৪ পর্যন্ত।
>২০০ টি স্পেশাল ক্লাস।
>৮০ টি Daily টিউটোরিয়াল টেস্ট।
>মে ২০২৪ এ Final Model Test.
> Special Solve Class.
>Private Care.
🗽 নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য:-
📚নতুন শিক্ষা পদ্ধতির প্রত্যয়ে সঠিক দিক-নির্দেশনা, নিখুঁত গাইডলাইন ও পরিমিত অনুশীলন আর চর্চায় হোক আগামীর পড়াশুনার মানদন্ড।
>এই নতুন শিক্ষাক্রমের ধারায় আমরা হব অভিযোজনের সর্ব শিকড়ে প্রজন্ম, তারই প্রত্যয়ে ভিন্ন মাত্রায় শুরু করতে যাচ্ছি ২০২৪ সালের একাডেমিক কার্যক্রম।
📚ক্লাস - নবম শ্রেণী বিষয়সমূহ >>>
☞সাধারণ গণিত ★বিজ্ঞান ★ইংরেজী★আইসিটি ★ইতিহাস ও ★বাংলা।
আমার ব্যাচে থাকছে-
# মানসম্মত,মৌলিক ও ব্যবহারিক নির্ভর ক্লাস।
# গবেষণালব্ধ পাঠ্য বই নির্ভর শীট।
# টেক্সট বুক সহজে বুঝতে সাপ্লিমেন্ট।
# নিয়মিত কুইজ মক।
# অনুশীলন সহায়ক শীট সরবরাহ।
# চিত্রাঙ্কন, বিতর্ক ও বক্তব্য সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রম।
এছাড়াও রয়েছে গঠনমূলক ও বিশ্লেষনধর্মী অনুশীলনমূলক শিক্ষা সহায়ক কার্যক্রম।
নিয়মিত ক্লাস সময়ঃ-
ব্যাচ আলফা> সকাল-৮.০০-১০.০০।
ব্যাচ বিটা> সকাল ১০.০০-১২.০০।
ব্যাচ গামা > দুপুর -১২.৩০- ২.৩০।
ব্যাচ ফোটন > সন্ধ্যা- ৩.০০- ৫.০০।
বিঃদ্র- সময়সূচী ছাত্রছাত্রীর স্কুল সময় বিবেচনায় পরিবর্তন করা হবে।
🏛️স্থান- ৪র্থ তলা, সায়েন্স ভিউ অফিস, চক চাঁদনী কমপ্লেক্স, সাদিয়া কিসেনের উত্তর পাশে, জীলস ও ডাটা শো-রুমের উপরে, চকবাজার, চট্টগ্রাম।
☞যোগাযোগ -
✆০১৮১৩৩৪৩৪১৭ ✆০১৫১৫৬৭৯৮৮২
ইন্সট্রাক্টর :
মোঃ মঈন ঊদ্দীন
>বিএসসি(অর্নাস) & এমএসসি(গণিত)।
প্রভাষক (গণিত)
>সরকারী পলিটেকনিক কলেজ।
>৪০ তম বিসিএস নন-ক্যাডার।
ধন্যবাদ।
Sir's Teaching Academy📚
https://www.facebook.com/profile.php?id=61554617133841&mibextid=ZbWKwL
আগামীকাল ১ তারিখ হতে ৪ তারিখ পর্যন্ত স্কুলে নতুন বই বিতরন উপলক্ষে ক্লাস বন্ধ থাকবে।
#পরবর্তী ক্লাস শিডিউল-৫ তারিখ( শুক্রবার)।
ক্লাস -দশম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math-Ch- 9.1
Chy-Basic Class
Time - 09.00- 11.00am.
#ক্লাস -নবম শ্রেণী।
✅➡️ অধ্যায় -
Math- Basic class( Number System)
Science-Ch-4(ChY)
Time - 10.00- 12.00am
✅ মেডিকেল
👉 আবেদন শুরুঃ ১১ জানুয়ারি, ২০২৪ (সম্ভাব্য)
👉 আবেদন শেষঃ ২৩ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪
✅ ডেন্টাল
👉 আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি, ২০২৪ (সম্ভাব্য)
👉 আবেদন শেষঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৮ মার্চ, ২০২৪
✅ BUP
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৪ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৯-২০ জানুয়ারি
✅ MIST
👉 আবেদন শুরুঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ১৭ জানুয়ারি,২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
✅ ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৫ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১ মার্চ, ২০২৪
✅ ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৫ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
✅ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
✍️ ভর্তি পরীক্ষাঃ ২ মার্চ-১০মার্চ
✅ BUET
✍️ প্রিলিমিনারি ভর্তি পরীক্ষাঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
✍️ লিখিত পরীক্ষাঃ ১৬ মার্চ, ২০২৪
✅ রাজশাহী বিশ্ববিদ্যালয়
👉 আবেদন শুরুঃ ৮ জানুয়ারি, ২০২৪
👉 আবেদন শেষঃ ১৭ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৫ মার্চ-৭ মার্চ
✅ CKRUET
✍️ ভর্তি পরীক্ষাঃ ৪ মার্চ (সম্ভাব্য)
#বই উৎসব
#চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়।
# সরকারি মহসিন উচ্চ বিদ্যালয়।
#চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
📛নোটিশ📛
জেএসসি (ভোকেশনাল) ও জেডিসি (ভোকেশনাল), এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের শিক্ষা বর্ষপঞ্জি ২০২৪।
Moin Sir's Teaching Academy
আগামীকাল ৩০শে ডিসেম্বর শনিবারের ক্লাস শিডিউল -
ক্লাস - নবম শ্রেণী
✅➡️ অধ্যায় -
Math- Basic Class
Science- Basic Class
Time -11.00am_1.00pm
ক্লাস- দশম শ্রেণী
✅➡️ অধ্যায় -
Math- Chapter ৯.১
Phy- Chapter Basic Class
Time - 9.00- 11.00am
🎙️আগামী শুক্রবার ২৯ তারিখ সবার জন্য উন্মুক্ত ক্লাস...
☞সময়সূচী- সকাল- ৮.০০ - ১১টা পর্যন্ত।
☞মঈন স্যারের নবম ও দশম শ্রেণী(এসএসসি-২০২৫) এর ব্যাচ📚
📚ক্লাস -দশম শ্রেনী বিষয়সমূহ > >>
☞উচ্চতর গণিত ★পদার্থ বিজ্ঞান ★গণিত
★রসায়ন বিজ্ঞান ও ★জীব বিজ্ঞান।
📚দশম শ্রেণী/SSC -2025 এ যা থাকছে---
>সপ্তাহে ৪ দিন ক্লাস ২ ঘন্টা ধরে।
>প্রতিদিন ২টি বিষয় পড়ানো হবে।
>প্রতি ক্লাসের শুরুতে প্রিভিয়াস ক্লাসের উপর টিউটোরিয়াল টেস্ট হবে।
>প্রতি সপ্তাহে ১টি সাপ্তাহিক পরীক্ষা।
>প্রতি মাসে ১ টি মাসিক পরীক্ষা।
>প্রতি দিন ক্লাস শেষে ছাত্রছাত্রীদের নিজ বিষয়ে সমস্যা সমাধানের জন্য আলাদা সময় বরাদ্ধ রয়েছে।
সর্বোপরি-
>কোর্সের মোট সময়কাল-
জানুয়ারী ২০২৪ হতে মে ২০২৪ পর্যন্ত।
>২০০ টি স্পেশাল ক্লাস।
>৮০ টি Daily টিউটোরিয়াল টেস্ট।
>মে ২০২৪ এ Final Model Test.
> Special Solve Class.
>Private Care.
🗽 নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য:-
📚নতুন শিক্ষা পদ্ধতির প্রত্যয়ে সঠিক দিক-নির্দেশনা, নিখুঁত গাইডলাইন ও পরিমিত অনুশীলন আর চর্চায় হোক আগামীর পড়াশুনার মানদন্ড।
>এই নতুন শিক্ষাক্রমের ধারায় আমরা হব অভিযোজনের সর্ব শিকড়ে প্রজন্ম, তারই প্রত্যয়ে ভিন্ন মাত্রায় শুরু করতে যাচ্ছি ২০২৪ সালের একাডেমিক কার্যক্রম।
📚ক্লাস - নবম শ্রেণী বিষয়সমূহ >>>
☞সাধারণ গণিত ★বিজ্ঞান ★ইংরেজী★আইসিটি ★ইতিহাস ও ★বাংলা।
আমার ব্যাচে থাকছে-
# মানসম্মত,মৌলিক ও ব্যবহারিক নির্ভর ক্লাস।
# গবেষণালব্ধ পাঠ্য বই নির্ভর শীট।
# টেক্সট বুক সহজে বুঝতে সাপ্লিমেন্ট।
# নিয়মিত কুইজ মক।
# অনুশীলন সহায়ক শীট সরবরাহ।
# চিত্রাঙ্কন, বিতর্ক ও বক্তব্য সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রম।
এছাড়াও রয়েছে গঠনমূলক ও বিশ্লেষনধর্মী অনুশীলনমূলক শিক্ষা সহায়ক কার্যক্রম।
নিয়মিত ক্লাস সময়ঃ-
ব্যাচ আলফা> সকাল-৭.৩০-৯.৩০।
ব্যাচ বিটা> সকাল ১০.০০-১২.০০।
ব্যাচ গামা > দুপুর -১২.৩০- ২.৩০।
ব্যাচ ফোটন > সন্ধ্যা- ৬.০০- ৮.০০।
বিঃদ্র- সময়সূচী ছাত্রছাত্রীর স্কুল সময় বিবেচনায় পরিবর্তন করা হবে।
🏛️স্থান- ৪র্থ তলা, সায়েন্স ভিউ অফিস, চক চাঁদনী কমপ্লেক্স, সাদিয়া কিসেনের উত্তর পাশে, জীল শো-রুমের উপরে, চকবাজার, চট্টগ্রাম।
☞যোগাযোগ -
✆০১৮১৩৩৪৩৪১৭ ✆০১৫১৫৬৭৯৮৮২
ইন্সট্রাক্টর :
মোঃ মঈন ঊদ্দীন
>প্রভাষক (গণিত)।
>সরকারী পলিটেকনিক কলেজ।
>বিএসসি(অর্নাস) & এমএসসি(গণিত)।
>৪০ তম বিসিএস নন-ক্যাডার।
ধন্যবাদ।
Sir's Teaching Academy📚
https://www.facebook.com/profile.php?id=61554617133841&mibextid=ZbWKwL
-Formula
Moin Sir's Teaching Academy
#বিশ্ব মানচিত্র
Moin Sir's Teaching Academy
নতুন শিক্ষাক্রম......
যোগ্যতা ➡
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম ২০২২ প্রণয়ন করা হয়েছে। যোগ্যতার ৪টি উপাদান। যথা : ১. জ্ঞান ২. দক্ষতা ৩. দৃষ্টিভঙ্গি ৪. মূল্যবোধ।
একজন সাধারণ মানুষের গাড়ি চালানোর নিয়ম জানা ও বাস্তবে গাড়ি চালানোর উদাহরণের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো।
জ্ঞান : গাড়ি চালানোর নিয়ম কানুন জানা হলো জ্ঞান।
দক্ষতা : গাড়ি ভালোভাবে চালাতে পারা হলো দক্ষতা।
দৃষ্টিভঙ্গি : সিগনালে গাড়ি নেই, সার্জেন্ট নেই আপনি নিয়ম মানবেন কি না এটা আপনার দৃষ্টিভঙ্গি।
মূল্যবোধ : সবসময় নিয়ম মেনে গাড়ি চালানোর প্রতি মনোভাব তৈরি হওয়া এক ধরনের মূল্যবোধ।
যোগ্যতা : নিয়ম কানুন মেনে ভালোভাবে গাড়ি চালাতে পারা হচ্ছে যোগ্যতা।
Moin Sir's Teaching Academy
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Website
Address
5th Floor . Chandni Chaw Complex, College Road. Chawkbazar. Chattogram
Chittagong
4381
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100
UnOfficial page.. Bangladesh Bank Colony High School....
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000
Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.
Baradarogahat, Sitakunda
Chittagong, 4311
* JSC, SSC, HSC Degree এবং Honors পরীক্ষার্থীদের জন্য। * JDC, Dhakhil, Alim পরীক্ষার্থীদের জন্য। *University Admission, Teacher's Registration Exam
Sirajuddullah Road
Chittagong, 4203
Allessayparagraph.com Is an Educational Website Where Are Available High-Quality English Essays, Compositions, Paragraphs, Applications, Email, Letters, Conversation, Grammar, Etc. For Free!
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong
A place for enlightening yourselves
Raozan
Chittagong, 4340
10 Minute School is the largest online education platform in Bangladesh. Through our website, app and social media, more than 2 million students are accessing quality education each day to accelerate their learning.
Chowmoni, Agrabad
Chittagong
An investment in knowledge pays the best interest. – ...
86/A, CPDL Khan Manor
Chittagong
This channel will serve the society with the solution of our future generation. In all aspects of their challenges of this new age of technology like parenting, education, character building, life skills, physical and mental activities.
বি. কে টাওয়ার (নিচ তলা), লালচাঁন্দ রোড, গুলজার মোড়, চট্টগ্রাম
Chittagong, 4203
A University Admission Coaching.