
গতানুগতিক এ+ নির্ভর পড়াশোনার বাইরে শিশু শিক্ষার্থীর মনন বিকাশে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তাই প্রাতিষ্ঠানিক এই ফলাফলএকজন কোমলমতি শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারনে ন্যূনতম প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না। আপনার বাচ্চার ফলাফলে কোন কোন জায়গায় কী পরিবর্তন আনা প্রয়োজন তা খুঁজে বের করুন এবং ভয়-ভীতি প্রদর্শন না করে কোন পন্থায় বাচ্চাদের সহযোগিতা করা যায় তা বিবেচনা করুন।