Comments
বাচ্চাদের স্বাধীনতা ও খেলার সময় দুটোই দেয়া উচিত। খেলাধুলা কোনো বিলাসীতা নয় বরং এটা প্রয়োজনীয়তা।
Your future
Begins here....
নোয়াপাড়া আইডিয়াল স্কুল কর্তৃক সপ্তাহব্যাপী অভিভাবক সমাবেশ চলছে।আজকের আয়োজিত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অভিভাবক সমাবেশের কিছু অংশ।
-----------------------------------------------------------------------------
অভিভাবক সমাবেশে উপস্থিত হয়ে মূল্যবান পরামর্শ ও গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সহযোগিতা করার জন্য আমাদের সম্মানিত সকল অভিভাবকগণের প্রতি ধন্যবাদ রইলো।
দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন ⚽🏆
অভিনন্দন 🇧🇩❤️
শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি
শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি।
----------------------------------------------------
এই স্লোগানকে সামনে রেখে আজ নার্সারি ও প্রি-ওয়ান শ্রেণীর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত সকল অভিভাবকবৃন্দের প্রতি অসংখ্য ধন্যবাদ।
ফলাফল উৎসব ২০২২
----------------------------------
আজ সকাল ৯:৩০ টায় আমাদের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
সম্মানিত অভিভাবক ফলাফল পেতে ভিজিট করুন .nisraozan.com
#'Noapara Ideal School' Mobile App হতে আপনার সন্তানের ফলাফল জানতে পারবেন।
কনজাংটিভাইটিম বা চোখ ওঠা রোগ প্রকোপ বৃদ্ধি পাচ্ছে...
নোয়াপাড়া আইডিয়াল স্কুলের সম্মানিত পরিচালক মোঃ জাহেদ হাসান'র পিতা মোঃ জাগির হোসেন গত ১০ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
--------------------------------------------------------------
আমরা মরহুমের ইন্তেকালে গভীরভাবে শোকাহত ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
বি: দ্র: আগামীকাল (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরহুমের নিজ বাড়ি গশ্চি কার্কনের দিঘী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
- নোয়াপাড়া আইডিয়াল স্কুল পরিবার
চোখ উঠা বা কনজাংটিভাইটিস হলে
কি করবেন?
সাম্প্রীতিক সময়ে চোখ উঠা বা কনজাংটিবাটিস বা পিঙ্কআই রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।
এটা কিভাবে ছড়ায় ?
এটা একটা অত্যন্ত ছোঁয়াচে রোগ,রোগীর সংস্পর্শে এলে বা ব্যবহারিত জিনিসপত্র, কাপড়, তাওয়াল ,টিস্যু, ইত্যাদি শেয়ার করলে, এমনকি চোখের কাছাকাছি এসে আক্রান্ত রোগীর চোখের দিকে সুস্থ ব্যক্তি তাকালেও এ রোগ হয়ে যেতে পারে।
রোগের লক্ষণ;
প্রথমে একটা চোখ আক্রান্ত হলেও বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীতে দ্বিতীয় চোখটিও আক্রান্ত হয়।
শুরুতে চোখে ময়লা পরার অনুভূতি ,চোখ খচখচ করা, চোখ গোলাপি বা লাল হতে পারে ,
চোখ ফুলে যেতে পারে, চোখে প্রচণ্ড রকম অস্বস্তি লাগতে পারে ,ব্যাথা হতে পারে , চোখে ঝাপসা দেখতে পারে ,চোখ দিয়ে অনবরত পানি ঝরতে পারে এমনকি পুঁজ ও বের হতে পারে।
রোগ হলে কি করবো ?
কোন আতঙ্কের দরকার নেই,বেশিরভাগ ক্ষেত্রে এটা ভাইরাস জনিত রোগ এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে সম্পূর্ণ নিরাময় হয়ে যায়।
অহেতুক আক্রান্ত চোখ ঘষা মজা করবেন না।
চোখকে বিশ্রাম দিবেন,
চোখের কাজ যেমন পড়ালেখা, টিভি, মোবাইল ব্যবহার সীমিত করবেন।
নিজের এবং অন্যের চোখ ঝুঁকিমুক্ত রাখতে চোখে কালো সানগ্লাস ব্যবহার করবেন।
বেশি ব্যথা হলে কুসুম গরম ভাব ব্যবহার করা যেতে পারে,সাথে প্যারাসিটামল বা নাপা জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে এবং চুলকালে আন্টি হিস্টামিন বা এলাট্টল দিন একবারে করে খাওয়া যেতে পারে ।
বেশিরভাগ ক্ষেত্রে কোন এন্টিবায়োটি ড্রপ বা মলমের প্রয়োজন পড়ে না ।তবে ব্যাকটেরিয়া জনিত ক্ষেত্রে বা ঝুঁকিপূর্ণ রোগীর ক্ষেত্রে এন্টিবায়োটিক ড্রপ,মলম ব্যবহার করতে হয়।
কখন ডাক্তারের কাছে যেতে হবে?
চোখ দিয়ে আঠালো পূজ বের হলে,
সকালবেলা চোখ খুলতে না পারা,
প্রচন্ড মাথা ব্যাথা সাথে জ্বর হলে ,
চোখে ঝাপসা দেখা গেলে ।
এক সপ্তার মধ্যে রোগীর কোন উন্নতি না হলে।
সর্বোপরি চোখের ব্যাপারে কোন রিস্ক না নিয়ে সুযোগ থাকলে রোগের যে কোন রেজিস্ট্রেট ডাক্তারের শরণাপন্ন হওয়া সমীচীন। সবার জন্য সুস্থতা কামনা।
ডাঃ এম, এ, মোরশেদ।
শিশু রোগ বিশেষজ্ঞ।
পোমরা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
প্রাতিষ্ঠানিক শিক্ষা-জীবনের বহু-প্রতিক্ষিত মাধ্যমিক পরীক্ষা (SSC) শুরু হচ্ছে আগামীকাল থেকে সারাদেশ ব্যাপি।..
উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের 'নোয়াপাড়া আইডিয়াল স্কুল'-এর পক্ষহতে শুভকামনা রইল।
২য় সাময়িক পরীক্ষা ২০২২
শ্রেণী - তৃতীয়
-------------------------
বিষয়: ক্লাস এক্টিভিটিস
কম্পিউটার ২০
স্পোকেন ইংলিশ ২০
রিডিং স্কিল (বাংলা ও ইংরেজি) ২০
ভাইভা ( সাধারণ জ্ঞান) ২০
সংগীত চর্চা ০৫
শারীরিক শিক্ষা ০৫
প্রগ্রেসিভ রিপোর্ট ১০
---------------------------------------------------
পূর্ণমান ১০০
সকল পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা রইলো....
আমাদের সম্মানিত সনাতন ধর্মাবলম্বী অভিভাবক / অভিভাবিকা ও প্রিয় শিক্ষার্থীদের জানাই শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা।
নিবেদক: নোয়াপাড়া আইডিয়াল স্কুল।
শুরু হয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের
২য় সাময়িক পরীক্ষা ২০২২
সকল পরীক্ষার্থীদের জন্য অনেক শুভকামনা রইল। ❤️
বঙ্গবন্ধুর ছবি অঙ্কনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন ।
ছবি এঁকেছে নোয়াপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থী-
সুমাইয়া সুলতানা (৪র্থ শ্রেণী)
আফরিন জামান (৫ম শ্রেণী)
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় নোয়াপাড়া আইডিয়াল স্কুল কর্তৃক বিশেষ দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
আনন্দঘন পরিবেশে কম্পিউটার শেখা।
- নার্সারি ক্লাস