Bangladesh Bank Colony Scout Group,Chittagong

সদস্যদের একই সুতোয় বাঁধার প্রয়াস

Operating as usual

13/10/2024

আগামী ১৮/১০/২০২৪ তারিখে বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের উদ্যোগে একটি হাইকিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত হাইকিংয়ের প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে আগামীকাল ১৪/১০/২০২৪ বিকেল ৪:৩০ ঘটিকায় একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। সকল স্কাউট সদস্যদের সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 11/10/2024

আলহামদুলিল্লাহ, আজ বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী (সা:) এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা এবং নাতে রাসুল ও রচনা প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সকল কাব, স্কাউট, রোভার, স্কাউটার ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আন্তরিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ আমাদের সবাইকে রাসূল (সা:) এর দেখানো পথে চলার তৌফিক দান করুন এবং এই মিলাদ মাহফিলের বরকত আমাদের জীবনে কার্যকর হোক।

09/10/2024

ঈদে মিলাদুন্নবী (সা:) ২০২৪ আগামী ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার বাদ আসর স্কাউট ডেনে অনুষ্ঠিত হবে।

সকলের উপস্থিতি ও সহযোগিতা কাম্য।

- জিএসএল

29/09/2024

বিজ্ঞপ্তি
*******
বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের সকল কাব, স্কাউট, রোভার স্কাউট, সম্মানিত স্কাউটার ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামি ১১ অক্টোবর শুক্রবার বাদ আসর গ্রুপের বার্ষিক মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত নাতে রাসুল ও মহানবীর উপর রচনা প্রতিযোগিতা আগামী ০৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ডেনে অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য।

প্রতিযোগিতার বিষয়ঃ
********************
১) নাতে রাসুল (সাঃ)
-----------------------------
ক) কাব - ত্রিভূবনের প্রিয় মুহম্মদ .........................

খ) স্কাউট - আমি দেখিনি তোমায়, চোখের তারায় .......…....

গ) রোভার - তোরা দেখে যা আমেনা মায়ের কোলে ..........…....।

বি: দ্র: না পারলে উন্মুক্ত সুযোগ থাকবে।

রচনা :
******
-----------------------------
ক) কাব - মহানবীর শৈশব (ন্যূনতম ১০০ শব্দ)

খ) স্কাউট - মহানবীর শৈশব হতে নবুয়ত (ন্যূনতম ২০০ শব্দ)

গ) রোভার - মদিনা সনদ (ন্যূনতম ২০০ শব্দ)।

প্রতি ইভেন্টে ৬টি করে পুরস্কার পাবে।

কাব অভিযান ও হাইকিং
**********************

আগামী ১৮ অক্টোবর শুক্রবার গ্রুপের দিনব্যাপী বার্ষিক কাব অভিযান ও হাইকিং অনুষ্ঠিত হবে।

সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কাম্য।

-জিএসএল

13/09/2024

সকল সম্মানিত স্কাউটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বৈরি আবহাওয়ার কারণে আজকের স্কাউটার্স কাউন্সিল সভা স্থগিত করা হলো।
-গ্রুপ স্কাউট লিডার

12/09/2024

অত্র গ্রুপের সকল লিডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৭-০০ টায় স্কাউটার্স কাউন্সিল-এর এক সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সম্মানিত স্কাউটারগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

আলোচ্যসূচি :
-------------------
ক) বার্ষিক হাইকিং
খ) অকেজো আসবাবপত্র নিলাম
গ) ২০২৪-২০২৫ এর প্রোগ্রাম পরিকল্পনা
ঘ) বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনা
ঙ) গার্ল-ইন-রোভার স্কাউট দল ওপেনিং
চ) বিবিধ।

-গ্রুপ স্কাউট লিডার

06/09/2024

ফেনীর মহিপালে অবস্থিত সড়ক ভবন থেকে যখন আমাদের একটি টিম ছাগলনাইয়া-এর উদ্দেশ্যে রওনা হয়।

#উপহার_সামগ্রী_বিতরণ
#ফেনী

06/09/2024

Big shout out to my new rising fans! Rumel Khan

04/09/2024

Big shout out to my newest top fans! 💎
Ala Uddin, Khaled Md Saifullah, MD Abul Kalam Azad, Yasin Rahman, Rasel Ahmmed, Md Abu Raihan, Talha Rabbani, Kazi Masum

Drop a comment to welcome them to our community, fans

04/09/2024

Shout out to my newest followers!
Excited to have you onboard! Amin Rasul, Kamrul Hasan Ctg, Omar Ahmad, Abu Nayem, Mahi Mahfuz, Mehenaj Tabassum Humaira, আলোকিত পাঠশালা, Piam Barua, Ummea Juairia, Faiyaz Alam Shopno Shopno, Ismo Abika Islam, Arisha Jevin Onamika, Nazmin Nahar Retu, Md Asraful Hoque, Badriyah Tabalah, Mohammad Ali Arman, Mehedi Hasan, Md Mazedul, H.M. Jamilur Rouf Alvi, Rakibul Hasan Mahmud BD, Iftiaz Ahmed, Sajeda Akter Dina, Tazbir Chowdhury Tasin, MD Jisanul Islam Shawn, Ahanuf Khan Rohan

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 01/09/2024

৩০/০৮/২০২৪ ইং -এর কার্যক্রমকে সফল করার জন্য ২৯ তারিখ বিকাল ৪ টা থেকে রাত ১২ টা পর্যন্ত চলে একটি অক্লান্ত কর্মযজ্ঞ।
এই কর্মযজ্ঞে গ্রুপের স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার, গার্লস ইন রোভার ও স্কাউটারবৃন্দ অংশ নেয়।
ভোর রাতে শুরু হয় রান্নার কাজ। সেই কাজে সহায়তা করতে রোভারদের একটি টিম ডেনে অবস্থান করে।
মানুষের পাশে থাকার জন্য এই যে ত্যাগ, ভালবাসা ও পরিশ্রম তা সার্থক হয়েছিল যখন আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পেরেছি এবং সেখানকার মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি।

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 01/09/2024

গত শুক্রবার (৩০/০৮/২০২৪ ইং) গ্রুপের একটি টিম দুই ভাগ হয়ে ফেনী জেলার দুইটি বন্যা কবলিত এলাকায় উপহার সামগ্রী পৌঁছে দিতে যায়।
সেখানে আমরা খিচুড়ি, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ঔষধ, স্যালাইন, কাপড়চোপড়, স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেই।
আমাদের এই দুইটি কার্যক্রম পরিচালিত হয় ছাগলনাইয়া থানার বাংলাবাজার ও ফুলগাজী থানার কাজীরবাগ এলাকায়।
সেখানকার মানুষজন এর আন্তরিকতা ও সহায়তায় খুব সুশৃঙ্খলভাবে আমরা আমাদের কার্যক্রম শেষ করে আসতে পারি।
তাদের এই সহায়তা ও আন্তরিকতার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
পাশাপাশি, আমাদের গ্রুপের যে সকল স্কাউট, রোভার ও স্কাউটার্সবৃন্দ উক্ত মহতী উদ্যোগে শরীক হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা।

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 01/09/2024

৩০.০৮.২০২৪ বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের উদ্যোগে ফেনী-বাংলাবাজার,ছাগলনাইয়া গ্রামের বন্যা দূর্গত মানুষদের জন্য রিলিফের ব্যবস্থা করা হয়েছিলো যারই ধারাবাহিক কার্যক্রমের কিছু খন্ডচিত্র ধারন করা হলো।

31/08/2024

স্যালুট টু অল অফ ইউ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
----------------------------
বৃহত্তর চট্টগ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া আগস্ট ২০২৪-এর প্রবল বন্যায় যখন সবকিছু লণ্ডভণ্ড, ঠিক তেমনি সময়ে আমাদের স্কাউট, রোভার, স্কাউটার ভাই ও বোনেরা সেবার মন্ত্রে উজ্জীবিত হয়ে তাৎক্ষণিকভাবে যা করেছে, বিশেষ করে রোভারেরা প্রাথমিকভাবে ফেনীর মুহুরীগঞ্জে ট্রাক ও ইঞ্জিন বোট নিয়ে উদ্ধার কার্যক্রম, মীরসরাই এর জোরারগঞ্জে উপহার সামগ্রী বিতরণ ও থার্ড টাইম ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীতে বড় বড় ডেকসি পাকিয়ে শত শত বিপদগ্রস্ত নিরন্ন মানুষের মুখে খাবার পরিবেশন, শুকনো খাবার, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় কাপড়-চোপড় পৌঁছে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন, যার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা। এ আয়োজনে সম্মানিত নির্বাহী কমিটির সদস্যবর্গ, ওল্ড স্কাউট ও অভিভাবকদের ঐকান্তিক সমর্থন ও সহযোগিতার জন্য তাঁদের কাছে আমরা বিশেষভাবে ঋণী।
বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ এর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
-জিএসএল (গ্রুপ স্কাউট লিডার ও সম্পাদক)

30/08/2024

বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের তিনটি টিম ফেনী, ছাগলনাইয়া, ফুলগাজী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় উপহার সামগ্রী নিয়ে রওনা হয়েছে।

৩০.০৮.২০২৪

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 29/08/2024

আগামীকাল বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের তিনটি টিম ফেনী, ছাগলনাইয়া, ফুলগাজী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় উপহার সামগ্রী নিয়ে রওনা হবে।

কার্যক্রম চলমান....

27/08/2024

সম্মানিত বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা।⚠️

পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো আল্লাহ চাইলে বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।

২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।

৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।

৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।

৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।

© Khaled Md Saifullah

27/08/2024

আল্লাহ তায়ালা-র অশেষ রহমতে ও আপনাদের সহযোগিতায় আমাদের প্রথম উপহার সামগ্রী আমরা পৌঁছে দিতে পেরেছি বন্যা কবলিত কয়েকটি এলাকার মানুষের কাছে। আলহামদুলিল্লাহ। 🥰
আমাদের সবচেয়ে বড় যে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কথা সেটি ছিল বন্যা কবলিত সেসব এলাকায় যেখানে এখনো কেউ যেতে পারেনি। 🚩
তাই আমরা আমাদের উপহার নিয়ে আমাদের আরও একটি টিম-কে সেসব এলাকায় শুক্রবারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। 📢
এই উপহার সামগ্রী একত্রিত করণে আপনাদের সহায়তা আবারও প্রয়োজন। আপনাদের সহায়তা পেলে আমরা আরও কিছু মানুষের পাশে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
আপনারা আপনাদের সহায়তা আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আজও বিকেল ৪টা হতে আপনাদের জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। 🤲🤲

27/08/2024

প্রথম দিনের উপহার সামগ্রী পৌঁছে দেয়ার কিছু ভিডিও চিত্র

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 26/08/2024
Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 26/08/2024

আজ আমাদের একটি টিম উপহার সামগ্রী নিয়ে গিয়েছিল মিরসরাই থানাধীন জোরারগঞ্জ এর চুনাপুল এলাকার পূর্ব সাহেবপুর গ্রামে। সেখানকার পূর্ব সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে অনেকগুলো পরিবার। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে আমাদের এই পথ পাড়ি দেয়া।
পথিমধ্যে, ঠাকুরদীঘি এলাকার একটি পরিবার কোনো উপহার পায়নি জেনে তৎক্ষনাৎ সেখানে গাড়ি দাঁড় করিয়ে উপহার পৌঁছে দেয়া হয়েছে।
এছাড়াও, জোরারগঞ্জ এর উপহার পৌঁছে দেয়ার পরে আমাদের টিমের একটি অংশ চলে গিয়েছিল ফেনীর খইয়ার বাজার এলাকায় উপহার পৌঁছে দিতে।
দিনশেষে, সকলের মুখে তৃপ্তির হাসি। ☺️☺️

#উপহার_সামগ্রী_বিতরণ
#প্রথম_দিন

আমাদের আজকের টিমে Sarwer Rasel এর নেতৃত্বে সদস্য ছিলেন Khaled Md Saifullah, মোঃ ইনতেখাব সুমন, রাফসান জামি সেজান, মুহাম্মদ রাশেদ, কামরুল হাসান শুভ ও মো: তৌহিদ রাব্বি।
প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ❤️❤️

26/08/2024
Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 26/08/2024

বন্যা কবলিত এলাকায় উপহার সামগ্রী পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলো একটি টিম।
বিপ্লব ভাইয়াকে ধন্যবাদ প্রতিবারের মতো এবারও আমাদের পাশে থাকার জন্য।
Sarwer Rasel Khaled Md Saifullah রাফসান জামি সেজান মোঃ ইনতেখাব সুমন

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 25/08/2024

রাত তখন ১১ টা
তখনও চলছিল কাজ। কেউই ক্লান্ত ছিলাম না, কারোরই বিরক্ত লাগছিল না। সবার মধ্যেই একটা আত্মতৃপ্তি কাজ করছিল। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু একটা করতে পারার প্রশান্তি।

Photos from Bangladesh Bank Colony Scout Group,Chittagong's post 25/08/2024

দূর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান বিতরণ কর্মসূচীর আওতায় বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের সদস্যবৃন্দের সাহায্যে কাজ চলছে।।।

কার্যক্রমের দ্বিতীয় দিন।।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

ফেনীর মহিপালে অবস্থিত সড়ক ভবন থেকে যখন আমাদের একটি টিম ছাগলনাইয়া-এর উদ্দেশ্যে রওনা হয়।#উপহার_সামগ্রী_বিতরণ #ফেনী
বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপের তিনটি টিম ফেনী, ছাগলনাইয়া, ফুলগাজী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের আওতায় উপ...
এই বিদ্যালয়টিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন সেখানকার বন্যা কবলিত এলাকার মানুষ। একেকটি রুমে ২/৩ পরিবার একসাথে বসবা...
গতকাল প্রথমবারের মতো সেখানে মেডিকেল টিম পৌঁছেছেন। একজন বৃদ্ধা আমাদের কাছে বারবার একটি ঔষধ চাচ্ছিলেন যেটি সেই টিমের কাছে...
আমাদের রোভার স্কাউট কামরুল হাসান শুভ আশ্রয় কেন্দ্রের ছাদে উঠে চতুর্দিকের অবস্থা ধারণ করেছে। চারিদিকে পানি থৈ থৈ করছে। বা...
চারিদিকে শুধু থৈ থৈ পানি। এখনো অনেক ঘরে হাটু বা কোমর সমান পানি। অনেক ঘর খালি পড়ে আছে। গৃহস্থালি পশুগুলো নিরাপদ স্থানে রে...
পায়ে হেঁটে নির্দিষ্ট স্থানে যাওয়া
সেখানকার স্বেচ্ছাসেবী ভাইয়েরা একটি ভ্যান ম্যানেজ করে নিয়েছিলেন। সকল উপহার সামগ্রী সেই ভ্যানে তোলা হচ্ছে।
নির্দিষ্ট গন্তব্য থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে। এখান থেকে আর বাসে করে যাওয়ার কোনো সুযোগ নেই। হেঁটে যাওয়া ছাড়া বিকল্প নে...
অনেকটুকু পথ এভাবেই পাড়ি দিতে হয়েছে। যেখানে আমাদের বাসটি অনেকটা এঁকেবেঁকে চলছিল। আমরা সকলে দাঁড়িয়ে গিয়েছিলাম।
আলহামদুলিল্লাহ বন্যা কবলিত এলাকার উদ্দেশ্যে উপহার নিয়ে রওনা দিলাম। #Bangladesh #flood #helpingothers #ForThePeople #scou...

Location

Category

Telephone

Address


Bangladesh Bank Colony, Agrabad
Chittagong
Other Education in Chittagong (show all)
Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

BASE - Your BASE Lies Here BASE - Your BASE Lies Here
Chittagong, 4000

127 Momin Road, Opposite Kadam Mobarok

Innovative Learning Innovative Learning
Jamal Khan
Chittagong

Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.

Bandarban University Computer Science & Engineering Club Bandarban University Computer Science & Engineering Club
Chittagong

This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.

National University of Bangladesh Chattogram Gov College National University of Bangladesh Chattogram Gov College
Chittagong, 1990

জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।

Bangla &BD.Studies care. Bangla &BD.Studies care.
Panchlish
Chittagong

A Coaching For O'Level & SSC Bangla & BD.Studies/BGS

Tanvir Sir Tanvir Sir
Chittagong

শিখার মধ্যে আনন্দ আছে যদি তুমি বুঝে শিখতে পার। আর গনিত শিখার আনন্দ আমি তুমাদের দিতে চায়।

Khan Safety Academy Khan Safety Academy
Chittagong

“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.

Accounting Information Points Accounting Information Points
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong

A Complete information Point for Business Studies Students

Muhammad Abdurrahman Muhammad Abdurrahman
Chittagong

I am studying in HSC, and imam in the mosque as well.

Target School Target School
Chittagong

Hi,Am here to show you just enlighteing way to be unique in your life.