GUSTO A Research Group

GUSTO A Research Group

Share

Verified Evaluation of different biological activity of plant extracts on experimental animal (In vivo) and in vitro way.

Then the activity co-related with molecular docking with respective receptor with isolated compounds (ligand) from plants. PASS prediction and QSAR modeling is for prediction of activity related with structural similarity. Then ADME/T property analysis perform to measure the safety of examine compounds.

Operating as usual

07/01/2024

ড. এলিজাবেথ বিক একজন এমন গবেষক সন্ধানী, যিনি অসৎ উদ্দেশ্যে ব্যবহিত ফটোর সন্ধান করে থাকেন। ড. বিক প্রায় বিশ হাজার গবেষণাপত্র যাচাই করে তার থেকে আটশর মতো জালিয়াত গবেষণাপত্র সনাক্ত করেছেন এবং তার উপর ভিত্তি করে খুব সুন্দর একটি পার্সপেক্টিভ নিবন্ধ লিখেছেন। চমৎকার এই লেখাতে তিনি ও তার সহলেখকরা প্রমাণসহ কীভাবে গবেষকরা জালিয়াতের আশ্রয় নিয়েছে, তা বর্ণনা করেছেন। তিনি সেই সাথে Microbiome Digest (https://microbiomedigest.com/) নামের একটি অনলাইন ভিত্তিক ওয়েবসাইট প্রতিষ্ঠা করে, যেখানে সকলেই মাইক্রোবায়োলজি এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমালোচনা করে, যা গবেষণার সততা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূত্র : Bik, E. M.; Casadevall, A.; Fang, F. C. The prevalence of inappropriate image duplication in biomedical research publications. mBio 2016, 7 (3), 10.1128/mbio. 00809-00816.
"বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল?" বই থেকে।

বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল? (তৃতীয় পর্ব) 25/12/2023

প্রোফেসর জন সান্তালুসিয়ার ‘মেটাবোলিজম’ কোর্সের সম্পূরক হিসেবে বর্তমান পর্যালোচনাটি লেখা হয়েছিল ২০১৮ সালে।

বই পর্যালোচনা: অফ মলিকিউলস অ্যান্ড মেন

ফিজিওলজি বা মেডিসিনে নোবেল বিজয়ী ফ্রান্সিস ক্রিকের বই, “অফ মলিকিউলস অ্যান্ড মেন (১৯৬৬)”1, যার শিরোনাম জন স্টেইনবেকের “অফ মাইস অ্যান্ড মেন (১৯৩৭)” উপন্যাসের নাম থেকে অনুকরণ করা হয়েছে। বইটির উদ্দেশ্য ছিল “Vitalism বা প্রাণবাদ” ধারণাকে খণ্ডন করা। মূলত প্রাণবাদ একটি দার্শনিক এবং ছদ্মবৈজ্ঞানিক ধারণা ছিল, যা এটা বলে যে, জীবন্ত প্রাণীদের একটি অনন্য জীবনী শক্তি বা প্রাণশক্তি (আত্মা) রয়েছে যা শুধু শারীরিক বা রাসায়নিক আইন দ্বারা সম্পূর্ণরূপে ব্যাখ্যা সম্ভব না। প্রাণবাদের ধারণাটি প্রাচীন গ্রিক দর্শনে খুঁজে পাওয়া যায়, যেখানে এটি আত্মার ধারণার সাথে যুক্ত করা হয়। প্রাণবাদীরা বিশ্বাস করেন যে জীবিত এবং নির্জীব জিনিসের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে, যা একটি অত্যাবশ্যক শক্তির উপস্থিতির কারণে জীবন্ত প্রাণীকে সজীব করে এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য দেয়। উনিশ শতকে জীববিজ্ঞানের বিকাশে প্রাণবাদের গুরুত্বপূর্ণ প্রভাব থাকলেও, বিশ শতকের গোড়ার দিকে জীববিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রাণবাদের ধারণাও খণ্ডন করা হয় বিভিন্নভাবে।

প্রাণবাদের এই ধারণা খণ্ডন করার লক্ষ্যে, ফ্রান্সিস ক্রিক তার সময় থেকে জৈবিক অগ্রগতির কিছু উজ্জ্বল উদাহরণ উপস্থাপন করেছেন তার বইতে। বইটি তিনটি অংশে বিভক্ত, যেখানে প্রথম অংশে প্রাণশক্তির মানদণ্ড সম্পর্কে। দ্বিতীয় অংশ গ্রন্থের মূল আলোচ্য বিষয় বহন করে, যা কীভাবে কোষের কাজ, ডিএনএ প্রতিলিপি, আরএনএ উৎপাদন, এনজাইম, প্রোটিন ইত্যাদির প্রমাণ বর্ণনা করা হয়। শেষ অংশটিতে প্রমাণসহ প্রাণশক্তিকে বাতিল করা হয় এবং প্রযুক্তিগত অগ্রগতির ভবিষ্যৎ সম্ভাবনার উল্লেখ করা হয়।

অনেক মানুষের মনে প্রাণবাদ বিদ্যমান। তারা জীবিত এবং নির্জীব বস্তুর মধ্যে পার্থক্যকে এক ধরনের প্রাণশক্তি বলে মনে করে, যা তারা ব্যাখ্যা করতে পারেনি। এর কারণ হল আদিকালে লোকেরা যদি কোনও প্রশ্নের উত্তর দিতে না পারে তবে তারা ভাইটালিজমের উল্লেখ করত। ভাইটালিজমের উপর ভিত্তি করে এমন সাধারণ প্রশ্নগুলোর মধ্যে রয়েছে: মায়ের গর্ভে মানব-ভ্রূণ কীভাবে গঠন করে? কীভাবে আমাদের হাত কিংবা অন্যান্য অঙ্গ প্রতিবার ঠিক একই আকৃতি ধারণ করে? কীভাবে প্রতিটি কোষ তার জোড়া কোষ চিনতে পারে? এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে, সেইসময়ের মানুষের কাছে সমঝোতা ছিল যে, “শুধু প্রাণবাদই এদের উত্তর দিতে পারে” যা একটি অজানা শক্তি এবং এই শক্তি উল্লিখিত প্রশ্নগুলোর একমাত্র উত্তর!

ফ্রান্সিস ক্রিক ব্যাখ্যা করেছেন যে, আমরা আদিকালে ভাইটালিজমের উপর নির্ভর করেছি কারণ আমরা আমাদের বিদ্যমান জ্ঞান দিয়ে ঘটনাটি ব্যাখ্যা করতে পারিনি। তবে, যদি আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান পাই এবং সেগুলোকে একত্রিত করি, তাহলে আমাদের কাছে বর্তমানে আরো ভাল ব্যাখ্যা রয়েছে। লেখক আরো উল্লেখ করেছেন, কিছু বিজ্ঞানী অনিচ্ছাকৃতভাবে একটি ভুল ব্যাখ্যা দেন (হয়ত তারা ভাইটালিস্ট, কিন্তু তারা তা স্বীকার করেন না), যা পরবর্তীতে উন্নত বিজ্ঞান দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে। লেখক ব্যঙ্গাত্মকভাবে এই বইয়ে বলেছিলেন, “যখন সত্য দরজায় আসে, তখন প্রাণবাদ জানালা দিয়ে উড়ে যায়!”।

দ্বিতীয় অধ্যায়ে, লেখক উন্নত আণবিক জীববিজ্ঞানের সাগরে ডুব দিয়েছেন। তিনি একটি ব্যাকটেরিয়া কোষ (E. coli) এবং তার আন্তঃকোষীয় সম্পর্কের গঠনের ব্যাখ্যা দেন। পরবর্তী অংশে তিনি জিনের গঠন, জেনেটিক তথ্য, ডারউইনের বিবর্তন, প্রোটিন সংশ্লেষণ, এনজাইমগুলোর প্রক্রিয়া, ভাইরাসের জীবন, ডিএনএ প্রতিলিপি, জীবনের আণবিক ভিত্তি ইত্যাদি নিয়ে আলোচনা করে সেলুলার যন্ত্রপাতির গভীরতার অনুসন্ধান করেন। তিনি ডিএনএ এর সংশ্লেষণের পূর্বাভাসও দেন। তার মতে, বৈজ্ঞানিক তথ্যের প্রাপ্যতার সাথে, আণবিক ঘটনাগুলো সঠিকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। লেখকের মতে, প্রাণবাদ আণবিক স্তরে বর্জিত কারণ প্রতিটি ঘটনা বা প্রতিক্রিয়ার নিজস্ব প্রক্রিয়া রয়েছে এবং এটি ব্যাখ্যা করা যেতে পারে ক্রমান্বয়ে গবেষণার মাধ্যমে।

বইয়ের শেষ অধ্যায়ের শুরুতে লেখক আণবিক দৃষ্টিকোণ থেকে জীবনের উৎপত্তি ব্যাখ্যা করেছেন। এক্ষেত্রে উল্লেখ্য, ফ্রান্সিস ক্রিক যৌথভাবে জেমস ওয়াটসন ও মরিস উইলকিনস এর সাথে ডিএনএর গঠন ব্যাখ্যা (১৯৫৪) করার জন্য নোবেল পুরস্কার (১৯৬২) পান।2 ফ্রান্সিস ক্রিক তার এই বইয়ে, জীবনের শুরু থেকে প্রাকৃতিক নির্বাচনের (যা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রাণীরা তাদের পরিবেশের সাথে ভালোভাবে খাপ খাইয়ে নেয়, ফলে তাদের বেঁচে থাকার এবং প্রজনন করার সম্ভাবনা বেশি থাকে, এবং তাদের সুবিধাজনক বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানদের কাছে প্রেরণ করে ডিএনএর মাধ্যমে) ঘটনাও উল্লেখ করেছেন, জার ফলে আরো জটিল জীব সৃষ্টি হয়েছে। তিনি সমন্বয়ের মাধ্যমে একক অণু থেকে যৌগ গঠনের উপর তার মত প্রসারিত করেন যে, গবেষণার সীমা ঠেলে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সবকিছুই সম্ভব। বর্তমানে অধিক ক্ষমতাসম্পন্ন কম্পিউটার অ্যালগরিদমের সাহায্যে, জটিল সমস্যাগুলোর দ্রুত ডাটা বিশ্লেষণের মাধ্যমে, বিজ্ঞানীরা প্রচুর তথ্যের ব্যবহার করছে বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার জন্য, যা আগে অর্জনযোগ্য ছিল না। লেখক কিছু বৈজ্ঞানিক ঘটনাও উপস্থাপন করেছেন তার নিজের চূড়ান্ত ভাবনার সাথে যে, বিজ্ঞানের অগ্রগতির জন্য, আরো গবেষক প্রয়োজন এবং জীববিজ্ঞানের নানা ব্যাখ্যা দাড় করাতেও। সেই সাথে সাথে সঠিক জ্ঞান অর্জনের জন্য আরো তথ্যের প্রয়োজন, যা প্রাণবাদকে বিশ্রাম দিতে সক্ষম হবে!

আধুনিক সময়ে, প্রাণবাদ প্রায় মৃত। কেবল কয়েকজনই প্রাণবাদের নীতির উপর নির্ভর করে, কারণ তাদের সামনে প্রতিনিয়ত ঘটা বিভিন্ন ঘটনার জন্য ভালো ব্যাখ্যার অভাব রয়েছে। প্রতিটি সম্ভাব্য জৈবিক ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা থাকলে, প্রাণবাদের বলে কোনো শব্দ থাকবে না। “অফ মলিকিউলস অ্যান্ড মেন” একটি বেশ উপভোগ্য বই। এই বইটিতে ভাইটালিজমকে খণ্ডন করার অনেক ভাল উদাহরণ রয়েছে।

তবুও, বিকল্প চিকিৎসার কিছু প্রবক্তা প্রাণবাদের ধারণাগুলো গ্রহণ করে চলেছেন, এবং পরামর্শও দিচ্ছেন যে মানবদেহে একটি অনন্য জীবনী শক্তি রয়েছে যা বিভিন্ন থেরাপি এবং চিকিৎসার দ্বারা প্রভাবিত হতে পারে। বিভিন্ন ধর্মে, আত্মার পরিশুদ্ধির নানা প্রক্রিয়াও বেশ জনপ্রিয়। এমনকি আত্মার ওজন মাপারও চেষ্টা করা হয়েছে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো, ১৯০৭ সালে চিকিৎসক ডানকান ম্যাকডুগাল দ্বারা পরিচালিত ২১ গ্রাম পরীক্ষা, যেখানে তিনি দাবি করেছিলেন যে, তিনি মৃত্যুর আগে এবং পরে রোগীদের ওজন পরিমাপ করে মানুষের আত্মার ওজন নির্ণয় করেছিলেন।3 যদিও, ঐ পরীক্ষাটি ছোট নমুনার আকার এবং বৈজ্ঞানিক কাঠামোর অভাবের জন্য সমালোচিত হয়েছিল। যাইহোক, প্রাণবাদের ধারণাগুলো বৈজ্ঞানিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত না এবং তাদের দাবির স্বপক্ষে খুব কম প্রমাণই রয়েছে।

বিদ্র : লেখকের নিজস্ব ধর্মানুভূতি এবং বিশ্বাস এখানে প্রাধান্য পায়নি।

তথ্যসূত্র:

1. Crick, F. Of molecules and men. 1966.
2. Crick, F. H. C.; Watson, J. D.; Wilkins, M. H. F. Nobel Prize in Physiology or Medicine, 1962. HARRISONS PRINCIPLES OF INTERNAL MEDICINE 2001, 1, 762-762.
3. Ishida, M. Rebuttal to Claimed Refutations of Duncan MacDougall’s Experiment on Human Weight Change at the Moment of Death. Journal of Scientific Exploration 2010, 24 (1).

বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল? (তৃতীয় পর্ব) ফিজিওলজি বা মেডিসিনে নোবেল বিজয়ী ফ্রান্সিস ক্রিকের বই, "অফ মলিকিউলস অ্যান্ড মেন (১৯৬৬)"1, যার শিরোনাম জন স্টেইনবেক....

17/12/2023

গবেষনায় আগ্রহী সকলের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে আমাদের কাছে সকলের, বিশেষ করে যারা গবেষণা করতে চাই তাদের প্রত্যাশা ছিল গবেষণার উপর বই। অবশেষে তা সম্ভব হচ্ছে। "যদি গবেষণা করতে চাই" এবং "একটি পূর্ণাঙ্গ গবেষণা কাজের আদ্যোপান্ত" বই দুইটি যারা গবেষক হতে চান তাদের জন্য ড. Mohammad Shah Hafez Kabir লিখেছেন।
এছাড়া তাঁর আরেকটি ভিন্ন স্বাদের গ্রন্থ 'মহাজ্ঞানীদের কেলেঙ্কারি উম্মোচন'ও প্রকাশিত হবে অমর একুশে বইমেলা ২০২৪।

বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল? (দ্বিতীয় পর্ব) 27/11/2023

‘টি-টেস্ট’ নাকি ‘T-টেস্ট’

বিজ্ঞান কি পুরোপুরি গবেষণাপত্রের উপর নির্ভরশীল? (দ্বিতীয় পর্ব) বিজ্ঞান ও দর্শনের মধ্যে সম্পর্ক আদি কাল থেকেই। দর্শনকে পরিপূর্ণ বিজ্ঞান না বলা হলেও, বিজ্ঞানের ব্যবহারের ক্ষেত্....

27/10/2023
20/10/2023

আসছে গবেষণার আদ্যোপান্ত সিরিজ এর বইগুলো...

Writer Hunting for Science Books 26/08/2023

কিছু বিজ্ঞান ভিত্তিক বই লিখার জন্য আমরা নতুন লেখকের সন্ধান করছি। আপনি আগ্রহী হলে নিচের গুগল ফর্মটি পূরণ করুন।
বইগুলোর নামঃ
১. একশ বিশ্বসেরা বিজ্ঞানীর গবেষণার কাজ ও জীবনী (৫ খণ্ডে)
২. পঞ্চাশ বাংলাদেশি বিজ্ঞানীর গবেষণার কাজ ও জীবনী (২ খণ্ডে)
৩. পর্যায় সারণীর সকল মৌলের বিবরণী (১ খণ্ডে)
৪. অনুপ্রেরণার দার্শনিকগন (পঞ্চাশ জন দার্শনিকের সংক্ষিপ্ত জীবনী) (১ খণ্ডে)
৫. ছোটদের চিত্রিত বিজ্ঞানের বই সিরিজ (রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গনিত, অর্থনীতি, ইতিহাস, দর্শন) (১০ খণ্ডে)

Link:

Writer Hunting for Science Books Dr. Mohammad Shah Hafez Kabir Detroit, Michigan, USA Contact us at +1(313) 482-8755 or [email protected]

11/05/2023


"CURHS Summer Research Internship 2.0, 2023"

"গবেষক হতে চাই, কিন্তু গবেষণার হাতেখড়িটা কোথায় পাই!"
বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রিয় প্রায় সকল শিক্ষার্থীকেই শুরুর দিকে এই বিড়ম্বনায় পড়তে হয়। শুরুর দিকে অধিকাংশ শিক্ষার্থীদের গবেষণায় হাতেখড়ি থাকে না। কোথায়, কিভাবে, কি দিয়ে শুরু করবে এই বাঁধা কাটিয়ে উঠতে উঠতেই অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন। আর এ বিড়ম্বনাকে মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে 'চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি ' আয়োজন করতে যাচ্ছে "CURHS Summer Research Internship 2.0, 2023"।
CURHS–প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ও মানসম্পন্ন গবেষণা চর্চার অভ্যাস গড়ে তুলতে নানান সময় নানান উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় এবারের গবেষণা সংস্কৃতি চর্চার আয়োজনে চমক হিসেবে থাকছে,
"CURHS Summer Research Internship 2.0, 2023"
একজন সম্ভাবনাময় নবীন শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনা মাধ্যমে নিজেকে শানিয়ে নিয়ে গবেষক হয়ে দেশ ও সমাজের জন্য সুফল বয়ে আনতে পারেন। আর ইন্টার্নশিপের মূল লক্ষ্যই হলো জ্ঞানপিপাসুদের শিখতে সাহায্য করা।
এই ইন্টার্নশিপে পছন্দের ফিল্ডসমূহ:
১. ইঞ্জিনিয়ারিং
২. বিজনেস স্টাডিজ
৩. ফিজিক্যাল সাইন্স
৪. বায়োলোজিকাল এন্ড হেলথ সাইন্স
৫. লাইফ সাইন্স
৬. সমাজবিজ্ঞান ও আইন
৭. ফরেস্ট্রি, মেরিন এন্ড এনভায়রনমেন্ট সাইন্স
৮. মাল্টিডিসিপ্লিনারি
যারা ইন্টার্শিপটিতে আবেদন করতে পারবেন:
১. সকল বিশ্ববিদ্যালয় (পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল) এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
২. যেসব শিক্ষার্থীরা ৩য় বর্ষ থেকে মাস্টার্সে অধ্যায়নরত।
ডেডলাইন : রাত ১১:৫৯; ১২ই মে, ২০২৩।
রেজিস্ট্রেশন: https://forms.gle/sJxKkNhUdULDc4MX7
সুপারভাইজার এবং প্রোজেক্ট এর বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://researchinternship.curhs.org/
যোগাযোগেঃ
১/ তানজিনা আক্তার (R & D secretary), ০১৭০৬০৬৮৬২৬
২/ মোহাম্মদ আল আমিন (Joint Secretary), ০১৭৭১৫৬০২২২

Link: https://www.facebook.com/curhs2019/posts/pfbid02arCXyrJCYvL7FupbyeEbF7DMEDQAXaHUJgFUVNNL2zJ4fwMrgCgYQ3NcLJVgvstjl

"CURHS Summer Research Internship 2.0, 2023"

"গবেষক হতে চাই, কিন্তু গবেষণার হাতেখড়িটা কোথায় পাই!"

বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রিয় প্রায় সকল শিক্ষার্থীকেই শুরুর দিকে এই বিড়ম্বনায় পড়তে হয়। শুরুর দিকে অধিকাংশ শিক্ষার্থীদের গবেষণায় হাতেখড়ি থাকে না। কোথায়, কিভাবে, কি দিয়ে শুরু করবে এই বাঁধা কাটিয়ে উঠতে উঠতেই অনেক সম্ভাবনাময় শিক্ষার্থী জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেন। আর এ বিড়ম্বনাকে মাথায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে 'চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি ' আয়োজন করতে যাচ্ছে "CURHS Summer Research Internship 2.0, 2023"।

CURHS–প্রতিষ্ঠালগ্ন থেকেই বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ও মানসম্পন্ন গবেষণা চর্চার অভ্যাস গড়ে তুলতে নানান সময় নানান উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় এবারের গবেষণা সংস্কৃতি চর্চার আয়োজনে চমক হিসেবে থাকছে,
"CURHS Summer Research Internship 2.0, 2023"

একজন সম্ভাবনাময় নবীন শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনা মাধ্যমে নিজেকে শানিয়ে নিয়ে গবেষক হয়ে দেশ ও সমাজের জন্য সুফল বয়ে আনতে পারেন। আর ইন্টার্নশিপের মূল লক্ষ্যই হলো জ্ঞানপিপাসুদের শিখতে সাহায্য করা।

এই ইন্টার্নশিপে পছন্দের ফিল্ডসমূহ:
১. ইঞ্জিনিয়ারিং
২. বিজনেস স্টাডিজ
৩. ফিজিক্যাল সাইন্স
৪. বায়োলোজিকাল এন্ড হেলথ সাইন্স
৫. লাইফ সাইন্স
৬. সমাজবিজ্ঞান ও আইন
৭. ফরেস্ট্রি, মেরিন এন্ড এনভায়রনমেন্ট সাইন্স
৮. মাল্টিডিসিপ্লিনারি

যারা ইন্টার্শিপটিতে আবেদন করতে পারবেন:
১. সকল বিশ্ববিদ্যালয় (পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল) এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
২. যেসব শিক্ষার্থীরা ৩য় বর্ষ থেকে মাস্টার্সে অধ্যায়নরত।

ডেডলাইন : রাত ১১:৫৯; ১২ই মে, ২০২৩।

রেজিস্ট্রেশন: https://forms.gle/sJxKkNhUdULDc4MX7

সুপারভাইজার এবং প্রোজেক্ট এর বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://researchinternship.curhs.org/

যোগাযোগেঃ

১/ তানজিনা আক্তার (R & D secretary), ০১৭০৬০৬৮৬২৬

২/ মোহাম্মদ আল আমিন (Joint Secretary), ০১৭৭১৫৬০২২২

Photos from GUSTO A Research Group's post 26/04/2023

We are thrilled to congratulate Mohammad Shah Hafez Kabir (Founder and CEO of GUSTO A Research Group) on successfully defending his Ph.D. dissertation at Wayne State University! Your hard work, dedication, and perseverance have led you to this incredible accomplishment, and we are proud to celebrate this milestone with you.

Completing a Ph.D. is a tremendous achievement, and we are impressed by the depth of knowledge and expertise you have acquired throughout your doctoral studies. Your research (published 8 research articles and 1 patent) has undoubtedly contributed to your field of study and will make a positive impact in the years to come.

Congratulations once again on this remarkable achievement, and we wish you all the best for a bright and fulfilling future!

Let's congratulate Dr. Kabir together!

Photos from GUSTO A Research Group's post 27/02/2023

GUSTO A Research Group at Chattogram Research Festival 2023

ল্যাব ছাড়া দেশ সেরা বিজ্ঞানী! 24/02/2023

ল্যাব ছাড়া দেশ সেরা বিজ্ঞানী! বেশ কিছু বছর ধরে এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলেজেন্স-এর প্রভাব ও ব্যবহার সর্বত্র। গবেষণার ক্ষেত্রে যেহেতু লেখার .....

04/01/2023

Intro of Antioxidant activities of Hopea odorata

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Our Story

GUSTO A Research Group is a name of a group of researchers from different fields. This group founded firstly as an entrepreneur group and later converted as a research group in 2014. And this group also acted as an entrepreneur in fundamental research. Members of GUSTO mainly from different universities of Bangladesh. Many of the group members prepared different tutorials video on how to conduct research and how to prepare a manuscript for publication. Till now, we got more than 80000 views on YouTube. We already conducted 10 scientific research workshop, where we trained more than 400 students.

Motto: To remove all barriers in the way of scientific research.

Awards:

Videos (show all)

Intro of Antioxidant activities of Hopea odorata
The future of medicine is now! Plant-based medicine, or phytomedicine!
Secure your invention with GUSTO ARG
Research and Innovation with GUSTO ARG
গবেষণার ইতিকথা ২: গাছের খোঁজে Bangla Research Podcast
গবেষণার ইতিকথা ১: শুরুর কথা! Bangla Research Podcast
Graphpad Prism Series (Part 4: Pie chart and insert a chemical compound in a graph)
Graphpad Prism Series (Part 1: Introduction to Software)
Structure Modification in GaussView (Gaussian Series-2)
Structure Drawing in GuassView (Gaussian Series-1)
GUSTO workshop......
Intro of First-ever Research Workshop of GUSTO

Location

Telephone

Address


B. K. Tower (2nd Floor, Lal Chand Road, Chawkbazar
Chittagong
4203

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00
Other Chittagong schools & colleges (show all)
University of Science & Technology Chittagong (USTC) University of Science & Technology Chittagong (USTC)
Foy's Lake
Chittagong, 4202

Medicine, Pharma , BBA , IT

CHITTAGONG COLLEGIATE SCHOOL CHITTAGONG COLLEGIATE SCHOOL
Chittagong Collegiate School, Ice Factory Road, Chattogram
Chittagong, 4000

Thousand bodies - one soul Thousand lives - one goal... Long Live Chittagong Collegiate School. Alum

Noubahini School & College, Chattogram Noubahini School & College, Chattogram
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong

Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?

SAMAJ ANUSHILON SAMAJ ANUSHILON
Chittagong, 4000

সামাজিক- রাজনীতি চর্চা কেন্দ্র

Bangladesh Bank Colony High School (Agrabad,Chittagong) Bangladesh Bank Colony High School (Agrabad,Chittagong)
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100

UnOfficial page.. Bangladesh Bank Colony High School....

CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE CHITTAGONG CANTONMENT PUBLIC COLLEGE
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209

ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....

Garib-E-Newaz High School, Halishahar H/E, Chittagong. Garib-E-Newaz High School, Halishahar H/E, Chittagong.
Garib-E-Newaz High School, Halishahar H/E
Chittagong, 4216

It's a high school

Sunshine Grammar School Sunshine Grammar School
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000

Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.

Chittagong Medical College Chittagong Medical College
KB Fazlul Kader Road, Panchlaish
Chittagong, 4203

Chittagong Medical College is a government medical college in Bangladesh, established in 1957. It is located in the south-eastern port city of Chittagong, and associated with Chittagong University.Currently, it admits 180 students every year in 5

CVASU CVASU
Chittagong Veterinary & Animal Sciences University(CVASU), Zakir Hossain Road, Khulshi
Chittagong, 4202

Chittagong Veterinary & Animal Sciences University(CVASU) is the first veterinary University of Bang

Radiant School & College Radiant School & College
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong

Worst School In the WORLDDD!!!

Alumni of CPA High School, Chittagong Alumni of CPA High School, Chittagong
Chittagong Port Authority, P. O. Bandar
Chittagong, 4100

Port Authority High School, Chittagong, (earlier Port Trust High School) is a renowned prestigious educational institution established in 1959.