আনন্দের সহিত বিদ্যালয়ের এসেম্বলি।
সার্বিক পরিচালনায় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসেস মিতা বড়ুয়া।
Bon Gobeshonagar High School
hello dear BGHSian. welcome to our School world
Operating as usual

ভর্তি চলছে. . .
ভর্তি চলছে. . .

শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জন করার কারণে জেলা প্রশাসকের কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা পত্র গ্রহণ করছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোছাইন স্যার।
বিদ্যালয়ের এমন অভিভূত সাফল্যে বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী অনেক আনন্দিত।

কুইজ প্রতিযোগিতা-২০২৩
সহযোগিতায়: ইউনিসেফ বাংলাদেশ
আয়োজনে: জেলা তথ্য অফিস, চট্টগ্রাম।
স্থান: বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

থানা পর্যায়ে নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরনে আগত প্রশিক্ষকবৃন্দদের সাথে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বরণ করার মুহুর্তে.....

প্রাত্যহিক সমাবেশের মধ্য দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

নতুন শিক্ষাক্রম এর আলোকে বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির বৃক্ষরোপণ কর্মসূচি।

আন্তঃ শ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০২৩......

৫০ তম শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিদ্যালয়ের ফুটবল দল.....

সুসমৃদ্ধ শেখ রাসেল ল্যাবে ৭ম শ্রেণির আজকের ডিজিটাল টেকনোলজির শ্রেণি কার্যক্রম।
পরিচালনায় অত্র বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সৈকত পালিত।
একটি মানবিক আবেদন।
জরুরী রক্তের প্রয়োজন।
💁রোগীর সমস্যা: রক্তশূন্যতা
🔴রক্তের গ্রুপ: A+
হিমোগ্লবিন:৯.৯
💉রক্তের পরিমান : ১ব্যাগ
⏰সময়: সকাল ১০টায়
📅তারিখ : ১০/০৮/২৩
🏨স্থান :চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
☎️ যোগাযোগ নাম্বার: +8801568151955

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামী ০৯/০৮/২৩ ও ১০/০৮/২৩ তারিখ বিদ্যালয়ের সকল শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকবে।
ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ হোসাইন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়
পাচঁলাইশ, চট্টগ্রাম।

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল বিদ্যালয়ের সকল শিক্ষা-কার্যক্রম বন্ধ থাকবে।
ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ হোসাইন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়
পাচঁলাইশ, চট্টগ্রাম।
স্কুলে যাদের জন্য বেঞ্চে জায়গা রাখতেন,
তাদের সাথে কি এখনো বন্ধুত্ব আছে.?
কথা হয়!?
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়া জনিত অদ্য ০৬/০৮/২৩ইং রোজ রবিবার এসএসসি-২৪ পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত অভিভাবক সমাবেশ স্থগিত করা হয়েছে।
অভিভাবক সমাবেশের তারিখ পরবর্তীতে জানানো হবে।
ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ হোসাইন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়
পাচঁলাইশ, চট্টগ্রাম।

#পাঁচলাইশ_থানায়_প্রাণের_বিদ্যালয়_প্রথম 💚
পাঁচলাইশ থানায় পাসের হারে প্রিয় বিদ্যানিকেতন
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করায়
উত্তীর্ণ সকল শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ, পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আমি বিদ্যালয়ের সার্বিক কল্যান ও সফলতা কামনা করছি।
ধন্যবাদান্তে
জনাব মোহাম্মদ হোসাইন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।

নিয়োগ বিজ্ঞপ্তি
স্কুল লাইফের সব থেকে কাছের একটা বন্ধু দেখান..🖤
Happy New Year 2023
একটি মানবিক আবেদন।
জরুরী রক্তের প্রয়োজন।
💁রোগীর সমস্যা: থ্যালাসেমিয়া
🔴রক্তের গ্রুপ: B+
হিমোগ্লবিন:
💉রক্তের পরিমান : ১ব্যাগ
⏰সময়: সকাল ১০টায়
📅তারিখ : ০১/০১/২৩
🏨স্থান : আন্দরকিল্লা ।
☎️ যোগাযোগ নাম্বার: +8801822-846787
ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানের সমাবেশে চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানাধীন অবস্থিত আমাদের সবার প্রিয় বিদ্যালয় বন গবেষণাগার উচ্চ বিদ্যালয় এর ৬ তলা বিশিষ্ট ৬ তলা ভবনের উদ্বোধন ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

চট্টগ্রামের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ভর্তি যোগ্যতাঃ
এসএসসি রেজাল্ট ২০২২ প্রকাশ,
পাশের হার ৯৩.৫৮%
এসএসসি পরীক্ষার বোর্ডভিত্তিক পাশের হার ও জিপিএ-৫
• চট্টগ্রাম- ৯১.১২ ℅ জিপিএ৫- ১২৭৯১ জন
• রাজশাহী- ৯৪.৭১ ℅ জিপিএ৫- ২৭৭০৯ জন
• বরিশাল- ৯০.১৯ ℅ জিপিএ৫- ১০২১৯জন
• সিলেট- ৯৬.৭৮% ℅ জিপিএ৫- ৪৮৩৪ জন
• যশোর- ৯৩.০৯ ℅ জিপিএ৫- ১৬৪৬১ জন
• দিনাজপুর- ৯৪.৮০℅ জিপিএ৫- ১৭৫৭৮ জন
• কুমিল্লা- ৯৬.২৭℅ জিপিএ৫- ১৪৬২৬ জন
• ময়মনসিংহ- ৯৭.৫২% জিপিএ-৫ ১০০৯২ জন
• ঢাকা- ৯৩.১৫ ℅ জিপিএ৫- ৪৯৫৩০ জন
• মাদ্রাসা- ৯৩.২২% জিপিএ৫- ১৪৩১৩ জন
• কারিগরি-৮৮.৪৯% জিপিএ৫- ৫১৮৭ জন

এসএসসি রেজাল্ট ২০২২


অনলাইন ভর্তি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি:-
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা
অনুযায়ী ২০২৩ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা) পর্যন্ত শূন্য আসনে অনলাইনে ছাত্র-ছাত্রী ভর্তির আবেদন কার্যক্রম ১৬ই নভেম্বর ২০২২ ইং তারিখ থেকে শুরু হয়েছে যা আগামী ৬ই ডিসেম্বর ২০২২ইং তারিখ পর্যন্ত চলবে।
২০২২ সালের মত এবার ও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হবে। অনলাইন আবেদনের লটারির ফলাফল পাওয়া যাবে ১৩ই ডিসেম্বর ২০২২ ইং তারিখে।
অনলাইনে ভর্তি ফরম পূরণের লিংক: https://gsa.teletalk.com.bd/
বি.দ্র: শুধুমাত্র সরকার নির্ধারিত ফি দিয়ে অনলাইনে ভর্তির আবেদন বিদ্যালয় থেকেও করা যাবে।
প্রধান শিক্ষক
বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়।
এক ব্যাগ (B+) পজেটিভ রক্ত প্রয়োজন জরুরী ভিত্তিতে যোগাযোগ ঃ ০১৭২৬২৭৯৭০৫
Bon Gobeshonagar High School hello dear BGHSian. welcome to our School world
জীবনে যে একবার হলেও ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দিয়েছে, সে জানে ডিপ্রেশন কাকে বলে।🙂

***ব্রেকিং নিউজ***
২০২২ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, পরীক্ষা শুরু ৬ নভেম্বর
এইচএসসি ২০২২ এর জিপিএ ফাইভ পাওয়ার সমীকরণ দেখে নিন!
১) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৪টিতে A+(ফোর সাবজেক্ট সহ ) আর ৩টিতে A পেলে জিপিএ ফাইভ চলে আসবে।
২) ৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর দুটিতে যথাক্রমে A,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে
৩) ফোর সাবজেক্ট এ A পেলে ৫টি সাবজেক্ট এ A+ আর ১টি সাবজেক্ট এ A পেতে হবে
৪)ফোর সাবজেক্ট এ A- পেলে বাকি ৬টি সাবজেক্ট এই A+ পেতে হবে।
৫)৭টি সাবজেক্ট এর মধ্যে ৫টিতে A+ (ফোর সাবজেক্ট সহ) আর ২টিতে যথাক্রমে A-,A- পেলেও জিপিএ ফাইভ চলে আসবে।
৬) ৭টি সাবজেক্ট এর মধ্যে(ফোর সাবজেক্ট সহ) ৭টি সাবজেক্ট এ ই জিপিএ ফাইভ পেলে গোল্ডেন A+ আসবে।
শুভকামনা রইল 😘 ©__ বাংলাদেশ শিক্ষাবার্তা

Any idea guys??
আপনার প্রিয় শিক্ষক কে? যার প্রতি আপনি কৃতজ্ঞ!
২৪ তারিখ বুধবার থেকে অফিস সময়
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি আধা-সরকারি স্বায়ত্তশাসিত।
শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে
২৫ আগস্ট বৃহস্পতিবার থেকে সকল সিটি কর্পোরেশনে ০৫ থেকে ১১ বছর বয়সী রেজিস্ট্রেশনকৃত শিশুদের স্কুলের নির্ধারিত তারিখে কোভিড-১৯ ভ্যাকসিনেশন শুরু হবে।-স্বাস্থ্য অধিদপ্তর

মাঠ সংস্কারের কাজ চলের বিনোদন ফিরে পাবে এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।অসংখ্য ধন্যবাদ সংশ্লিষ্ট আসনের মাননীয় এমপি মহোদয়কে।

৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান বিষয়ক নির্দেশনা। সবার অবশ্যই অনলাইন জন্মনিবন্ধ থাকতে হবে। অনলাইন জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা সেবার ওযেবসাইট : -https://surokkha.gov.bd/enroll/birth-registration?s=1 নিবন্ধন করে টিকা দেওয়া যাবে।


শিক্ষার্থীদের স্কুল বাসে চলাচল বাধ্যতামূলক করা যেতে পারে। এতে করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং জ্বালানি সাশ্রয় হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে সময়সূচিতে পরিবর্তন আনা যেতে পারে। যেমন সকাল ৮টা থেকে ১২টা/ ৭টা থেকে ১১টা পর্যন্ত করা যেতে পারে। কর্মঘণ্টা কমলে বিদ্যুৎ সাশ্রয় হবে। সকালে দিনের তাপমাত্রা কম থাকায় বিদ্যুৎ সাশ্রয় হবে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে কোচিং বাণিজ্য আরো রমরমা হবে। গাড়িওয়ালা বাবার ছেলেটা তখন কোচিং-এ ঠিকই পড়তে যাবে। বিপত্তিটা হবে কেবল দরিদ্র বাবার সন্তানদের।
তাই তিনদিন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে উল্লেখ্য বিষয়ে বিবেচনা করার জন্য অনুরোধ করছি।

লজ্জার কিছু নেই , 🙃 জীবনে স্কুল পালিয়েছেন কখনো..! 🙈😆
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Sholoshar , Bon Gobeshonagar A/s
Chittagong
5243
Chittagong Collegiate School, Ice Factory Road, Chattogram
Chittagong, 4000
Thousand bodies - one soul Thousand lives - one goal... Long Live Chittagong Collegiate School. Alum
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100
UnOfficial page.. Bangladesh Bank Colony High School....
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000
Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.
Chittagong Port Authority, P. O. Bandar
Chittagong, 4100
Port Authority High School, Chittagong, (earlier Port Trust High School) is a renowned prestigious e
KEPZ Road
Chittagong, 4204
Welcome to the official page of Chittagong Steel Mills High School.
Chittagong
This is the Official Page of Garibe Newaz High School. It is the best school of the HALISHAHAR . It
Victory Model High School, Pahartali
Chittagong, 4207
All students and ex students of Victory Model High School are requested to share their school life a
House #45, Road #04, O. R Nizam Road R/A
Chittagong, 4203
Welcome to EUROPEAN GRAMMAR SCHOOL - National Curriculum (English Version).
Mubarak Road (Opposite Of BRTA), Chittagong Cantonment, Chittagong-4220
Chittagong
School Code: 3229, EIIN No: 104435