Medico Chattogram Branch

Medico Chattogram Branch

Share

Text Book Based Preparation Program for Medical & University Admission Test.

Operating as usual

28/12/2024

ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সাম | মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রস্তুতি ব্যাচের সকল শিক্ষার্থীদের নিয়ে (ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার) মেডিকো আগামী ৩১ ডিসেম্বর আয়োজন করেছে ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সাম। এই এক্সামটিতে অফলাইন ও অনলাইন যেকোন মাধ্যমে অংশগ্রহণ করা যাবে।

[ক] অফলাইন মাধ্যমে: মেডিকোর রেগুলার ব্যাচ ও এক্সাম ব্যাচের সকল শিক্ষার্থী (অফলাইন ও অনলাইন) দেশব্যাপী ১৯টি ব্রাঞ্চ ও ১০টি এক্সাম সেন্টারে অফলাইনে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

[খ] অনলাইন মাধ্যমে: মেডিকোর অনলাইন ব্যাচ এবং অফলাইন রেগুলার ও এক্সাম ব্যাচের শিক্ষার্থী যারা অফলাইনে অংশ নিতে পারবেনা তারা অনলাইন মাধ্যমে ফাইনাল অ্যাসেসমেন্ট এক্সামে অংশ নিতে পারবে। এছাড়াও যে সকল শিক্ষার্থী ট্রায়াল এক্সাম ও মেডিকেল-ম্যানিয়া পরীক্ষায় ফ্রি রেজিস্ট্রেশন করেছো তোমরাও এই পরীক্ষায় অনলাইনে অংশ নিতে পারবে। অনলাইন পরীক্ষার সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

সবার জন্য শুভকামনা

26/12/2024

এইচএসসি ব্যাচ ২০২৫ | মেডিকেল প্রিপারেশন প্রিমিয়াম কোর্স
___________________________________________________________
মেডিকোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুকদের স্বপ্ন সফলের চ্যালেঞ্জে মূলবই ভিত্তিক গাইডলাইন নিয়ে মেডিকো টিম প্রস্তুত। স্বপ্ন সফলের চ্যালেঞ্জে তোমাকে এগিয়ে রাখার দৃঢ় প্রত্যয়।
🍁🍂 তোমার স্বপ্ন, আমাদের প্রচেষ্টা:
[১] বেস্ট ক্লাস: প্রতি সপ্তাহে ৪ দিন ক্লাস ও পরীক্ষা । মেডিকোর কোর্স প্ল্যান অনুযায়ী মূল বই প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় টপিকগুলো বুঝিয়ে পড়ানো হবে।
[২] ব্যতিক্রমধর্মী দাগানো বই: তোমার প্রস্তুতি Perfect & Easy করার জন্য মেডিকোর পক্ষ থেকে মূল বই দাগিয়ে দেওয়া হবে। দীর্ঘদিনের অভিজ্ঞতার ভিত্তিতে মূল বই দাগিয়ে দেওয়ার কাজটি করেছেন - মেডিকোর প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি। মেডিকোর দাগানো বই এর নমুনা পিডিএফ এই পোস্টের ১ম কমেন্টে দেওয়া হয়েছে।
[৩] মেধা ও অভিজ্ঞতা সম্পন্ন সেরা টিচার: বেস্ট কোয়ালিটি ক্লাস নিশ্চিতকরণের জন্য প্রতিটি বিষয়ে মেডিকোর সবচেয়ে সিনিয়র টিচাররা ক্লাস নিবেন। প্রতিটি ক্লাসে টিচারদের ভিন্নধর্মী টেকনিক একটি অধ্যায় পারফেক্টলি কমপ্লিট করার জন্য যথেষ্ট। উল্লেখ্য; মেডিকোর সবগুলো ব্রাঞ্চে সেন্ট্রাল টিচার্স প্যানেলের টিচাররাই ক্লাস নিবেন।
[৪] সর্বোচ্চ সংখ্যক পরীক্ষা: একটি ক্লাস হওয়ার পর ঐ ক্লাসের উপর ১০০ নম্বরের রেগুলার এক্সাম এবং ৫০ নম্বরের স্পেশাল এক্সাম হবে। এছাড়া ১০০ নম্বরের সাপ্তাহিক রিভিউ এক্সাম ও মান্থলি রিভিউ এক্সাম হবে। প্রতিটি পরীক্ষার প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষার মানসম্পন্ন করতে প্রধান নির্বাহী পরিচালক সহ সিনিয়র টিচারদের সরাসরি মনিটরিং থাকবে।
[৫] মেডিকোর সহায়ক বই: মেডিকোর কোর্স কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে "মূল বই"। মূল বই ভিত্তিক প্রস্তুতি আরও সহজ ও কার্যকরী করতে নতুন সংস্করণের কম্প্যানিয়ন বুক (Zoology, Botany, Physics, Chemistry, General Knowledge, English) ও অধ্যায়ভিত্তিক MCQ প্রশ্ন অনুশীলনের জন্য প্রতিটি সাবজেক্টের লেটস প্র্যাকটিস বুক দেওয়া হবে। এছাড়াও রয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সমন্বয়- প্রশ্ন ব্যাংক।
[৬] মেডিকেল প্রোগ্রামে ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্য প্রি-মেডিকেল এবং এইচএসসি ২০২৫ ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম ফ্রি।
[৭] মেডিকেল প্রোগ্রামে ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্য এইচএসসি ফাইনাল রিভিশন কোর্স ও ফাইনাল মডেল টেস্ট সম্পূর্ণ ফ্রি।
[৮] স্টুডেন্ট-টিচার মিটিং: বিষয়ভিত্তিক সমস্যা সমাধানে থাকছে স্টুডেন্ট-টিচারদের সাথে অনলাইন জুম মিটিং।
[৯] সার্বক্ষণিক QnA সার্ভিস : যেকোন বিষয়ে প্রশ্নের দ্রুত সমাধানের জন্য রয়েছে সার্বক্ষণিক QnA সার্ভিস। মেডিকোর মেন্টর প্যানেল তোমার প্রশ্নের দ্রুত সমাধানে প্রস্তুত রয়েছেন।
[১০] এছাড়াও মেডিকেল প্রোগ্রামে ভর্তি হওয়া স্টুডেন্টদের জন্যে ভার্সিটি প্রস্তুতি কোর্সে থাকছে বিশেষ ছাড়।
📌ভার্সিটি প্রস্তুতি প্রোগ্রাম : মেডিকোর নিয়মিত স্টুডেন্টদের জন্য রয়েছে অনলাইন/অফলাইন ভার্সিটি প্রস্তুতি প্রোগ্রাম। কোর্সটি পরিচালনা করবেন মেডিকোর একাডেমিক কোর্স কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার (BUET)।
🌀 মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে ৪,০০০/- ছাড়ে ভর্তি চলছে।
🌀 মেডিকোর যে কোন ব্রাঞ্চে সরাসরি বা bKash এর মাধ্যমে সহজেই ভর্তি হওয়া যাবে।
🌀 মেডিকোর যেকোন কোর্সে ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ-
📞 ঢাকা (ফার্মগেট, শান্তিনগর, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ী):
01785444999, 01790339999, 01798661166
📞 ঢাকার বাইরের ব্রাঞ্চ:
01786550022, 01705184950, 01705184951
📞 Hotline: 09666747475
"মেডিকোর ক্রিয়েটিভ এডুকেশন সার্ভিসে স্বাগতম"

Photos from MEDICO's post 20/12/2024

প্রশ্নপত্র ও সমাধান: বায়োস্টার ২০২৫

বায়োস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। বাংলা ভার্সনের মেডিকো বায়োস্টার পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান এখানে পোস্ট করা। প্রশ্নের পিডিএফ ফাইল ১ম কমেন্টে দেওয়া হয়েছে।

আশা করি প্রশ্নটি সলভ করে তোমরা অনেক কিছু শিখতে পারবে। কোনো প্রশ্নের ব্যাখ্যার ব্যাপারে তুমি আরো জানতে চাইলে কমেন্ট করতে পারো। মেডিকোর সম্মানিত টিচার্স প্যানেল তোমার জিজ্ঞাসার উত্তর দিবেন।

ধন্যবাদ

20/12/2024

"বায়োস্টার" এক্সাম ২০২৫ চট্টগ্রাম সেন্টার অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য ধন্যবাদ।

06/12/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম ।

সবার জন্য শুভকামনা।

30/11/2024

Hello MEDICO Aspirants!
শুভেচ্ছা নাও।
দেখতে দেখতে কোর্স প্ল্যানের নির্ধারিত ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। আগামী ৭ ডিসেম্বর থেকে মেডিকোর মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য আমরা ইন্টেনসিভ কোর্স শুরু করতে যাচ্ছি, আজকে ৩০ নভেম্বর থেকে। এই কোর্সের ক্লাস এমনভাবে নেওয়া হবে যাতে ক্লাসেই পড়া শেষ হয়ে যায়। অনলাইনে ক্লাস করে নিজের মত করে পড়ার পর পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে।
Note :
ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি চলছে!
ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের জন্য ইনটেনসিভ কোর্স প্রোগ্রামের সবগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রি!

29/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : চট্রগ্রাম সরকারি মহিলা কলেজ।

সবার জন্য শুভকামনা।

28/11/2024

Trial Exam 4.0 | Offline MCQ Contest (Session 2024-25)

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রস্তুতি ব্যাচের সকল শিক্ষার্থীদের (ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার) নিয়ে আয়োজন করতে যাচ্ছে- "Trial Exam 4.0"। পরীক্ষা হবে 100 মার্কের MCQ পদ্ধতিতে; প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে।

🟩 পরীক্ষার টপিক : রসায়ন ১ম ও ২য় পত্র অনুশীলনীর MCQ প্রশ্ন (হাজারী স্যার, ফুল সিলেবাস)।
🟩 পরীক্ষার তারিখ : পরীক্ষাটি অভিন্ন প্রশ্নপত্রে আগামী ৫ ডিসেম্বর বৃহঃস্পতিবার নেয়া হবে (অফলাইনে)। মেডিকোর অনলাইন ব্যাচে এনরোলকৃত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অফলাইনে অংশ নিতে পারবে। তবে একান্তই কেউ যদি অফলাইনে পরীক্ষাটিতে অংশ নিতে না পারে তাহলে মেডিকোর সার্ভারে অনলাইনে দেয়া যাবে।

🟩 পরীক্ষার ভেন্যু : এই পোস্টের ২য় কমেন্টে অফলাইন পরীক্ষার অঞ্চল ভিত্তিক পরীক্ষার সেন্টার সমূহের নাম দেওয়া হয়েছে। ভেন্যুর নাম পরবর্তীতে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে।
🟩 পুরস্কার : অফলাইন পরীক্ষায় শীর্ষস্থানপ্রাপ্ত প্রথম ১০ জনকে শিক্ষাবৃত্তি, টি-শার্ট ও ক্রেস্ট এবং ১১তম থেকে ২০০তম পর্যন্ত প্রত্যেকের জন্য টি-শার্ট ও ক্রেস্ট দেওয়া হবে।

📌 রেজিস্ট্রেশন গুগল ফরম : https://forms.gle/AcKbiHSRnvUAGhCe6

পড়তে থাকো। ইনশা আল্লাহ এবার স্বপ্ন পূরণ হবেই।

25/11/2024

ব্রেকিং নিউজ!

মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। বিস্তারিত কমেন্টে।

24/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে সরকারি সিটি কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ৪ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।
🔷 পরীক্ষার তারিখ : ৬ ডিসেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ৪ ডিসেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস, পরিপাক ও শোষণ, কোষ ও এর গঠন, উদ্ভিদ শারীরতত্ত্ব
🔷 ৪০ এর নিচে নাম্বারপ্রাপ্ত কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/Frgpx78HZzfng8Pa6

[বিঃ দ্রঃ মেডিকো কর্তৃপক্ষ কলেজ বায়োলজি অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন, পরিমার্জন করার ক্ষমতা রাখে]

সবার জন্য শুভকামনা

20/11/2024

ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম 🩺 মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
[পরীক্ষা শুরু ৭ ডিসেম্বর]

মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার মত স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা সহ ভর্তি প্রস্তুতিতে ইনটেনসিভ কেয়ার হিসেবে থাকছে ৩০টি ইফেকটিভ অনলাইন ক্লাস। মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।

🎯এক্সাম প্ল্যান :
[১] পেপার ফাইনাল (100 MCQ) - ৮টি
[২] সাবজেক্ট ফাইনাল (100 MCQ) - ৪টি
[৩] ফুল সিলেবাস (100 MCQ) -১৬টি
[৪] অ্যাসেসমেন্ট এক্সাম (100 MCQ) - ৫টি
[৪] স্পেশাল এক্সাম (50 MCQ) -২২টি
📌প্রতিটি পরীক্ষার প্রশ্নের মান মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড বজায় রাখতে সরাসরি তত্ত্বাবধানে থাকবেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি।

🎯অন্যান্য আয়োজন :
[১] ইনটেনসিভ কোর্স (অনলাইন ক্লাস) - ৩০টি
[২] ইংরেজি ও সাধারণ জ্ঞানের কুইক রিভিশন বই
[৩] হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন : বাসায় পরীক্ষা দেওয়ার জন্য “হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন” দেওয়া হবে যা তোমার প্র্যাকটিস আরও সুদৃঢ় করবে।
[৪] মেডিকোর স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল।
🎯কোর্স ফি (বাংলা ও ইংরেজি ভার্সন):
অফলাইন ব্যাচ ৩,০০০/-, অনলাইন ব্যাচ ২,০০০/- [৭ ডিসেম্বর পর্যন্ত ৫০০/- ছাড়!]

🎯 ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:

মেডিকো চট্টগ্রাম শাখা : ০১৭৯২১৬২৮২৮
৬৫/এ, চট্টেশ্বরী রোড, মুক্তি ভবন, চকবাজার

18/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখে চট্টগ্রাম সরকারি মহিল কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ২৬ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।
🔷 পরীক্ষার তারিখ : ২৯ নভেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২৬ নভেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস, পরিপাক ও শোষণ, কোষ ও এর গঠন, উদ্ভিদ শারীরতত্ত্ব।
🔷 ৪০ এর নিচে নাম্বারপ্রাপ্ত কেউ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/E7csTJruBTSJk2Z18

[বিঃ দ্রঃ মেডিকো কর্তৃপক্ষ কলেজ বায়োলজি অলিম্পিয়াড সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন, পরিমার্জন করার ক্ষমতা রাখে]

সবার জন্য শুভকামনা

12/11/2024

ব্রেকিং নিউজ! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫

(১) ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারে, যার মধ্যে এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে ১০০ নাম্বার হিসাব করা হবে।
(২) সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৩ নাম্বার কর্তন হবে; পূর্বে ৫ নাম্বার কর্তন করা হতো।
(৩) এইচএসসিতে ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে।

সোর্স: কমেন্টে

10/11/2024

MEDICO-BioStar | Season-13 | HSC Batch 2025 🍁

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের (বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন) জন্য মেডিকো আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া অফলাইনে বায়োলজি অলিম্পিয়াড “বায়োস্টার ২০২৫” এর তারিখ এইচএসসি ২০২৫ ব্যাচ ও শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে। প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ের বাছাইকৃত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে ১০০ নাম্বারের MCQ প্রশ্নে সারাদেশে ৬০টিরও অধিক কেন্দ্রে একই সময়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো যারা রেজিস্ট্রেশন করোনি ক্যাপশনে ও ১ম কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে দ্রুত রেজিস্ট্রেশন করে নাও।

🟠 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দেশনা ও তথ্য :
🔹 পরীক্ষার তারিখ : ২০ ডিসেম্বর ২০২৪ (চূড়ান্ত তারিখ)
🔹 যারা অংশগ্রহণ করবে : এইচএসসি ব্যাচ ২০২৫ (বিজ্ঞান শাখা)
🔹 পরীক্ষার বিষয় : উদ্ভিদবিজ্ঞান (৫০ নম্বর), প্রাণিবিজ্ঞান (৫০ নম্বর)

📝 রেজিস্ট্রেশনের গুগল ফরম: https://forms.gle/zrW2DUKMHSoiFSQp9

🎯 মেডিকো-বায়োস্টার প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী, পরীক্ষার সিলেবাস, বায়োস্টার এক্সাম টপিক লিস্ট, অনলাইন ফ্রি ক্লাস, অনলাইন ট্রায়াল এক্সাম ও অন্যান্য তথ্য পেতে Facebook Group এ জয়েন কর । গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/medico.dream/

☎️যে কোন প্রয়োজনে মেডিকোর ব্রাঞ্চ অফিসে অথবা হটলাইন নাম্বারে (09666747475) যোগাযোগ করা যাবে ।

09/11/2024

Trial Exam 3.0 | Offline MCQ Contest (Session 2024-25)

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রস্তুতি ব্যাচের সকল শিক্ষার্থীদের (ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার) নিয়ে আয়োজন করতে যাচ্ছে- "Trial Exam 3.0"। পরীক্ষা হবে 100 মার্কের MCQ পদ্ধতিতে; প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে।

🟩 পরীক্ষার টপিক : পদার্থবিজ্ঞান ২য় পত্র অনুশীলনীর MCQ প্রশ্ন (ইসহাক স্যার, ফুল সিলেবাস)। মেডিকোর নিয়মিত ক্লাসে কোন অধ্যায়টি ইতোমধ্যে পড়ানো হয়েছে বা হয়নি সেটি বিবেচনায় নেয়া যাবেনা, ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় সিলেবাস হিসেবে গন্য হবে।

🟩 পরীক্ষার তারিখ : পরীক্ষাটি একযোগে অভিন্ন প্রশ্নপত্রে আগামী ২২ নভেম্বর শুক্রবার নেয়া হবে (অফলাইনে)। মেডিকোর অনলাইন ব্যাচে এনরোলকৃত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অফলাইনে অংশ নিতে পারবে। তবে একান্তই কেউ যদি অফলাইনে পরীক্ষাটিতে অংশ নিতে না পারে তাহলে ২২ নভেম্বর একই সময়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি মেডিকোর সার্ভারে অনলাইনে দেয়া যাবে।

🟩 পরীক্ষার ভেন্যু : এই পোস্টের ২য় কমেন্টে অফলাইন পরীক্ষার অঞ্চল ভিত্তিক পরীক্ষার সেন্টার সমূহের নাম দেওয়া হয়েছে। ভেন্যুর নাম পরবর্তীতে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে।

🟩 পুরস্কার : অফলাইন পরীক্ষায় শীর্ষস্থানপ্রাপ্ত প্রথম ১০ জনকে শিক্ষাবৃত্তি, টি-শার্ট ও ক্রেস্ট এবং ১১তম থেকে ২০০তম পর্যন্ত প্রত্যেকের জন্য টি-শার্ট ও ক্রেস্ট দেওয়া হবে।

📌 রেজিস্ট্রেশন গুগল ফরম : https://forms.gle/wPz8yVgo5UvNNzEX8

পড়তে থাকো। ইনশা আল্লাহ এবার স্বপ্ন পূরণ হবেই।

08/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : হাজেরা- তজু ডিগ্রী কলেজ, চট্টগ্রাম

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ২০২৪ তারিখে হাজেরা- তজু ডিগ্রী কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ১২ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : হাজেরা- তজু ডিগ্রী কলেজ, চট্টগ্রাম।
🔷 পরীক্ষার তারিখ : ১৬ নভেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১৩ নভেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, পরিপাক ও শোষণ; কোষ ও এর গঠন, টিস্যু ও টিস্যুতন্ত্র।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/TMzartCa6LsA3iUR8

সবার জন্য শুভকামনা

05/11/2024

HSC BATCH 2024
Hello Math Lovers!
মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা । মেডিকেল ভর্তি প্রস্তুতির পাশাপাশি ভার্সিটি ম্যাথ প্রিপারেশনে এগিয়ে থাকতে দরকার সহজবোধ্য প্ল্যান । তবে তোমাকে মনে রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার বেশ পরে ভার্সিটি এডমিশন টেস্ট শুরু হয়। তাই প্রত্যেকের উচিত যতটুকু সম্ভব প্র্যাকটিসের মধ্যে থেকে এই কম্পিটিটিভ সময়ে নিজেকে এগিয়ে রাখা ।
আমাদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ ও ৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় তোমাদের জন্য ফ্রি ম্যাথ যাচাই ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, টপিক- সরলরেখা ১ম অংশ, সরলরেখা ২য় অংশ। শিক্ষক হিসেবে থাকবেন মেডিকোর একাডেমিক কোর্স কো-অরডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার। ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, তোমাদের অন্য ফ্রেন্ডদের জানিয়ে দিতে পার। এই ক্লাসটি মেডিকো গ্রুপ থেকে লাইভ করা হবে। গ্রুপ লিংক ১ম কমেন্টে দেওয়া হলো। মেডিকোর পক্ষ থেকে ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ রইল।
যেকোন প্রয়োজনে কল করা যাবে মেডিকো হটলাইন 09666747475 নাম্বারে।

Smart Study | Start Study

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

"বায়োস্টার" এক্সাম ২০২৫ চট্টগ্রাম সেন্টার অংশগ্রহণকারী সবাইকে অসংখ্য  ধন্যবাদ।
কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম ।সবার জন্য শুভকামনা।
কলেজ বায়োলজি অলিম্পিয়াড : চট্রগ্রাম সরকারি মহিলা কলেজ।সবার জন্য শুভকামনা।
শহীদের রক্তে কেনা এই নতুন স্বাধীন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সকলের। তাই চলুন নতুন উদ্যমে জ্বলে উঠি আবার।দেশসেরা সার্ভি...
স্বপ্নের পথ ধরে সফলদের গল্প | মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ 🩺
Medical Mania
Biology | HSC 2024
সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা~ Plan-2
Booster Batch 2023
মেডিকো সার্ভিস প্ল্যান > Batch 2023স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়ার সেই পথ যথেষ্ট কঠিন। আগামী কয়েক মাসে এতগুলো ...
মেডিকো সার্ভিস প্ল্যান > Batch 2023স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়া। এগিয়ে যাওয়ার সেই পথ যথেষ্ট কঠিন। আগামী কয়েক মাসে এতগুলো ...
একাডেমিক ম্যাটেরিয়াল ২০২৩ | Academic Metarial 2023

Location

Address


65/A Chatteshwari Road, Mukti Bhaban, ChawkBazar
Chittagong
4203

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00