29/09/2024
আবু হুরাইরাহ্ ও আনাস্ (রা:) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল (ﷺ) ইরশাদ করেন:
فَوَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُوْنَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِيْنَ
‘‘সে সত্তার কসম যাঁর হাতে আমার জীবন! তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার নিজ মাতা-পিতা, ছেলে-সন্তান ও সকল মানুষ চেয়েও অধিক প্রিয় হই’’।
#রেফারেন্স:- বুখারী, হাদীস নং ১৪, বুকারী‚ হাদীস নং ১৫‚ বুখারী হাদীস নং ৬৬৩২
ভারতীয় পুরোহিত রামগিরি এবং বিজেপি নেতা নিতিশ রানে কর্তৃক ইসলাম ধর্ম ও রাসূল (ﷺ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন।
#সময়:- ২৯ সেপ্টেম্বর, #সকাল ১১:৩০
ক্ষমা চাই না, চাই বদলা অপমানের,
চাই না কিছুই, চাই সম্মান রাসুলের।
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚
19/09/2024
Press release of Guardians Meetup and Student Appreciation Program, 2024
19/09/2024
তোফাজ্জল উনি চো'র ছিলো না!
বরগুনা, পাথরঘাটার সন্তান, মেধাবী সন্তান তোফাজ্জল ভাই! ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন,,,,,,,,, ঠিক ঐ সময় তার ভাগ্য তার সাথে নি'ষ্ঠু'রতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়,,, তা কপালে সয় নাই ঐ মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়! বিধাতা ও তার মা- বাবা কে এক মাসের মাথায় পৃথিবী থেকে তু'লে নিয়ে যায়!
এই অবস্থা আপনি আমি ও পা'গ'ল হয়ে যেতাম !
শো'কে ক'ষ্ট সে পা'গ'ল হয়ে বেড়ায়,,, বড় ভাই ছিলেন পুলিশের এসআই! তিনি তার শেষ অভিভাবক,, তাকে চিকিৎসা করায়! ম:র'ণ এসে তাকে তুলে নেয়।
কেবল পরে থাকে কপাল পো'ড়া পা'গ'লা টা!!!!
এরমধ্যে সে বরগুনা ডিগ্রি কলেজের ও অনার্সে ভর্তি হয়! ভাগ্য তাকে ছাড়ে নাই!
পা'গ'ল হয়ে আমাদের স্কুলগুলোতে, বাজারে ঘুরে বেড়াতো!
কে খোঁজ নিবে,,,,,,, হয়তো খাবারের খোজে আসছিলো,,, আর চো'র বানাইলেন!
ওরে ভাত খাওয়াইয়া মা'র:লে'ন! 💔😅
©
17/09/2024
ঈদে মিলাদুন্নবীর (সঃ) দরূদ এর শুভেচ্ছা
ঈদে মিলাদুন্নবী বয়ে আনুক, সুখ ও সমৃদ্ধি, কল্যাণ
14/09/2024
এ বছর যেন বাংলাদেশের জয়রথ থামছেই না। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিতব্য প্রথম ইন্টারন্যাশনাল এআই অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ দল অর্জন করেছে দুইটি সিলভার মেডেল এবং দুইটি ব্রোঞ্জ মেডেল। প্রথমবারের মতো অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশ নেয় বিশ্বের ২৫ টি দেশের দল।
৮-১২ সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড। কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে এই অলিম্পিয়াড প্রথমবারের মতো আয়োজিত হয়। বাংলাদেশ থেকে চার সদস্যের একটি দল এই অলিম্পিয়াডে অংশ নেয়। এই দলে ছিলেন, নটরডেম কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দীন ইনান এবং আবরার শহীদ, সেন্ট যোসেফ হাইয়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থী আরেফিন আনোয়ার এবং অ্যাকাডেমিয়া (লালমাটিয়া) এর শিক্ষার্থী রাফিদ আহমেদ। পাশাপাশি বাংলাদেশ দলের টিম লিডার হিসেবে ছিলেন প্রফেসর ড. বিএম মইনুল হোসাইন। ১২ সেপ্টেম্বর অলিম্পিয়াডের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। মিসবাহ উদ্দীন ইনান ও আরেফিন আনোয়ার সিলভার মেডেল এবং আবরার শহীদ ও রাফিদ আহমেদ ব্রোঞ্জ মেডেল অর্জন করেন। কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পর্কে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ঝলক হয়ে থাকবে এই অর্জন।
13/09/2024
Assalamu Alaikum everyone,
We are thrilled to be part of this wonderful session led by our respected alumni of 22nd Batch and the first president of UPDC, Debpriya Bhattacharjee bhaia. He is currently pursuing his master's at Brandenburg University of Technology.
In this session, he covered the basics of debate and motion analysis. We are immensely grateful for his valuable time and insightful guidance.
Thank you once again for sharing your expertise with us, and we look forward to applying what we've learned.
12/09/2024
সদ্য নিয়োগ প্রাপ্ত ভিসি নিয়ে অনেক অভিযোগ শুনা যাচ্ছে, সিভাসুর শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেক অভিযোগ আসতেছে আপনার মতামত কি?
11/09/2024
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম USTC এর
নতুন ভাইস-চ্যান্সেলর ড. গৌতম বুদ্ধ দাশ সাবেক ভাইস-চ্যান্সেলর চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়
10/09/2024
আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে এসেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা!
দুই দিনের দুনিয়াতে ৩ দিনের গ্যান্জাম!😑
28/08/2024
আল্লাহতায়লার অশেষ রহমতে আমাদের মনের সাহস আর স্থানীয় ভাইদের সহযোগিতায় ২৪/০৮/২০২৪ ইং- ২৫/০৮/২০২৪ইং পর্যন্ত মিরসরাই এর (দুর্গাপুর, বাড়িয়াখালী-কাটাছড়া, শিকারপুর-কাটাছড়া, নাগপাড়া, উত্তর গোপালপুর, মিঠাইছড়া, তেমুহানী, জামেয়া রহমানিয়া মাদ্রাসা এবং তেতৈয়া সাইক্লোন সেন্টার) যতটা দুর্গম জায়গায় সম্ভব আপনাদের দেয়া সাহায্য তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আমাদের সহযোগিতা এবং দিকনির্দেশনা প্রদান করতে এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোঃ আরিফ স্যার (FBES) বন্যাকবলিত এলাকাগুলিতে আমাদের সাথে অবস্থান করেছিলেন। তাছাড়া যারা আর্থিকভাবে সাহায্য করেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা মানসিক শক্তি যোগাতে সাহায্য করেছেন এবং যারা শ্রম দিয়ে সাহায্য করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
Students of
Bachelor of Business Administration
(Faculty of Business and Entrepreneurial Sciences)
27/08/2024
শিক্ষার্থী দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায়;
আর-শিক্ষার্থী মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়।
27/08/2024
❤️❤️
" COME FORTH FOR HUMANITY "
To all the Foreigner seniors,friends and juniors,
Please forward this message to all of your friends and families so that they can help.
We are looking forward to your support🤝
27/08/2024
📌 বন্যা সংকটের সময় স্বেচ্ছাসেবীতা একটি গুরুত্বপূর্ণ এবং মহৎ প্রচেষ্টা কিন্তু এটি একটি অনন্য চ্যালেঞ্জ নিয়ে আসে। এই সমস্যা গুলি কার্যকর ভাবে মোকাবেলা করা স্বেচ্ছাসেবকদের কাজকে আরো বেশি প্রভাবশালী এবং নিরাপদ করে তুলতে পারে। বন্য সংকটের সময় স্বেচ্ছাসেবকদের মুখোমুখি হওয়া কিছু সাধারণ সমস্যা এবং তাদের সম্ভাব্য সমাধান এখানে দেওয়া হল:
🔷প্রশিক্ষণ ও প্রস্তুতির অভাব:
অনেক স্বেচ্ছাসেবী পূর্বে কোন দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞ নাও হতে পারে তা যার ফলে বিভ্রান্তি ,অদক্ষতা এবং সম্ভাব্য ক্ষতি হতে পারে।
সমাধান: সমস্ত স্বেচ্ছাসেবীদের জন্য সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশন বাধ্যতামূলক করা উচিত এতে প্রাথমিক চিকিৎসা এবং বন্যা আক্রান্ত ব্যক্তিদের বিশেষ চাহিদা সম্পর্কে জানানো হবে।
🔷যোগাযোগ বিভ্রাট:
বন্যা পরিস্থিতিতে যোগাযোগ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্বেচ্ছাসেবীরা তাদের প্রচেষ্টা সমন্বয় করতে ব্যর্থ হবে।
সমাধান: রেডিও, ওয়াকি-টকি বা অন্যান্য বিকল্প যোগাযোগ পদ্ধতি, পূর্ব নির্ধারিত মিলন পয়েন্ট এবং চেক ইন সময় স্থাপন করা।
🔷 মানসিক ও শারীরিক ক্লান্তি:
স্বেচ্ছাসেবীরা কাজের তীব্রতার কারণে মানসিকও শারীরিক ক্লান্তির সম্মুখীন হতে পারে যার ফলে কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।
সমাধান: ঘূর্ণায়মান শিফট তৈরি করা,নিয়মিত বিরতি প্রদান করা এবং পর্যাপ্ত পানিয় ও পুষ্টির উৎস প্রদান করতে হবে।
🔷সংস্কৃতি এবং ভাষাগত বাধা:
স্বেচ্ছাসেবীদের স্থানীয় সম্প্রদায়ের সাথে যোগাযোগের সমস্যা হতে পারে বিশেষ করে ভাষার ক্ষেত্রে।
সমাধান: এক্ষেত্রে স্থানীয় স্বেচ্ছাসেবী দের নিয়োগ করা উচিত যারা সাংস্কৃতিক এবং ভাষাগত বাধাগুলি দূর করতে পারে।
স্বেচ্ছাসেবকদের জন্য কিছু পরামর্শ:
🔹টিমের মধ্যে দক্ষ সাঁতারু রাখবেন।
🔹অঞ্চলের পরিস্থিতি বুঝে প্ল্যান করবেন।
🔹এক জায়গায় অনেক রেসকিউ এবং রিলিফ টিম গিয়ে যট সৃষ্টি করবেন না।
🔹বৃদ্ধ,শিশু এবং গর্ভবতী নারীদের আগে উদ্ধারের চেষ্টা করবেন।
🔹কোথাও একা কাজ করবেন না।
🔹দয়া করে প্রাণীদের কথা ভুলবেন না।
🔹রেসকিউ কাজে অতিরিক্ত মানুষ লাইয়াবিলিটির কারণ হতে পারে।
Content courtesy:
Tasnuva Faiz Tanisha
Batch 32
Poster courtesy:
Afsana Jamal
Batch 32
26/08/2024
অভিনন্দন চট্টগ্রামের সন্তান ড.নিয়াজ আহমদ খান স্যার
অভিনন্দন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য। বাবা ড. শফিক আহমদ খানও ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে। অর্জন করেছেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান। পরবর্তীতে ইউরোপের সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ ডি.এস.সি ডিগ্রী নিয়ে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ (বিসিএসআই আর)-এ বৈজ্ঞানিক কর্মকর্তা রূপে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে পাকিস্তানের সুপিরিয়র ফরেস্ট সার্ভিস ও বিসিএস (বন)-এ যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীন ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
শুধু বাবা নয়, পিতামহ কবীর উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম-বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সে সূত্রেই এলাকায় `ডেপুটি বাড়ি' হিসেবে বিশেষ পরিচিত লাভ করেন ড. নিয়াজ খানদের বাড়ি। এছাড়াও প্র-পিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খানও অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। বাংলাদেশের চট্টগ্রাম জেলা লোহাগাড়া উপজেলার বিখ্যাত চুনতি গ্রামের এমন সম্ভ্রান্ত পরিবারেই বেড়ে উঠেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
ড. নিয়াজের বাবা ড. শফিক আহমদ খানও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। পড়াশোনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে। বিভাগে অর্জন করেছেন প্রথম শ্রেণীতে প্রথম স্থান। পরবর্তীতে ইউরোপের সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিংশনসহ ডি.এস.সি ডিগ্রী নিয়ে বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ (বিসিএসআই আর)-এ বৈজ্ঞানিক কর্মকর্তা রূপে কর্মজীবন শুরু করেন।
ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর উপ-উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্টে এর সিনিয়র একাডেমিক এডভাইজার এবং সেন্টার অফ রিসোর্সেস এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরও আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে পেশাজীবন শুরু করেন।
আরও পড়ুন: এবার আইসিসির দুঃসংবাদ পেলেন সাকিব
অধ্যাপক ড. খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননাসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পাদন করেন। তিনি দু'শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা। তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরের ১৭ জন পিএইচডি গবেষক রয়েছেন।
কর্মজীবনে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন UNDP ও IUCN সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে। দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানের সাথেও উনি জড়িত।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউজে 'দক্ষিণ এশীয় ফেলো', ওয়েলস বিশ্ববিদ্যালয়ের 'রিসার্চ ফেলো', মিশরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে 'ডিস্টিংগুইসড ভিজিটিং রিসার্চার', এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেনের 'ডিস্টিংগুইসড ভিজিটিং প্রফেসর', চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 'অধ্যাপক', থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির 'এশিয়ান রিসার্চ ফেলো' এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভারসিটির 'ভিজিটিং স্কলার' হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি বিশ্বব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্য সরকারের সোয়ানসি-বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ও কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পড়ুন: এইচএসসির ফল অটোপাসে নয়, ফেল করলে ফেলই আসবে
অধ্যাপক ড. খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সম্মাননাসহ পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টোরাল গবেষণা সম্পাদন করেন। তিনি দু' শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা। এছাড়াও তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরের ১৭ জন পিএইচডি গবেষক এবং ৮ জন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন।
অধ্যাপক নিয়াজ আহমেদ খান নিয়মিতভাবে সরকারের উচ্চপর্যায়ে ও নাগরিক সমাজের বিভিন্ন কমিটি এবং প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়ে সরব ভূমিকা রেখে চলেছেন। তিনি বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে প্রধান জাতীয় প্রতিষ্ঠানসমূহ যেমন: ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ, বাংলাদেশ বন একাডেমি, আর্মি আর্টিলারি সেন্টার এন্ড স্কুল এবং বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালন করছেন ।এছাড়াও তিনি আরণ্যক ফাউন্ডেশন, বাংলাদেশ এর বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান।
তিনি নিয়মিত একাডেমিক ডিগ্রির পাশাপাশি বিশেষায়িত ও পেশাগতা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন এবং যুগপোযোগী রয়েছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্টে (প্রথম শ্রেণীতে প্রথম) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস- সোয়ানসি থেকে ডিপ্লোমা ইন ভলেন্টারি এন্ড কমিউনিটি অরগানাইজেশন্স (ডিস্টিংশন) ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ওয়েলস-ল্যাম্পিটার থেকে প্রফেশনাল সার্টিফিকেট ইন ইন্টারপারসনাল স্কিলস ফর ভলান্টিয়ার (ডিস্টিংশন) অর্জন করেন।
26/08/2024
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান দেশটা যে সবার সেটা বারবার চোখের সামনে চলে আসছে ❤️