Nazib Cadet Academy

Nazib Cadet Academy

Share

Specialised centre for the cadet college admission test examinees serving more than 12 years.

Operating as usual

15/12/2024

আজ ১৬ ডিসেম্বর, ২০২৪, বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস। এই দিনটি আমাদের সংগ্রামের, ত্যাগের, সাহসের ও মুক্তির প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, লাল-সবুজের পতাকা বিজয়ের গর্ব নিয়ে উড়েছিল আকাশে, এবং নতুন সূর্যোদয়ের প্রতীক হয়ে জেগেছিল স্বাধীনতার আলো।

আজকের এই দিনটি, সেই সব শহীদের আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর, যাদের রক্তে সিক্ত হয়েছে এই ভূখণ্ড। এই বিজয় আমাদের একাত্মতার, প্রতিরোধের, এবং অদম্য সাহসিকতার প্রতিফলন। দেশের প্রতিটি কোণ, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, এবং প্রতিটি মানুষ—আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, একসাথে স্বপ্ন দেখেছি, এবং একসাথে বিজয় অর্জন করেছি।

বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে, আমরা স্মরণ করি আমাদের বীর শহীদদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এই বিজয় একদিনে অর্জিত হয়নি, এটি বহু বছর, বহু দিন, বহু রাতের সংগ্রামের ফল।

আজ আমরা শুধু একটি দিন উদযাপন করছি না, আমরা উদযাপন করছি সেই সাহসী মানুষদের যাদের জন্য আজকের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। সেই সংগ্রামী চেতনাকে ধারণ করে, আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করি—যেখানে শান্তি, সমৃদ্ধি, ও সৌহার্দ্য থাকবে।

শুভ বিজয় দিবস, বাংলাদেশের সকল নাগরিককে! আপনারা সবাই গর্বিত, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অংশীদার। আজকের এই দিনটি আমাদের অনুপ্রেরণা দিক, এক নতুন বাংলাদেশের নির্মাণে—যেখানে কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না, আর কেউ পিছিয়ে থাকবে না।

বিজয় দিবসের এই মাহাত্ম্যে, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় বাংলা!

15/12/2024

ক্যাডেট কলেজের চ্যালেঞ্জিং ও গতিময় জীবনের স্বপ্ন পূরণ করতে সারা দেশে প্রস্তুত হচ্ছে হাজারো শিক্ষার্থী!
প্রতি বছর প্রায় ৩০,০০০+ শিক্ষার্থী ক্যাডেট এডমিশন টেস্টে অংশ নিলেও আসন মাত্র ৬৫০-৬৮০! তীব্র প্রতিযোগিতাপূর্ন ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই জার্নিতে দীর্ঘ প্রায় ১ যুগেরও বেশী সময় ধরে নাজিব স্যারের তত্ত্বাবধানে Nazib Cadet Academy বা NCA টিম আছে শিক্ষার্থীদের পাশে ।

ক্যাডেট কলেজে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য NCA-এর ডেডিকেটেড এই লার্নিং জার্নিতে যুক্ত হওয়া যাবে আমাদের অনলাইন প্রোগ্রামে !

🎯 NCA-এর ডেডিকেটেড এই লার্নিং জার্নিতে যা যা থাকছে -
👉 সাপ্তাহিক ১৫ ঘন্টা ক্লাস ।
👉 বেসিক ফাউন্ডেশন ক্লাস (অপেক্ষাকৃত পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য ) ।
👉 সাপ্তাহিক এবং মাসিক মডেল টেস্ট ।
👉 সল্ভ ক্লাস ।
👉 ওয়ান টু ওয়ান ডাউট সলভিং সেশন ।
👉 সকল বাচ্চার জন্য স্টাডি ম্যাটারিয়াল ।

🚀 তাছাড়া সার্বিক মান উন্নয়নে NCA এর নিজস্ব Research and Development টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাচ্চাদের সার্ভিস ওরিয়েন্টেড নিত্য নতুন এক্টিভিটি সংযোজন করতে !

📢 ইতোমধ্যে আগামী ২০২৫ সেশনে ( অর্থাৎ ২০২৬-সালের ক্যাডেট পরীক্ষার্থীদের ) ভর্তি প্রস্তুতির জন্য নতুন অনলাইন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।

এছাড়াও আমাদের আবাসিক / অনাবাসিক ডে-কেয়ারে ভর্তি কার্যক্রম চলমান আছে। ।

🏆 যেহেতু আসন সংখ্যা সীমিত, তাই আপনার সন্তানকে ক্যাডেট ভর্তি প্রস্তুতির বেষ্ট এক্সপেরিয়েন্স দিতে আজ-ই NCA-এর ডেডিকেটেড এই লার্নিং জার্নিতে সিট কন্ফার্ম করুন।

✍ বিশেষ দ্রষ্টব্য: Nazib Cadet Academy, Nazib's Teaching Home- এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।

📍 ঠিকানা: 1217 Akter Mansion, East Nasirabad
Opposite to Hisab Bhaban, Nasirabad Housing Society;
Beside Bella Pizzeria Chittagong.

📞 বিস্তারিত জানতে:
01737-746034
+880 17702 - 51522
✉️ [email protected]

13/12/2024
13/12/2024
04/12/2024
04/12/2024
Photos from Nazib's Teaching Home's post 04/12/2024
20/11/2024

আজকের ভিডিওতে আমরা Parts of Speech-এর গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় এই টপিকটি প্রায়ই আসে, তাই এই বিষয়ে সঠিক ধারণা রাখা খুবই জরুরি।
যেসব প্রশ্নে আমরা কনফিউজড হয়ে যাই, তেমন কিছু প্রশ্ন নিয়ে আমাদের প্রিয় রাফি স্যার এবং আশরাফ স্যার অত্যন্ত সহজ ও পরিষ্কারভাবে বুঝিয়েছেন কীভাবে আমরা Parts of Speech সঠিকভাবে চিহ্নিত করতে পারি । আশা করি, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে।

এখন থেকে নিয়মিত এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেইজে শেয়ার করা হবে, যাতে আপনারা আরও সহজে প্রস্তুতি নিতে পারেন।

ভিডিওটি দেখুন এবং উপকৃত হোন!

09/11/2024

ফজলুল হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল।
মেধাক্রম সহ আগামী ১৬ তারিখ রোজ শনিবার ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নাম সহ ফলাফল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঘোষণা করা হবে।
রোল নাম্বারের শেষের ৫ টি ডিজিট চেক করবেন।

আমরা ৪০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করার কথা থাকলেও, শিক্ষার্থীদের রেসাল্ট দেখার পর আমরা মোট ১০৭ জনকে বৃত্তি দিয়েছি।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

অনলাইনে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি
Identification of parts of speech part 1
ফজলুল হক মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ এর সিলেবাস

Location

Category

Telephone

Website

Address


1217 Akter Mansion, East Nasirabad, Opposite To Road 03 Of Nasirabad Housing Society. In The Same Premises Of Doctor Hasan Mahmud Academy
Chittagong
4203

Opening Hours

Monday 07:30 - 22:30
Tuesday 07:30 - 22:30
Wednesday 07:30 - 22:30
Thursday 07:30 - 22:30
Friday 08:30 - 12:30
Saturday 07:30 - 22:30
Sunday 07:30 - 22:30