
আজ ১৬ ডিসেম্বর, ২০২৪, বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস। এই দিনটি আমাদের সংগ্রামের, ত্যাগের, সাহসের ও মুক্তির প্রতীক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, লাল-সবুজের পতাকা বিজয়ের গর্ব নিয়ে উড়েছিল আকাশে, এবং নতুন সূর্যোদয়ের প্রতীক হয়ে জেগেছিল স্বাধীনতার আলো।
আজকের এই দিনটি, সেই সব শহীদের আত্মত্যাগের স্মৃতিতে ভাস্বর, যাদের রক্তে সিক্ত হয়েছে এই ভূখণ্ড। এই বিজয় আমাদের একাত্মতার, প্রতিরোধের, এবং অদম্য সাহসিকতার প্রতিফলন। দেশের প্রতিটি কোণ, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, এবং প্রতিটি মানুষ—আমরা সবাই একসাথে যুদ্ধ করেছি, একসাথে স্বপ্ন দেখেছি, এবং একসাথে বিজয় অর্জন করেছি।
বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে, আমরা স্মরণ করি আমাদের বীর শহীদদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। তাদের আত্মত্যাগের ফলস্বরূপ আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। কিন্তু এই বিজয় একদিনে অর্জিত হয়নি, এটি বহু বছর, বহু দিন, বহু রাতের সংগ্রামের ফল।
আজ আমরা শুধু একটি দিন উদযাপন করছি না, আমরা উদযাপন করছি সেই সাহসী মানুষদের যাদের জন্য আজকের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি, একটি স্বাধীন, গণতান্ত্রিক রাষ্ট্র। সেই সংগ্রামী চেতনাকে ধারণ করে, আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করি—যেখানে শান্তি, সমৃদ্ধি, ও সৌহার্দ্য থাকবে।
শুভ বিজয় দিবস, বাংলাদেশের সকল নাগরিককে! আপনারা সবাই গর্বিত, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অংশীদার। আজকের এই দিনটি আমাদের অনুপ্রেরণা দিক, এক নতুন বাংলাদেশের নির্মাণে—যেখানে কেউ অধিকার থেকে বঞ্চিত হবে না, আর কেউ পিছিয়ে থাকবে না।
বিজয় দিবসের এই মাহাত্ম্যে, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জয় বাংলা!