
নিয়োগ বিজ্ঞপ্তি
MD NURUL ISLAM COLLEGE is situated in Bancharampur under the district of Brahmanbaria. MD NURUL ISLAM COLLEGE
Khoshkandi, Bancharampur, Brahmanbaria.
The college is authorized by Ministry of Education and Education Board of Cumilla. Students can learn Science, Business Studies and Humanities in the permanent campus. EIIN: 139047
College Code: 9019
Subject: Science, Business Studies and Humanities. Co-Education system.
নিয়োগ বিজ্ঞপ্তি
মোঃ নূরুল ইসলাম কলেজ এর সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ জনাব নিরঞ্জন সরকার স্যার কে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছে অত্র কলেজের প্রভাষকমন্ডলী।আমরা আশা করছি উনার দক্ষ নেতৃত্বে এবং প্রভাষকবৃন্দের সহযোগিতায় মোঃ নূরুল ইসলাম কলেজ সমগ্র বাঞ্ছারামপুর এর মধ্যে গৌরবময় সাফল্যমন্ডিত ফলাফল অর্জন করবে।।।ইনশাআল্লাহ,,,
বাঞ্ছারামপুরে এইচএসসিতে র্শীষে সোবহানিয়া মাদ্রাসা’ দ্বিতীয় নূরুল ইসলাম কলেজ
https://epaper.dailyjanakantha.com/show_news.php?news_id=1160109&print=1
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাধীন মোঃ নূরুল ইসলাম কলেজ একটি আধুনিক ও উন্নত প্রজন্ম গড়ার লক্ষ্যে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রথম বছরেই কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি পায় এবং ব্যানবেইস থেকে EIIN নম্বর লাভ করে। প্রতি বছর গ্রামীণ জনপদ থেকে বহু কোমলমতি শিক্ষার্থী শহরে পাড়ি জমায় উন্নত শিক্ষার জন্য, আর সেই ধারণাকে পুজিঁভুত করে এবং মানসন্মত শিক্ষাদানের লক্ষ্যে মোঃ নূরুল ইসলাম কলেজের আবির্ভাব। একটি উন্নত, আধুনিক ও মানসন্মত শিক্ষার জন্য অবশ্যই শিক্ষাদানের পরিবেশ মূখ্য ভুমিকা পালন করে। এসব সুদূরপ্রসারী চিন্তাধারা বাস্তবে রুপদান করেন কলেজের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাঞ্ছারামপুরের সাবেক উপজলা চেয়ারম্যান ও বাঞ্ছারামপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহজ্ব মোঃ নূরুল ইসলাম। তার দৃঢ় প্রচেষ্টায় কলেজটি স্থাপিত হয়েছে একটি সুন্দর-মনোরম প্রাকৃতিক পরিবেশে যেখানে রয়েছে বাংলার সবুজ প্রকৃতি ও নদীর মিলনমেলা যা কলেজটিকে অন্যান্য কলেজ থেকে করেছে ব্যাতিক্রম। কোমলমতি শিক্ষার্থীরা কলেজের নিজস্ব ক্যাম্পাসে বিজ্ঞান, ব্যসায় শিক্ষা ও মানবিক শাখায় অধ্যায়ন করতে পারবে। মানুষ গড়ার কারিগর শিক্ষক, আর মোঃ নূরুল ইসলাম কলেজ সর্বদা শ্রেষ্ঠ শিক্ষক প্রদান করতে এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব কিছু করতে আপোষহীন।