আমরা বে ট্রি গ্লোবাল স্কুল শুরু করতে যাচ্ছি অন্য স্কুলের শিক্ষার্থীদের জন্য After School Programme
বে ট্রি হিফজুল কোরআন একাডেমি
এখানে স্কুলের পরে মাত্র দুই ঘন্টা সময় দিয়ে জেনারেল পড়াশুনার ৩ বছরে আরবি, ইংরেজি ও বাংলা অর্থসহ কোরআন মুখস্হ করবে।
বে ট্রি স্মর্ট সেন্টার
এখানে থাকবে
Kids Spoken English
Spoken English ( বড়দের জন্য)
Abacus Mind Math
Singapore Math
Spelling Bee
Genius learner ( Bangla + English+ Marh)
Bay Tree Global School
আধুনিক শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম শিক্ষা প্রতিষ্ঠান।
Operating as usual
ভর্তি চলছে,,,,,
মেধা ও মননের অপর নাম বে ট্রি গ্লোবাল স্কুল। আমাদের প্রতিষ্ঠাতা এম.এ সালাম একজন মেধাবী ব্যক্তিত্ব যার তত্বাবধানে পরিচালিত হয় বে ট্রি গ্লোবাল স্কুল। এম. এ সালাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি এস সি ( অর্নাস) এম এস ( গণিত) এবং এম বি এ ডিগ্রী সম্পন্ন করেন।এছাড়া শিক্ষা বিষয়ক প্রফেশনাল বি এড ও এম এড ডিগ্রী অর্জন করেন। এছাড়া আমাদের প্রধান শিক্ষিকা সালমা আক্তার একজন অভিজ্ঞ শিক্ষিকা তিনি বি বি এস, এম বি এ ও বি এড ডিগ্রী সম্পন্ন। এছাড়া বে ট্রি গ্লোবাল স্কুলে প্রত্যক শিক্ষক শিক্ষিকা অর্নাস অথবা মাস্টার্স ডিগ্রী সম্পন্ন এবং স্ব স্ব বিষয়ে পারদর্শী। আমাদের আছে প্রমিত বাংলা উচ্চারণ শেখানোর জন্য দক্ষ প্রশিক্ষক। আমরা কোন প্রতিশ্রতি দেই না কাজ করে প্রমান দেই। আমাদের বিগত দিনের অভিভাবক আমাদের বিজ্ঞাপন।
"আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন, যে তুমি খুশি হয়ে যাবে।"
আলহামদুলিল্লাহ
-
(সূরা আদ দূহা:৫)
বে ট্রি গ্লোবাল স্কুল, যেখানে শিক্ষার্থীরা চারটি বিষয়ে দক্ষতা অর্জন করবে।
১। আরবি ভাষায় দক্ষতা
২। বাংলা ভাষায় দক্ষতা
৩। ইংরেজী ভাষায় দক্ষতা
৪। গণিত দক্ষতা
কারণ আমাদের রয়েছে স্ব স্ব বিষয়ের উপর দক্ষ প্রশিক্ষক ও শিক্ষক।
অন্য স্কুলের শিক্ষার্থীদের জন্য বে ট্রি গ্লোবাল স্কুল শুরু করতে যাচ্ছে Kids Skill Development Course.
Bay Tree Smart Centre
After School programme.
ভর্তি চলছে বে ট্রি গ্লোবাল স্কুলে, আপনার সন্তানের সঠিক পরিচর্যার জন্য আদর্শ স্কুল। স্মার্ট বাংলাদেশে আগামীর স্মার্ট কিডস তৈরি করতে আমরা বদ্ধপরিকর।
আমাদে বিশেষত্ব
প্রতি ক্লাসে শিক্ষার্থী সংখ্যা ২০ জন ফলে প্রত্যক শিক্ষার্থীকে ভালভাবে টেক কেয়ার করা যায়।
প্লে নার্সিসার জন্য উন্নত সিলেবাস
সহীহ নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা।
Kids Spoken Club
Math Club যাতে Singapore Math, Abacus mind math এবং Badik Math এর মাধ্যমে নিজে নিজে গণিতে দক্ষতা অর্জন করবে।
প্রমিত বাংলা উচ্চারণ, ছড়া, আবৃত্তি ও উপস্থাপনা শেখানোর জন্য আছে দক্ষ প্রশিক্ষক।
১৫ নভেম্বর ২০২৩ থেকে বে ট্রি গ্লোবাল স্কুলে ভর্তি ফরম বিতরণ চলছে।
অফিস চলাকালীন সময়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
১৫ নভেম্বর ২০২৩ থেকে বে ট্রি গ্লোবাল স্কুলে প্লে থেকে পন্ঝম শ্রেণি পর্যন্ত ভর্তি ফরম বিতরণ করা হচ্ছে।
সকাল ৯.০০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
শিক্ষকদের সাথে ইফেক্টিভ ইন্টারেকশনের মাধ্যমে প্রস্তুত হয় আমাদের শিক্ষার্থীরা। গতানুগতিক ধারার একমুখী লেকচার পদ্ধতির বাইরে গিয়ে শিক্ষকদের ফ্রি ইন্টারেকশন ও লেসন ভিজ্যুয়ালাইজেশনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রস্তুত করি আমরা। আপনি চান আপনার সন্তান স্পষ্ট এবং শুদ্ধ উচ্চারণে বাংলা, ইংরেজি বলতে পারুক। দক্ষ হোক গণিত ও আরবিতে। এর জন্য ৪- ১৩ বছর বয়সটা গুরুত্বপূর্ণ। এ বয়সটাকে কাজে লাগাতে পারলে আপনার সন্তান এগিয়ে থাকবে।
আপনার সন্তানকে যদি এগিয়ে রাখতে চান তাহলে স্কুল নির্বাচনে আপনাকে সচেতন হতে হবে, দেখতে হবে শিক্ষকদের যোগ্যতা, শিখন পদ্ধতি এবং পাঠ্যবই ও সহশিক্ষা পাঠ্য সুচি যুগোপযোগী ও আধুনিক কিনা,। তার জন্য আর্দশ স্কুল হতে পারে বে-ট্রি গ্লোবাল স্কুল।
কারণ
আমাদের রয়েছে উচ্চ শিক্ষিত বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সম্বনয়ে পরামর্শক প্যানেল।
উচ্চ শিক্ষিত শিক্ষক ও শিক্ষিকা
বিষয় ভিত্তিক দক্ষ শিক্ষক
ডিজিটাল ক্লাসরুম
আমরা পড়ায় প্রমিত উচ্চারণে বাংলা
বিট্রিশ উচ্চারণে ইংরেজি
সহীহ নুরানি পদ্ধতিতে আরবি
সিঙ্গাপুর ম্যাথ, বা CPA ও অ্যাবাকাস মাইন্ড ম্যথ পদ্ধতিতে গণিত
তাই অন্য স্কুলের শিক্ষার্থীদের থেকে আমাদের স্কুলের শিক্ষার্থীরা এগিয়ে থাকে কয়েক গুন।
বে ট্রি গ্লোবাল স্কুল।
বে-ট্রি গ্লোবাল স্কুল একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিখন পদ্ধতি অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভিন্ন।
কেন আমরা ভিন্ন
১। আমরা বোর্ড বই ছাড়া বাড়তি বইয়ের চাপ রাখিনি
২। সহীহ নুরানি পদ্ধতিতে কোরান শিক্ষা যা প্রতি শ্রণিতে বাধ্যতামুলক। একজন শিক্ষার্থী ৫ম শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে কোরান বাংলা অর্থসহ পড়তে ও লিখতে পারবে।
৩। প্রতিদিন English Spoken ব্যাপক অনুশীলনের মাধ্যমে ইংরেজিতে কথা বলতে পারবে।
৪। গণিত ভীতি দুর করার জন্য শিক্ষার্থীদের জন্য Singapore Math CPA method, এবং Abacus Mind Math ব্যবহার করি
৫। শুদ্ধস্বরে বাংলা শেখার জন্য আমাদের আছে আবৃত্তি, উপস্থাপনা উপর বিশেষ সহশিক্ষা কার্যক্রম।
৬। সুন্দর হাতের লিখা শেখানোর জন্য বিশেষ খাতা পদ্ধতি অনুসরণ করি।
৭। দৈনিক অ্যাক্টিভিটির উপর বিশেষ মুল্যায়ন
৮। প্রতি মাসে মাসিক মুল্যায়ন পরীক্ষা
ঠিকানা: হলি ম্যানশন
নেভি রোড়, ব্যাংক কলোনি, খাদেমপাড়া, ভাটিয়ারী, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮৮০৯৪৬১৪০, ০১৭০১৭৯৮৯১৯
জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
Bay Tree Global School এ দুইজন সহকারী শিক্ষক/ শিক্ষিকা আবশ্যক। আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও মোবাইল নম্বর উল্লেখ করে আগামী ৩০/০৯/২৩ তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবর স্ব-হস্তে লিখিত আবেদন পত্র সরাসরি পৌঁছাতে অনুরোধ করা যাচ্ছে।
১/ নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় মোবাইলের মাধ্যমে জানানো হবে।
২/ কেজি স্কুলে চাকরি করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তিরা অগ্রাধিকার পাবেন।
৩/ আবেদন পত্র সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
৪/ শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
৫/ সুন্দর বাচনভঙ্গি ও প্রমিত উচ্চারণ জানাদের অগ্রাধিকার পাবে।
৫/ প্রয়োজনে-০১৮৮০৯৪৬১৪০।
*** বে-ট্রি গ্লোবাল স্কুল ***
হলি ম্যানশন, নেভি রোড়, খাদেমপাড়া,ভাটিয়ারী,সীতাকুণ্ড, চট্টগ্রাম।
সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব -১৭ এ ভাটিয়ারী ইউনিয়ন চ্যাম্পিয়ান হওয়ায় বে- ট্রি গ্লোবাল স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
দেশব্যাপী বিদ্যমান তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বে- ট্রি গ্লোবাল স্কুল এর শ্রেণি কার্যক্রম আগামী ৫ জুন ২০২৩ সোমবার থেকে ০৮ জুন ২০২৩ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
আগামী ১১ জুন ২০২৩ তারিখ রোজ রবিবার বিদ্যালয় যথারীতি চলবে।
অধ্যক্ষ
ব- ট্রি গ্লোবাল স্কুল
বে- ট্রি গ্লোবাল স্কুল
আলহামদুলিল্লাহ
Coming Soon Online and On Campus based Digital English Medium Pre School.
Bay Tree Global School
National Curriculum - English Version
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Holy Mansion, Navy Road, Bank Colony, Khadempara, Bhatiary, Sitakunda, Chattogram
Chittagong
4315
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
2no Gate
Chittagong, 4209
Darsul Quran Madrasah offers 3 programs: 1) Islamic School 2) Sahih Al-Quran Learning 3) Hifzul Quran
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.
পূর্ব চাম্বল, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম
Chittagong, ৪৩৯০
চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।