
অফিস উদ্বোধন ❤️
Pahartali Girls 'High School, which was established by the Railway in the 1950, was subsequently pro
* School and college branches are separate
* Teaching by experienced and well-trained teachers
* All classrooms are monitored by CCTV cameras
* Large library, modern computer and science lab
* Students' attendance is determined through auto SMS.
Operating as usual
অফিস উদ্বোধন ❤️
❤️
২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশের মূহুর্ত। সবাইকে অভিনন্দন 👏
ডিসেম্বর মাস বিজয় ও গৌরবের মাস। লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয়কে সমুন্নত রাখতে আজকের নানামুখী আয়োজন।
❤️
⭕ gsa.teletalk.com.bd লিংক এ প্রবেশ করে #স্কুল_বাছাইকরণ ধাপে #বিভাগ ও #জেলা: চট্টগ্রাম,
#থানা: আকবরশাহ Select করলেই সিরিয়ালে 3️⃣ নং এ পাবেন ।
➡️ নার্সারীর (শিশু) আবেদন ও ভর্তি কার্যক্রম প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে করা যাচ্ছে।
➡️ বিস্তারিত তথ্য পেতে pgsc.edu.bd তে চোখ রাখুন
পড়াশোনার ফাঁকে একটুখানি......আনন্দের ফুলঝুরি
PGSC Family ❤️
#বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪
অত্র অনুষ্ঠানে #প্রধান_অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #জনাব_সৈয়দ_মাহবুবুল_হক , #অতিরিক্ত_জেলা_ম্যাজিস্ট্রেট_চট্টগ্রাম ও #সভাপতি, গভর্নিং বডি #পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর গোপনীয় শাখার সিএ #জনাব_মো_সাইফুর_রহমান। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ
#জনাব_শাহ_মোহাম্মদ_ইমরান।
ে_শিশু_পৃথিবীর_আলোয়_এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই।
নতুনদের হাত ধরে হোক নতুন সূচনা। এগিয়ে যাক বিশ্ব, এগিয়ে যাক প্রজন্ম💐💐💐। তাদের নতুনত্বে সাজুক আগামীর বাংলাদেশ🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
হ্যান্ডবল একটি খুবই উত্তেজনাপূর্ণ দলগত খেলা। অনেকে বলে থাকে ফুটবল ও বাস্কেটবলের সমন্বিত রূপই হচ্ছে হ্যান্ডবল খেলা। বাংলাদেশে হ্যান্ডবল চর্চায় শুরু থেকে যে বিষয়টি সচেতন মহল লক্ষ্য করেছেন, সেটি হলো ‘ক্যাচ দেম ইয়ং’ পরীক্ষিত সূত্রটির বাস্তবায়ন। গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল ছাড়াও বয়সভিত্তিক হ্যান্ডবল চর্চাকে। এতে করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটেছে।
বাচ্চাদের স্বাধীনতা ও খেলার সময় দুটোই দেয়া উচিত। খেলাধুলা কোনো বিলাসীতা নয় বরং এটা প্রয়োজনীয়তা — কে রেডফিল্ড জেমিসন।
#হ্যান্ডবল_প্রীতি_ম্যাচ_২০২৪
#পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ বনাম #কুমিল্লা_জেলা
#এস্ট্রো_বিজ্ঞান_মেলা ২০২৪ বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শনে #পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ এর শিক্ষার্থীদের অংশগ্রহণের কিছু স্থিরচিত্র
স্থান: প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই), চট্টগ্রাম ও কলেজিয়েট স্কুল, আইস ফ্যাক্টরি রোড
৮ম ও ৯ম শ্রেণির মধ্যকার বিতর্ক প্রতিযোগিতার দূরেক্ষণ।
বিষয়বস্তু: “আধুনিকীকরণের কারণে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য কি হারিয়ে যাচ্ছে?”
৬ষ্ঠ শ্রেণি ও ৭ম শ্রেণির মধ্যকার দুর্দান্ত বিতর্ক প্রতিযোগিতা। অসাধারণ যুক্তিখন্ডন আর মেধার নিদারুণ চর্চা। এই অনুশীলনই গড়ে তুলবে সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।
বিষয়বস্তু: “বাল্যবিবাহের অন্যতম কারণ অসচেতনতা, দারিদ্রতা নয়।"
বিতর্কের সঙ্গে শিক্ষার সম্পর্ক কী? শিক্ষা হলো আচরণের কাঙ্ক্ষিত ও অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী পরিবর্তন। আর বিতর্ক আমাদের কিছু প্রশ্ন ও সত্যের মুখোমুখি দাঁড় করায়। বিতর্ক পরমতসহিষ্ণুতা শেখায়। নিজের বিশ্বাসকে পরীক্ষা–নিরীক্ষা করতে শেখায়।
বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, মুক্তবুদ্ধিসম্পন্ন হতে শেখায়।
অনেকেই মনে করেন, বিতর্কে জয়টাই মুখ্য। কিন্তু মনে রাখা প্রয়োজন, জয়-পরাজয়ের চেয়ে কিছু শেখাই হলো বিতর্কের মূল উদ্দেশ্য। এটি শুধু আনুষ্ঠানিক বা প্রতিযোগিতামূলক নয় বরং একাডেমিক ক্ষেত্রে এর সুফল অনেক বেশি।
♂️ আজ ছিল ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যকার বিতর্ক।
বিতর্ক হচ্ছে তর্কের খেলা। একটি নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। এর ফলে বাড়ে চিন্তার পরিধি, জ্ঞান আর প্রতিপক্ষের প্রতি সম্মান। একটি বিষয়কে বৃত্তের বাইরে গিয়ে কীভাবে আর কতভাবে ভাবা যায়, তা একজন বিতার্কিকের থেকে ভালো কেউ বলতে পারবে না।
একটু কৌশল, শ্রম আর অনুশীলনের মাধ্যমে গড়ে উঠতে পারে তুখোড় একজন বিতার্কিক!
শিক্ষার্থীদের মেধা ও প্রতিভাকে শাণিত করতে এই ধরনের সহশিক্ষা কার্যক্রমগুলো অনেক বেশি প্রভাব ফেলে।সেই লক্ষ্যে #পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ কর্তৃক আয়োজন করা হয়েছে #বিতর্ক_প্রতিযোগিতা।
✨ এটি ছিল ১ম পর্ব (৬ষ্ঠ ও ৭ম শ্রেণি)।
🎖️আগামীকাল ২য় পর্ব (৮ম ও ৯ম শ্রেণি)।
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান #পাহাড়তলী_গার্লস_স্কুল_এন্ড_কলেজ
বেসরকারী স্কুল ভর্তি কার্যক্রম-২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ১২/১১/২০২৪ইং হতে, যা চলমান থাকবে ৩০/১১/২০২৪ইং পর্যন্ত।
ভর্তির আবেদনের লিংক: gsa.teletalk.com
Monday | 08:00 - 14:00 |
Tuesday | 08:00 - 14:00 |
Wednesday | 09:00 - 14:00 |
Thursday | 08:00 - 10:00 |
Saturday | 08:00 - 14:00 |
Sunday | 08:00 - 14:00 |