
One day💔💔
স্পন্সর দেওয়ার জন্য ইনবক্স করুন
Operating as usual
One day💔💔
পৃথিবীতে এসেছি একা যাবোও একা
মাঝে এক বেডিরে বিয়ে করার জন্য কতশত অপেক্ষা 🙂🐸
আমার ফুফাতো ভাই আমাকে বিয়ে করতে চেয়েছিলো ,কিন্তু আমি রাজি হইনি কারণ তাকে আমি কখনো অন্য চোখে দেখিনি বা আমার ভালো লাগতোনা অন্য কিছু হিসেবে।
পরিবারের সবাই একদিকে আর আমি একদিকে ছিলাম,বিয়ের আয়োজন করে ফেলেছিলো প্রায় শেষমেষ আমি রাজি না দেখে দাদি বলেছিলো বিয়ে করতে হবেনা তোকে। সেদিন আমার ফুপু আমাকে বদদোয়া দিয়েছিলো উচ্চস্বরেই ,হয়তো ভাইয়া ও অনেক কষ্ট পেয়েছিলো ,বুঝতেই পারিনি বদদোয়া আমার জীবনটাকে এমন এলোমেলো করে দিবে।
প্রথম বিয়েটা একমাস ও টিকেনি কারণ স্বামী মানসিক রুগী ছিলো, দ্বিতীয় বিয়ের প্রায় ৭ বছর হয়ে গেছে শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা দুইটাই সহ্য করতে হচ্ছে আমার ,খুব আফসোস হয় কেনো সেদিন বিয়েতে রাজি হলাম না। আজ তার সুন্দরী বৌ ,বাচ্চা ,টাকা -পয়সা সবই আছে আর এদিকে আমার টাকা পয়সা থাকলেও মানসিক দিক দিয়ে আমি একটুও ভালো নেই। হতাশা আর আফসোস কাটিয়ে উঠতে পারছিনা কোনোভাবেই।🙂💔
© নাঈমা সুলতানা
পছন্দের নাপিত, বিদেশ চলে যাওয়ার যে ব্যাপারটা!🙂
হিন্দু ভাইদের হাত জোর করে অনুরোধ করবো আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে কোন মুসলিম রে যদি দেখেন তাহলে তাদের পা*ছা লা*ল করে দেন আমরা কেউ প্রতিবাদ করবো না।
কারণ কোন ইমানদার মুসলিম অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যাইতে পারেনা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট থেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরীক্ষার খাতা রিভিউ সিস্টেম বা উত্তরপত্র পুনঃমূল্যায়ন ব্যবস্থা চালু করা।
বর্তমানে যে পুনঃনিরীক্ষণ চালু আছে তা মোটেও কাজের না ৫০০০ শিক্ষার্থী আবেদন করলে সেখানে ২০/৩০ জনের ফলাফল সর্বোচ্চ পরিবর্তন হয়, এদিক দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। টাকার পরিমাণ কত জানেন? ৪০ লাখ!
রতন টাটা'রা ভারতে জন্মে, ভারতে ব্যবসা করে, ভারতেই মারা যায়। আমাদের টাটা'রা বাংলদেশে জন্মে কানাডায় ব্যবসা করে আর মারা যায় ব্যাংককে।
Confirm jannati
💔💔
অনার্স ৩য় বর্ষের(২০১৯-২০) রেজাল্ট দেখার লিংকঃ
BA, BSS- https://results.nu.ac.bd
B.Sc, BBA & B.Music- https://results.nubd.info/
🔥Breaking News || অনার্স ৩য় বর্ষের ফলাফল আজই প্রকাশ হবে। গড় উত্তীর্ণের হার ৯৪.৯০%।
বোরকার উদ্দেশ্য হচ্ছে ভেতরে কে আছেন ওইটা না বুঝতে পারা। যুবতী নাকি বৃদ্ধা, এটা বোঝা যাবে না। ফলে পুরুষ দেখে আকর্ষণ বোধ করার স্কোপটা পাবে না। কারণ সে জানে না বোরকার ভেতরে কে আছেন৷ হতে পারে তার বোন, মা, কিংবা নানী।
ইদানীং কিছু বড় ইসলামিক শপের পেইজে দেখছি স্টাইলিশ বোরকার অ্যাড। ডিজাইন, ফ্যাশন, আকর্ষণীয়। এটা অন্যান্য পোষাকের মতো একটা পোশাক। পর্দার জন্য যে বোরকা, সেটার চাহিদা পূরণ করে না এগুলো। একটু আধুনিক, ফ্যাশনেবল দেখায়। কিন্তু পুরুষের থেকে নিজেদেরকে আড়াল করার যে তাকাজা, সেটা এই বোরকা পূরণ করে না।
মুসলিম ব্যবসায়ীদের উচিৎ এসব বিক্রি না করা। জিনিসটা না-জায়েয এমন ফতোয়া আমি দিচ্ছি না কারণ আমি আলেম নই। আপনি জিন্স বিক্রি করেন, সেইটা মানুষ জেনেশুনে কেনে। কিন্তু বোরকা একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য। এটাকে স্টাইলিশ করা এর আবেদনকে নষ্ট করা। যেমন আড়ং পাঞ্জাবি বানায় দেখলে মনে হয় থ্রিপিস। কলরব জুব্বা বানায় মনে হয় পটি-তালি দেয়া ভংচং।
মুসলমানের পোষাকের যে স্ট্যান্ডার্ড, সেটা কাইন্ডলি নষ্ট করবেন না। বোরকা হোক পরিপূর্ণ শরিয়াহর কোড ফলো করে। স্টাইলিশ না। পাঞ্জাবি-জুব্বা হোক শরিয়াহর কোড ফলো করে, আড়ং-কলরবের মতো না।
সতর্ক হোন।
-আসিফ মোহাম্মাদ
ফাগুনে রো মোহনা 🌿🌿 Cover Dance
ভাই এদের ব্যাপারে কিছু না বলে পারছি না!!
এদের থেকে আসলে মানুষ কি শিখবে?
এরকম ভিউ ব্যাবসায়ী জামাই বউ ছিহ!! প্রথম বউ যে কিনা তার জামাইকে ২য় বিয়ে করাইসে আর বিয়ে করে দুইজনই আগে পরে pregnant হয়সে!
প্রথমে ভাবসিলাম প্রথম বউ মা হয়তে পারবেনা তাই আরেক বেডিকে ঘরে আনসে কিন্তু দুইজন(জামাই বউ)সক্ষম হওয়ার পরও জামাইকে বিয়ে করাইসে! আর এই বেডার কথা কি বলবো সারাদিন খালি দুইটা বউ এর মাঝখানে
আর প্রথম বউতো সতিনের সাথে মিলে ভিডিও বানায় রিলস বানায়। টাকা এতটাই ইম্পর্ট্যান্ট যে জামাইকেও বেঁচে দিতে রাজি এরা!
এরকম মানুষ গুলো আসলে একাধিক বিয়েকে আশকারা দিতেসে আর কিচ্ছুনা!
ভিউ এর জন্যে মানুষ কতটা নিচে নামে আল্লাহ!🙂
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
মিস আখি,
আশা করি গম আছো।
শুরুটা কিভাবে করবো বুঝতে পারছিনা।তোমাকে ভালো লাগাটা আমার একদিন কিংবা দুদিনের দেখাতে নয়।তোমাকে অনেক আগে একবার দেখেছিলাম বৃষ্টির দিনে।তখন আপনার হাতে ছিল একজোড়া জুতো। কাদার কারনে খুবই ব্যাস্ত হয়ে রাস্তায় হাঁটতে ছিলেন যার কারনে হয়তো আপনার ওই মায়াবি দুটো চোখে আমায় ধরা পড়ে নি।
সত্যি বলছি আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে আমি সাঁতার শিখে গেছি। তোমাকে প্রথম দেখাই আমার মনে লাল বাতি জ্বলছে। পিলিস আমার প্রপোজাল টা গ্রহণ করে আমাকে উদ্ধার করো। আর হে এত্ত দুঃখের পোস্ট না করে আমাকে ওগো বলে ডাকো ,,আমি কিগো বলে ঠিক উওর দিবো ।
পরিশেষে একটা কথায় বলবো ,,আলাবু আঁখি
ইতি তোমার কাছের
দুষ্টু ওয়াও
কে কে বউ-জামাই খুঁজে ফেলেন? মেনশন দেন তাড়াতাড়ি🤣😜
এইচএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা!!
15 October প্রকাশ করা হবে!!!
বান্দরবান সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক পদে যোগদান করলেন জনাবা,আনমিতা দাশ।
আপনাকে অভিনন্দন 🎉🎀
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে অবস্থিত কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম কলেজে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে ৩ জন আহত।
১/ জামশেদ
২/ মোমেন
৩/ সালমান
পাত্রী নির্বাচনের ক্ষেত্রে লেখাপড়া শেষ/ক্যারিয়ার সচেতন মেয়ের থেকে কলেজ পড়ুয়া এবং তুলনামূলক কম মেধাবীরা এগিয়ে থাকে।
কিন্তু কেন?
অলি আহমদ কলেজে Win কোন গ্রুপ?
🔥অনার্স ৩য় বর্ষ(২০১৯-২০), Be Ready...
ওয়েবসাইট আপডেট হচ্ছে। আজকেই রেজাল্ট পেতে পারেন। এবার রেজাল্ট দেখতে রেজিষ্ট্রেশন নং এর সাথে ২ ভিজিটের সাবজেক্ট কোডও চাইবে। যা এডমিট কার্ডে পাবেন।
*গত ৩০ সেপ্টেম্বর এইভাবে আপডেট করে ডিগ্রি ১ম বর্ষের রেজাল্ট দিছিলো।
Medicine, Pharma , BBA , IT
Chittagong Veterinary & Animal Sciences University(CVASU) is the first veterinary University of Bang
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
open University class and others
মাননীয় স্পিকার, - মেয়েদের জোর করে বিয়ে দেওয়া হয়। - ছেলেদের করানো হয়না কেনো? (জাতি জানতে চায়)
An official page of Online Class of the Katirhat Mohila Dgree College.
আমরা কোন ব্যাক্তি বা দলের মতাদর্শ নয়। আমরা জামিয়ারই সন্তান। জামিয়ায় আমাদের স্বপ্ন।।