05/11/2024
আলহামদুলিল্লাহ❤️❤
"স্বপ্নের আকাশে বিজয় চিহ্ন আঁকা শুরু হল...."
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ এ আজকে যুক্ত হওয়াদের একাংশ। আজকে যুক্ত হয়েছেন মির্জাখীলের বাসিন্দা, ওঁনার দুই সন্তানের জন্য ফরম সংগ্রহ করলেন।
অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ভর্তি চলছে...
আজই ভর্তি ফরম সংগ্রহ করুন।
মনে রাখবেন,আসন সংখ্যা সীমিত।
যোগাযোগ: ০১৩০১ ০১১ ৬৪৪
অধ্যক্ষ:- ০১৮২৯৩৪৮২০৪
রূপান্তর টাওয়ার, কেরানীহাট, সাতকানিয়া, চট্টগ্রাম।
02/11/2024
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ
কেরানিহাট, সাতকানিয়া, চট্টগ্রাম।
ভর্তি চলছে!! ভর্তি চলছে!!
সীমিত আসনে প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
🌻আমাদের ক্যাম্পাস পরিদর্শনে আপনি স্বাগত🌻
প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য:
⦾ সু-যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান।
⦾ সিসি ক্যামেরায় পাঠদান পর্যবেক্ষণ।
⦾ বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি।
⦾ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত।
⦾ সার্বক্ষণিক জেনারেটর ব্যবস্থা।
⦾ প্রতি ক্লাসে ৩৫ জন।
⦾ পরিচ্ছন্ন, সুশৃঙ্খল, কোলাহল ও দূষণ মুক্ত পরিবেশ।
⦾ দৃষ্টিনন্দন ক্যাম্পাস।
⦾ ডিজিটাল ক্লাশরুম।
⦾ সুস্থধারার শিক্ষা ব্যবস্থা।
⦾ মাল্টিমিডিয়া ব্যবহার করে পাঠদানের ব্যবস্থা।
⦾ ছাত্র-শিক্ষক আন্তরিক সম্পর্ক।
⦾ নীতিবান ও আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার প্রয়াস।
🈴 রূপান্তর টাওয়ার (২য় তলা), কেরানিহাট সাতকানিয়া, চট্টগ্রাম
📞 ০১৮২৯৩৪৮২০৪. ০১৩০১০১১৬৪৪,০১৮৭৬২৫৩০২৯.
27/10/2024
রোজার পরে ২০২৫ সালের এসএসসি, ঈদুল আজহা শেষে এইচএসসি
26/05/2024
জরুরী বিজ্ঞপ্তি জরুরী বিজ্ঞপ্তি
ঘূর্ণিঝড় রেমালের কারণে আগামীকাল ২৭ মে
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ এর সকল কার্যক্রম
বন্ধ থাকিবে।
18/05/2024
আলহামদুলিল্লাহ ❤️
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব Nezam Uddin, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব Morshed Alam,জনাব Shihab Uddin Md Yousuf , জনাব Ashim Dhar, উপাধ্যক্ষ জনাব Kamal Hossain।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
পরিচালনায় ছিলেন শ্রেণি শিক্ষক Moktar Ahmed।
অভিভাবক সমাবেশে বক্তারা শিক্ষার গুণগত মান অর্জনে
শিক্ষার্থী,অভিভাবক, শিক্ষক এবং পরিচালনা পরিষদের সদস্যদের একসাথে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। এবং পরীক্ষায় ভাল ফলাফলের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
16/05/2024
আলহামদুলিল্লাহ ❤️❤️
"স্বপ্নের আকাশে বিজয় চিহ্ন আঁকা শুরু করলো যারা... "
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ থেকে এইবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব Morshed Alam এবং আব্দুর মোহাম্মদ আবদুর রহিম।
সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত, সুযোগ্য অধ্যক্ষ জনাব Ismail MD Rashed স্যার এবং বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব Kamal Hossain স্যার।
উপস্থাপনায় ছিলেন জনাব হাসান হুজুর।
পরে শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টমুখ করানো হয়।
13/05/2024
আলহামদুলিল্লাহ ❤️❤️
এসএসসি -২৪ পরীক্ষায় উত্তীর্ণ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা 🥰
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ
পাশের হার:-৯৯%
আল্লাহ যাতে সকল শিক্ষার্থীদের মনে আশা পূরণ করেন,আমিন🤲🤲
17/03/2024
স্বাধীনতার স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
14/02/2024
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান( দাখিল) পরীক্ষায় অংশগ্রহণকারী এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ এর পরীক্ষার্থী সহ সকলের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
ছবি:এসএসসি ব্যাচ-২০২৪ইং
11/01/2024
অভিনন্দন ও স্বাগতম
নতুন শিক্ষা মন্ত্রী
মহিবুল হাসান চৌধুরী
১১-০১-২০২৪ইং
09/01/2024
শিক্ষার্থী ভর্তিতে উপচে পড়া ভীড়
আজ ০৯-০১-২০২৪ইং
সোমবার।
05/01/2024
আমাদের রয়েছে তরুন,মেধাবী,সাহসী, দক্ষ, উদ্যমী, পারদর্শী, রুচিশীল ও পরিশ্রমী একঝাঁক মানুষ গড়ার কারিগর
04/01/2024
প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশী,আলহামদুলিল্লাহ।
আজকে ভর্তিকৃতদের একাংশ।
04/01/2024
এলাইট প্রিমিয়ার স্কুলএন্ড কলেজ এখন HD CCTV With Sound দ্বারা নিয়ন্ত্রিত।