
Abdul Aziz Shagor - আব্দুল আজিজ সাগর
Nearby schools & colleges
Ice Factory Road
3550
Patenga 4202
Assalamualikom, I'm Shagor.I want to do something good for the society by guiding myself in good way.
Operating as usual

যে বিষয় তোমার সন্দেহের উদ্রেক ঘটায়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। নিশ্চই, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ। [সুনান আত তিরমিজী : ২৫১৮]

💚💚
وَلَولا فَضلُ اللَّهِ عَلَيكُم وَرَحمَتُهُ وَأَنَّ اللَّهَ رَءوفٌ رَحيمٌ
আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, (তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে) আর নিশ্চয় আল্লাহ বড় মেহেরবান, পরম দয়ালু। [সূরাঃ আন নূর, আয়াতঃ ২০]
আল- হাসান আল-বাশারীকে জিজ্ঞেস করা হল, আপনার ধার্মিকতার গোপন সূত্র গুলো কী কী❓
তিনি বললেনঃ আমি চারটি ব্যপার অনুধাবন করেছি।
সেগুলো হলঃ
◾১। আমি জানি, আমার রিজিক আর কাউকেই দেয়া হবে না। এজন্য আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে।
◾২। আমি জানি, আমার করণীয় (ইবাদত) আর কেউ করে দিতে পারবে না। তাই আমি নিজেই সেগুলো করা শুরু করেছি।
◾৩। আমি জানি, আল্লাহ আমাকে দেখছেন। এজন্য আমি গুণাহ করতে লজ্জিত বোধ করি।
◾৪। আমি জানি, মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে। এজন্য আমি আল্লাহর সাথে দেখা করার জন্য নিজেকে তৈরী করতে শুরু করেছি।
আল্লাহ্ আমাদের বোঝার এবং আমল করার তাওফিক দান করুক।
আমিন.........🤲🤲❤
Gerund & Present Participle নিয়ে যাদের সমস্যা আছে তাদের জন্য মোশারফ করিমদের এই Conversation টা খুবই গুরুত্বপূর্ণ।
🌼 শিক্ষনীয় ছোট ছোট কিছু আমল 🌼
আমল : ০১
প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করা। এতে জান্নাতের ৮টি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৩৪)
আমল : ০২
প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। (সহিহ নাসায়ি, সিলসিলাহ আস-সহিহাহ, হাদিস : ৯৭২)
আমল : ০৩
প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ০১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর) পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। (সহিহ মুসলিম, হাদিস : ১২২৮)
সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে। (সহিহ মুসলিম, মিশকাত হাদিস : ১৮০৩)
আমল : ০৪
প্রতিরাতে সুরা মুলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। (সহিহ নাসায়ি, সহিহ তারগিব, হাকিম হাদিস : ৩৮৩৯; সিলসিলাহ সহিহাহ, হাদিস : ১১৪০)
আমল : ০৫
রাসুল (সা.)-এর ওপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সা.)-এর সুপারিশ পাবেন। (তাবরানি, সহিহ তারগিব, হাদিস : ৬৫৬)
আমল : ০৬
সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পরলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নং- ৫০৯১। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়। (তিরমিজি : ৩৪৬৪)
আমল : ০৭
সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না। সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯২।
আমল : ০৮
সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে। নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১।

🤲🤲🤲
দুনিয়াবি লোভ-লালসা আমাদেরকে মৃত্যুর চিন্তা থেকে গাফেল করে দেয়।
অথচ, মৃত্যু অনিবার্য।

অবহেলা, অযত্নে বেড়ে উঠা ফুল! দিনশেষে সেও প্রস্ফুটিত!
জীবন এখানেই সুন্দর!

যদি প্রহর শেষে প্রথম রোদে তোমার হৃদয় জাগে, তবে আমার আকাশ মেঘলা থাকুক তোমার মায়ার ছলে।

Believe, time changes everything....!

আমিহীন দুনিয়া...
এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়।
মাঝেমাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে।
আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি...
✍️শাহাদাত ফায়সাল (রহ.)

"মু’মিন ব্যক্তি চিন্তাশীল, গম্ভীর ও ভদ্র হয়ে থাকে। আর পাপিষ্ঠ ব্যক্তি প্রতারক,ধোঁকাবাজ,কৃপণ, নীচ ও অসভ্য হয়ে থাকে।"
(তিরমিজি:১৯৬৪)
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Nawab Sirajuddowla Road, Chawkbazar, Chattogram
Chittagong
৪২০৩
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
An English Course Provider Specialized Private Program for Varsity & Medical Admission & HSC English
Chittagong, G.P.O4000
অভিজ্ঞ প্রাইভেট টিচার বাসায় পেতে, যোগাযোগ :01811-536844
Chittagong
It's a Korean language page As there r so many kdrama fans in world wide and they r much fascinated
Chittagong, 4310
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students
Campus 1: B. T. COACHING, Spondon Office, Beside South Asian School, Chatteshawri Road, Chawkbazar , Campus 2: Halishohor, Agrabad
Chittagong
Abdullah sir সুদীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা
Chittagong
প্রভাষক, অর্থনীতি বিভাগ সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ৩৩ তম বিসিএস, সাধারণ শিক্ষা