Anwara meron sun kindergarten
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anwara meron sun kindergarten, School, Chittagong.
Operating as usual
আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেন এর শিক্ষার্থী ও অভিভাবকদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, দেশব্যাপী তীব্র হিটের কারণে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয় পুনরায় ২১ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।আর ২৮ তারিখ থেকে যথারীতি বিদ্যালয় কার্যক্রম চলবে।
আনোয়ারা মেরন সান কিন্ডারগার্টেন এর সম্মানিত সকল অভিভাবককে জানানো যাচ্ছে যে,নার্সারী থেকে পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীর নিন্মলিখিত তথ্য গুলো ২৮/০১/২০২৪ইং রোজ রবিবারের মধ্যে বিদ্যালয়ে জমা দিতে হবে।
১)শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।
২)মা-বাবার আইডি কার্ডের ফটোকপি।
৩)মা-বাবার মোবাইল নম্বর।
৪)শিক্ষার্থীর ২কপি পাসপোর্ট সাইজের ছবি।
৫)শিক্ষার্থীর রক্তের গ্রুপের ফটোকপি।
বই উৎসব -২০২৪ এর খন্ডচিত্র।
বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৩ এর খন্ড চিত্র।
আগামী ২৬/১০/২০২২ ছাত্র ছাত্রীদের সুরক্ষা টিকা প্রদান করা হবে। যে সকল অভিভাবক এখনও পর্যন্ত অন লাইন জম্মনিবন্ধ জমা দেননি আগামী ১৫/১০/২০২২ ইং তারিখের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে জমা দেওয়ার সবিনয় অনুরোধ রহিল।
সম্মানিত অভিভাবকদের অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে।
ধন্যবাদ
©©
বুধবার (২৪শে আগস্ট) থেকে অফিস টাইম সকাল ৮টা হতে বিকেল ৩টা পর্যন্ত, ব্যাংক চলবে সকাল ৯টা হতে ৪ টা পর্যন্ত, শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি- মন্ত্রী পরিষদ সচিব।
আল্লাহ! আমরা আপনার অবুঝ বান্দাহ,,১৪৪৩ হিজরির শেষদিন। এবছরের সব ধরনের অপরাধকে ক্ষমা করে দিন। ১৪৪৪ হিজরি শান্তিময় হউক
★★★একজন শিক্ষক হিসেবে আমার নিত্যদিনের আত্ম জিজ্ঞাসা-
১। নিয়মিত পাঠ পরিকল্পনা করছি কি?
২। যথাসময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হচ্ছি কি?
৩। যথাসময়ে ক্লাসে যাচ্ছি কি?
৪। ক্লাসে প্রবেশের সাথে সাথে এর পরিবেশ যাচাই পূর্বক শ্রেণিবিন্যাস করছি কি?
৫। শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বাড়ীর কাজ যথাযথ ভাবে আদায় করছি কি?
৬। পাঠ সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করছি কি?
৭। নিত্যদিন পাঠ ঘোষনার পূর্বে শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই করছি কি?
৮। পাঠদানকালে বোর্ডের ব্যবহার যথাযথ করছি কি?
৯। বোর্ডের লিখা স্পষ্ট ছিল কি?
১০। অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান করছি কি?
১১। পাঠদানকালে সকল শিক্ষার্থীর প্রতি সমান দৃষ্টি রাখছি কি?
১২। প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রতি আলাদা নজরদারি করছি কি?
১৩। পাঠদানকালে সকল শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে পেরেছি কি?
১৪। প্রতিদিন নিত্যনতুন তথ্য- উপাত্তের মাধ্যমে পাঠ পরিবেশন করছি কি?
১৫। দুর্বল শিক্ষার্থী চিহ্নিত করে সবল করার চেষ্টা করছি কি?
১৬। পাঠদানকালে অপ্রাসঙ্গিক কথাবার্তা কিংবা অযথা গল্প-গুজব করে শিক্ষার্থীর মূল্যবান সময় নষ্ট করছি কি?
১৭। পাঠদানকালে নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করে সবল করার চেষ্টা করছি কি?
১৮। প্রয়োজনে শিক্ষার্থীর মূল্যবোধ গঠনে ২/৪ মিনিট উপদেশমূলক বক্তব্য রাখছি কি?
১৯। বাড়ীর কাজ প্রদানপূর্বক পাঠ সমাপ্তি করছি কি?
২০। পাঠ সমাপ্তির পর বোর্ডের লিখা মুছে দিয়েছি কি?
২১। ঘণ্টা বাজার সাথে সাথে ক্লাস ত্যাগ করছি কি?
২২। নিজের অভিজ্ঞতা অন্যের সাথে শেয়ার করছি কি?
২৩। বিনা কারণে কোন ঘণ্টা বাদ যাচ্ছে কি?
২৪। প্রতিষ্ঠানে অবস্থানকালে কর্মচারী থেকে শুরু করে সবার সাথে সুন্দর আচরণ করছি কি?
২৫। অন্যের সমালোচনা করা থেকে নিজেকে বিরত রাখছি কি?
২৬। শিক্ষা প্রতিষ্ঠানের অর্পিত সকল দায়িত্ব যথাযথ ভাবে পালন করছি কি?
২৭। সর্বোপরি নিজেকে শিক্ষার একজন আদর্শ কারিগর হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট আছি কি?
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীর ১৯ জুন ২০২২ তারিখে থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোক এবং দাখিল এর সম্পূর্ণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
এম এ খায়ের
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা
নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
◾২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
◾ পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
◾ তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
◾চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
◾ বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
◾ দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
◾ প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
◾ প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
◾ নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।
নতুন শিক্ষাক্রম অনুমোদন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি।(সংগৃহীত)
আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেনের অধ্যক্ষের মাতৃবিয়োগ, শোক প্রকাশ
আনোয়ারা সদরস্থ আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বাবু মিন্টু সিকদারের মমতাময়ী মা খুকী রাণী সিকদার ১৫ এপ্রিল দিবাগত রাত ৯ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে পরলোক গমন করেন।
মৃত্যুকালে তিনি ছেলেমেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
অধ্যক্ষ মিন্টু সিকদারের মায়ের মৃত্যুতে আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ লোকমান হোসেন, পরিচালকমন্ডলী, শিক্ষক-অভিভাবক মন্ডলী গভীর শোক প্রকাশ করেন। তারা অধ্যক্ষ মহোদয়ের মায়ের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।
আনোয়ারা মেরন সান কিন্ডারগার্ডেন এর সম্মানিত উপদেষ্টা
বিশিষ্ট সমাজ সেবক ডাঃ এ এইচ এম আজগর আলী চৌধুরীর মমতাময়ী আম্মার মৃত্যুতে
বিদ্যালয় পরিচালনা পরিষদ,শিক্ষক শিক্ষিকা,ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ গভীর শোকপ্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
4376
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
2no Gate
Chittagong, 4209
Darsul Quran Madrasah offers 3 programs: 1) Islamic School 2) Sahih Al-Quran Learning 3) Hifzul Quran
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.
পূর্ব চাম্বল, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম
Chittagong, ৪৩৯০
চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।