
বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান ''আমাদের বিদ্যালয়'' (প্রতিষ্ঠান- অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্য বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান ''আমাদের বিদ্যালয়''প্রতিষ্ঠান- অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় । আলোচনা- আ.জ.ম না...
Aunkur Society Girls' High School, Nasirabad Housing Society, Road No: 2, Chittagong.
Operating as usual
বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান ''আমাদের বিদ্যালয়'' (প্রতিষ্ঠান- অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্য বিদ্যালয় পরিচিতিমূলক অনুষ্ঠান ''আমাদের বিদ্যালয়''প্রতিষ্ঠান- অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় । আলোচনা- আ.জ.ম না...
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী/অভিভাবকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ২০/০৯/২০২৩ ইং তারিখ, বুধবার, বেলা ৪.৩০ টায় বিটিভি'র চট্টগ্রাম কেন্দ্রে অত্র বিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠান 'আমাদের বিদ্যালয়' সম্প্রচার হবে। উক্ত অনুষ্ঠান সবাইকে দেখার জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, অনুষ্ঠানটি আগামীকাল ২১/০৯/২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার, সকাল ৮.৩০ টায় পুনঃপ্রচার হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৩/০৯/২০২৩ ইং তারিখ, বুধবার, 'আখেরী চাহার সোম্বা' উপলক্ষে অত্র বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৬/০৯/২০২৩ ইং তারিখ, বুধবার, "শ্রী শ্রী জন্মাষ্টমী" উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার রুটিন:
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন ফি অত্র বিদ্যালয় নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে শপিং কমপ্লেক্স এলাকাস্থ ইউসিবিএল ব্যাংকে জমা দিতে হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী/অভিভাবকবৃন্দের জ্ঞাতার্থে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির অনুপস্থিত শিক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিশ:
বি.দ্র: প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ এর সময় সকাল ১০.০০ টার পরিবর্তে সকাল ৯.০০ টা হবে।
আজ ২৭/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন লাইব্রেরি কক্ষের শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি, সাবেক মেয়র জনাব আ.জ.ম. নাছির উদ্দীন। উক্ত লাইব্রেরি কক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সজল কুমার দত্ত, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব কবিতা চৌধুরী, 'দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি'র সাধারণ সম্পাদক জনাব মো. আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ জনাব মো. সাজ্জাদ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৭/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি অত্র বিদ্যালয়ে বিটিভি'র স্কুল ভিত্তিক অনুষ্ঠানের শুটিং হবে। এমতাবস্থায় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বেলা ৮.১০ এর মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করার জন্য বলা হলো এবং নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হলো।
# অত্র বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী পরিষ্কার- পরিচ্ছন্ন স্কুল ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে আসবে। আইডি কার্ড আবশ্যক।
# বিদ্যালয়ের এসেম্বলি টিমের সদস্যদের আনুমানিক বিকেল ৩.০০ টা পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হবে। এমতাবস্থায় এসেম্বলি টিমের শিক্ষার্থীদের পর্যাপ্ত খাবার ও পানি সাথে নিয়ে আসতে হবে।
# 'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতার সুনির্দিষ্ট প্রতিযোগীরা (যাদের শিক্ষক কর্তৃক ২৭ তারিখ পুনরায় তৈরি হয়ে আসার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছিল) বিদ্যালয়ে আসবে বেলা ১১.০০ টায়। উল্লেখ্য যে, উক্ত প্রতিযোগীরা বাসা থেকে সেজে আসবে।
# সাইক্লিং টিমের নিম্নোক্ত সদস্যবৃন্দ নিজ নিজ সাইকেল সাথে নিয়ে আসবে।
১. জান্নাত হোসেন, ৭ম খ
২. আফিয়া ইসলাম, ৮ম গ
৩. তানভী আমরিন, ১০ম গ
৪. মুমতাহিনা আলম, ১০ম ক
৫. সৃজিতা দাশ, ৬ষ্ঠ গ
৬. রাওদাতুল জান্নাত, ৬ষ্ঠ খ
৭. আরফিন আকতার, ৬ষ্ঠ ক
৮. আয়েশা সিদ্দিকা, ৬ষ্ঠ ক,
বি.দ্র: আগামীকালের উল্লেখিত বিটিভি'র শুটিং যথাযথভাবে সম্পন্ন করার ক্ষেত্রে অনুষ্ঠান সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী/অভিভাবকবৃন্দকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
বিটিভ'র অনুষ্ঠান বিষয়ে আগামীকাল ২৬/০৮/২০২৩ ইং তারিখ, শনিবার এর রিহার্সেল এর টাইম:
# এসেম্বলি দল: ৯.০০ টা- ১১.০০ টা
# পুতুল নাচ এর দল: ১১.০০ টা- ১২.০০ টা
# গানের দল: ১২.০০ টা- ১.০০ টা
# আবৃত্তি দল: ১.০০ টা- ২.০০ টা
# নাচের দল: ১১.০০ টা- ১.০০ টা
# কোরান তেলোয়াত: আসরিনা জাফরান, ১০ম ক
# গীতা পাঠ- দিয়া সেন, ৮ম গ
# ত্রিপিটক পাঠ- নির্মিতা বড়ুয়া, ১০ম ক
জাতীয় সংগীত দল:
# স্বস্তিকা দাশ, ৭ম গ
# লাবিবা লামিসা, ৭ম গ
# নুসরাত নূর, ৮ম গ
# ওয়াসিফা উম্মে আইমান, ৭ম গ
# জয়িতা দাশ, ৮ম গ
# ইয়ানজিল মরিয়ম, ৭ম খ
বি.দ্র: এসেম্বলি দল, কোরান তেলোয়াত, গীতা পাঠ, ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীতের দলের শিক্ষার্থীরা সকাল ৯.০০ টায় অবশ্যই স্কুল ইউনিফর্ম পরিধান করে আসবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতার ফলাফল:
ক বিভাগ:
১ম স্থান: 'জুম চাষী', জাকিয়া চৌধুরী, ৪র্থ শ্রেণি, ক শাখা
২য় স্থান:
# 'ভাষা শহীদের মা', রাফিয়া আফরিন, ২য় শ্রেণি, ক শাখা
# 'চুড়িওয়ালী', উমাইমা ফাতেমা, ২য় শ্রেণি, খ শাখা
৩য় স্থান:
# 'সাপুড়ে', সৈয়দা আলিজা আজাদ, ২য় শ্রেণি, ঘ শাখা
# 'গাঁয়ের বধূ', ফারনাজ মহি চৌধুরী, ৩য় শ্রেণি, ক শাখা
খ বিভাগ:
১ম স্থান: 'এসিড নিক্ষেপ', রওশন আরা, ৫ম শ্রেণি, গ শাখা
২য় স্থান:
# 'কাকতাড়ুয়া', ইউশা নাজিফা, ৭ম শ্রেণি, ঘ শাখা
# 'শিশুশ্রম', জান্নাতুন আদন ইকরা, ৫ম শ্রেণি, গ শাখা
৩য় স্থান:
# 'ঝালমুড়ি বিক্রেতা', লিয়ানা তাবাসসুম, ৫ম শ্রেণি, খ শাখা
# 'ঝাড়ুদার', মাসরুবা জান্নাত, ৬ষ্ঠ শ্রেণি, গ শাখা
গ বিভাগ:
১ম স্থান: 'গাউসিয়া কমিটি', সাবিহা মারজান ও তার দল
২য় স্থান: 'চিত্রশিল্পী', নাজিফা মোরশেদ, ৯ম শ্রেণি, খ শাখা
৩য় স্থান: 'চার্লি চ্যাপলিন', নাবিলা খানম, ১০ম শ্রেণি, গ শাখা
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন লাইব্রেরি কক্ষের জন্য শিক্ষার্থীদের বই ডোনেট করার সময়সীমা আগামী ২২/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সংগ্রহ থেকে নূন্যতম একটি করে বই লাইব্রেরিতে ডোনেট করার জন্য বিশেষভাবে বলা হলো।
'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতা সংক্রান্ত নোটিশঃ
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে 'যেমন খুশি তেমন সাজো' প্রতিযোগিতায় বিভাগ অনুযায়ী প্রাথমিকভাবে বাছাইকৃত নিম্নোক্ত প্রতিযোগীদের চূড়ান্ত বাছাই আগামীকাল ২১/০৮/২০২৩ ইং তারিখ, সোমবার অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, ক বিভাগ এর প্রতিযোগীরা আসবে বেলা ১১.০০ টায় এবং খ ও গ বিভাগের প্রতিযোগীরা আসবে বেলা ১২.০০ টায়।
নিম্নে বিভাগ অনুযায়ী প্রাথমিক বাছাইকৃত প্রতিযোগীদের তালিকা দেয়া হলো। শুধুমাত্র এই তালিকাভুক্ত প্রতিযোগীরাই আগামীকাল আসবে।
# প্রতিযোগিতার স্থান:
১১ তলাস্থ অডিটোরিয়াম কক্ষ
# ক বিভাগ (প্রথম থেকে চতুর্থ শ্রেণি)
১. অপরাজেয় বাংলা- লিনাতুল ইসলাম, ৪র্থ খ
২. পথ শিশু- সারিনা ফারিশতা, ১ম গ
৩. ঘটক- ইনায়েত আদি, ১ম খ
৪. ভাষা শহিদের মা- রাফিয়া হাযমিন, ২য় ক
৫. বেগম রোকেয়া- আয়েশা চৌধুরী, ৩য় গ
৬. জুম চাষী- জাকিয়া চৌধুরী, ৪র্থ ক
৭. নিরাপদ সড়ক চাই- ইশমাম চৌধুরী, ২য় খ
৮. গ্রাম্য বধু- মেহজাবিন নূর, ৪র্থ ক
৯. বিমানবালা- সৈয়দা আনাবা, ১ম ঘ
১০. শিশুদের প্রতি সচেতনতা- তোফাইলা মানহা, ৪র্থ ক
১১. কৃষক- আইমান শাহফির, ৩য় খ
১২. সাপুড়ে- সৈয়দা আলিফা, ২য় ঘ
১৩. সব্জি বিক্রেতা- সামিহা করিম, ২য় ক
১৪. পরী- মানহিল জান্নাত, ১ম গ
১৫. পরী- ওয়াফিয়া সিমরা, ১ম গ
১৬. চুড়িওয়ালী- উমাইমা ফাতেমা, ২য় খ
১৭. শিক্ষক- জিনান, ২য় ক
১৮. ফুলকুমারী- জুহাফিন সাদাত, ২য় খ
১৯. গাঁয়ের বধু- সৈয়দা মুকমাইন, ২য় খ
২০. গাঁয়ের বধু- ফারনাজ মহি, ২য় ক
২১. রত্না সেন ম্যাডাম- রাইফানা তাবাসসুম, ৩য় ক
২২. মুক্তিযোদ্ধা- সৈয়দ জিয়াউল আমিন, ২য় ক
২৩. ফটোগ্রাফার- মুহাইমিন আহমেদ, ৩য় গ
২৪. দুবাই এর শেখ- মোহাম্মদ মুনতাসির সাদাত, ৩য় ক
২৫. শিশু শ্রম- নাদিয়া নবী, ৪র্থ খ
২৬, ডাক্তার- কাজী সামারা, ৩য় খ
# খ বিভাগ (পঞ্চম থেকে সপ্তম)
১. মারমা- জেমি বড়ুয়া, ৬ষ্ঠ গ
২. পানির অপচয়- মারসিহা, ৫ম খ
৩. কাকতাড়ুয়া- ইউশা, ৭ম ঘ
৪. কাকতাড়ুয়া- নুসরাত শারমিন, ৫ম ক
৫. বিজনেসম্যান- মালিহা কাদের, ৭ম খ
৬. শেখ হাসিনা- আফিয়া আলিম, ৭ম ক
৭. শেখ হাসিনা- নুসরাত আলম, ৫ম খ
৮. শেখ হাসিনা- আরিবা ইনতিসা, ৭ম খ
৯. ঝালমুড়ি বিক্রেতা- রিয়ানা তাবাসসুম, ৫ম খ
১০. আমি একজন সচেতন নাগরিক- সাফফাত মাহমুদ, ৫ম খ
১১. মুক্তিযোদ্ধার মা- আসরিয়া নিজাম, ৫ম খ
১২. নির্যাতিত স্বামী- নুসাইবা নূর হক, ৭ম ক
১৩. ঝাড়ুদার- মাসরুবা জান্নাত মায়া, ৬ষ্ঠ গ
১৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- আলিফা আক্তার, ৬ষ্ঠ খ
১৫. বেদেনী- গালিবা আল মনসুর, ৭ম গ
১৬. পথশিশু- তাসনিম বিনতে হায়দায়, ৫ম ক
১৭. মুক্তিযোদ্ধা তারামন বিবি- ইয়ানজিল মরিয়ম, ৭ম খ
১৮. শিশু শ্রমিক- জান্নাতুল আদন ইকরা, ৫ম গ
১৯. মুক্তিযোদ্ধা- তাসফিকুল ইসলাম, ৫ম গ
২০. এসিড নিক্ষেপ- রওশন আরা সিদ্দিকা, ৫ম গ
২১. এসিড নিক্ষেপ- সানজা ইবনাত, ৭ম ঘ
# গ বিভাগ (অষ্টম থেকে দশম)
১. শিশুশ্রম- খুশনূর সিদ্দিকা, ৯ম গ
২. মুক্তিযোদ্ধার মা- ফাহমিদা সুলতানা, ৮ম খ
৩. শিক্ষক- পূজা বড়ুয়া, ৮ম গ
৪. চার্লি চ্যাপলিন- নাবিলা খানম, ১০ম গ
৫. বিজনেসম্যান- আনিশা মোবিন, ৮ম ক
৬. করোনা ভাইরাস- ইনিশা জাহান, ৮ম গ
৭. সাংবাদিক- নাবিলা নওরিন, ৯ম গ
৮.মাটির হাঁড়িপাতিল ওয়ালী- ইশরাত শরমিন, ৯ম খ
৯. চিত্রশিল্পী- নাজিফা মোর্শেদ, ৯ম খ
১০. গাউসিয়া কমিটি- সাবিহা মারজান ও তার দল, ১০ ম গ
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, অত্র বিদ্যালয়ের 'লাইব্রেরি কক্ষ' নতুনভাবে সাজানো হচ্ছে। এমতাবস্থায় অত্র বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীকে নিজের সংগ্রহ থেকে একটি করে পাঠ্যবই বর্হিভুত সৃজনশীল বই (শিশুতোষ বই, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা কিংবা ছড়া সমগ্র, বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক বই, জীবনী গ্রন্থ) লাইব্রেরিতে ডোনেট করার জন্য বিশেষভাবে বলা হলো। শিক্ষার্থীরা চাইলে একের অধিক বইও ডোনেট করতে পারবে। উল্লেখ্য যে, শিক্ষার্থীরা বইয়ের ভেতরের পাতায় (মলাটের পরের পাতায়) নিজের নাম, শ্রেণি, শাখা ও রোল লিখে স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট আগামী ২০/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার জমা দিবে।
শিক্ষার্থীদের ছেঁড়া কিংবা ময়লা বই/ মলাট বিহীন বই ডোনেট না করার জন্য বিশেষভাবে বলা হলো।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
আজ ১৫/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে "জাতীয় শোক দিবস" উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সজল কুমার দত্ত। জাতীয় সংগীত সম্মিলিতভাবে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব কবিতা চৌধুরী, সহকারী শিক্ষক জনাব ফারহানা আকতার এবং অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সজল কুমার দত্ত বক্তব্য রাখেন। আলোচনা অনুষ্ঠানের পরে "জাতীয় শোক দিবস" উপলক্ষে আয়োজিত আবৃত্তি, পঠন এবং গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। সবশেষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শ্বেতা চৌধুরী।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৫/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, "জাতীয় শোক দিবস" উপলক্ষে অত্র বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, অষ্টম, নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা সকাল ১০.০০ টায় অত্র বিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে (অবশ্যই স্কুল ইউনিফর্ম পরিধান করবে)। উক্ত শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯.৪৫ এর মধ্যে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে অবস্থান করবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
'১৫ আগস্ট জাতীয় শোক দিবস' উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা - ২০২৩ এর ফলাফল:
ক বিভাগ: (আবৃত্তি)
১ম স্থান: ওয়াসিফা আফরিন টুপুর, ২য় শ্রেণি,
খ শাখা
২য় স্থান:
# অগ্রজিৎ বড়ুয়া, ২য় শ্রেণি, খ শাখা
# ওয়ারিসা আফরিন টাপুর, ২য় শ্রেণি, খ শাখা
৩য় স্থান:
# আমিরা করিম মীম, ৩য় শ্রেণি, গ শাখা
# নামিরা নাওয়ার, ১ম শ্রেণি, খ শাখা
খ বিভাগ: (পঠন)
১ম স্থান: রাবিতা তাবাসসুম, ষষ্ঠ শ্রেণি, খ শাখা
২য় স্থান:
# ইউশা নাজিফা, ৭ম শ্রেণি, ঘ শাখা
# রোয়াহা মিম আফনান, ৭ম শ্রেণি, গ শাখা
৩য় স্থান:
# জাফনা মামুন, ষষ্ঠ শ্রেণি, খ শাখা
# মাইশা সিকদার, ষষ্ঠ শ্রেণি, ক শাখা
# সম্পূর্ণা বড়ুয়া, ষষ্ঠ শ্রেণি, গ শাখা
গ বিভাগ: (গল্প বলা)
১ম স্থান: আনতারা আল আজমী, ৯ম শ্রেণি, খ শাখা
২য় স্থান: মিম্বর হুরে জান্নাত, ৮ম শ্রেণি, ক শাখা
৩য় স্থান: অনুশ্রী নাথ, ১০ম শ্রেণি, ক শাখা
বি.দ্র: উপরোক্ত বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১৫/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, সকাল ১০.০০ টায় "জাতীয় শোক দিবস" উপলক্ষে আয়োজিত অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং নিজ নিজ পুরস্কার সংগ্রহ করবে।
২০২৩ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের জন্য নোটিশঃ
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের প্রশংসা পত্র আগামী ১৫/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, বেলা ১০.০০ টা-১২.০০ টার মধ্যে বিদ্যালয়ের অফিস কক্ষে অত্র বিদ্যালয়ের সহকারী হিসাব রক্ষক জনাব মো. মুস্তাকিম এর নিকট হতে সংগ্রহ করার জন্য বলা হলো।
# ফি: ৫০০/-
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নোটিশঃ
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৪/০৮/২০২৩ ইং তারিখ, সোমবার, প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য যে, শিক্ষার্থীরা নিজ নিজ রেজিষ্ট্রেশন ফরম চেক করে দেখবে এবং কোনো প্রকার ভুল থাকলে স্ব স্ব শ্রেণি শিক্ষককে অবহিত করবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ১০/০৮/২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার পর্যন্ত সরকারী নির্দেশনা অনুযায়ী অত্র বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৮/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, মাউশি'র নির্দেশনা অনুযায়ী অত্র বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
জরুরী নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ০৭/০৮/২০২৩ ইং তারিখ, সোমবার, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অত্র বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
"১৫ই আগস্ট" জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতা সংক্রান্ত নোটিশঃ
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, "১৫ই আগস্ট" জাতীয় শোক দিবস উপলক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
নিম্নে তার নির্দেশনা দেয়া হলো।
উল্লেখ্য যে, আগ্রহী শিক্ষার্থীদের এই পোস্টের কমেন্টে নাম (শিক্ষার্থীর নাম, শ্রেণি, শাখা, রোল, বিভাগ, প্রতিযোগিতার বিষয় উল্লেখ করতে হবে) জমা দিতে হবে।
# ক বিভাগ (প্রথম থেকে চতুর্থ শ্রেণি):
# প্রতিযোগিতার বিষয়: বঙ্গবন্ধু /মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা বলা।
# প্রতিযোগিতার সময়: ১৩/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার, সকাল ৯.১৫ টা
# প্রতিযোগিতার স্থান: বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষ
# খ বিভাগ (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি):
# প্রতিযোগিতার বিষয়: বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বই থেকে পঠন।
সময়সীমা সর্বোচ্চ ৩ মিনিট।
# প্রতিযোগিতার সময়: ১৩/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার, বেলা ১১.০০ টা
# প্রতিযোগিতার স্থান: বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষ
# গ বিভাগ (অষ্টম থেকে দশম শ্রেণি):
# প্রতিযোগিতার বিষয়: বঙ্গবন্ধু /মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প বলা (স্বরচিতও হতে পারে)।
সময়সীমা সর্বোচ্চ ৩ মিনিট।
# প্রতিযোগিতার সময়: ১৩/০৮/২০২৩ ইং তারিখ, রবিবার, বেলা ১২.৩০ টা
# প্রতিযোগিতার স্থান: বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষ
বি.দ্র: প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নামের তালিকা ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। উক্ত শিক্ষার্থীরা আগামী ১৫/০৮/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, সকাল ১০.০০ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং নিজ নিজ পুরস্কার সংগ্রহ করবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামী ৩০/০৭/২০২৩ ইং তারিখ, রবিবার, "চট্টগ্রাম ১০" আসনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অত্র বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
৩১/০৭/২০২৩ ইং তারিখ, সোমবার থেকে বিদ্যালয়ের নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় চলবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি বিজ্ঞান বিভাগের ছাত্রী তারফি শফিক তুহি "পুষ্টি প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব- ২০২৩" এর বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন হয়েছে। ইতিমধ্যে তারফি উক্ত বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী তারফি শফিক তুহি'র সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সরকারী সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৩/০৭/২০২৩ ইং তারিখ, রবিবার থেকে পূর্বের সিডিউল অনুযায়ী বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের শেষ সময় ৮.১৫ টা। বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করা হবে সকাল ৮.১৫ টায়।
উল্লেখ্য যে, আগামী ২৪/০৭/২০২৩ ইং তারিখ, সোমবার থেকে পূর্বের সিডিউল অনুযায়ী এসেম্বলি শুরু হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের আজকের তাৎক্ষণিক নির্দেশনা অনুযায়ী "গ্রীষ্মকালীন ছুটি" বাতিল করা হয়েছে। তবে আগামীকাল ২০/০৭/২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার "হিজরি নববর্ষ" উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৩/০৭/২০২৩ ইং তারিখ, রবিবার থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
বন্ধের নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২০/০৭/২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার থেকে আগামী ০২/০৮/২০২৩ ইং তারিখ, বুধবার পর্যন্ত "গ্রীষ্মকালীন ছুটি" উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৩/০৮/২০২৩ ইং তারিখ, বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
৯ম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির নিম্নোক্ত রোল নং এর শিক্ষার্থীদের আগামীকাল ১৯/০৭/২০২৩ ইং তারিখ, বুধবার, সকাল ১০.০০ টার মধ্যে রেজিষ্ট্রেশন সংক্রান্ত কাজে অবশ্যই বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বলা হলো। উল্লেখ্য যে, এরপর আর রেজিষ্ট্রেশন করা হবে না এবং এর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ কোনরূপ দায়ী থাকবে না।
# ৯ম শ্রেণি ক শাখা: রোল ৬৩ এবং ৭৮।
# ৯ম শ্রেণি খ শাখা: রোল ৭২।
# ৯ম শ্রেণি গ শাখা:
ব্যবসায় শিক্ষা বিভাগ: রোল নং ১৮, ২৪, ৩৬, ৪২, ৫৮, ৭২ এবং ৭৯।
মানবিক বিভাগ: রোল নং ২০ এবং ৪৪।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির জন্য নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ফলাফল সংক্রান্ত তথ্য আগামীকাল শ্রেণি কক্ষে জানানো হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের (প্লে - ৫ম ও ৮ম-১০ম) শ্রেণির সকল শিক্ষার্থী/অভিভাবকবৃন্দের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আজ ১৮/০৭/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, বেলা ১২.০০ টায় অত্র বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল অত্র বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, বিদ্যালয়ে নিবন্ধিত প্রত্যেক শিক্ষার্থীর মোবাইল নাম্বারে শিক্ষার্থীর (প্লে - ৫ম ও ৮ম-১০ম) আইডি ইতিমধ্যেই প্রেরণ করা হবে। উক্ত আইডি দিয়ে ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ ফলাফল দেখতে পাবে এবং সন্ধ্যা ৭টার পর থেকে ফলাফল ডাউনলোড করে নিতে পারবে। বিদ্যালয়ের ওয়েবসাইট আইডি নিম্নরূপ।
https://eduonlineresult.com
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
Aunkur Society Girls' High School | Home Page Aunkur Society Girls' High School
৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির যে সকল শিক্ষার্থী এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন ফি জমা দেয়নি তাদেরকে অবশ্যই আগামীকাল ১৮/০৭/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার এর মধ্যে রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে, ব্যাংক স্লিপ এর ফটোকপি করে এবং রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে। উল্লেখ্য যে, আগামীকাল এর মধ্যে রেজিষ্ট্রেশন ফরম জমা না দিলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের জে.এস.সি. পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডে যদি কোনপ্রকার ভুল থাকে তবে আগামীকাল ১৭/০৭/২০২৩ ইং তারিখ, সোমবার, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, রেজিষ্ট্রেশন কার্ডের মূল কপি, মা ও বাবার এন আইডি কার্ডের ফটোকপি সহ বিদ্যালয়ের অফিস কক্ষে জনাব সুমন চন্দ্র কর্মকার এর নিকট সকাল ১০.০০ টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পোস্টে দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা দেয়া হয়েছে। উক্ত অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মত বিনিময় সভা আগামী ১৬/০৭/২০২৩ ইং তারিখ, রবিবার, সকাল ৯.০০ টায় বিদ্যালয়ের ১১ তলাস্থ অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হবে।
উক্ত মত বিনিময় সভায় অভিভাবকবৃন্দের উপস্থিতি একান্ত কাম্য।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
নোটিশ:
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লে থেকে দশম শ্রেণির (ষষ্ঠ এবং সপ্তম শ্রেণি ব্যতীত) শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, আগামীকাল ১১/০৭/২০২৩ ইং তারিখ, মঙ্গলবার, বিদ্যালয়ের অর্ধ বার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষার খাতাসমূহ শিক্ষার্থীদের বাসায় প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে, তার পরদিন অর্থাৎ ১২/০৭/২০২৩ ইং তারিখ, বুধবার অবশ্যই শিক্ষার্থীকে খাতাসমূহ স্ব স্ব শ্রেণি শিক্ষককে ফেরত দিতে হবে এবং যদি কোনো সমস্যা থাকে তবে তা উক্ত দিনই শ্রেণি শিক্ষককে অবহিত করতে হবে। আরও উল্লেখ্য যে,আগামীকালের পরে খাতা আর দেখানো হবে না।
প্রধান শিক্ষক
অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়
নাসিরাবাদ, চট্টগ্রাম।
৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নোটিশঃ
বি.দ্র: পোস্টে প্রদত্ত ফরম ডাউনলোড ও প্রিন্ট করে যথাযথভাবে পূরণ পূর্বক এবং ব্যাংকে রেজি.ফি বাবদ ৩০০/- জমা পূর্বক ব্যাংক স্লিপের ফটোকপি সহ স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Worst School In the WORLDDD!!!
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
কুরআন সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা অঙ্গিকারাবদ্ধ। আলহামদুলিল্লাহ
This is an non Government madrasah. managed by the help of all muslim.
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like y