There দিয়ে কিভাবে বাক্য তৈরী করা যায় তা শিখুন:
✪ There is/are - আছে।
✪ There was/were - ছিলো।
✪ There will be - হবে।
✪ There will have - থাকবে।
✪ There can be - থাকতে পারে।
✪ There could be - থাকতে পারতো।
✪ There may be - হতে পারে।
✪ There must be - নিশ্চয়ই হবে।
✪ There may not be - থাকতে নাও পারে।
✪ There must have been - নিশ্চয়ই ছিলো।
✪ There should be - থাকা উচিত।
✪ There should have been - থাকা উচিত ছিলো।
✪ There should not be - থাকা উচিত না।
✪ There could have been - থাকতে পারবে।
✪ There seems to be - আছে বলে মনে হয়।
✪ There is a mosque in this village - এই গ্রামে একটি মসজিদ আছে।
✪ There are deer in this jungle - এই বনে হরিণ আছে।
✪ There can be a mistake here - এখানে একটি ভুল থাকতে পারে।
✪ There may be crocodile in this river - এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There seems to be snakes in the river - এই নদীতে সাপ আছে বলে মনে হয়।
✪ There should be a school in this village - এই গ্রামে একটি স্কুল থাকা উচিত।
********************
Advance Tuition Media
Nearby schools & colleges
Nur Ahmed Road
Nur Ahmed Road
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Advance Tuition Media, School, # ৮/৯, আঞ্জুমান মার্কেট, তামাকুমন্ডি লেইন, রিয়াজুদ্দিন বাজার, চট্টগ্রাম, Chittagong.
Operating as usual
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘e 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 Contact :01878588971
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য এমন একজন গৃহ শিক্ষক বা শিক্ষিকা নির্ধারণ করুন যার উপর আস্থা রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব দেয়া যায় ।যে খুব যত্নসহকারে এবং গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে পড়াবে এবং মানসিক বিকাশে সাহায্য করবে।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্ল্যাটফর্ম , যেখানে আপনার সন্তানের জন্য মানসম্পন্ন ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাবেন খুব সহজেই । দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল থেকে যাচাই-বাছাই করে এমনকি দুটি ডেমো ক্লাস করিয়ে আপনার সন্তানের জন্য টিউটর নির্ধারণ করতে পারবেন ।
এছাড়া আপনার রিকুয়ারমেন্ট বা ডিমান্ড অনুযায়ী কেমন টিউটর খুঁজছেন জানিয়ে রিকুয়েস্ট করতে পারবেন 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 । আপনার পছন্দ অনুযায়ী টিউটর প্রোভাইড করবে । তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনার পছন্দের শিক্ষক শিক্ষিকা নিয়ে নিন।
তাহলে আর দেরি কেন?। জলদি 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন অথবা কল করুন-
01878588971
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘e 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖
Call or Whatsapp 01878588971

আমাদের দেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাই বছরে দুটি ঈদ আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ ও সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার দিন। এছাড়াও অন্য ধর্মালম্বীদের উৎসবও বড় করে পালন করা হয় বছরে দুই-একটি। সকল পেশাজীবিদের উৎসবে বোনাস থাকলেও টিউটরদের উৎসব বোনাস দিতে অনেকেই অনুৎসাহী। কিছু সচেতন অভিভাবক বোনাস দিয়ে থাকলেও, অনেকেই এটা নিয়ে কখনও ভেবেই দেখেন না। অথচ টিউটরাও পেশাজীবী এবং অন্য সবার চেয়ে তাঁদের কাজের দায়িত্ব ও আন্তরিকতা কোনো অংশে কম নয়।
তাই উৎসব বোনাসের ক্ষেত্রে অভিভাবক টিউটরের প্রতি দৃষ্টি দিলে এইটা টিউটরকে তাঁর কাজের উৎসাহ আরো বাড়িয়ে দিবে। পরিবার-সমাজ-কর্মক্ষেত্র আর আমাদের পাশের মানুষগুলো ভালো থাকাই তো উৎসবের আনন্দ ও শিক্ষা।
নামাজ,নামাজ হচ্ছে দিনের খুঁটি।

আপনার সন্তানের জন্য যে টিউটরটি নিয়মিত নিজের শ্রম, মেধা ও সময় ব্যয় করছেন তাঁর বেতনটি অবশ্যই মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে পরিশোধ করুন, কেননা প্রতিদিনের কাজের মাঝে টিউটর দিন শেষে একজন ছাত্র পড়িয়ে যা আয় করেন তা পরিকল্পনা মাফিক তাঁকে বরাদ্দ করতে হয়। তাই খুব বেশি দেরি হলে তাঁর স্বাভাবিক জীবনে প্রভাব পড়বে, যা পরবর্তিতে তাঁর আন্তরিকতায় ব্যাঘাত ঘটাতে পারে। তাই টিউটরকে যত দ্রুত সম্ভব তাঁর বেতন পরিশোধ করে দিন।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 Contact :01878588971
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য এমন একজন গৃহ শিক্ষক বা শিক্ষিকা নির্ধারণ করুন যার উপর আস্থা রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব দেয়া যায় ।যে খুব যত্নসহকারে এবং গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে পড়াবে এবং মানসিক বিকাশে সাহায্য করবে।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্ল্যাটফর্ম , যেখানে আপনার সন্তানের জন্য মানসম্পন্ন ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাবেন খুব সহজেই । দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল থেকে যাচাই-বাছাই করে এমনকি দুটি ডেমো ক্লাস করিয়ে আপনার সন্তানের জন্য টিউটর নির্ধারণ করতে পারবেন ।
এছাড়া আপনার রিকুয়ারমেন্ট বা ডিমান্ড অনুযায়ী কেমন টিউটর খুঁজছেন জানিয়ে রিকুয়েস্ট করতে পারবেন 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 । আপনার পছন্দ অনুযায়ী টিউটর প্রোভাইড করবে । তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনার পছন্দের শিক্ষক শিক্ষিকা নিয়ে নিন।
তাহলে আর দেরি কেন?। জলদি 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন অথবা কল করুন-
01878588971
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖
Call or Whatsapp 01878588971

ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাওয়া বরাবরই একটি কঠিন কাজ। তবে এই কঠিন কাজকে হাতের মুঠোয় এনে সহজ করে দিচ্ছে Advance Tuition Media । কারণ Advance Tuition Media এর প্ল্যাটফর্ম ব্যবহার করে নিশ্চিত করা টিউটরগণের তথ্য নিয়ে থাকতে পারছেন নিশ্চিন্ত এবং পরিশেষে খুঁজে পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত অভিজ্ঞ একজন টিউটর।
তাই ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীর জন্য নিশ্চিন্তে একজন ভেরিফাইড টিউটর খুঁজে পেতে আজই আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন Advance Tuition Media এর প্ল্যাটফর্মে অথবা সরাসরি যোগাযোগ করুন 01878-588971 এই নাম্বারে।
আল্লাহ তোমার পৃথিবী এতো সুন্দর জানিনা তুমি কত সুন্দর।

ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য একজন দক্ষ টিউটর খুঁজে পাওয়া এখন একদম সহজ। শুধুমাত্র আপনার রিকোয়ারমেন্টটি পোস্ট করে খুঁজে নিতে পারবেন আপনার ইংলিশ ভার্সনের অধ্যয়নরত সন্তানের জন্য একজন দক্ষ টিউটর।
তাই এখনই আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন Advance Tuition Media এর প্ল্যাটফর্মে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন 01878-588971 এই নাম্বারে।
💠 আমরা সকলেই - All of us.
💠 আমাদের উভয়ই- Both of us.
💠 আমাদের প্রত্যেকেই- Each of us.
💠 আমাদের অধিকাংশ- Most of us.
💠 আমাদের অনেকেই- Many of us.
💠 আমাদের মধ্যে একজন- One of us.
💠 আমাদের মধ্যে কেহই না- None of us.
💠 আমরা সকলেই সেখানে উপস্থিত ছিলাম - All of us were present there.
💠 আমাদের উভয়ই সেখানে উপস্থিত ছিলাম - Both of us were present there.
💠 আমাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলাম- Each of us was present there.
💠 আমাদের অধিকাংশ সেখানে উপস্থিত ছিলাম - Most of us were present there.
💠 আমাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলাম - Many of us were present there.
💠 আমাদের মধ্যে একজন সেখানে উপস্থিত ছিলাম- One of us was present there..
💠 আমাদের মধ্যে কেহই সেখানে উপস্থিত ছিলাম না- None of us was present there..

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সার্ভিসটি এক ঐতিহ্য বহন করে আসছে। এটিই হলো বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত শাটল ট্রেন। ১৯৮০ সালে এই শাটল ট্রেনের যাত্রা শুরু হয়। এক জোড়া শাটল ট্রেন চট্টগ্রাম শহরের বটতলী স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত চলাচল করে। প্রতিটি ট্রেনে ৯টি করে বগি যুক্ত আছে। ট্রেন দুটি প্রায় ১০ হাজারের অধিক শিক্ষার্থীকে যাতায়াত সুবিধা দিয়ে আসছে। বর্তমানে ছুটির দিন ছাড়া সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের আনা-নেওয়া করে। University of Chittagong

আমাদের সকলের দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা এবং জরুরী কাজ থাকে। অনেক সময় অভিভাবকদের ব্যস্ততার কারণে টিউটর কল করে তাঁকে না পেলে কিংবা কথা বলার যথার্থ সময় না থাকায় টিউটর অভিভাবককে মেসেজ দিয়ে থাকেন। হতে পারে টিউটর অভিভাবককে শিক্ষার্থীর ব্যাপারে কিছু অবগত করতে চাচ্ছেন কিংবা জরুরী কোনো বিষয়ে জানাতে চাচ্ছেন। তাই টিউটরের কল কিংবা মেসেজ পেলে তাঁদের যতদ্রুত সম্ভব প্রত্যুত্তর জানান। এতে উভয়পক্ষেরই সুন্দর ও মানবিক যোগাযোগ বজায় থাকে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি বড় অংশ কথা ও ভাষার জ্ঞানে দুর্বল থাকে, এমনকি অন্যসব কাজে সুস্থ হলেও অনেক শিশুর মাঝেই এই দুর্বলতা দেখা যায়। তবে বিশেষ শিক্ষার মাধ্যমে খুব সহজে এই দুর্বলতা কাটিয়ে তোলা সম্ভব। আপনার সোনামণিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁকে কথা বলা ও ভাষাগত শিক্ষা দিন বিশেষভাবে প্রশিক্ষিত টিউটরের তত্বাবধানে।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একজন দক্ষ টিউটর খুঁজে পেতে আজই আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন Advance Tuition Media এর প্ল্যাটফর্মে অথবা সরাসরি যোগাযোগ করুন 📞 01878-588971 এই নাম্বারে।

#𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 #01878588971
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য এমন একজন গৃহ শিক্ষক বা শিক্ষিকা নির্ধারণ করুন যার উপর আস্থা রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব দেয়া যায় ।যে খুব যত্নসহকারে এবং গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে পড়াবে এবং মানসিক বিকাশে সাহায্য করবে।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্ল্যাটফর্ম , যেখানে আপনার সন্তানের জন্য মানসম্পন্ন ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাবেন খুব সহজেই । দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল থেকে যাচাই-বাছাই করে এমনকি দুটি ডেমো ক্লাস করিয়ে আপনার সন্তানের জন্য টিউটর নির্ধারণ করতে পারবেন ।
এছাড়া আপনার রিকুয়ারমেন্ট বা ডিমান্ড অনুযায়ী কেমন টিউটর খুঁজছেন জানিয়ে রিকুয়েস্ট করতে পারবেন 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 । আপনার পছন্দ অনুযায়ী টিউটর প্রোভাইড করবে । তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনার পছন্দের শিক্ষক শিক্ষিকা নিয়ে নিন।
তাহলে আর দেরি কেন?। জলদি 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন অথবা কল করুন-
01878588971
#𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 #01878588971
https://www.facebook.com/advancetuitionmedia

𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 >>01878588971
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য এমন একজন গৃহ শিক্ষক বা শিক্ষিকা নির্ধারণ করুন যার উপর আস্থা রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব দেয়া যায় ।যে খুব যত্নসহকারে এবং গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে পড়াবে এবং মানসিক বিকাশে সাহায্য করবে।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্ল্যাটফর্ম , যেখানে আপনার সন্তানের জন্য মানসম্পন্ন ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাবেন খুব সহজেই । দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল থেকে যাচাই-বাছাই করে এমনকি দুটি ডেমো ক্লাস করিয়ে আপনার সন্তানের জন্য টিউটর নির্ধারণ করতে পারবেন ।
এছাড়া আপনার রিকুয়ারমেন্ট বা ডিমান্ড অনুযায়ী কেমন টিউটর খুঁজছেন জানিয়ে রিকুয়েস্ট করতে পারবেন 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 । আপনার পছন্দ অনুযায়ী টিউটর প্রোভাইড করবে । তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনার পছন্দের শিক্ষক শিক্ষিকা নিয়ে নিন।
তাহলে আর দেরি কেন?। জলদি 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন অথবা কল করুন-
01878588971
>> 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 >>01878588971
💥💥💥
১। নরম মানেই নিরাপদ নয়। কতো নরম শামুকের মুখ, কিন্তু তার আছে ২৫ হাজার দাঁত।
২। গতি দিয়েই বীর হওয়া যায় না। একটি নোংরা মাছিও মিনিটে ৮ কিলোমিটার উড়তে পারে।
৩। দু’ একটি বিশেষত্বই কাউকে মহান করে না। মানুষের চেয়ে
২৮,০০০ গুণ অধিক ঘ্রাণশক্তি থাকা সত্ত্বেও কুকুর কুকুর হয়ে আছে।
৪। কেবল সংখ্যাধিক্য দিয়েই ক্ষমতা লাভ হয় না। পৃথিবীর প্রাণীদের মধ্যে ৮০ ভাগই পোকামাকড়।
৫। কোনো কারণে যাকে তুচ্ছ ভাবা হচ্ছে, ভিন্ন কারণে সে হয়তো মূল্যবান। ১৫০টি বাদুড় বছরে যে পরিমাণ ক্ষতিকর পোকা খেয়ে ফেলে, তাতে অন্তত ১ বিলিয়ন ডলারের ফসল রক্ষা পায়।
৬। উটপাখিদের থেকে শেখার আছে। সংসারের সামান্য কাজকেও তারা একার উপর চাপিয়ে দেয় না। নিজেদের ডিমে তা দিতেও করে ভাগাভাগি। দিনের বেলায় স্ত্রী উটপাখি ডিমে তা দেয়, রাতের বেলায় দেয় পুরুষ উটপাখি।
৭। সৃষ্টিকর্তা যাকে যেভাবে সাজিয়েছেন, তাতে খুশি না থাকলে পিঁপড়াদের দিকে তাকাও! পৃথিবীতে পিঁপড়া আছে প্রায় ১০ কোয়াড্রিলিয়ন এর মত। [১ কোয়াড্রিলিয়ন = ১০,০০,০০০ বিলিয়ন] তারা আকারে আরেকটু বড় হলে পৃথিবী পিঁপড়াদের দখলে চলে যেতো।
৮। লাফ দিতে হয় এগিয়ে যাবার জন্য, মাথা দেখানোর জন্য নয়। লাফ দিয়ে ব্যাঙ নিজের থেকে ২০ গুণ উচ্চতা অবধি উঠতে পারে। কিন্তু সে যতই উপরে উঠতে চায়, ততই কমে যায় সামনে যাবার শক্তি।
৯। অতিমাত্রায় যৌনতার চর্চা গর্বের হলে গর্ব করার বেশি অধিকার ইঁদুরের। ইঁদুরজগতে প্রজনন এতো বেশি যে, মাত্র ১৮ মাসে একজোড়া ইঁদুর থেকে ১০ লাখের বেশি স্বজন তৈরি হতে পারে।
১০। সৌন্দর্য দেখেই মজে যেতে নেই। জেলিফিশ দেখতে খুবই সুন্দর। কিন্তু তার বিষাক্ত শুঁড় ৩৬ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
১১। শক্তির ব্যবহারে হিসেবী হতে হয়। বিষের অপচয়ের ভয়ে এনাকোন্ডা সাপ কামড়ের বদলে শিকারকে চেপে শ্বাসরুদ্ধ করে সময় নিয়ে মারে।
১২। অন্যকে কষ্ট দিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। বাড়িতে ভনভন করা মাছি বেঁচে থাকে দুই থেকে তিন সপ্তাহ।
১৩। দুর্বলের সঙ্গে দুর্বলের ঐক্য থেকে জন্ম নিতে পারে নতুন শক্তি। দুর্বল চুলের সঙ্গে চুল একত্রিত হয়ে জন্ম নিয়েছে গণ্ডারের মাথার সামনের দিকে থাকা অত্যন্ত শক্তিশালী শিং। এতে না আছে কোনো হাড়, না অন্য কোনো পদার্থ।
১৪। যারা বিপজ্জনক, তাদের দেখার শক্তিই আলাদা। চোখ বন্ধ করলেও সাপ দেখতে পায়।
১৫। প্রয়োজন যেখানে যেমন, প্রাকৃতিকভাবে যোগ্যতার সরবরাহ সেখানে অনুরূপ। হাতির প্রবলভাবে চাই পানি। অতএব পানি প্রায় ১২ মাইল দূরে থাকলেও হাতি তা বুঝতে পারে।
১৬। বাহ্যিক দৃশ্য দেখেই কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নেয়া ভুল। হাতিরা পরস্পরে শুড় নাড়াচাড়া করছে দেখে অনেকেই ভাবে ঝগড়া হতে যাচ্ছে। আসলে তারা দেখা হলে শুড় দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানায়।
১৭। পরিবেশের কাছে হেরে গেলে চলে না, তাকে নিজের অনুকূলে ব্যবহারের পথ করে নিতে হয়। ব্যাঙ পানিতে থাকে, কিন্তু পানি পান করে না। শরীরে যে পরিমাণ পানি প্রয়োজন তা ত্বকের সাহায্যে শুষে নেয়।
১৮। তোমার কিছু একটা নেই। সেজন্য থেমে যেয়ো না। যা নেই, এর বিকল্প সামনে আসবেই। পিঁপড়ার কান নেই। শোনার জন্য এরা ভূমির কম্পাঙ্ক ব্যবহার করে।
১৯। আরো চাই আরো চাই ভালো না। খাদ্য পেটে থাকলে কিং কোবরার মতো সাপ শক্তি ও সুযোগ থাকার পরেও প্রায়ই এক মাস পর্যন্ত শিকার করে না।
২০। নিয়মিত নিজেকে নবায়ন করা ভালো। কিন্তু যা কিছু পুরাতন, তাও পরিহারের নয়। ব্যাঙ প্রায় প্রতি ১ সপ্তাহ পরে নিজের গায়ের চামড়া বদলায়। নতুন চামড়া গজালে পুরনো চামড়া নষ্ট হতে দেয় না, সাধারণত খেয়ে ফেলে।
২১। অদম্য ইচ্ছা ও প্রয়াস অসম্ভব থেকে ‘অ’কে সরিয়ে দেয়। থাকে শুধু সম্ভব। সকল প্রাণী কমবেশি ঘুমালেও পিঁপড়া একদমই ঘুমায় না! কাজের নেশা কেড়ে নিয়েছে তার ঘুমের আয়োজন।
২২। শামুক হার মেনেছে ঘুমের নেশার কাছে। একটানা তিন বছর ঘুমাতে পারে সে। শামুকের জীবন আছে, কিন্তু বলার মতো তেমন কাজ নেই জীবনে।
২৩। একেবারে নিদ্রাত্যাগ মানুষের কাজ নয়। নিদ্রা চাই, কিন্তু যতটা আবশ্যক, ততটা। হরিণের প্রতি লক্ষ্য করুন। প্রতিদিন মাত্র ৫ মিনিটের মতো ঘুমালেই তার চলে।
২৪। সৃষ্টি হচ্ছে বিধাতার শিল্পকর্ম। কোনোকিছুতেই একঘেয়েমি নেই, আছে বৈচিত্র্য। ধরুন, কানের অবস্থান। ফড়িং এর কান রাখা হয়েছে তার হাঁটুতে।
২৫। চালাক লোকেরা তৃতীয় চোখের বাহাদুরি করে। তাদের জানা উচিত প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।
২৬। স্বাদ আস্বাদনের জন্য যারা জীবনযাপন করে, তারা কি জানে, প্রজাপতি স্বাদ আস্বাদন করে তার পা দিয়ে?
২৭। নিজের কদমকে মজবুত করো। বাঘ মরে যাওয়ার পরেও আপন পায়ের উপর খাড়া থাকতে পারে।
২৮। শক্তি দেখিয়ে বেড়ানোর জিনিস নয়। একমাত্র শিকারের মুহূর্ত ছাড়া বাঘ সবসময় নিজের নখরকে গুটিয়ে রাখে।
২৯। জোর দিয়েই সব করা যায় না। শক্তি হিসেবে কৌশল সবচেয়ে উপাদেয় । শিকারের প্রয়োজনে বাঘকে কুকুর, বিড়াল, হরিণ কিংবা বানরের ডাক নকল করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হয়।
৩০। ক্ষুদ্র লক্ষ্য জীবনের অপচয় ডেকে আনে। পুরুষ মাছি তার ১৪ দিনের জীবন কাটিয়ে দেয় স্ত্রী মাছির মনোরঞ্জনে, যেখানে সে প্রায়ই ব্যর্থ হয়।
৩১। কাজ যতোই করা হবে, বাড়তে থাকবে কর্মশক্তি। ‘কাজের লোক’ পিঁপড়া নিজের ওজনের প্রায় ১০ গুণ ভারি জিনিস বহন করতে পারে, যা পারে না অন্য কোনো প্রাণী।
৩২। জিরাফের ভদ্রতাকে দুর্বলতা মনে করে সিংহ যখন তার উপর হামলে পড়ে, জিরাফ তখন হিংস্র হয়ে উঠে। তখন তার একটি শক্ত লাথিতে নিমেষেই মারা যেতে পারে একটি সিংহ।
৩৩। অন্ধকারে দেখার ক্ষমতা বাঘের বাঘ হওয়ার অন্যতম কারণ। অন্ধকারে মানুষের চেয়ে ছয়গুণ বেশি দেখতে পারে বাঘ।
৩৪। পরস্পরের শক্তি দিয়ে পরস্পরের দুর্বলতা ঢেকে দেয়াই বন্ধুত্ব। উটপাখি ও জেব্রা ভালো বন্ধু। শিকারী থেকে বাঁচার জন্য উটপাখির দৃষ্টিশক্তি জেব্রাকে সহায়তা করে, কারণ দৃষ্টিশক্তিতে জেব্রা দুর্বল। জেব্রার ঘ্রাণ ও শ্রবণশক্তি উটপাখিকে সহায়তা করে। কারণ ঘ্রাণ ও শ্রবণের শক্তিতে উটপাখি দুর্বল।
৩৫। যেখানে যে প্রথা, তাকে সমীহ করতে হয়। বাঘেরা লেজ নাড়াচাড়া করে পরস্পরে ভালোবাসা বিনিময় করে।
৩৬। মর্যাদায় বড় হতে হলে মনেও বড় হতে হয়। একটি বাঘের শিকার করা খাবারে শেয়াল, হায়েনা ও শকুনেরা ভাগ বসায়। বাঘের এতে আপত্তি থাকে না।
৩৭। একটি তেলাপোকা তার মাথা ছাড়া নয়দিন পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু কিছু মানুষ মাথা ছাড়া কাটিয়ে দেয় পুরো জীবন।
৩৮। লক্ষ্য ও পরিকল্পনাহীন ঘুম জীবনকে নিরর্থক করে, লক্ষ্য ও পরিকল্পনাহীন জাগরণ জীবনকে করে হত্যা। সিডকা পোকা একটানা ১৭ বছর মাটির নিচে ঘুমায়। তারপর মাটি থেকে বেরিয়ে এসে চিৎকার করতে করতে তিনদিনের মাথায় মারা যায়।
৩৯। অধিক উৎপাদন অধিক মান নিশ্চিত করে না। টিকটিকি একসঙ্গে ডিম পাড়ে ত্রিশটি। প্রাণীদের মধ্যে সে অনুল্লেখ্য প্রায়। কিন্তু উটপাখি ডিম দেয় একটি, পাখিদের রাজা হয়ে সে টিকে আছে ১২০ মিলিয়ন বছর ধরে।
৪০। বর্ষায় শুধু পুরুষ ব্যাঙ চিৎকার করে বলে পুরুষদের প্রতি বিরক্ত হয়ো না। মানুষকে কখনো পুরুষ মশা কামড়ায় না। মানুষের রক্তচোষা মশাটি হয় নারী। নারী-পুরুষের কেউ একাই দোষে নেই।
৪১। শুধু গর্জনেই বাঘ হওয়া যায় না। পরিকল্পনা করে বাঘ যখন শিকারকে ফাঁদে ফেলে দেয়, তারপর দেয় গর্জন। বাঘের গর্জনেই অধিকাংশ শিকার হতবুদ্ধি কিংবা প্যারালাইজড হয়ে যায়।
৪২। কিছু সিংহ নিজেকে হারিয়ে ফেলে। যখন আক্রান্ত হয়, নিজেকে খুঁজে পায়, আবারো সিংহ হয়ে যায়।
৪৩। জন্মের পর বাচ্ছা বাঘ অন্ধ থাকে একসপ্তাহ, সিংহ থাকে দুই সপ্তাহ। বাঘ ও সিংহের জীবনযাপনে তাদেরকে প্রথমেই যা অর্জন করতে হয়, সেটা হচ্ছে প্রখর দৃষ্টিশক্তি।
৪৪। যে কাজের নয়, তাকে দিয়েও বড় কাজ হতে পারে। বাঘ তার প্রস্রাব দিয়ে নিজের সীমানা চিহ্নিত করে নেয়।
৪৫। শুধু সামাজিক না হওয়ার কারণে সিংহের কাছে বনের রাজার মর্যাদা হারিয়েছে বাঘ।
৪৬। যে মৌমাছির মুখে মধু আছে, তার পেছনের হুলে আছে বিষ! একটি আরেকটিকে দিয়েছে পূর্ণতা।
৪৭। দাঁড়িয়ে থাকা মানেই জাগ্রত থাকা নয়। ঘোড়ার মতো প্রাণীও দাঁড়িয়ে ঘুমায়।
৪৮। যেখানে সমস্যা প্রবল, সেখানে আছে সমানমাত্রার সম্ভাবনা। বাঘের জিহ্বা এতোই রুক্ষ্ম, তা দিয়ে মানুষকে চাটলে গায়ের চামড়া ছিলে যায়, কিন্তু বাঘের লালায় আছে রোগের নিরাময়।
৪৯। যাকে নিরর্থক ভাবছো, হয়তো ভাবনার পেছনে আছে নিজের সীমাবদ্ধতা। বাঘের লেজ নাড়ানোকে লোকেরা ভাবে অর্থহীন। কিন্তু লেজ নাড়িয়ে বাঘেরা ভাববিনিময় করে।
৫০। অন্যের জন্য ভয়ঙ্কর হলেই টিকে থাকা যায় না। ডাইনোসর হারিয়ে গেছে পৃথিবী থেকে।
💥💥The Thirsty Crow💥💥
One hot day, a thirsty crow flew all over the fields looking for water. For a long time, he could not find any. He felt very weak, almost lost all hope. Suddenly, he saw a water jug below the tree. He flew straight down to see if there was any water inside. Yes, he could see some water inside the jug!
The crow tried to push his head into the jug. Sadly, he found that the neck of the jug was too narrow. Then he tried to push the jug to tilt for the water to flow out, but the jug was too heavy.
The crow thought hard for a while. Then, looking around it, he saw some pebbles. He suddenly had a good idea. He started picking up the pebbles one by one, dropping each into the jug. As more and more pebbles filled the jug, the water level kept rising. Soon it was high enough for the crow to drink. His plan had worked!

Narration 💥💥শিখবো খুব সহজে 💥💥💥

৬ষ্ট গণিত সমাধান

Vocabulary💥💥 শিখুন English Spoken এর জন্য কাজে দিবে💥💥
🔥 🔥 ইংরেজি কনফিউজিং শব্দ 🔥 🔥
device >> যন্ত্র: The store sells TVs, VCRs, and other electronic devices.
devise >> পরিকল্পনা করা: The scheme is devised for young people in the 15 - 20 age band.
practice >> অভ্যাস (noun): Being a good musician takes a lot of practice.
practise >> অনুশীলন করা (verb): She practises the violin every day.
farther >> অনেক দুরত্ব: He went farther than anyone expected.
father >> পিতা: His father was a painter.
guessed >> অনুমান, অনুমিত: He guessed that it would rain today.
guest >> অতিথি: Our guests should be arriving soon.
aloud >> উচ্চৈ:স্বরে, সশব্দে: All at once she laughed aloud.
allowed >> অনুমোদিত: Smoking will not be allowed.
bridal >> বধূসংক্রান্ত: The bridal party was at my house with my wife.
Bridle >> লাগাম, বাধা দেত্তয়া: It is the bridle and spur that make a good horse.
descent >> বংশধরগণ: She claims direct descent from Queen Victoria.
dissent >> ভিন্নমত পোষণ করা: Political dissent is not tolerated.
ascent >> আরোহণ: Who was the first man to make an ascent in a balloon?
assent >> সম্মতি: I translated her silence as assent.
profit >> লাভ: We'll divide the profit fifty-fifty.
prophet >> নবী, ধর্মপ্রবক্তা: A prophet is not recognized in his own land.
steal >> চুরি: She had to steal food just to stay alive.
steel >> ইস্পাত: This bridge over the river has a steel framework.
wary >> সতর্ক: Be wary of strangers who offer you a ride.
weary >> ক্লান্ত: They felt weary after all their hard work.
morning >> সকাল: She liked to get things done early in the morning.
mourning >> শোক: She is still in mourning for her dead husband.
desert >> মরুভূমি: Crossing that desert is dangerous.
dessert >> ভোজের শেষে পরিবেশিত মিষ্টি, ফলমূল, আইসক্রিম ইত্যাদি: We had ice cream and apple pie for dessert.
cereal >> খাদ্যশস্য: I have a bowl of cereal every morning.
serial >> ক্রমিক:
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 01878588971
একজন সচেতন অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য এমন একজন গৃহ শিক্ষক বা শিক্ষিকা নির্ধারণ করুন যার উপর আস্থা রেখে আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব দেয়া যায় ।যে খুব যত্নসহকারে এবং গুরুত্ব দিয়ে আপনার সন্তানকে পড়াবে এবং মানসিক বিকাশে সাহায্য করবে।
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 বাংলাদেশের অন্যতম স্বনামধন্য প্ল্যাটফর্ম , যেখানে আপনার সন্তানের জন্য মানসম্পন্ন ও অভিজ্ঞ টিউটর খুঁজে পাবেন খুব সহজেই । দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রোফাইল থেকে যাচাই-বাছাই করে এমনকি দুটি ডেমো ক্লাস করিয়ে আপনার সন্তানের জন্য টিউটর নির্ধারণ করতে পারবেন ।
এছাড়া আপনার রিকুয়ারমেন্ট বা ডিমান্ড অনুযায়ী কেমন টিউটর খুঁজছেন জানিয়ে রিকুয়েস্ট করতে পারবেন 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 । আপনার পছন্দ অনুযায়ী টিউটর প্রোভাইড করবে । তাই দেরি না করে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আপনার পছন্দের শিক্ষক শিক্ষিকা নিয়ে নিন।
তাহলে আর দেরি কেন?। জলদি 𝘼𝙙𝙫𝙖𝙣𝙘𝙚 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 আপনার রিকোয়ারমেন্ট পোস্ট করুন অথবা কল করুন-
👉👉👉 01878588971
𝘼𝙙𝙫𝙖𝙣𝙘 𝙏𝙪𝙞𝙩𝙞𝙤𝙣 𝙈𝙚𝙙𝙞𝙖 👉👉👉 01878588971
🔥 🔥 গুরুত্বপূর্ণ কিছু Phrasal Verb 🔥 🔥
Apply for - আবেদন করা: Students apply for admission to a particular college.
Carry on - চালিয়ে যাওয়া: Carry on with your work while I'm away.
Call off - প্রত্যাহার করা: They have called off their engagement.
Cheer up - উৎসাহিত করা: I cheered her up with a trip to the zoo.
Get up - শয্যা ত্যাগ করা / উঠিয়া দাঁড়ান: After the fall, he got up and dusted himself off.
Get together - একত্রিত হওয়া: Every week they get together to make music.
Look after - দেখাশোনা করা: He's not competent to look after young children.
Hold on - আঁকড়ে ধরে থাকা: She held on tightly to his waist.
Hurry up - তাড়াতাড়ি করা: Hurry up! We're going to be late.
Turn on - চালু করা: I want to turn on the television.
Turn off - বন্ধ করা: Turn off the lights when you leave.
Pay back - শোধ দেওয়া: I'll pay you back next week.
Wake up - জেগে ওঠা: I woke up late this morning.
Call on - কারো সাথে দেখা করা:
Advance Tuition Media Educational consultant
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
# ৮/৯, আঞ্জুমান মার্কেট, তামাকুমন্ডি লেইন, রিয়াজুদ্দিন বাজার, চট্টগ্রাম
Chittagong
4388
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physi
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
Near Halishahar Ahmed Mia City Corporation Girls' High School, Salt-Gola Crossing Road, 38no. Ward, South-Middle Halishahar, Bandar
Chittagong
A place for enlightening yourselves
2no Gate
Chittagong, 4209
Darsul Quran Madrasah offers 3 programs: 1) Islamic School 2) Sahih Al-Quran Learning 3) Hifzul Quran
ROAD NO-07, O. R. NIZAM ROAD. GEC. Circle. CHITTAGONG
Chittagong
STUDY IN -UK.AUSTRALIA.CANADA.EUROPE.ASIA. ALL-UNIVERSITY ADMISSION.
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like y
Hathazari
Chittagong, 4330
M Faisal Mahmod Chowdhury is a youth entrepreneur. Loves to think about people.