
ইমাম-মুয়াজ্জিন সাহেবদের জন্যে খুশির খবর আসতেছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ যারা এ মহৎ কাজে শ্রম দিচ্ছেন~
সীতাকুণ্ড আলিয়ার গুরুত্বপূর্ণ নোটিশ এবং যাবতীয় খবরাখবর প্রচারে প্রতিশ্রুতিবদ্ধ।
ইমাম-মুয়াজ্জিন সাহেবদের জন্যে খুশির খবর আসতেছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ যারা এ মহৎ কাজে শ্রম দিচ্ছেন~
জরুরী নির্দেশনা,,,,,,,,,
বার্ষিক পরীক্ষা ২০২৪ এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কে ০৫/০১/২০২৫ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে নতুন বই নেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া গেল।
যে সকল শিক্ষার্থী প্রমেশনের জন্য আবেদন করবে তাদের অধ্যক্ষ বরাবর আবেদন করে স্বস্ব শ্রেণীশিক্ষক থেকে ট্যাবুলেশন শিট আবেদনের পত্রের সাথে যোগ করে অভিভাবক সাথে নিয়ে দশ তারিখের মধ্যে মাদ্রাসায় এসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
অন্য প্রতিষ্ঠান থেকে আগত যারা দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি হতে চায় তারা নিজ প্রতিষ্ঠান থেকে প্রশংসাপত্র ও ট্যাবুলেশন শিট নিয়ে মাদ্রাসায় এসে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চায় তারা অবশ্যই ভর্তি ফরমে বিজ্ঞান বিভাগ উল্লেখ করতে হবে।
আদেশক্রমে কর্তৃপক্ষ
সীতাকুণ্ড কামিল এম.এ মাদরাসা
প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ।
দাখিল পরীক্ষা ২০২৫ এর বিশেষ ক্লাস রুটিন।
সীতাকুণ্ড কামিল এম এ মাদরাসার বর্তমান এডহক কমিটির সভাপতি জনাব শরিফ উদ্দিন স্যার (অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, চট্টগ্রাম ) আজ ০৪/১১/২০২৪ ইং সোমবার মাদ্রাসা পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম স্যার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোস্তফা আলম সরকার। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি সাহেব উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তিনি সকল শিক্ষকদের মতামত ও সমস্যা মনোযোগ দিয়ে শুনেন এবং শিক্ষার মানোন্নয়নে যাবতীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার ছোট্ট সোনামণিকে ছোট থেকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে বড় করতে এবং বিশুদ্ধভাবে কোরআন শিক্ষাদিতে আপনার নিকটস্থ নূরানী মাদ্রাসায় ভর্তি করান।
ভর্তি চলছে... ভর্তি চলছে.... ভর্তি চলছে...
সীতাকুন্ডের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সীতাকুণ্ড কামিল এম. এ মাদরাসা নূরানী কিন্ডারগার্টেন বিভাগে ভর্তি চলছে
১ নভেম্বর থেকে নতুন ভর্তি ফরম বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
যোগাযোগ
01850-535363
01600-334961
01853737188
আপনি আগ্রহী হয়ে থাকলে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে আবেদন করুন অথবা আগ্রহী প্রার্থীর কাছে পোস্টটি শেয়ার করুন। জাযাকুমুল্লাহু খাইরান।
আবেদন লিংক:
Google Forms: Sign-in Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).
আপনি আগ্রহী হয়ে থাকলে নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে আবেদন করুন অথবা আগ্রহী প্রার্থীর কাছে পোস্টটি শেয়ার করুন। জাযাকুমুল্লাহু খাইরান।
আবেদন লিংক: https://forms.gle/cJwLWqSpyDsW7Gkx8
ভাইস প্রিন্সিপ্যাল নিয়োগ:
================
চট্টগ্রাম শহরের পশ্চিম খুলশীর জালালাবাদ আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান যাইতুন একাডেমিতে যোগ্য দক্ষ ও পরিশ্রমী ভাইস প্রিন্সিপ্যাল প্রয়োজন।
=======
যোগ্যতা:
ইংরেজি ভাষায় চমৎকার দক্ষতা
আরবি ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার
বিবাহিত হতে হবে
শুদ্ধ বাংলায় কথা বলার যোগ্যতা
প্রিন্সিপ্যাল/ভাইস প্রিন্সিপ্যাল/ কো অর্ডিনেটর/ হেড ইত্যাদি পদে চাকুরির অভিজ্ঞতা
শিক্ষক হিসেবে অভিজ্ঞতা
বিদেশে উচ্চ ডিগ্রীধারীদের অগ্রাধিকার
সুযোগ সুবিধা:
========
বেতন: ২৫-৩০ হাজার।
মাসিক ছুটি ২ দিন
চাকুরি স্থায়ী হওয়ার পর বাৎিসরিক ইনক্রিমেন্ট, মেডিকেল এলাউন্স, ইনক্রিমেন্ট
আবেদন লিংক: https://www.zaitoonacademy.com/home/career
আবেদন সাবমিট করার আগে ০১৭৪৮-৮০৬৪৯২ নাম্বারে বিকাশ (পেমেন্ট অপশন দিয়ে পেমেন্ট) ৩৫০ টাকা করে ট্রানজেকশন আইডি নির্ধারিত অপশনে লিখে দিন।
©Zaitoon Academy
সীতাকুণ্ড কামিল এম. এ মাদ্রাসার আলিম ২০২৪ পরীক্ষার ফলাফল।
মোট পরীক্ষার্থী ৪৮ জন
কৃতকার্য ৪৬ জন
A+ ৪ জন
পাসের হার - ৯৫.৮৩
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে
ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য়, ও ৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ ইং পরীক্ষা- ২০২৩ খ্রিষ্টাব্দ - এর eff (ফরম পূরণ) কার্যক্রম শুরু হয়েছে আগামী ১৭ -১০-২০২৪ খ্রি. তারিখ থেকে।
সংশ্লিষ্ট শ্রেণীর শিক্ষার্থীদের আগামী ০৫/১১/২০২৪ খ্রি. তারিখের মধ্যে মাদরাসা অফিসে বা নিম্নবর্ণিত শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করে eff (ফরম পূরণ) সম্পন্ন করার নির্দেশ দেয়া গেল।
✍️ ফাজিল ১ম বর্ষ :
জনাব মাওঃ আনোয়ার হোসাইন,
(সহকারী অধ্যাপক,আরবি)
মোবাইল নাম্বার : ০১৮৪৬ ৩১৬২২৫
✍️ ফাজিল ২য় বর্ষ :
জনাব মাওলানা নুরুন্নবী
(সহকারী অধ্যাপক, আরবি)
মোবাইল নাম্বার : ০১৮১৫৩৩৯৩৮২
✍️ ফাজিল ৩য় বর্ষ :
জনাব এ. কে. এম. শামছুল মাওলা,
(সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস)
মোবাইল নাম্বার : ০১৮১২৭৯১৯৮৭
🪡 অধ্যক্ষ অফিস।