Panacea Professional Academy-PPA

PANACEA PROFESSIONAL ACADEMY - PPA introducing some of the most popular IT & Networking Professional

Operating as usual

13/09/2022

You have proved again how dedicated and strong-willed you are. Congratulations to our Honorable Doctor Azim Mohammad sir for achieving a Prestigious Doctor of Philosophy(Ph.D.) in Industrial Engineering from the University of Southern Denmark.

02/05/2022

ঈদ মোবারক।

07/03/2022

আন্তর্জাতিক নারী দিবস আজ। প্রতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। লিঙ্গবৈষম্য দূর করার জন্য এই দিনটি পালিত হয়। শিল্প-সাহিত্য-সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয়। প্রতি বছরের মতো এ বছর আন্তর্জাতিক নারী দিবসের একটি থিম রয়েছে। এবারের থিম ‘সুন্দর আগামী কালের জন্য আজ লিঙ্গসমতা দরকার’। ইংরেজিতে ‘Gender equality today for a sustainable tomorrow’

12/12/2020

One of our sister concern Institute of Apparel Management published a professional course. Please grab this offer & enroll this professional course.

#এসএসডিএম: স্ট্যান্ডার্ড_সুইং_ডাটা_ম্যানেজমেন্ট
#এসএসডিএম_কি?
এসএসডিএম হ'ল একটি "পূর্বনির্ধারিত মোশন টাইম সিস্টেম" যেটা বিশেষভাবে সেলাই পণ্য শিল্পের জন্য ডিজাইন করা।
#এসএসডিএম_সম্পর্কে_বিস্তারিত:
গার্মেন্টস শিল্প থেকে গৃহসজ্জার সামগ্রী পর্যন্ত স্ট্যান্ডার্ড সুইং ডাটা মেনেজমেন্ট (এসএসডিএম) সিস্টেম হালকা থেকে ভারী সমস্ত সেলাই ঘরগুলিতে স্যুট করে। সর্বজনীন স্ট্যান্ডার্ড ওয়ার্ক ডাটা এক্সটেনশনের সাথে পুরো সিস্টেমটি একটি পোশাক কারখানার সমস্ত ম্যানুয়াল এবং সরঞ্জাম-সহায়তায় পরিচালিত ক্রিয়াকলাপগুলির পক্ষে মানানস্ই কাজ করে। এসএসডিএম হ'ল সুই ট্রেড কাজের জন্য বিশ্লেষণ পদ্ধতি এবং সময়ের মান নির্ধারণের একটি কৌশল। এই সিস্টেমটি এমটিএম (পদ্ধতি-সময় পরিমাপ) কোর ডেটা ব্যবহার করে তৈরি করেছে।
#এসএসডিএম_এর_কাজ_সম্পর্কিত_কিছু_তথ্য:
এসএসডিএম হচ্ছে মূলত কস্ট উত্পাদন পদ্ধতি এবং ব্যয়ের পরিমাণ মানিয়ে নেওয়ার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতির সরবরাহ করা, পোশাক সরবরাহ এবং সাপ্লাই চেইনে পোশাক সহ অন্যান্য সেলাই করা পণ্যের জন্য সঠিক ও ধারাবাহিকভাবে স্ট্যান্ডার্ড টাইম মানগুলি প্রতিষ্ঠিত করে। এছাড়া গার্মেন্টস মেনুয়াল কাজের নির্দেশাবলী সরবরাহ থেকে শুরু করে, সঠিক নির্দেশনা, কাজের “সময় নির্ধারণ" ও উত্পাদনশীলতা অর্জনের লক্ষ্যমাত্রা উন্নত এসএসডিএম এর মূল উদ্দেশ্য।
#এসএসডিএম এর ব্যবহার:
পদ্ধতির ব্যাখ্যা, সময় নির্ধারণ ও কাজের গুণগত মান, কস্টিং ডিজাইন, প্রাক-উত্পাদন পরিকল্পনা, লাইন ব্যালেন্সিং, অপারেটর প্রশিক্ষণ সহ গার্মেন্টস শিল্পের আরো অনেক কাজ এর পরিকল্পনা নির্ধারণে এসএসডিএম গুরুত্বপূর্ণ।
কোর্সের রেগুলার মূল্যঃ ২৬০০০ টাকা
বিজয় দিবস উপলক্ষ্যে অফার মূল্যঃ ৫৯৯৯ টাকা।
#প্রফেশনাল_অনলাইন_কোর্স
#এসএসডিএম (স্ট্যান্ডার্ড সুইং ডাটা ম্যানেজমেন্ট)
বিস্তারিত জানতে কল করুন: 01820400181
রেজিস্ট্রেশন ফর্ম: https://docs.google.com/.../1FAIpQLSdjGnI8V8JWwv.../viewform
[বি দ্রঃ গুগল ফর্ম পূরণ করার পর বিকাশে কোর্স ফি পেমেন্ট করে নিজের সিট কনফার্ম করবেন।]

12/10/2020

#প্রফেশনালকোর্স
#সোস্যাল_মিডিয়া_মার্কেটিং
বর্তমান বিশ্বে অন্য সকলের প্রফেশনের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং চাহিদাপূর্ণ প্রফেশন হচ্ছে সোস্যাল মিডিয়া মার্কেটিং, চাকরির বাজারে যদি গ্লোবাল দিক থেকে দেখা হয় সোস্যাল মিডিয়া মার্কেটিং এ ক্যারিয়ার গড়ার সুযোগ তুলনামূলকভাবে সবচাইতে বেশি কারণ এই সেক্টরে যে অনুযায়ী চাকরির সুযোগ রয়েছে, সেই অনুযায়ী কাজ করার মতো দক্ষ লোক নেই যার জন্য এই সেক্টরে ভালো কাজ জানলে দেশে ও বিদেশে ক্যারিয়ার গড়ার অনেক সুযোগ রয়েছে। অন্যদিকে বিশ্বের সবকিছুই এখন অনলাইনমুখী হচ্ছে যার জন্য মার্কেটিং এর সকলকিছুই বর্তমানে সোস্যাল মিডিয়া মার্কেটিং ভিত্তিক হয়ে গিয়েছে যার মধ্যে ফেসবুক এবং লিংকডিন সবচাইতে জনপ্রিয়। সোস্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে খুব সহজে অল্প সময়ে ক্লায়েন্টের কাছে পৌছানো সম্ভব। এই যুগে এখন আর ডোর টু ডোর মার্কেটিং খুব একটা করতে হয়না কারণ বাসায় বসে কিংবা অফিসে বসে রিমুটলি ক্লায়েন্টের সাথে সহজেই যোগাযোগ করা যায় এবং ক্লায়েন্টের কাছে পৌছানো যায়। এছাড়া সোস্যাল মিডিয়া মার্কেটিং জানলে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে একজন সফল ফ্রিলান্সার হিসেবে দেশী বিদেশী সকল ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করার সুযোগ সবচাইতে বেশী তাই সোস্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে মার্কেটপ্লেসে একজন ফ্রীলান্সার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলাটা আপনার জন্য অনেক সহজ হবে। এমন অনেকেই আছেন যারা অনলাইন মার্কেটপ্লেসে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে ৩০-৪০ হাজার কিংবা তারও বেশী ইনকাম করে। এছাড়াও সোস্যাল মিডিয়া মার্কেটিং জানা থাকলে এর মাধ্যমে আপনি নিজের অনলাইন ব্যবসা আপনি নিজে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং আপনার নিজের ব্যবসার মার্কেটিং আপনি নিজে করতে পারবেন।
এই প্রথমবার আমাদের ইনস্টিটিউট থেকে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটি প্রফেশনাল অনলাইন কোর্স প্রদান করা হচ্ছে। কোর্সটিতে সোস্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে প্র্যাক্টিক্যালি কাজ শেখানো হবে এবং কোর্সে লাইভ প্রজেক্ট দেখানো হবে। কোর্সের শেষে একটি অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে ক্লায়েন্টের কাজ করবেন সেটা দেখানো হবে। কোর্স শেষে আমাদের ইনস্টিটিউট থেকে একটি প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে। আমাদের সিট সংখ্যা ৪০ টি তাই যে যত আগে রেজিস্ট্রেশন করবেন আপনার সিটটি সুরক্ষিত থাকবে।
এই কোর্সটির রেগুলার মূল্য ২৫০০ টাকা কিন্তু এই করোনাকালীন সময়ে ১ম ব্যাচ হিসেবে আপনারা ৭০% ডিস্কাউন্টে কোর্সটি পাচ্ছেন মাত্র ৭৫০ টাকায়। আগামী ৩১ অক্টোবর ২০২০ তারিখ পর্যন্ত কোর্সটিতে অফারটি থাকবে অফার শেষে কোর্সটি রেগুলার মূল্যে চলে আসবে তাই সময় নষ্ট না করে কোর্সটিতে শীঘ্রই এনরোলমেন্ট করুন এবং সোস্যাল মিডিয়া মার্কেটিং স্কিলড হন।
এনরোলমেন্ট করার নিয়মঃ
নিচে একটি গুগল ফর্ম এর লিংক দেয়া আছে সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশোন ফর্মটিতে গিয়ে সঠিকভাবে সকল তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করে বিকাশ পেমেন্টের মাধ্যমে কোর্সটিতে এনরোলমেন্ট করুন এবং বিকাশ পেমেন্ট এর পর উক্ত ফর্মে আপনার রেফারেন্স নাম দিতে ভুলবেন না। পেমেন্টের পর ০১৮২০৪০০১৮১ উক্ত নম্বরে যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে নিবেন।
রেগুলার মূল্যঃ ২৫০০ টাকা
ডিস্কাউন্ট মূল্যঃ ৭৫০ টাকা (৭০%)
সিট সংখ্যাঃ ৪০ জন
রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩১/১০/২০২০
যোগাযোগঃ ০১৮২০৪০০১৮১
কোর্স রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/.../1FAIpQLSdaM9.../viewform
বি,দ্রঃ কোর্সটি আপনি নিজের ল্যাপটপ, ডেস্কটপ কিংবা মোবাইলফোন এর মাধ্যমে করতে পারবেন।

07/09/2020

দুইটা গল্পঃ
১। ইয়াহু নামমাত্র দামে গুগলকে কিনে ফেলার প্রস্তাব পেলেও কিনে নি।
২। নোকিয়া এন্ড্রোয়েডকে কিনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।
শিক্ষণীয়ঃ
১। সময়ের সাথে নিজেকে আপডেট রাখুন, নয়তো আপনি অচলের হিসেবে নাম লেখাবেন।
২। কোন রিস্ক না নেওয়াটা হচ্ছে বড়ো রিস্ক। নতুন রিস্ক গ্রহণ করুন এবং সব সময় আপডেট থাকুন।

আরো দুইটা গল্পঃ
১। গুগল দুইটা সম্ভাবনাময়ী প্রজেক্ট ইউটিউব এবং এন্ড্রোয়েডকে কিনে নিয়েছে।
২। ফেসবুকে কিনে নিয়েছে ইন্সট্রাগ্রাম এবং হোয়াটসএপকে।
শিক্ষণীয়ঃ
১। শত্রুকে ঘৃণা না করে তার সাথে সংযুক্ত হয়ে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করুন।
২। দ্রুত এগিয়ে যান এবং শত্রুকে প্রতিহত করার চেষ্টা করুন।

আরো দুইটা গল্পঃ
১। বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২। এলন মাস্ক ছিলেন একজন লকার রুম গার্ড।
শিক্ষণীয়ঃ
১। ব্যাক্তিকে তার পূর্বের কাজের মাধ্যমে যাচাই করবেন না।
২। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার চেষ্টা এবং পরিশ্রম।

আরো দুইটা গল্পঃ
১। কর্নেল স্যান্ডার্‌স ৬৫ বছর বয়সে KFC প্রতিষ্ঠা করেন।
২। জ্যাক মা কেএফসিতে চাকুরির আবেদন করেও কম যোগ্যতা সম্পন্ন মনে করায় চাকুরি পান নি।
শিক্ষণীয়ঃ
১। বয়স শুধু একটি সংখ্যা মাত্র, আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন।
২। কখনো হার মানবেন না। তারাই হেরে যায় যারা মেনে নেয়।

শেষ দুইটা গল্পঃ
১। Ferrari এর মালিক একজন ট্রাক্টর তৈরি করার কারিগরকে অপমান করেছিলেন।
২। সেই ট্রাক্টর তৈরি করার কারিগর Lamborghini প্রতিষ্ঠা করেন।
শিক্ষণীয়ঃ
১। কাউকে অবজ্ঞা করবেন না।
২। সফলতা হচ্ছে সর্বোত্তম প্রতিশোধ।

আপনি যে কোন বয়সেই সফল হতে পারেন। এর জন্য কোন বয়স কিংবা কোন ব্যাকগ্রাউন্ড বাধ্যতামূলক নয়।

#কপি পোস্ট

31/07/2020

EID MUBARAK!!!

26/06/2020
24/05/2020

EID MUBARAK. Stay safe at home.

02/05/2020
24/04/2020
Photos from Panacea Professional Academy-PPA's post 30/03/2020

হোম কোয়ারেন্টায়ন এই দিন গুলোতে আমরা অস্থির হয়ে যায় ঘরে বসে থাকতে থাকতে।আমাদের সময় কাটবে কিভাবে এইটা আমাদের প্রধান চিন্তা।মজাদার খাবার রান্না,বার বি কিউ পার্টি,ঘুম, মুভি দেখা,এইগুলো আমাদের সময় কাটানোর মাধ্যম এখন।আমরা যখন খেয়ে দেয়ে আরাম করে বাসায় দিব্যি সুখের সময় কাটাচ্ছি,তখন সেই একই সময়ে কারো চোখে ঘুম আসে না,চুলায় আগুন জ্বলে না,ঘরে কোন রান্না হয় না।কারন তাদের আয়ের উৎস টাও যে কোয়ারেন্টাইনয়ে আছে।যে মানুষ টা রোজ চা বিক্রি করত পথে পথে,ঝাল মুড়ি বিক্রি করত স্কুল কলেজের সামনে,ফুল বেচ ঁত যে নিস্পাপ শিশু গুলো,পার্কে ঘুরে ঘুরে বাদাম, ফুচকা যারা বেচত, তারা এখন ঘরবন্দি।রিকশার প্যাডেল ঘুরিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যারা শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে চলে,তাদের রিকশার প্যাডেল এখন আর ঘুরে না, চাতক পাখির মত সে একজন যাত্রী র জন্য পথ চেয়ে বসে থাকে।আর তাদের বাড়ি ফেরার অপেক্ষায় থাকে পুরো পরিবার।সে চাল না নিয়ে বাড়ি ফিরলে সেদিন যে আর রান্না হবে না বাড়িতে।না খেয়ে থাকতে হবে পুরো পরিবার কে।অসুস্থ বাবা মা থাকলে তাদের জন্য ওষুধ হয়ত কিনা হবে না।ছোট বাচ্চা থাকলে না খেয়ে কাঁদতে কাঁদতে হয়ত ঘুমিয়ে যাবে।একজন বাবার জন্য এরচেয়ে কস্টের আর কিছু হতে পারে না।সে পুলিশের লাঠির বাড়ি খাবে,তাও সে রিকশা নিয়ে বের হবে।কারন তার কাছে রোগের ভয়ের চেয়ে ক্ষুধার কস্টের তীব্রতা টা বেশি।
আমার খাবার টেবিলে হরেক রকম খাবার দেখলে আমার মধ্যে একটা অপরাধবোধ হয়,চোখে ভাসে দিনমজুর অসহায় লোকগুলোর করুন মুখ,ক্ষুধায় কাতর বাচ্চাগুলির আকুতি,বৃদ্ধ বাবা মা গুলোর দুমুঠো ভাতের জন্য হাহাকার।
আমার চোখের কোনা ভিজে যায়।চলুন না, আমরা যারা সামর্থবান তারা একটু এগিয়ে আসি।আমাদের ছোট ছোট একটু সাহায্য ওই সব অসহায় মানুষগুলোর জন্য বিশাল কিছু।ওদের মুখে একটু হাসি আপনার মনে দেখবেন কতটা প্রশান্তি এনে দেয়।ওই শান্তি আপনি বিরিয়ানি আর বার বি কিউ তে পাবেন না,পাবেন না দামি গাড়ি আর বিলাসি জীবনে।ওদের অন্তর থেকে যে দোয়া আসবে,সে দোয়া মহান রাব্বুল আলামিন ফেলতে পারেন না।হয়ত সে দোয়ার অছিলায় আপনার পরিবারের কোন বিপদ কেটে যাবে।।চলুন না, আমরা আমাদের আশেপাশে দিনমজুর লোকগুলোকে একটু কিছু সাহায্য করি।
বি:দ্র: সাধারন ছুটির এই দিনগুলিতে আমি চিন্তা করেছি, একদিন পর পর চাল ডাল তেল আলু কিনে যত টুকু পারি সাহায্য করব।আপনারা কেউ যদি এই উদ্যোগে অংশগ্রহণ করতে চান তাহলে প্লিজ আমাকে ইনবক্স করুন।

21/02/2020

International Mother Language Day.

13/02/2020

's .

31/01/2020

সময় কে কেন ৬০ ভাগে ভাগ করা হয়?
কেন ১০০ ভাগে নয়?
যেমনঃ ৬০ মিনিট, ৬০ সেকেন্ড ইত্যাদি??

উত্তরঃ সময়ের হিসেব টা এসেছে প্রাচীন সুমেরীয়দের কাছ থেকে। সুমেরীয়রা এস্ট্রনমিকাল হিসাবকে হেক্সাগেসিমাল বা ৬০ ভিত্তিক হিসাবে করত। এর কারণ হতে পারে ১ম ৬টি কাউন্টিং নাম্বার (১-৬) দিয়ে ৬০কে নিঃশেষে ভাগ করা যায় আর তাই এর ভগ্নাংশ নিয়ে কাজ করা সহজ।

আমরা আজ এই পদ্ধতিতে গণনা করি না কিন্তু জ্যামিতি, ভূগোল ইত্যাদি অনেক ক্ষেত্রে এর প্রয়োগ আজও আছে। পরে গ্রীকরা এই পদ্ধতিতে এস্ট্রোনমিরর উন্নয়ন করে।

হিপ্পারকাস একটি বৃত্তকে ব্যাস বরাবর লাইন টেনে ৩৬০ ভাগে ভাগ করেন। এতে যে ৩৬০টি কোণ হল তার এক একটিকে ১ ডিগ্রী ধরা হল। এরপর টলেমি ১ ডিগ্রীকেও ৬০ ভাগে ভাগ করে ৬০ মিনিট আর ১ মিনিটকে ৬০ ভাগে ভাগ করে ৬০ সেকেন্ড বানালেন।

তখন সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে একবার বৃত্তাকার পথে ঘুড়ে আসতে যে সময় লাগে তাকে মিশরীয়রা ২৪টা ভাগে ভাগ করে (তখন তারা জানত না যে পৃথিবী সূর্যকে ঘোড়ে)। তখন যে পেন্ডুলাম বানানো হয় ৬০ ভিত্তিক পদ্ধতিতে এমন ভাবে বানানো হয় যা ঘণ্টায় ৩৬০০ বার টিক দেয়। এখন ৩৬০০ এর হিসাব করলে ১ ঘণ্টার কোন জায়গায় আছি বোঝা কঠিন তাই একে ৬০ ভাগে ভাগ করে এক একটিকে মিনিট আর তাকেও ৬০ ভাগে ভাগ করে এক একটিকে সেকেন্ড বানানো হল।।

নিচের ছবিতে সে সময়কার সুমেরীয় সূর্য ঘড়ি দেখা যাচ্ছে-
সংগ্রহীত-

30/01/2020

Online Tech Intern Position Available!
Company: GAO Tek INC., USA
About: GAO TEK INC is a GAO Group of Companies, headquartered in Toronto, Canada, are leading suppliers of advanced electronics, network and RFID products for engineers in the world looking for tech candidates for virtual internship.
Position: Tech Intern

E-Commerce or Digital Marketing
Tech writing
Online stores such as Amazon
Tech support, webpages and datasheets developments, writing,
Digital marketing, SEO.

Virtual Assistant
Social media and lead generation work: Use social media such as LinkedIn, Facebook, emails to build professional connections for you and for our company and answer their simple questions. No need to make phone calls. You should be able to use your LinkedIn account for purpose of this internship.
Requirements:
- Is studying in or completed a university or college program
- You need to be able to self-manage, self-discipline, and be honest, dependable, and hard-working.
- You need to have high productivity and quality for your results.
- You will work at a place of your choice, but you need to follow certain schedules specified by our company.

After Completing Internship or Co-Op:
Please note the following apply only after you successfully complete your internship or co-op:
Two On-the-Job Training Certificates for two groups of skills you have been trained and used at this position.
One Certificate of Internship or Co-Op

For clarification, you shall not receive any of the above benefits if your internship or co-op is terminated earlier for any reason or you fail to pass the final evaluation of your manager and our HR department at the end.

Benefits of this internship include
-It offers you real world work experiences at an internationally reputable high tech company;
-You learn real world knowledge, work ethics, team spirits;
-You will receive 3 certificates;
-You will be more much employable and competitive in the job market; and
-You can take this intern from anywhere, including your home.

Please understand we take only candidates who are seriously interested in this internship opportunity, and who are willing to work hard to learn, be productive and make contributions.
At this intern position, you may work at either or both GAO Tek Inc. and GAO RFID Inc.
If you are interested, please send your Resume to: [email protected]

Best Regards,
Bikram Kanti Nath
HR Assistant
GAO Group of Companies
GAO RFID Inc.
GAO Tek Inc.
244 Fifth Avenue, Suite A31, Manhattan, New York, N.Y., 10001, USA
Head Office: 1885 Clements Rd, Suites 215-218, Pickering, Greater Toronto Area, Ontario, L1W 3V4, Canada.

29/01/2020

নীরবে কাজ করে যাব, আমার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে : যতই নিঃস্পৃহ, যতই উদাসীন হই না কেন নিজের একটা পরিচিতি আমরা সবাই চাই। সবাই আমাকে এক নামে চিনুক, আমাকে জানুক – এমন একটা গোপন ইচ্ছা কম বেশি আমাদের সবারই থাকে। এই সুযোগটা আপনি পেতে পারেন শুধুমাত্র আপনার কাজের মাধ্যমে।

28/01/2020

Great news for our Panacea Professional Academy students.
!

Company: GAO Tek INC., USA

About: GAO TEK INC is a GAO Group of Companies, headquartered in Toronto, Canada, are leading suppliers of advanced electronics, network and RFID products for engineers in the world looking for tech candidates for virtual internship.

Position: Tech Intern

Writing, Journalism

-Develop professional web contents

-Write articles

-Review tech staff’s writings

Tech or Engineering Sales

Sell to technical, engineering or science professionals of businesses.

Use social media for lead generation work

You should be able to use your LinkedIn account for purpose of this internship.

Requirements:

- Is studying in or completed a university or college program

- You need to be able to self-manage, self-discipline, and be honest, dependable, and hard-working.

- You need to have high productivity and quality for your results.

- You will work at a place of your choice, but you need to follow certain schedules specified by our company.

After Completing Internship or Co-Op:

Please note the following apply only after you successfully complete your internship or co-op:

Two On-the-Job Training Certificates for two groups of skills you have been trained and used at this position.

One Certificate of Internship or Co-Op

For clarification, you shall not receive any of the above benefits if your internship or co-op is terminated earlier for any reason or you fail to pass the final evaluation of your manager and our HR department at the end.

Benefits of this internship include
-It offers you real world work experiences at an internationally reputable high tech company
-You learn real world knowledge, work ethics, team spirits;
-You will receive 3 certificates;
-You will be more much employable and competitive in the job market; and
-You can take this intern from anywhere, including your home.

Please understand we take only candidates who are seriously interested in this internship opportunity, and who are willing to work hard to learn, be productive and make contributions.

At this intern position, you may work at either or both GAO Tek Inc. and GAO RFID Inc.

If you are interested, please send your Resume to: [email protected]

Best Regards,
Bikram Kanti Nath
HR Assistant
GAO Group of Companies
GAO Tek Inc. & GAO RFID Inc.
244 Fifth Avenue, Suite A31, Manhattan, New York, N.Y., 10001, USA
Head Office: 1885 Clements Rd, Suites 215-218, Pickering, Greater Toronto Area, Ontario, L1W 3V4, Canada

Photos from Panacea Professional Academy-PPA's post 27/01/2020

Successfully completed Professional Computer Networking workshop. (Session- 1 & 2).

Photos from Panacea Professional Academy-PPA's post 27/01/2020

Running Professional Computer Networking Workshop (First session)
Next session will be started from 3:00 PM & finished at 5:00 PM

Photos from Panacea Professional Academy-PPA's post 21/01/2020

Successfully Completed IT Career & Freelancing Workshop.

14/01/2020

Hello Everyone! For the first time in Chattogram, Panacea Professional Academy introduced some professional IT & Networking courses. Panacea Professional Academy is a reputed Professional Information Technology Training Academy in Chattogram where we offer all kind of professional IT & Networking courses. It is one of the IT training Academy in Chattogram. Our vision is where anyone, anywhere can learn new IT skills faster than ever. We seek to advance your career and offer you a high-quality IT & Networking courses. We always ensure our best to deliver & focusing on each and every way to develop your skill.

:

1) Professional Online Marketing
2) Word press Theme & Plugin development
3) Professional Video Editing using Premier Pro
4) Professional Networking (CCNA & MTCNA)
5) ERP Software Development
6) Full Stack Web Development PHP Laravel

Do you have any further questions about our courses or institute? Feel free to contact with us. (Thank You)
Contact No.: 01847205321; 01630184985

Location: House 85, Road 7, O R Nizam road, GEC, Chattogram, Bangladesh.

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


House 85, Road 7, O R Nizam Road
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00
Other Computer Training in Chittagong (show all)
Creative Expert Creative Expert
Lake Valley Residential Area, Nuria Madrasa Goli, Foy's Lake
Chittagong, 4225

Creative Expert- A unit of Creative Corporation. We provide Software, SEO, Digital Marketing, Websit

Success Biz Family Success Biz Family
Kajir Dewri
Chittagong, 4000

Success Biz Family is ready to give you full computer skill development and freelancing Service.

Bakhtiar Society Computer Training center Bakhtiar Society Computer Training center
Chattogram, Anowara, Bakhtiar Para
Chittagong, 4376

Bakhtiar Society Computer Training Center is a completely free program of Bakthtia Para for the purpose of interacting with and integrating with the current world information technology.

ProgrammingGeek ProgrammingGeek
CEPZ
Chittagong, 4223

Its all about computer programming page that includes multiple programming language. For example C#, Asp.Net, SQL Server, android, VB.Net, HTML, CSS etc...

B I M Y O U B I M Y O U
Chittagong, 4100

সিএসই ডিপার্টমেন্ট এর সকল সাব্জেক্ট এর সার্ভিস দেওয়া হয়। ★DBMS★Software Development ★AI★Project★ML

বারইয়ারহাট ই-সেন্টার বারইয়ারহাট ই-সেন্টার
Chittagong, 4326

কম্পিউটার প্রশিক্ষণ ও অনলাইন সেবা দা?

CodoHov CodoHov
75 Chandmari Road, Chattogram
Chittagong, 3500

Skills Training Platform

FAB-3 It Home FAB-3 It Home
Katirhat, Hathazari
Chittagong, 4333

At FAB-3 IT Home, We believe there is opportunity everywhere, you just need a little bit of guidance

Study Tech It Study Tech It
Chittagong

Access to Success.

Z8 Learning School Z8 Learning School
Orbit School's Building Opposite Of Eligy Sky Park, Bahaddarhat
Chittagong, 4212

Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today.

Mahalo Education Mahalo Education
76, Jalil Building, 2nd Stair, 3rd Floor Muradpur
Chittagong, 4203

We are here to pursue your dream of studying in aborad!

Bikram Bikram
CGPY LOCOSHADE, (Near By Railway Training Academy) Bangladesh Railway
Chittagong

Hi, I am Bikram. Welcome to Bikram's page. This page is all about education online. Bikram's page is for several videos such as Bangla MS Word, MS Excel, PowerPoint, online Tips, and Health tips.