
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ক্লাস পার্টির খন্ডচিত্র ২০২২
Shahid Cadet Academy School
★Residential & ★Non-residential. Cadet Coaching, PEC, JSC and SSC
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শহীদ ক্যাডেট একাডেমী ( চট্টগ্রাম শাখা)
............ শিক্ষা কার্যক্রম............
� ৬ষ্ঠ শ্রেণি ক্যাডেট কলেজ ভর্তি কোচিং (বাংলা ও ইংলিশ ভার্সন)
� প্লে থেকে ১০ম শ্রেণি পর্যন্ত স্কুল শাখা!
� অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান।
� ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত একাডেমিক কোচিং!
� পি.ই.সি, জে.এস.সি ও এসএসসি পরীক্ষার বিশেষ কোচিং!
� নবম শ্রেণিতে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভা
Operating as usual
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির ক্লাস পার্টির খন্ডচিত্র ২০২২
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস পার্টির খন্ডচিত্র ২০২২
#ক্যাডেট কলেজ ভর্তি কোচিং বাংলা ও ইংরেজি ভার্সন ( ষষ্ঠ শ্রেণি)
#নার্সারি থেকে দশম শ্রেণি স্কুল (বালক/বালিকা)
#তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি (আবাসিক/ অনাবাসিক)
💥️শহীদ স্যার কর্তৃক প্রণীত সিলেবাস ও গাইডলাইন।
💥️ব্যাসিক গঠনে অদ্বিতীয় প্রতিষ্ঠান।
💥️সেরা আবাসিক প্রতিষ্ঠান (বালক/ বালিকা)
💥️প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ।
💥️ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষার অনুরূপ ৩০০ নম্বরের মডেল টেস্ট গ্রহণ।
💥️ক্যাডেট ভর্তির লক্ষ্যে ২০ - ২৫ বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
💥️দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা।
💥️সার্বক্ষণিক সিসিটিভি ক্যামরা দ্বারা মনিটরিং এবং ১০০% নিরাপত্তা ব্যবস্থা।
যোগাযোগের ঠিকানা: আনসার ক্যাম্পের পিছনে, ফয়'স লেক, চট্টগ্রাম।
বিস্তারিত জানতে কল করুন:- 01714784004, 01611527361
আরো জানতে ভিজিট করুন : https://shahidcadetctg.com
Shahid Cadet Academy Chattogram Branch
Shahid Cadet Academy School
★Residential & ★Non-residential.
Cadet Coaching, PEC, JSC and SSC
আমাদের প্রাক্তন ছাত্র ক্যাডেট অন্তর
===আন্তঃ হাউস===
বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা-২০২০
সিলেট ক্যাডেট কলেজ
আসসালামু আলাইকুম,
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২৩ এর সার্কুলার।
ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সূচি:
👉১লা নভেম্বর, ২০২২ থেকে ৭ই ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।
👉ভর্তি পরীক্ষাঃ ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার (সময়: সকাল ৯:০০ টা থেকে ১২:০০ টা)
প্রার্থীর নূন্যতম যোগ্যতাঃ
👉 প্রার্থীর প্রাথমিক শিক্ষা সমাপনীর সত্যায়িত সনদপত্র।
👉 প্রার্থীর ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবে এই মর্মে প্রত্যয়নপত্র নিজ নিজ স্কুল হতে সংগ্রহ করিতে হবে।
👉প্রার্থীর জন্ম নিবন্ধন/জন্ম সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
👉পিতা ও মাতার মাসিক আয়ের সপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
👉পিতা ও মাতার উভয়ের NID, TIN (যদি থাকে) এর সত্যায়িত ফটোকপি।
👉প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস গ্রহণযোগ্য হবে (হিসেব করতে হবে ১লা জানুয়ারি, ২০২৩ তারিখ পর্যন্ত)
বিস্তারিত জানতে: https://cutt.ly/cadetacircular
ধন্যবাদ
ক্যাডেট কলেজ ভর্তি কোচিং বাংলা ও ইংরেজি ভার্সন ( ষষ্ঠ শ্রেণি)
💥️শহীদ স্যার কর্তৃক প্রণীত সিলেবাস ও গাইডলাইন।
💥️ব্যাসিক গঠনে অদ্বিতীয় প্রতিষ্ঠান।
💥️সেরা আবাসিক প্রতিষ্ঠান (বালক/ বালিকা)
💥️প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ।
💥️ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষার অনুরূপ ৩০০ নম্বরের মডেল টেস্ট গ্রহণ।
💥️ক্যাডেট ভর্তির লক্ষ্যে ২০ - ২৫ বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
💥️দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
💥️সার্বক্ষণিক সিসিটিভি ক্যামরা দ্বারা মনিটরিং এবং ১০০% নিরাপত্তা ব্যবস্থা।
যোগাযোগের ঠিকানা: আনসার ক্যাম্পের পিছনে, ফয়'স লেক, চট্টগ্রাম।
বিস্তারিত জানতে কল করুন:- 01714784 004, 01611527361
আরো জানতে ভিজিট করুন : https://shahidcadetctg.com
দায়িত্বের খোঁজে
রাজ্যে শাসক, প্রজা সব আছে বিস্তৃতি, উন্নয়নও চলছে কিন্তু কি- যেন নেই। শাসক, প্রজার চাইতে বেশী খেতে পারে না কারণ সে প্রজার মত মানুষ কিন্তু সবসময় তার চাহিদা এবং ক্ষমতার অপব্যবহার বেশি। বেশি খাবার যদি হজম না হয় এবং পায়খানা যথাযথ না হয় তাহলে সেটা যে কতটা অসস্থিকর তা যদি আরো স্থায়ী হয় তা হবে ভীষন বিপদজনক। মানুষ নামক প্রাণী ভীষণ ব্যস্ত, লোভী, স্বার্থপর তার সমস্ত কল্পনা শুধু নিজেকে ঘিরে। মানুষ আত্ম ভুলা তার পরিচয়, দায়িত্ব, জবাবদিহিতা এবং আত্ম শুদ্ধিতে আনমনা। মানুষ তার সংক্ষিপ্ত জীবনে তার পরিচয় এবং দায়িত্ব না জেনে যেন লোকায়। মানুষের লোকানোর কোন জায়গা নেই কারণ সব জায়গায় স্রষ্টার সীমানা প্রাচীর এবং নজরদারি আছে।
আপনি যেখানে থাকেন, যাই করেন, আপনার বর্ণ, গোত্র যাই হোক না কেন আপনার সময় কিন্তু নির্ধারিত। আপনি কল্যানকর কাজ করতে কখনও ভুল করবেন না। আপনি শত প্ররোচনায় যেন সত্য বিমুখ না হন। আপনি ভালো-মন্দ থেকে যা অর্জন করেন তা একান্তই আপনার। তা হতে হবে শ্রেষ্ঠ নন্দিত-নিন্দিত নয়। আপনি এখানে ছোট হতে আসেননি। এসেছেন সম্মানিত হতে, সম্মান দিতে। আপনার ইচ্ছা আপনাকে পরিচালিত করে। তা হতে হবে সৎ এবং বৃষ্টির পানির মত বিশুদ্ধ। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতায় দায়িত্ব কি তাই ভুলে গেছেন। দায়িত্ব হল পাথরেরর মত ওজন, লোহার মত শক্ত, ক্ষমার মত কোমল যে পারে সে বহন করতে চায় না। সমতা ছাড়া দায়িত্ব কোথায়? ন্যায় বিচারক ছাড়া শাসক কে? সৎ ইচ্ছা, নজরদারি ছাড়া ভালো কাজ কোথায় হয়?
আপনি হবেন ফলবান বৃক্ষের মত - ফুলের গন্ধ শুভাশিত আর আপনার ফল খাবে পাখি, বর্ণ, গোত্র, ধনী -গরীব সকলে। আপনি মানুষের ভয়-সঙ্কা বা অস্থিরতার কারণ হবেন না। মানুষ আপনাকে দেখে শান্তি পাবে সস্থির সাথে মনের কথা বলবে আনন্দ নিয়ে।
আপনার ব্যক্তিত্ব, শারীরিক ভাষা, যোগ্যতা, ভাষাগত উচ্চারণ, কর্মদক্ষতা সমাজে আপনার পরিচয় বহন করে। আপনার ভেতরের কিঞ্চিত অসততা, ষড়যন্ত্র স্রষ্টার কাছে পরিষ্কার। এজন্য আপনি কোন এমন কোন কাজ করবেন না। যার ফেরত সহ্য করা অসনীয় হবে।
কোনদিন অনেক ভুল করেছেন, কোন দিন আংশিক। অনুশোচনা করেছেন এমন দিন কয়টি? আপনাকে বিশ্লেষণ করে কি পেয়েছেন - তাতে আপনার সন্তুষ্টি আছে কি না? তা কি ভেবে দেখার সময় পেয়েছেন? আপনার অনুপ্রেরণা কাউকে স্বপ্ন দেখাতে পারে। তেমনি আপনার ভ্রান্ত চেতনা, ধারণা এবং তথ্য অপরকে বিভ্রান্ত করতে পারে। তথ্য দিতে আপনি শতভাগ নিশ্চিত হয়ে দিন। নাহলে নিরবতা পালন করুন। সমাজে বিশৃঙ্খলা, দুর্বলতায় আপনার সুনাম নষ্ট হবে। ক্ষমায় আপনার সম্মান বাড়বে। কল্যাণ, সৃষ্টির সেবা এবং ¯্রষ্টার সন্তুষ্টিতে অসম্ভব প্রশান্তি লাভ করেন। পাপ করে প্রায়শ্চিত্ত করবেন না - তাহা হবে না।
আপনি অন্য একজনের মত তাই জন্মেছেন, জরাজীর্ণ, বার্ধক্য, রোগ এবং মৃত্যু এড়াতে পারবেন না। ভালো আচরণ হলো প্রশান্তি দায়ক ঘুমের মত, তৃপ্তি দায়ক ভোগের মত, পরিষ্কার হয়ে পায়খানা হওয়ার মত স্বস্থিদায়ক যা শুধু আপনি পেতে চান অপরের জন্য চিন্তা করেন না। অন্যায়, অপকর্ম করে শয়তানের বন্ধু হতে পারলেও শত্রু হতে পারবেন না। আপনার কর্মের দুর্নাম, ক্ষতির অধ্যায় রচনা না করে সুখ্যাতি করুন।
মিথ্যাচার ষড়যন্ত্রে লিপ্ত থেকে শুধু আপনার অসম্মান- ক্ষতি, দীর্ঘস্থায়ী হবে। আপনার অন্তর, মস্তিষ্ক এবং দেহের সকল অঙ্গ-প্রতঙ্গ মিলে কল্যাণে নিয়োজিত থেকে আপনাকে এবং সমাজকে কলঙ্ক মুক্ত করুন।
দায়িত্বের খোঁজে - Shahid Cadet Academy রাজ্যে শাসক, প্রজা সব আছে বিস্তৃতি, উন্নয়নও চলছে কিন্তু কি- যেন নেই। শাসক, প্রজার চাইতে বেশী খেতে পারে না কারণ সে প্.....
ক্যাডেট ভর্তি কোচিং ও স্কুল শাখায় ভর্তি চলছে !
💥️শহীদ স্যার কর্তৃক প্রণীত সিলেবাস ও গাইডলাইন।
💥️প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ।
💥️ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষার অনুরূপ ৩০০ নম্বরের মডেল টেস্ট গ্রহণ।
💥️ক্যাডেট ভর্তির লক্ষ্যে ২০ - ২৫ বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
💥️দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।
💥️সার্বক্ষণিক সিসিটিভি ক্যামরা দ্বারা মনিটরিং এবং গেইটে রয়েছে ১০০% নিরাপত্তা ব্যবস্থা।
💥বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান!
যোগাযোগের ঠিকানা: আনসার ক্যাম্পের পিছনে, ফয়'স লেক, চট্টগ্রাম।
বিস্তারিত জানতে কল করুন:- 01714784 004, 01611527361
আরো জানতে ভিজিট করুন : https://shahidcadetctg.com
Shahid Cadet Academy Chattogram Branch
Shahid Cadet Academy School
★Residential & ★Non-residential.
Cadet Coaching, PEC, JSC and SSC
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখায় ক্যাডেট কোচিং সাপ্তাহিক পরীক্ষা চলাকালীন সময়ের কিছু স্থির চিত্র ২০২২
ষষ্ঠ শ্রেণির ক্যাডেট কোচিং এর সাপ্তাহিক পরীক্ষার প্রশ্ন দেখতে লিংকে ক্লিক করুন :https://cutt.ly/NB146n1
#ক্যাডেট_কোর্চং #ক্যাডেট_কোচি_ভর্তি #ক্যাডেট_কোচিং_সেন্টার #শহীদ_ক্যাডেট_একাডেমিক #ক্যাডেট_কলেজ_ভর্তি_কোচিং
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখা কতৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০২২
বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র/ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরুস্কৃত করা হয়।
#বিতর্ক_প্রতিযোগিতা #স্কুল_বিতর্ক_প্রতিযোগিতা #শহীদ_ক্যাডেট_একাডেমিক_স্কুল
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখা কতৃক আয়োজিত শিশুদের ছবি অংকন প্রতিযোগিতা ২০২২
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সকল ছাত্র/ছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক এবং বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা। যে সকল ছাত্র/ছাত্রী ভালো চিত্র অংকন করেছে তাদের পুরুস্কৃত করা হয়।
#চিত্রাঙ্কন_প্রতিযোগিতা #ছবি_অংকন_প্রতিযোগিতা #ছবি_অংকন #স্কুল_চিত্রাঙ্কন_প্রতিযোগিতা #প্রাইমারি_স্কুল_চিত্র_অংকন_প্রতিযোগিতা #শহীদ_ক্যাডেট_একাডেমি_প্রাইমারি_স্কুল
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার আবাসিক ছাত্রীদের বিনোদন ও ইতিহাস জানার উদ্দেশ্যে জিয়া স্মৃতি জাদুঘরে।
জিয়া জাদুঘরের ঐতিহ্য সম্পর্কে: এটি জিয়াউর রহমান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তাঁর ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি যা দিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা জারী করেছিলেন।
#জিয়া_স্মৃতি_জাদুঘর
ক্যাডেট ভর্তি কোচিং ও স্কুল শাখায় ভর্তি চলছে !
=== আবাসিক/ অনাবাসিক/ ডে- কেয়ার। ===
💥️শহীদ স্যার কর্তৃক প্রণীত সিলেবাস ও গাইডলাইন।
💥️প্রতি সপ্তাহে সাপ্তাহিক পরীক্ষা ।
💥️ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষার অনুরূপ ৩০০ নম্বরের মডেল টেস্ট গ্রহণ।
💥️ক্যাডেট ভর্তির লক্ষ্যে ২০ - ২৫ বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
💥️দুর্বল ও অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য রয়েছে Extra Care এর ব্যবস্থা।
💥️সার্বক্ষণিক সিসিটিভি ক্যামরা দ্বারা মনিটরিং এবং গেইটে রয়েছে ১০০% নিরাপত্তা ব্যবস্থা।
👨সর্বাধিক ক্লাস 👨 সর্বাধিক পরীক্ষা 👨 সর্বাধিক সাফল্য 👨 সর্বাধিক মডেল টেস্ট গ্রহণ
💥বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান!
বিস্তারিত জানতে কল করুন:- 📞 01714 784 004 📞 01611 527 361
যোগাযোগের ঠিকানা: আনসার ক্যাম্পের পিছনে, ফয়'স লেক, চট্টগ্রাম।
আরো জানতে ভিজিট করুন :
Website: https://shahidcadetctg.com/
Youtube Channel: https://www.youtube.com/channel/UCWGOu1PlzXu7f9UxjKH84vA
আজ ০১/০৯/২০২২ ইং সকাল ৯.৩০ মি: শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রীদের করোনা ভেকসিন দেওয়া হয়। করোনা ভেকসিন দেওয়ার কিছু খন্ডচিত্র।
চট্টগ্রাম জেলা পুলিশের আকবরশাহ ইউনিটের ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১ টায়
শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ সাব্বির হোসেন (অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (পশ্চিম), চট্টগ্রাম । বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আশিকুর রহমান (ট্রাফিক ইন্সপেক্টর), আকবরশাহ থানা এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হারুন উর রশীদ।
এ সময় তিনি সকল ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ছাত্র/ছাত্রীদের বিভিন্ন সুবিধা, অসুবিধার বিষয়ে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা এবং বিভিন্ন বিষয়ে তাদের দিক নির্দেশনা দেন।
স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভায় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জনাব মোঃ হাবিব উল্লাহ (অধ্যক্ষ), মোঃ শহীদুল ইসলাম ( পরিচালক প্রশাসন ), শিক্ষক/শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রীবৃন্দ।
https://shahidcadetctg.com/latest
শিক্ষা সফর-২০২২
বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হবে। শনিবার রাতে তারাবিহ’র নামাজ আদায় ও শেষ রাতে সেহেরি খেয়ে রোববার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা।
শুকতারা পার্ক Shuktara Restaurant | A natural beauty | Chittagong
বাণিজ্য বিভাগে অভিজ্ঞ, চটপটে, কৌশলী, পরিশ্রমী এবং নিয়মানুবর্তী আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অতিসত্ত্বর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন। পদ ২(দুই)টি, শিক্ষক/শিক্ষিকা (তবে শিক্ষিকাকে আদিবাসী এবং বৌদ্ধ ধর্ম পড়াতে সক্ষম হতে হবে)
যোগ্যতা: অনার্স/মাস্টার্স
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগাযোগের ঠিকানা: আবদুল হামিদ সড়ক, ফয়’স লেক, চট্টগ্রাম।
মোবাইল: +880 1714-784004, +880 1611-527361
Photos from Faujdarhat Cadet College's post
ক্যাডেট ভর্তি পরীক্ষা ২০২২ এর লিখিত পরীক্ষার রেজাল্ট পেতে নিচের লিংকে ক্লিক কর -
Result_of_Written_Exam_-_Cadet_College_Admission_Test_2022.pdf
শহীদ ক্যাডেট একাডেমী চট্টগ্রাম শাখায় জরুরী ভিত্তিতে ইংরেজি এবং ধর্মীয় শিক্ষক (ইসলাম) নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞ, দায়িত্বশীল, নিয়মানুবর্তী, আন্তরিক এবং বিষয়ভিত্তিক শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্রসহ অতি সত্তর যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা: আবদুল হামিদ সড়ক, ফয়’স লেক, আকবরশাহ, চট্টগ্রাম।
মোবইল নং- 01714784004, 01611527361
ভর্তি চলছে.................. ভর্তি চলছে..................ভর্তি চলছে.......................
শহীদ ক্যাডেট একাডেমী ( চট্টগ্রাম শাখা)
শ্রেণি :- প্লে থেকে নবম শ্রেণি স্কুল শাখা।
ষষ্ঠ শ্রেণি ক্যাডেট ভর্তি ( বাংলা ও ইংরেজি মাধ্যম)
আবাসিক/অনাবাসিক ছেলে/মেয়ের জন্য রয়েছে থাকার ও খাবারের সুব্যবস্থা।
আমাদের উদ্দেশ্য -
১। শিক্ষার ভিত্তি গঠন।
২। সুন্দর হাতের লেখা।
৩। সুন্দর উপস্থাপনা।
৪। মেধা ও মননের উন্নয়ন, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও মানবিকতার বিকাশ।
৫। দায়িত্বশীল জবাবদিহি মানুষ হওয়ার উদ্বুদ্ধকরণ।
৬। সামগ্রিক সন্তোষজনক ফলাফল।
ঠিকানা:- আব্দুল হামিদ রোড ( আনসার ক্যাম্পের পিছনে) ফয়'স লেক, চট্রগ্রাম।
মোবাইল :- ০১৬১১৫২৭৩৬১, ০১৭১৪৭৮৪০০৪
ভর্তি চলছে.................. ভর্তি চলছে..................ভর্তি চলছে.......................
শহীদ ক্যাডেট একাডেমী ( চট্টগ্রাম শাখা)
শ্রেণি :- প্লে থেকে নবম শ্রেণি স্কুল শাখা।
ষষ্ঠ শ্রেণি ক্যাডেট ভর্তি ( বাংলা ও ইংরেজি মাধ্যম)
আবাসিক/অনাবাসিক ছেলে/মেয়ের জন্য রয়েছে থাকার ও খাবারের সুব্যবস্থা।
আমাদের উদ্দেশ্য -
১। শিক্ষার ভিত্তি গঠন।
২। সুন্দর হাতের লেখা।
৩। সুন্দর উপস্থাপনা।
৪। মেধা ও মননের উন্নয়ন, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও মানবিকতার বিকাশ।
৫। দায়িত্বশীল জবাবদিহি মানুষ হওয়ার উদ্বুদ্ধকরণ।
৬। সামগ্রিক সন্তোষজনক ফলাফল।
ঠিকানা:- আব্দুল হামিদ রোড ( আনসার ক্যাম্পের পিছনে) ফয়'স লেক, চট্রগ্রাম।
মোবাইল :- ০১৬১১৫২৭৩৬১, ০১৭১৪৭৮৪০০৪
ভর্তি চলছে.................. ভর্তি চলছে..................ভর্তি চলছে.......................
শহীদ ক্যাডেট একাডেমী ( চট্টগ্রাম শাখা)
শ্রেণি :- প্লে থেকে নবম শ্রেণি স্কুল শাখা।
ষষ্ঠ শ্রেণি ক্যাডেট ভর্তি ( বাংলা ও ইংরেজি মাধ্যম)
আবাসিক/অনাবাসিক ছেলে/মেয়ের জন্য রয়েছে থাকার ও খাবারের সুব্যবস্থা।
আমাদের উদ্দেশ্য -
১। শিক্ষার ভিত্তি গঠন।
২। সুন্দর হাতের লেখা।
৩। সুন্দর উপস্থাপনা।
৪। মেধা ও মননের উন্নয়ন, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও মানবিকতার বিকাশ।
৫। দায়িত্বশীল জবাবদিহি মানুষ হওয়ার উদ্বুদ্ধকরণ।
৬। সামগ্রিক সন্তোষজনক ফলাফল।
ঠিকানা:- আব্দুল হামিদ রোড ( আনসার ক্যাম্পের পিছনে) ফয়'স লেক, চট্রগ্রাম।
মোবাইল :- ০১৬১১৫২৭৩৬১, ০১৭১৪৭৮৪০০৪
ভর্তি চলছে.................. ভর্তি চলছে..................ভর্তি চলছে.......................
শহীদ ক্যাডেট একাডেমী ( চট্টগ্রাম শাখা)
শ্রেণি :- প্লে থেকে নবম শ্রেণি স্কুল শাখা।
ষষ্ঠ শ্রেণি ক্যাডেট ভর্তি ( বাংলা ও ইংরেজি মাধ্যম)
আবাসিক/অনাবাসিক ছেলে/মেয়ের জন্য রয়েছে থাকার ও খাবারের সুব্যবস্থা।
আমাদের উদ্দেশ্য -
১। শিক্ষার ভিত্তি গঠন।
২। সুন্দর হাতের লেখা।
৩। সুন্দর উপস্থাপনা।
৪। মেধা ও মননের উন্নয়ন, শৃংখলা, নিয়মানুবর্তিতা ও মানবিকতার বিকাশ।
৫। দায়িত্বশীল জবাবদিহি মানুষ হওয়ার উদ্বুদ্ধকরণ।
৬। সামগ্রিক সন্তোষজনক ফলাফল।
ঠিকানা:- আব্দুল হামিদ রোড ( আনসার ক্যাম্পের পিছনে) ফয়'স লেক, চট্রগ্রাম।
মোবাইল :- ০১৬১১৫২৭৩৬১, ০১৭১৪৭৮৪০০৪
#শহীদ_ক্যাডেট_একাডেমী_চট্টগ্রাম_শাখা
শহীদ ক্যাডেট একাডেমী চট্টগ্রাম শাখায় জরুরী ভিত্তিতে ইংরেজি এবং ধর্মীয় শিক্ষক (ইসলাম) নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞ, দায়িত্বশীল, নিয়মানুবর্তী, আন্তরিক এবং বিষয়ভিত্তিক শিক্ষক আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্রসহ অতি সত্তর যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা: আবদুল হামিদ সড়ক, ফয়’স লেক, আকবরশাহ, চট্টগ্রাম।
মোবইল নং- 01714784004, 01611527361
৭ম শ্রেণি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২২ এর জন্য “ বাংলাদেশ বিষয়াবলি” থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান—-দেওয়া হল:
১। আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি?
উত্তর- রাঙ্গামাটি (৬,১১৬ বর্গ কিঃ মিঃ)
২। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান কোনটি?
উত্তর- জায়গীরজোত, বাংলাবান্ধা (পঞ্চগড়)
৩। বাংলাদেশের সর্ব দক্ষিনের স্থান কোনটি?
উত্তর- ছেঁড়া দ্বীপ/ সেন্টমার্টিন।
৪। বাংলাদেশের আয়তন কত?
উত্তর- ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬, ৯৭৭ বর্গমাইল।
৫। বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত আছে?
উত্তর- ২টি দেশের, যথা- ভারত এবং মিয়ানমার।
৬। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তর- ৩২ টি।
৭। বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর- জাতীয় সংসদ
৮। সীমান্তবর্তী কোন কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই?
উত্তর-বান্দরবান ও কক্সবাজার।
৯। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি?
উত্তর- নারায়ণগঞ্জ (৬৮৪.৩৭) বর্গকিঃমি)।
১০। বাংলাদেশের সরকারি নাম কী?
উত্তর-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ( The people’s Republic of Bangladesh)
#শহীদ_ক্যাডেট_একাডেমী_চট্টগ্রাম_শাখা
#শহীদ_ক্যাডেট_একাডেমী
“ লাখো শহীদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকায় বিজয়ের ৫০ বছরে সবকিছুকে ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিকশিত বাংলাদেশ ”
সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
#শহীদ_ক্যাডেট_একাডেমী_চট্টগ্রাম_শাখা
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Worst School In the WORLDDD!!!
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
কুরআন সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ার প্রচেষ্টায় আমরা অঙ্গিকারাবদ্ধ। আলহামদুলিল্লাহ
চট্টগ্রামের সরকারি বেসরকারি স্কুলে ভ
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ইলম শিক্ষা করো