
-হোস্টেলের সিটের নাম প্রকাশ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Beauty Of Cpi campus, Campus Building, Chittagong.
Operating as usual
-হোস্টেলের সিটের নাম প্রকাশ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ
Let's trend this number 1
na.
na.
©Sojib Mahmud
আজীবন পড়ে আসলাম, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বাংলাদেশ। নদীমাতৃক দেশ বাংলাদেশ। এখানে থাকবে কৃষক, থাকবে জেলে।
এমন এক দেশে ক্রিকেট খেলা আনছিলো কোন শ্লা?
"কৃষিপ্রধান দেশে ক্রিকেট আনছিলো কোন হালায়"🙄
আরে এরা কারা ?
কোথায় থেকে এলো এরা?
এদেরকে চিহ্নিত করে রাখুন ।
Me in my viva Exam 😁
©
এই বয়সে অনেক কিছুই নিজেকে সহ্য করতে হয়।
চারপাশে যখন সহপাঠীরা তাদের ক্যরিয়ার গুছিয়ে নিয়েছে।
কেউ কেউ বিয়ে করে পারিবারিক জীবন শুরু করেছে।
কিন্তু আপনি কিছুই এখনও শুরু করেন নাই।
আপনার দুঃখ হচ্ছে।তবুও দাঁতে দাঁত কামড় দিয়ে সহ্য করে যাচ্ছেন।
এই ভরসায় আল্লাহ কিছু না কিছুই ব্যবস্থা করেই দিবেন ইং শা আল্লাহ।
-এই ভেবে ভেবে আমরা সহ্য করে যাই সবার অবহেলা।
আলহামদুলিল্লাহ
কিন্তু সবচেয়ে কষ্ট লাগে তখন যখন পরিবারের কেউ বলে কিরে তোর বন্ধু তার ক্যরিয়ার গুছিয়ে নিয়েছে,চাকরি করতেছে তুই তো দেখি কিছুই করতেছিস না।
আরেকটা দুঃখের কথা হলো যখন কেউ বলে তোরে দিয়ে কিছুই হবে না।😁
-একথা সহ্য করা অনেক কষ্টের।😊
যখন থেকে ছবিটা দেখেছি, মনে হচ্ছিলো, পালিয়ে আসা এই রোহিঙ্গাকে কোথায় যেন দেখেছি।
অনেক্ষন খেয়াল করে দেখার পর, আমি হিংসেই মরে যাচ্ছি।
ছবিতে যাকে দেখা যাচ্ছে, স্বাভাবিক ভাবেই আমার মত অনেকের মনে হতে পারে রোহিঙ্গা তিনি নিজেই, অথবা, মনে হতে পারে গ্রাম্য কেউ যে এইমাত্র পাশের জমি টা থেকেই চাষবাস করে কাদামাটির ফেসপ্যক মেখে উঠে এসেছে হয়তো !!!!
নাহে ভাই ও বেহনা,,,,,,,
তিনি, আমাদের চট্টগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্ট এর একজন সম্মানিত শিক্ষক Ataur Rahman যে অন্যের উপর ভরসা না করে নিজেই নিজের পিঠে করে, নাইক্ষংছড়ি চাকঢালা বাজার হতে পায়ে হেটে প্রায় দীর্ঘ চার কিলোমিটার দূর্গম পথ পাড়ি দিয়ে ভিতরের ছড়া, ৬ নং ওয়ার্ড সীমান্ত সংলগ্ন চাকঢালা ক্যাম্প এ ২০০ অসহায় রোহিংগা পরিবারের নিকট ত্রান পৌছে দিয়েছেন।
I am proud to be your colleague, Ata vai.
Sabiha chowdhury
Instructor, Non-tech
Chittagong Polytechnic Institute.
-৫ বছর আগের এই দিনে।😌
পরিক্ষার হলে একজন শিক্ষার্থীর চলমান অবস্থা যেমন হয়।😌
-The Beauty Of Cpi campus
Hi guys 😁
সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো কারিগরি শিক্ষা মানেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নয়, কারিগরি শিক্ষা মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রীও , কারিগরি শিক্ষা মানে HSC(Voc)-SSC (Voc) - Short Course ও ।
তাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রী কে 04 বছরে রেখে কিভাবে মান উন্নয়ন করা যায় এবং উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করা যায় এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা কিভাবে দ্রুত সমাধান করা যায় সেদিকে নজর দেওয়া উচিত।
আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য টেক্সবুক প্রণয়ন ও রেফারেন্স বই সহজলভ্য করা, ক্যাম্পাসে নোট - গাইড নিষিদ্ধ করা, ভর্তি পরীক্ষা চালু করা এবং পলিটেকনিক ইন্সটিটিউট গুলোকে নিয়ন্ত্রণের একটা পৃথক বিশ্ববিদ্যালয় গঠন করা জরুরি ।
মাননীয় শিক্ষামন্ত্রী কে আমি যথেষ্ট সম্মান করি। সুতরাং তিনি তার বক্তব্য প্রত্যাহার করবে বলে আমার বিশ্বাস।
©Saiful Islam Rakib
ডিপ্লোমা ইন ইন্জিনিয়ারিং এর সর্বশেষ ক্লাস শেষ করে পাওয়ার ৭ম পর্বের স্টুডেন্টস'রা।(B1)
চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।
Sir- MD. Ali Haider Rakib
-The Beauty Of Cpi campus