কুমিরা ঘোনার কৃতি সন্তান, বি জি সেনের হাটের উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সম্মানিত শিক্ষক, অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায়, এলাকাবাসী ও বিদ্যালয়ের পক্ষ থেকে জানায় অভিনন্দন। 💐💐
B.G. Senerhat High School
Nearby schools & colleges
Patiya
Ice Factory Road
https://www. google. com. bd/maps/place/Haji+Abdul+Ali+City+Corporation+High+School/@22. 3605825, 91. 7823064, 19z/data=, 4m5, 3m4, 1s0x30acd90ff0b7fb27:0x398a5268376be3c0, 8m2, 3d22. 360616, 4d91. 78
Tiger Pass
চট্টগ্রাম
Kadalpur
Chittagong
Rangamati Hill District, Rangamati
Kuwaish Link Road
Mirsarai
Kadhurkhil
Fatickchari
4000
Satkania
Suabil
Official Page of
B. G. Senerhat High School. Now,
Mr. Nazim Uddin is the Head Teacher of this School
বি- অর্থ বড়হাতিয়া জি-অর্থ গারাংগিয়া এবং সেনেরহাট বাজার সংলগ্ন তাই অত্র বিদ্যালয়টি- বি,জি,সেনেরহাট উচচ বিদ্যালয় ।অত্র বিদ্যালয়টি বড়হাতিয়া ইউনিয়নে অবস্থিত এবং পাশেই রয়েছে গারাংগিয়া গ্রাম এই জন্য বি,জি,সেনেরহাট উচচ বিদ্যালয় নাম করন করা হয়েছে।অত্র বিদ্যালয়ের উত্তরে সোনাকানিয়া ইউনিয়ন এবং দক্ষিনে আধুনগর ইউনিয়ন পূর্বে ডলু খাল ও আমিরাবাদ ইউনিয়ন পশ্চিমে পাহাড় ও জলদি সিমানা ।
১৯৬৮ সনে ক)বাবু রেবতী রঞ্জন দ
Operating as usual
অভিনন্দন
খুটাখালি পীর আবদুল হাই হুজুরের ইন্তেকাল
কক্সবাজার জেলা
চকরিয়া উপজেলাধীন-
প্রখ্যাত আলেমেদ্বীন-আলেম সমাজের অহংকার ও প্রবীণ আলেমদ্বীন হযরত মৌলানা আবদুল হাই হুজুর_(খুটাখালীর পীর)
গত ২১-জানুয়ারী রোববার রাতে বান্দরবন পার্বত্য জেল আলী কদম উপজেলায় একটি মাহফিলে হঠাৎ অসুস্ত হয়ে পড়লে, একটি হাসপাতালে নেয়া হয়-সেখানে তিনি ইন্তেকাল করেন.
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
খুটাখালী পীর-
হযরত মৌলানা আলহাজ্ব আবদুল হাই হুজুর
গ্রামের বাড়ী-
চট্রগ্রামের সাতকানিয়া উপজেলাধীন-
সোনাকানিয়া ইউনিয়ন- গারাংগিয়া গ্রামের- রঙ্গি পাড়া.
অভিনন্দন সবাইকে।
A+ সংখ্যা না বাড়ালেও, পাশের হার কিন্তু ৯৮.৯৫%.
Sokol ssc porikkharti vai & bon der proti roilo onek onek shuveccha.
অভিভাবক প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হল তাদের সবাইকে অভিনন্দ।
অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হল আজ।
আশা করি ছাত্র- ছাত্রী ও বিদ্যালয়ের স্বার্থ সমোন্নত রাখে এমন প্রতিনিধিদের নির্বাচীত হবে।
এমন নেক্কার জনক কর্ম কান্ডের তীব্র প্রতিবাদ সহ, যারা এই হীন কাজের সাথে জড়িত তাদের খোঁজে বের করে গণপিটুনী দেওয়ার উদাত্ত আহ্বান জানাই।
অভিনন্দন!
টাই ব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ অনূর্ধ্ব-১৬ ফুটবল শীরোপা এখন বাংলাদেশর। বাংলাদেশ দলকে আমাদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
Sobai k Eid Mubarak.
টানা বর্ষনের ফলে সৃষ্ট জলবদ্ধতায় বিদ্যালয়ের দৃশ্য। যা অনেককে নিয়ে যাচ্ছে, স্কুল জীবনের অনেক পুরোন দিন গুলোতে।
Congratulation both of you.....................
আলহামদুল্লিলাহ্
আমাদের বিদ্যালয়ের এই বারের পাশের হার ৯৬.৯৭%
তাবে A+ পেয়েছে ২ জন।
এই অবস্থায় এইটা ও কম কিসে।
শুভ জন্মদিন_____কবি গুরু রবিঠাকুর।
পটিয়া, বাশঁখালি,দোহাজারী,চন্দনাইশ,ও আনোয়ারার জনগন সবাই BRTC বাস সুবিধা পেয়েছে। কিন্ত সাতকানিয়া, ও লোহাগাড়ার জনগন পাইনি। আমরা মনে করি সাতকানিয়া, ও লোহাগাড়ার জনগনের জন্য BRTC বাসের বিকল্প নেই। প্রতি বৃহস্পতিবার ও বন্ধের দিন এই রাস্তার বাস গুলো সাতকানিয়া, ও লোহাগাড়ার যাত্রী নিতে চাই না আর নিলেও ভাড়া চাই দিগুন, লোহাগাড়ার কোন টিকেট নাই কক্সবাজার এর টিকেট কিনতে হয় । আর দক্ষিন চট্রগ্রাম এর Hi-ace Micro গুলো হল এক একটি মৃত্যুর ফাঁদ। আমরা এ থেকে মৃত্যুর ফাঁদ থেকে মুক্তি চাই। BRTC বাস সুবিধা চাই
শুভ নববর্ষ-১৪২২
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনল যারা
আমরা তোমাদের ভুলব না।
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...
SSC-2015 MCQ Answer ::কৃষিশিক্ষা ( Chittagong Board )
১.মাছের প্রধান প্রাকৃতিক খামার কোনটি?
উত্তর :ফাইটোপ্লাঙ্কটন
২.লবণাক্ত মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করতে ফসলের অসুবিধা হয়?
উত্তর :অক্সিজেন
৩.ঘাস কয়টি পদ্ধতিতে সংরক্ষণ করা যায়?
উত্তর :দুই
৪.টরি-৭ কোন ফসলের জাত?
উত্তর :সরিষা
৫.নিচের কোনটি শীতকালীন সবজি?
উত্তর :টমেটো
৬.নিচের কোনটি উদ্ভিদতাত্ত্বিক বীজ?
উত্তর :বরবটি
৭.সামাজিক বনায়ন ব্যবস্থাপনায় সরাসরি সম্পৃক্ত থাকে-
উত্তর :জনগণ
৮.নিচের কোনটি যথাসময়ে নিরাপদে প্রাপ্তি কৃষির জন্য খুবই সহায়ক?
উত্তর :ঋণ
৯.গনি মিয়ার জমির মাটি কোন প্রকৃতির?
উত্তর :দোঁআশ
১০.বসু মিয়ার জমির মাটি ক্ষয় হওয়ার কারণ হলো-
উত্তর :মাটির সছিদ্রতা কম, পানি শোষণ ক্ষমতা কম
১১.অধিকাংশ ঊর্ধ্বমুখী বায়বী মূল কোন বনের বৈশিষ্ট্য?
উত্তর :ম্যানগ্রোভ বন
১২.বন সংরক্ষণ আইন ভঙ্গের ন্যূনতম শাস্তি হলো-
উত্তর :পাঁচ হাজার টাকা জরিমানা, ছয় মাসের জেল
১৩.সর্বনিম্ন কত হেক্টর জমি না হলে একটি লাভজনক কৃষি খামার পরিচালনা করা যায় না?
উত্তর :এক
১৪.আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা হয়?
উত্তর :বি আর ১১
১৫.আলু বীজ শোধন করতে ব্যবহার করা হয়-
উত্তর :বরিক এসিড
১৬.কোন সবজি চাষে নাইট্রোজেন সারের তেমন দরকার হয় না?
উত্তর :চাল কুমড়া
১৭.কলার ছত্রাকজনিত রোগ হলো-
উত্তর :গুচ্ছ মাথা রোগ, পানামা রোগ
১৮.আসিফের সমস্যাটি কোন ধরনের?
উত্তর :বন্যাজনিত
১৯.উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে-
উত্তর :কাঁচা ঘাসের অভাব হয়, পরিবেশ অস্বাস্থ্যকর হয়, গবাদিপশু পুষ্টিহীনতায় ভোগে
২০.কাশেম আলীর নির্মিত ঘরটি কোন ধরনের ছিল?
উত্তর :আধা-আবদ্ধ
২১.কাশেম আলীর ঘরটি নির্মাণের উদ্দেশ্য-
উত্তর :অধিক মাৎস উৎপাদন করা, অধিক পশম উৎপাদন করা
২২.তুলসী পাতার রস কোন রোগে বেশ উপকারী?
উত্তর :সর্দি-কাশিতে
২৩.তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলের রোগের আক্রমন বেড়ে যায়?
উত্তর :ধান
২৪.কখন বেশি ফুলের ডাল ছাঁটাই করতে হয়?
উত্তর :শীতের মাঝামাঝি
২৫.কাঠ সংরক্ষণের জন্য কোন রাসায়নিক দ্রব্যটি ব্যবহার করা হয়?
উত্তর :CCA
২৬.দুধ পাস্তুরিকরণে কত ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় ৩০ মিনিট উত্তপ্ত করতে হয়?
উত্তর :১৪০
২৭.রাসেলের খামারে গাভীর সংখ্যা কতটি হতে পারে?
উত্তর :২-৫
২৮.উল্লিখিত খামার স্থাপনের মাধ্যমে পরিবারের-
উত্তর :দুধ ও পুষ্টির চাহিদা মেটানো যাবে, বাড়তি আয়ের ব্যবস্থা হবে, স্বকর্মসংস্থান বাড়ানো যাবে
২৯.ফাইটোপ্ল্যাঙ্কটনের পাশাপাশি জুপ্লাংকটন থাকলে পানির রং হতে পারে-
উত্তর :বাদামী সবুজ, লালচে সবুজ
৩০. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে অনেক মাছ পরিবর্তন করছে-
উত্তর :অভিপ্রায়ন পথ, প্রজনন ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র
৩১.ক্ষেত থেকে বীজের জন্য যখন ধান কাটা হয় তখন আর্দ্রতা থাকে-
উত্তর :১৮%-৪০%
৩২.খাদ্যে ছত্রাক ও পোকা-মাকড় জন্মাতে সহায়তা করে নিচের কোনটি?
উত্তর :অক্সিজেন
৩৩.নিচের কোনগুলো বিপন্ন প্রজাতির মাছ?
উত্তর :রানি, পাবদা, টেংরা
৩৪.ব্রি ধান ৪৭ জাতের জীবনকাল কত দিন?
উত্তর :১৫২
৩৫.সমবায়ীরা তখন লাভবান হবেন, যখন সংগঠন হবে-
উত্তর :দক্ষ, সৎ, শক্তিশালী
SSC-2015 MCQ Answer ::জীববিজ্ঞান ( Chittagong Board )
১.কোনটি সুপার কিংডম?
উত্তর :প্রোক্যারিওটা
২.কোনটি প্লাস্টিড নয়?
উত্তর :টনোপ্লাস্ট
৩.মাইটোকন্ড্রিয়ার কাজ কোনটি?
উত্তর :শক্তি উৎপাদন করা
৪.মাইটোসিস বিভাজনের ফলে-
উত্তর :ক্রোমোজোমের সংখ্যা একই থাকে, ক্ষত স্থানে নুতন কোষ সৃষ্টি হয়
৫.C6H12O6 + 6O2 বিভিন্ন এনজাইম/কো-এনজাইম- 6CO2¬+6H2O + শক্তি
উত্তর :উপরের সমীকরণটি সবাত শ্বসনের, এই প্রক্রিয়ায় বেশি শক্তি উৎপাদিত হয়
৬.একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে?
উত্তর :চার
৭.পটাসিয়ামের অভাবে-
উত্তর :পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয়, উদ্ভিদের বৃদ্ধি কম হয়
৮.উদ্ভিদের ক্ষেত্রে নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে?
উত্তর :ক্লোরিন
৯.চিত্রে A চিহ্নিত প্রক্রিয়াটি-
উত্তর :তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, সালোকসংশ্লেষণে সহায়তা করে, CO2 নির্গমন করে
১০.X চিহ্নিত অংশকে বলা হয়-
উত্তর :পত্ররন্ধ্র
১১.যক্ষা হলে-
উত্তর :রোগীর ওজন কমতে থাকে, তিন সপ্তাহের বেশি কাশি থাকে
১২.নিউমোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণে কোন রোগটি হয়?
উত্তর :নিউমোনিয়া
১৩.আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
উত্তর :থাইরয়েড
১৪.ইউরিক এসিড কোথায় তৈরি হয়?
উত্তর :যকৃতে
১৫.কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর :অস্থি
১৬.লিগামেন্ট টিস্যু হচ্ছে-
উত্তর :হাতের সাথে হাড় সংযুক্ত করে, পীত বর্ণের
১৭.কোনটি ফাইটোহরমোন নয়?
উত্তর :ইনসুলিন
১৮.কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
উত্তর :সাইটোকাইনিন
১৯. অ্যাজমা হলে-
উত্তর :হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়, শ্বাসকষ্টে দম বন্ধ হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়
২০.বৃক্কের রোগের লক্ষণগুলি-
উত্তর :শরীর ফুলে যাওয়া, রক্ত মিশ্রিত প্রস্রাব যাওয়া
২১.এইডস রোগের লক্ষণ প্রকাশ পায় কত মাসে?
উত্তর :ছয়
২২.মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত?
উত্তর :গলার ট্রাকিয়ার উপরে
২৩.কোনটি স্বপরাগায়নের বৈশিষ্ট্য?
উত্তর :নতুন গাচের অভিযোজন ক্ষমতা লোপ পায়
২৪.কোনটি পিউরিন?
উত্তর :এডিনিন
২৫.কোনটি জৈব জড় উপাদান?
উত্তর :হিউমাস
২৬.সকল শক্তি পুনরায় ফিরে আসে?
উত্তর :উৎপাদক
২৭.পুষ্টি প্রবাহে প্রথম স্তরের খাদক কোনটি?
উত্তর :তৃণভোজী
২৮.মানব দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর :৪৬টি
২৯.বাস্তুতন্ত্রে উদ্ভিদকে কি বলা হয়?
উত্তর :উৎপাদক
৩০.সবুজ উদ্ভিদ কি জাতীয় খাদ্য প্রস্তুত করে?
উত্তর :শর্করা
৩১.শ্বসন প্রক্রিয়ায়-
উত্তর :ক্রেবস চক্রে ২৪টি ATP উৎপন্ন হয়, গ্লাইকোলাইসিসে ৮টি ATP উৎপন্ন হয়, এসিটাইল Co-A তে ৬টি ATP উৎপন্ন হয়
৩২.কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
উত্তর :প্রো-মেটাফেজ
৩৩.জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে-
উত্তর :ভাইরাস প্রতিরোধী জাত উদ্ভাবিত হয়েছে, পোকামাকড় প্রতিরোধী উদ্ভিদের জাত উদ্ভাবন হয়েছে
৩৪.জেনেটিক্স এর সূত্রসমূহ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?
উত্তর :জোহান গ্রেগর মেন্ডেল
৩৫.প্রো-মেটাফেজ দশায়-
উত্তর :দুই মেরুবিশিষ্ট স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে
জাতীয় শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ে প্রথম বারের মত অনুষ্ঠিত হল চিত্রাংকন প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীর হাতে পুরস্কার তুলেদেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ও নব-নিযুক্ত প্রধান শিক্ষক। এতে আর ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
আলহামদুলিল্লাহ,
সকল বাধা বিপত্তিকে পিছনে পেলে,
দীর্ঘ ৭ বছর পর প্রথম পূর্ণাঙ্গ প্রধান শিক্ষক হিসাবে আজকে বিদ্যালয়ে যোগদান করলেন মোহাম্মদ নাজিম উদ্দিন।
অভিনন্দন, জনাব মোহাম্মদ নাজিম উদ্দিনকে, যিনি বিদ্যালয়ের ক্রান্তি কালে দায়িত্ব গ্রহন করলেন। আশা করি, তিনি তার মেধা, বিচক্ষনতা, সাহস ও আত্ম-বিশ্বাস দিয়ে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য পুর্নদ্ধারের পাশা-পাশি বিদ্যালয়কে সফলতার শীর্ষে নিয়ে যাবেন।
Alhamdulillah aj 15th March, 2015. Amader sei Gourov moy - Barahatia Garangia (B.G.) Senerhat High School er Head Teacher hesabe Mr. Nazim Uddin k neyoug dea hoice. Tai ami BGSF er sob memberder pokkho theke Mr. Nazim Uddin k Suveccha janacci.....
Azad Abul Kalam
President
BGSF
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Vill. Barahatia, P. O. Senerhat, Upa: Lohagara. Ctg
Chittagong
4386
Chittagong Collegiate School, Ice Factory Road, Chattogram
Chittagong, 4000
Thousand bodies - one soul Thousand lives - one goal... Long Live Chittagong Collegiate School. Alum
Bangladesh Bank Colony, Agrabad
Chittagong, 4100
UnOfficial page.. Bangladesh Bank Colony High School....
House # 11, Road # 1, Nasirabad H/S
Chittagong, 4000
Sunshine Grammar School, established in 1985, is the first international school in Chattogram.
Chittagong Port Authority, P. O. Bandar
Chittagong, 4100
Port Authority High School, Chittagong, (earlier Port Trust High School) is a renowned prestigious educational institution established in 1959.
KEPZ Road
Chittagong, 4204
Welcome to the official page of Chittagong Steel Mills High School.
Chittagong
This is the Official Page of Garibe Newaz High School. It is the best school of the HALISHAHAR . It
Victory Model High School, Pahartali
Chittagong, 4207
All students and ex students of Victory Model High School are requested to share their school life a
House #45, Road #04, O. R Nizam Road R/A
Chittagong, 4203
Welcome to EUROPEAN GRAMMAR SCHOOL - National Curriculum (English Version).
Cuet, Raozan
Chittagong, 4349
একই অনুভূতি প্রতিটি স্পন্দনে বিঁধে রয়, অমৃতই যেন মোদের বন্ধনের সমন্বয়।
Mubarak Road (Opposite Of BRTA), Chittagong Cantonment, Chittagong-4220
Chittagong
School Code: 3229, EIIN No: 104435