জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম
পুলিশ সুপার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
নারায়ণগঞ্জ জেলা।
জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর '৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশলে (Electrical and Electronics Engineering) এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
তিনি Erasmus Mundus Scholarship নিয়ে Theory and Practice of Human Rights বিষয়ে University of Tromso, Norway থেকে এবং Human Rights Practice বিষয়ে Roehampton University, London, UK থেকে এবং Human Rights Practice বিষয়ে University of Gothenburg, Sweden থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
চুয়েট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট
Nearby schools & colleges
Chittagong University of Engineering and Technology
Kaptai Road Chittagong/Rangunia Highway
Chittagong University of Engineering and Technology/Cuet
4349
Pahartoli
Chittagong University of Engineering and Technology - CUET
Operating as usual
চুয়েট বাস কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। চুয়েটের কোন সম্পত্তিকে পৈতৃক সম্পত্তি দাবি করা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ।
nayashatabdi24.com/education/126646
চুয়েটের ফুল🌸🌸
মহান স্বাধীনতা দিবস -২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় চুয়েট প্রশাসন ছাড়াও চুয়েটের বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের আদর্শ সর্বদা সমুন্নত রাখতে চুয়েটের বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশন তথা চুয়েটিয়ান ও শিক্ষকরা সর্বদা বদ্ধপরিকর।
ছবিটি গ্রেটার কুমিল্লা স্টুডেন্টস ফোরাম, চুয়েট - এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময়ের। এসময় ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষক উপদেষ্টাবৃন্দ ও মডারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুটবল বিশ্বকাপের আঁচ লেগেছে চুয়েটেও❤️💜
💚💚💚Green Heaven💚💚💚
অভিনন্দন ও শুভকামনা ❤️❤️
বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানি Intel এ যোগ দিয়েছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের '১০ ব্যাচের শিক্ষার্থী ড.পার্থ প্রতীম চক্রবর্তী। পৃথিবীর সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিতে এ মাসেই তিনি LTD Thin Film Module Engineer পদে যোগ দিয়েছেন। এখানে তিনি মূলত ব্যাক এন্ড মেটাল ইলেকট্রোপ্লেটিং নিয়ে কাজ করবেন।
তিনি আমেরিকার Kansas State University থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন।
নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হিসেবে তিনি বলেন, "রিসার্চের বিষয় যাই হোক না কেন, সেটা ঠিক ভাবে করলে পরবর্তীতে যে কোন জায়গায় চাকরি বা উচ্চতর পজিশানের সুযোগ আসে। নিজের রিসার্চের বিষয় ভালো করে বুঝা এবং সেই অনুযায়ী কাজ করা সব থেকে গুরুত্বপূর্ণ। আর সবসময় একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইন্টেইন করা উচিত। জীবন মানে শুধু চাকরি আর রিসার্চ না।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বয়ে আনছেন। এ অর্জনের জন্য তাকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤
অভিনন্দন ও শুভকামনা ❤️❤️
বহুজাতিক বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান Amazon.com এ যোগ দিয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের '০৩ ব্যাচের শিক্ষার্থী শহীদুল হক। এবছর যুক্তরাজ্যের লন্ডনে AWS এর সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে যোগ দেন তিনি। এর পূর্বে তিনি Dell Technologies এ প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
তিনি সুইডেনের Linköpings universitet থেকে ওয়্যারলেস নেটওয়ার্ক ও ইলেকট্রনিকস এর উপর স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর আয়ারল্যান্ডভিত্তিক Walton Institute এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়াও Sun Life Canada কোম্পানীতে মিডলওয়্যার এনালিস্ট এবং McAfee তে সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন তিনি। পাশাপাশি তিনি টেকনোলজিক্যাল ইনোভেশন ও লিডারশিপের উপরও Technological University Dublin থেকে মাস্টার্স করছেন।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট পরিবারের পক্ষ থেকে এই সাফল্যে তাকে উষ্ণ অভিনন্দন ❤
অভিনন্দন ও শুভকামনা ❤️
বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি Apple এ যোগ দিয়েছেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের '০৮ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল আলম। তিনি জার্মানির মিউনিখে এপলের ডিজাইন ইঞ্জিনিয়ার পদে এ মাসে যোগদান করেছেন।
তিনি জার্মানির TU Dresden বিশ্ববিদ্যালয় থেকে ন্যানো-ইলেকট্রনিকস এর উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে সার্কিট ডিজাইনার হিসেবে তিনি চার বছর Renesas Electronics এবং একবছর Indie Semiconductor কোম্পানিতে কর্মরত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ হিসেবে তিনি বলেন, "মাইক্রোইলেকট্রনিক্স এর বাজার এখন বেশ ভালো, বিশেষ করে ইলেকট্রিক গাড়ির চিপ, ওয়্যারলেস পোর্টেবলস, নিউরাল এঞ্জিন, AI-প্রসেসর, সেন্সর কন্ডিশনার এসবে দক্ষ ইলেকট্রনিক সার্কিট (এনালগ/মিক্সড-সিগন্যাল/ডিজিটাল) ডিজাইনারদের ভালো চাহিদা রয়েছে। বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরাও এখন নিজেদের চিপ/হার্ডওয়্যার এর দিকে নজর দিচ্ছে, সুতরাং সামনে সম্ভাবনা আরো বেশী।
তড়িৎ কৌশল গ্রাজুয়েটদের জন্য তাই ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, সিগন্যাল প্রসেসিং, পরিসংখ্যান, ইঞ্জিনিয়ারিং ম্যাথম্যাটিকস এর ভালো জ্ঞান থাকা আবশ্যক - এগুলো সমস্যা সমাধান আর সৃষ্টিশীল কাজে সহায়ক। এর বাইরে কোডিং/লিনাক্স জানাটা দৈনন্দিন কাজকে সহজ করার জন্য জরুরী।
সাধারণভাবে বলতে গেলে, ছোট কিন্তু অটুট লক্ষ্য থাকা উচিত, নিজের মধ্যে বিনিয়োগ করলে সবসময়ই এটা লাভ দেয়। জ্যাক অফ অল ট্রেড না হয়ে মাস্টার অফ সামথিং হওয়ার চেষ্টা রাখা ভালো।"
তার এই অর্জন নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এমনটিই প্রত্যাশা। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা।❤️
অভিনন্দন ❤️
বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি Apple এ যোগ দিয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের '০৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ নুরুজ্জামান নয়ন। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে এপলের সফটওয়্যার আর্কিটেক্ট পদে যোগদান করেছেন।
তিনি যুক্তরাষ্ট্রের Maharishi International University থেকে কম্পিউটার সায়েন্স এর উপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি জাপানভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি NTT DATA Services এ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ হিসেবে তিনি বলেন, "হাই-টেক কোম্পানিগুলোতে কাজ করতে পারাটা নিজের ক্যারিয়ার এবং নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার এক দারুণ সুযোগ। তারা কর্মী, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগে বিভিন্ন পন্থা অবলম্বন করে। প্রবলেম সলভিং এর দক্ষতা যাচাই তাদের মধ্যে অন্যতম। সর্টিং এন্ড সার্চিং এলগরিদম, কালেকশনস, লিংকডলিস্ট, ট্রিস, BFS, DFS, HEAP, Stack, Queues, গ্রাফ প্রভৃতি ডাটা স্ট্রাকচারের বিষয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ডায়নামিক প্রোগ্রামিং, টাইম এন্ড স্পেস কম্পলেক্সিটি প্রবলেম সলভিং দক্ষতা বৃদ্ধিতে অনেক সহায়তা করে।
একজন সফটওয়্যার আর্কিটেক্ট এর জন্য ডিজাইন প্যাটার্ন, ক্লাউড কম্পিউটিং যেমন AWS, AWS SQS, AWS IAM, AWS LAMBDA, S3 Bucket, SQL & Non-SQL database for scaling problem সম্পর্কে সম্যক ধারণা রাখা জরুরি। এছাড়াও বিভিন্ন ক্যাশিং টেকনোলজিস,মেসেজিং ফ্রেমওয়ার্কস যেমন RabbitMQ, ActiveMQ প্রভৃতি প্রযুক্তিগত জ্ঞান স্কেলিং প্রবলেম সলভ ও সিস্টেম পারফরম্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখে যা ইন্টারভিউতে কাজে দেয়। তবে এন্ট্রি লেভেলে প্রবলেম সলভিং দক্ষতার কোনো বিকল্প নেই।"
"ইন্টারভিউ প্রস্তুতির জন্য বহু টিউটোরিয়াল রয়েছে। ব্যাক্তিগতভাবে আমার কাছে শেখার জন্য GeekforGeeks আর অনুশীলন এর জন্য leetcode.com অনেক বেশি কার্যকর বলে মনে হয়। নিত্যনতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে udemy.com ফলো করা যেতে পারে"- যোগ করেন তিনি।
তার এই অর্জন নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এমনটিই প্রত্যাশা। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা।❤️
❤️💚
অভিনন্দন ও শুভকামনা ❤️
বিশ্বখ্যাত বহুজাতিক কোম্পানি Amazon.com এ ডাক পেয়েছেন চুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের '০৮ ব্যাচের শিক্ষার্থী শাহেদ ইকবাল। তিনি আয়ারল্যান্ডের ডাবলিনস্থ আমাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে যাচ্ছেন।
নবীন শিক্ষার্থীদের জন্য পরামর্শ হিসেবে তিনি জানান, "বড় বড় টেক কোম্পানিতে কাজ করবার জন্য প্রবলেম সলভিং টাই সবচাইতে গুরুত্বপূর্ণ। তাই ডাটা স্ট্রাকচার এবং এলগোরিদম এর বেসিক অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। প্রবলেম সল্ভ করার সময় অবশ্যই বুঝে সল্ভ করতে হবে আর টাইম এন্ড স্পেস কম্পেক্সিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি যেহেতু SDE 2 এর জন্য ইন্টারভিউ দিয়েছিলাম আমার সিস্টেম ডিজাইন থেকেও প্রশ্ন এসেছিলো। Amazon ওদের লিডারশিপ প্রিন্সিপাল এর উপর অনেক জোর দেয়।" Phone & Onsite ইন্টারভিউয়ের জন্য এগুলোর প্রিপারেশন নেয়ার পরামর্শ দেন তিনি।
তার এই অর্জন নবীন শিক্ষার্থীদের উৎসাহিত করবে এমনটিই প্রত্যাশা। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ।
❤️
Congratulations Doctors
যেই কলম-পেন্সিলে বাংলার পরিবর্তে উর্দুকে চাপিয়ে দিতে চেয়েছিলো পাকিস্তানিরা, পড়ালেখা থেকে শুরু করে সর্বক্ষেত্রে মাতৃভাষা বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাঙ্গালির সংগ্রামের ইতিহাস সেই লেখনী পেন্সিলের সীসের মাধ্যমে তুলে ধরেছেন চুয়েটের '১৪ ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল হক।
#ম্যানেজড
#আর্জেন্ট_পোস্ট
জরুরী ভিত্তিতে O+ রক্ত দরকার।
CUET Mechanical'16 এর নাদিম মাহমুদ ডেঙ্গু আক্রান্ত হয়ে মিরপুরের একটি হসপিটাল এ ভর্তি আছে। প্লাটিলেট ২১০০০ এ নেমে আসছে। আগ্রহী কেও থাকলে প্লিজ যোগাযোগ করুন।
Location: Mirpur Islami Hospital
patient :Dengue Patient
টাইম: যতো তাড়াতাড়ি সম্ভব
Bag: 4 bags
phone no: 01521430502
blood group: O positive (+ve)
অভিনন্দন ও শুভকামনা রইলো❤️
জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান Google -এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে যোগ দিতে যাচ্ছেন চুয়েট এর শিক্ষার্থী শাহরিয়ার। তিনি চুয়েটের সিএসই বিভাগের '১৪ ব্যাচের ছাত্র ছিলেন।
তিনি শীঘ্রই তাইওয়ান গিয়ে গুগোল ক্রোম অপারেটিং সিস্টেম এর ইঞ্জিনিয়ার পদে যোগ দিবেন। বর্তমানে তিনি Samsung এর সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন।
উল্লেখ্য, ইয়ামিন ইকবালের পর ১৪ ব্যাচ সিএসই থেকে তিনি দ্বিতীয় এবং চতুর্থ চুয়েটিয়ান গুগলার হতে যাচ্ছেন।
বাংলাদেশের সুনাম বহির্বিশ্বে ছড়িয়ে দেওয়ার এ অগ্রদূতদের চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা! ❤
Achievement❤️
বহুজাতিক বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান Amazon.com এ যোগ দিয়েছেন চুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের '০৩ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।
তিনি স্নাতক সম্পন্ন করার পর টেলিকম কোম্পানি Grameenphone এ যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। প্রায় সাড়ে দশবছর পর ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে চাকুরী থেকে ইস্তফা দিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান এবং Ericsson কোম্পানি তে যোগদান করেন। তারপর সম্প্রতি আমাজন ক্লাউড সার্ভিস এর প্রকৌশলী পদে যোগ দিলেন তিনি।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট পরিবারের পক্ষ থেকে এই সাফল্যে তাকে উষ্ণ অভিনন্দন ❤
চুয়েটের আন্তর্জাতিক সাফল্য❤️
চুয়েটের আরেকটি অর্জন ❤️
বিশ্বখ্যাত বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান Amazon.com এ যোগ দিতে যাচ্ছেন চুয়েটের সিএসই বিভাগের '১১ ব্যাচের শিক্ষার্থী দীপ্ত দাশ।
সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের Baylor University থেকে কম্পিউটার সায়েন্স এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। উল্লেখ্য,অসাধারণ ফলাফল করায় তিনি গৌরবজনক আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট এওয়ার্ড লাভ করেন।
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট পরিবারের পক্ষ থেকে এই সাফল্যে তাকে উষ্ণ অভিনন্দন ❤
❤️❤️
কোথাও কেউ নেই!
স্বাধীনতা চত্বর,
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট
📷 : Tawfiq Mahmud
সবুজ স্বর্গের নতুন রুপ💚
চিরচেনা সেই রাস্তা...💚
এই পথ যদি না শেষ হয়....💚
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট
📷 : Sadia Islam Ema
💚💚
চুয়েটের বৃষ্টি💚
চুয়েটের বৃষ্টি 💚🌧️
আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে...?
সিভিল ডিপার্টমেন্ট এর বারান্দায় বৃষ্টিবিলাস🌧️💚
📷 : মুবতাসিম অনিন্দ্য
💚💚💚
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে,
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে!💚
📷 : Rajib Sarwar
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। এবারের ভর্তিপরীক্ষা বহুনির্বাচনী (MCQ) হবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সে লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল (শনিবার), ২০২১ খ্রি. তারিখ সকাল ৯.০০ ঘটিকা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় আগামী ০৮ মে (শনিবার), ২০২১ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।অনলাইনে আবেদনের লিংকঃ https://www.admissionckruet.ac.bd/।
[আগামীকাল দুপুরের পর চুয়েট,কুয়েট এবং রুয়েটের অফিশিয়াল ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রসপেক্টাস আকারে প্রকাশিত হবে। অনলাইনে আবেদনের লিংকটি আগামী ২৪ তারিখ থেকে কার্যকর হবে।
-অধ্যাপক ড. মো মইনুল ইসলাম
সদস্য সচিব,কেন্দ্রীয় ভর্তি কমিটি]
চুয়েটের প্রাণশক্তি ❤️
❤️❤️
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর '১৯ ব্যাচের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মো. নাইমুল ইসলাম, আইডি নং- ১৯০৪০৮৭ গতকাল রাত ১০ ঘটিকায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে(স্ট্রোক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দেবিদ্বার রিয়াজ উদ্দিন মডেল পাইলট হাই স্কুল, কুমিল্লা থেকে ২০১৭ সালে এসএসসি এবং ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা থেকে ২০১৯ সালে এইচএসসি পাশ করেন।
অতি অল্পবয়সে তার এই মৃত্যুতে চুয়েট পরিবার গভীরভাবে শোকাহত। চুয়েট পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন (শিক্ষাবর্ষ ২০২০-২১) আগামী ২০ এপ্রিলের পর শুরু হচ্ছে। ভর্তি সংক্রান্ত নীতিমালা শীঘ্রই প্রকাশ করা হবে। এসএসসি ও এইচএসসি তে সর্বনিম্ন কত জিপিএ থাকতে হবে তা ভর্তি নীতিমালায় উল্লেখ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবছর দেশের প্রকৌশল বিদ্যার তিন শীর্ষ বিদ্যাপীঠ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) একই সাথে ভর্তি পরীক্ষা আয়োজন করবে। পূর্বের তুলনায় যাতে বেশি সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় সেটিও বিবেচনা করা হয়েছে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা (২০২০-২১ সেশন) সংক্রান্ত :-
আগামী ২০ এপ্রিলের পর দেশের তিনটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। এর আগে ভর্তির নীতিমালা অনলাইনে প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (৬ এপ্রিল) চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর একাডেমিক কাউন্সিলের ১২৯তম সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভার্চুয়ালি এ সভায় চুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্ব করেন।
অভ্যন্তরীণ ও বহি:সদস্যগণের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় বিবিধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে চুয়েট, কুয়েট ও রুয়েটের গুচ্ছ ভর্তি পরীক্ষা (শিক্ষাবর্ষ: ২০২০-২১)-এর ভর্তি নির্দেশিকা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত, একাডেমিক ক্যালেন্ডার অনুমোদন ইত্যাদি। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েটের রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত পূর্বের মতোই রয়েছে, তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তাবিত নীতিমালা আগামী ২০ এপ্রিলের মধ্যে অনলাইনে প্রকাশ করা হবে। এরপর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
পরীক্ষা পদ্ধতি পুর্বের ন্যায়ই থাকবে তবে এক্ষেত্রে নাম্বার কিছুটা কমানো হয়ে থাকবে। সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নাম্বার এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০ নাম্বারসহ ৬০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত সবকিছুই নীতিমালা বা সার্কুলারে উল্লেখ থাকবে ।
উল্লেখ্য, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) একই সাথে গুচ্ছ পদ্ধতিতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজন করবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে চুয়েট পরিবার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতির সূর্যসন্তানদের। বাঙালির এই গৌরবোজ্জ্বল অধ্যায়ে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানেরই বীর যুবারা। তেমনই আজ চুয়েটের সূর্যসন্তানদের গল্প শোনা যাক....
শহীদ মোহাম্মদ শাহঃ
একাত্তরে শহীদ মোহাম্মদ শাহ ছিলেন তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট ) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দেশে যুদ্ধের দামামা বেজে উঠলে তিনি সরাসরি যুদ্ধে যাবার সিদ্ধান্ত নেন। প্রথমেই মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে গিয়ে পাকিস্তানিদের রোষানলে পড়ে তিনি শহীদ হন। ১৯৫১ সালে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ার মরিয়মনগর গ্রামে সৈয়দ আহমদ শাহের ছেলে মোহাম্মদ শাহ জন্মগ্রহণ করেন। ১৪ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম।
শহীদ মোহাম্মদ তারেক হুদাঃ
শহীদ মোহাম্মদ তারেক হুদা ছিলেন তৎকালীন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজের (বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়- চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। কিন্তু প্রকৌশল জীবনের প্রথম ধাপটি পার না হতেই দেশব্যাপী জেগে উঠে মুক্তিযুদ্ধের ঘনঘটা। প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েই তিনি চলে যান যুদ্ধে। পরে জানা যায় তিনি যুদ্ধে শহীদ হন। শহীদ মোহাম্মদ তারেক হুদার জন্ম ১৯৪৮ সালে বরিশাল জেলার কাউখালী থানার পারসাটুরীয়া গ্রামে। তিনি ১৯৬৬ সালে এসএসসি এবং ১৯৬৮ সালে এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন। চুয়েট এথলেটিক ক্লাবের লোগোটি তাঁর তৈরি।
উল্লেখ্য, শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ মোহাম্মদ তারেক হুদার স্মৃতি স্মরণে চুয়েটে তাদের নামে দুইটি আবাসিক ছাত্র হল রয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Chittagong University Of Engineering And Technology/CUET
Chittagong
4349
Opening Hours
Monday | 09:00 - 17:00 |
Tuesday | 09:00 - 17:00 |
Wednesday | 09:00 - 17:00 |
Thursday | 09:00 - 17:00 |
Sunday | 09:00 - 17:00 |
Sailors Colony 1, CEPZ, Bandar Thana
Chittagong
Noubahini School & College, Chattogram নৌবাহিনী স্কুল ও কলেজ, ?
Chittagong Cantonment , Biozid
Chittagong, 4209
ALLAH AMAaY GYAAN DAaO.....This is the most prestegious college in chittagong .....
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
This is the official page of the Bandarban University Computer Science & Engineering Club(BUCSEC),a campus-based science organization of Bandarban University.
Chittagong, 1990
জ্ঞানে কর্মে সৃজনে ঐতিহ্যে চট্টগ্রাম কলেজ।
Chittagong
শিখার মধ্যে আনন্দ আছে যদি তুমি বুঝে শিখতে পার। আর গনিত শিখার আনন্দ আমি তুমাদের দিতে চায়।
Chittagong
“Teaching the world to be careful is a constructive service worthy of God’s great gift of life.
House-04, Lane-04, A-Block, Halishahar
Chittagong
A Complete information Point for Business Studies Students