03/12/2023
::শোকবার্তা::
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর '০৭ ব্যাচের পুরকৌশল (Civil Engineering) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জনাব আবু সাঈদ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন। বর্তমানে তিনি উপজেলা প্রকৌশলী, পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত ছিলেন।
ছাত্রজীবনে তিনি দিনাজপুর জিলা স্কুল থেকে ২০০৫ সালে এসএসসি, ঢাকা নটরডেম কলেজ থেকে ২০০৭ সালে এইচএসসি পাশ করে চুয়েটে ভর্তি হন এবং চুয়েট থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
তাঁর মৃত্যুতে চুয়েট পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে চুয়েটের উপাচার্য জনাব মোহাম্মদ রফিকুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। চুয়েট পরিবার তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে।
30/07/2023
জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম
পুলিশ সুপার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
নারায়ণগঞ্জ জেলা।
জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর '৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তিনি চুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশলে (Electrical and Electronics Engineering) এ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
তিনি Erasmus Mundus Scholarship নিয়ে Theory and Practice of Human Rights বিষয়ে University of Tromso, Norway থেকে এবং Human Rights Practice বিষয়ে Roehampton University, London, UK থেকে এবং Human Rights Practice বিষয়ে University of Gothenburg, Sweden থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
চুয়েট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
30/05/2023
চুয়েট বাস কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। চুয়েটের কোন সম্পত্তিকে পৈতৃক সম্পত্তি দাবি করা মানসিক বিকারগ্রস্ততার বহিঃপ্রকাশ।
nayashatabdi24.com/education/126646
27/03/2023
মহান স্বাধীনতা দিবস -২০২৩ এ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় চুয়েট প্রশাসন ছাড়াও চুয়েটের বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। মহান মুক্তিযুদ্ধের আদর্শ সর্বদা সমুন্নত রাখতে চুয়েটের বিভিন্ন সংগঠন ও এসোসিয়েশন তথা চুয়েটিয়ান ও শিক্ষকরা সর্বদা বদ্ধপরিকর।
ছবিটি গ্রেটার কুমিল্লা স্টুডেন্টস ফোরাম, চুয়েট - এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময়ের। এসময় ফোরামের সদস্যবৃন্দ, শিক্ষক উপদেষ্টাবৃন্দ ও মডারেটরবৃন্দ উপস্থিত ছিলেন।
28/11/2022
ফুটবল বিশ্বকাপের আঁচ লেগেছে চুয়েটেও❤️💜
20/08/2022
অভিনন্দন ও শুভকামনা ❤️❤️
বিশ্বখ্যাত টেক জায়ান্ট কোম্পানি Intel এ যোগ দিয়েছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের '১০ ব্যাচের শিক্ষার্থী ড.পার্থ প্রতীম চক্রবর্তী। পৃথিবীর সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিটিতে এ মাসেই তিনি LTD Thin Film Module Engineer পদে যোগ দিয়েছেন। এখানে তিনি মূলত ব্যাক এন্ড মেটাল ইলেকট্রোপ্লেটিং নিয়ে কাজ করবেন।
তিনি আমেরিকার Kansas State University থেকে পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন।
নবীন শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হিসেবে তিনি বলেন, "রিসার্চের বিষয় যাই হোক না কেন, সেটা ঠিক ভাবে করলে পরবর্তীতে যে কোন জায়গায় চাকরি বা উচ্চতর পজিশানের সুযোগ আসে। নিজের রিসার্চের বিষয় ভালো করে বুঝা এবং সেই অনুযায়ী কাজ করা সব থেকে গুরুত্বপূর্ণ। আর সবসময় একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইন্টেইন করা উচিত। জীবন মানে শুধু চাকরি আর রিসার্চ না।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের সুনাম বয়ে আনছেন। এ অর্জনের জন্য তাকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় - চুয়েট এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ❤