12/01/2025
প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মিডওয়াইফারি স্কলারশিপের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মেয়েদের ক্ষমতায়নের লক্ষে ও পার্বত্য চট্টগ্রামের মাতৃস্বাস্থ্য এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবার উন্নতির লক্ষ্যে ইউএনএফপিএ (UNFPA Bangladesh) বাংলাদেশ সাতজন আদিবাসী মেয়েকে মিডওয়াইফারি স্কলারশিপ প্রদান করেছে। বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি থেকে আসা এই তরুণীরা পার্বত্য অঞ্চলের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্ব করে। তারা মিডওয়াইফ হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবে এবং প্রাতিষ্ঠানিক ও নিরাপদ স্বাভাবিক প্রসব নিশ্চিত করার পাশাপাশি বাড়িতে সন্তান প্রসবের হার কমাতে এবং স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই ৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন উক্ত স্কলারশিপের আওতায় সম্পূর্নরুপে বিনা খরচে Creative Nursing College Chattogram - CNCC এ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের আন্তরিক কৃতজ্ঞতা UNFPA Bangladesh Bangladesh Nursing and Midwifery Council & Directorate General Nursing and Midwifery এর প্রতি।
12/01/2025
We (Creative Nursing College Chattogram - CNCC) is a proud partner of this project. Congratulations Ratna Chakma চুমকি চাকমা Umaching Chak & U Kheyang
16/12/2024
Creative Nursing College Chattogram - CNCC কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত পদযাত্রা ও আলোচনা সভার কিছু স্থিরচিত্র।
21/11/2024
"স্মৃতিতে প্রথমা"ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন "
20/11/2024
শিক্ষাজীবন শেষে পেশাগত জীবন ও উচ্চতর শিক্ষায় দীক্ষিত হওয়ার পথে পদার্পণে "স্মৃতিতে প্রথমা"। ১৯শে নভেম্বর ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রাম কর্তৃক সম্পন্ন হলো অত্র কলেজের প্রথম ব্যাচের(২০২০-২১ শিক্ষা বর্ষের)ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
19/09/2024
অভিনন্দন 🌹🌹
অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ স্যার
নব নিযুক্ত উপাচার্য
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও সার্জারি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ছিলেন ।
নিরন্তর শুভকামনা ❤️
15/09/2024
আজ ১৫ই সেপ্টেম্বর ২০২৪ নার্সিং সংস্কার কমিটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে সর্বাত্মক ভাবে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্তের সহিত একাত্মতা পোষন করে আগামীতে যেকোন কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
!!!!নার্সের চেয়ারে নার্স বসবে!!!!
21/08/2024
বিনা খরচে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে পড়ার সুযোগ। (2023-2024)
05/08/2024
সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি কড়া নজর রাখুন! সজাগ পাহারা দিন।
31/07/2024
প্রাণপ্রিয় ছাত্র/ছাত্রীবৃন্দ,
আশা করি তোমরা সবাই ভাল আছ। তোমাদের সন্মানিত অভিভাবকদের আমার সালাম জানাবে। বর্তমান পরিস্থিতিতে যে যেখানে আছ সাবধানে এবং নিরাপদে থেকো। আমরা তোমাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আশা করি খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কলেজ খুললেই পরীক্ষা শুরু হবে। বাসায় অলস সময় না কাটিয়ে পড়াশুনায় মনোযোগ দিও।
মোহাম্মদ ইমাম হোসেন
অধ্যক্ষ
ক্রিয়েটিভ নার্সিং কলেজ চট্টগ্রাম।
17/07/2024
Dear students, Travel & stay safe.
14/07/2024
Creative Nursing College Chattogram - CNCC এর সন্মানিত ED জনাব মো: মাসুদুল আলম উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য (Masters in Project Management) Central Quieensland University, Sydney, Australia তে চান্স পাওয়ায় ক্রিয়েটিভ নার্সিং কলেজ পরিবারের পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্থ্যতা ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।
30/06/2024
আজথেকে শুরুহতে যাওয়া সকল এইচ এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী সকল বিদ্যার্থীদের জন্যে শুভকামনা।
16/06/2024
Creative Nursing College Chattogram - CNCC এর পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
13/06/2024
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ১ম ও ২য় বর্ষ পরীক্ষা সেপ্টেম্বর -২০২৩ এর পুনঃ মূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
ফলাফল দেখার লিংক : http://bncdb.bnmc.gov.bd/admin/find_result