Sitakunda Online School
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students
Operating as usual

অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ অক্টোবর’ ২০২৪ ইং তাদেরকে HPV টিকা দেয়া হবে। টিকা গ্রহণের জন্য নিম্নোক্ত পদ্ধতিতে আগামী ২২ অক্টোবরের মধ্যে VaxEPI Apps - এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।
# রেজিস্ট্রেশন কেন্দ্রঃ- শিল্পী ষ্টুডিও, বাঁশবাড়ীয়া নামার বাজার। অথবা যে কোনো স্মার্ট ফোনে রেজিস্ট্রশন সম্পন্ন করে কার্ড প্রিন্ট করে নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে ছাত্রীর জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর লাগবে।
টিকা কেন্দ্রঃ- বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়
বিঃদ্রঃ- টিকা কার্ড ছাড়া কাউকে টিকা দেয়া হবে না। VaxEPI Apps টি Play Store থেকে ডাউনলোড করতে হবে।
নির্দেশনায়
প্রধান শিক্ষক

অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৪ অক্টোবর’ ২০২৪ ইং তাদেরকে HPV টিকা দেয়া হবে। টিকা গ্রহণের জন্য নিম্নোক্ত পদ্ধতিতে আগামী ২২ অক্টোবরের মধ্যে VaxEPI Apps - এ রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।
# রেজিস্ট্রেশন কেন্দ্রঃ- শিল্পী ষ্টুডিও, বাঁশবাড়ীয়া নামার বাজার। অথবা যে কোনো স্মার্ট ফোনে রেজিস্ট্রশন সম্পন্ন করে কার্ড প্রিন্ট করে নিতে পারবে। রেজিস্ট্রেশন করতে ছাত্রীর জন্ম নিবন্ধন ও মোবাইল নম্বর লাগবে।
টিকা কেন্দ্রঃ- বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়
বিঃদ্রঃ- টিকা কার্ড ছাড়া কাউকে টিকা দেয়া হবে না।
নির্দেশনায়
প্রধান শিক্ষক

*বেসরকারি শিক্ষকদের বেতন কতো জানেন?*
*মাধ্যমিক স্কুলে এন্ট্রিতে ১২৫০০/- টাকা, বিএড করলে ১৬০০০/- তারপর ১০ বছর পরে ২২০০০/- টাকা।*
বর্তমানে স্থানীয় ভাবে নিয়োগ হয়না, NTRCA এর মাধ্যমে নিয়োগ হয়। রংপুরের লোক কুমিল্লার স্কুলে, রাজশাহীর লোক সিলেটের স্কুলে চাকরি পায়। *তাঁদের চিকিৎসা ভাতা ৫০০/- ও বাড়ীভাড়া ১০০০/- টাকা ফিক্স।* আগে বলা হতো বাড়ীর কাছে স্কুল, নিজের বাড়ীতে থাকেন, ভাড়া লাগেনা, জমির ধানের ভাত খান, এতো বেতন দিয়ে কি করবেন, যা পান সেটাই বেশী। এভাবেই চলে আসছে।
আমার অভিজ্ঞতায় দেখেছি ৯৫ ভাগেরও বেশী বেসরকারি শিক্ষক বেতন বাড়ীতে নিতে পারেন না, ব্যাংকে লোনের কিস্তি কেটে নেয়৷ সম্প্রতি নতুন কারিকুলামের ট্রেনিং করাতে গিয়ে ব্যাংকে তাদের সম্মানী দিতে গিয়ে দেখেছি এটা৷
সদ্য এনটিআরসিএ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে৷ দূরের অনেকে যোগদান করতে ভয় পাচ্ছেন। *আমার জানামতে একজন রাজশাহীর শিক্ষক রংপুরের একটি প্রতিষ্ঠানে জয়েন করতে সিদ্ধান্তহীনতায় ভুগছেন।*
এখানে উপজেলা পর্যায়ে কম করে হলেও ফ্যামিলি নিয়ে ৫/৭ হাজার টাকায় বাসা ভাড়া দিয়ে তার থাকবে ৫ হাজার টাকা। এই টাকা দিয়ে ফ্যামিলির সবার খাওয়া -পরা হবে কিনা তিনি বুঝতে পারছেন না। আমিও বুঝতে পারছি না।
এসব শিক্ষকেরা মনপ্রাণ দিয়ে পড়াবেন বলে মনে হয়না। তাদের অনেক দিনের দাবী হয় যৌক্তিক বেতন হোক অথবা জাতীয়করণ করা হোক। অনেক প্রাইভেট টিউটরের মাসিক বেতন ২০,০০০/- টাকা আর স্কুলের শিক্ষক পান ১২৫০০/-। শিক্ষায় এই বিরাট বৈষম্যের অবসান দরকার নাহলে যে অন্ধকার দেখতে পাচ্ছেন শিক্ষাঙ্গনে তা আরও কালো হবে ঘোর কালো।
চঞ্চল কুমার ভৌমিক স্যারের ফেসবুক পোস্ট থেকে নেওয়া।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (কর্মরত)।

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অত্র বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ১ জন ট্যালেন্টপুলে ও ৪ জন সাধারণ গ্রেডে মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
১। সানজিদা নুর পুষ্পা (ট্যালেন্টপুল)
২। জিনিয়া আক্তার (সাধারণ গ্রেড)
৩। আঁখি আক্তার (সাধারণ গ্রেড)
৪। জামাল উদ্দিন জিকু (সাধারণ গ্রেড)
৫। আব্দুল্লাহ ইবনে আবিদ (সাধারণ গ্রেড)
সবাইকে অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও সকল শ্রেণীর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে গ্রীষ্মকালীন অবকাশ সংক্ষিপ্ত করে সরকারি নির্দেশনা মোতাবেক আগামীকাল ২৬ জুন, ২০২৪ রোজ বুধবার হতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।
সকলকে পূর্ব নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকতে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
নিবেদক
প্রধান শিক্ষক
বাঁশবাড়ীয়া উচ্চ বিদ্যালয়।


সীতাকুণ্ড উপজেলার এসএসসি ২০২৪ ফলাফল

ssc result -- 24
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chittagong
4310