যাহা জানা থাকা খুব জরুরী🥰💯
♦BBA এর পূর্ণরূপ কি?
- Bachelor of Business Administration.
♦MBA এর পূর্ণরূপ কি?
-Master of Business Administration.
♦GPA এর পূর্ণরূপ কি?
- Grade Point Average.
♦CGPA এর পূর্ণরূপ কি?
- Cumulative Grade Point Average.
১। ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা,
শেষ কাজ নিয়ন্ত্রন।
২। ব্যবস্থাপনার জনক কে?
- হেনরী ফেওল।
৩। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
- ফ্রেডরিক উইনসল টেইলর।
৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
- জর্জ এলটন ম্যায়ো।
৫। অর্থনীতির জনক কে?
- এডাম স্মিথ।
আধুনিক অর্থনীতির জনক কে?
-পল স্যামুয়েলসন।
৬। বিজ্ঞানের জনক কে? - থ্যালিস।
৭। আধুনিক বিজ্ঞানের জনক কে - রজার বেকন।
৮। হিসাববিজ্ঞানের জনক কে?
- লুকাপ্যাসিওলি।
৯। আধুনিক শিক্ষার জনক কে?
- সক্রেটিস
১০। ফিনান্স বা ফাইনান্সের জনক কে?
- এ্যারোরা।
১১। WWW বা World Wide Web এর জনক কে?
- টিম বার্ণাস লি
১২। বাংলাদেশের জনক কে?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৩। বাংলাদেশের সংবিধানের জনক কে?
- ডঃ কামাল হোসেন।
১৪। ইন্টারনেটের জনক কে?
- ভিন্টন গ্রে কার্ফ।
১৬। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান নতুন উপচার্চের নাম কি?
- অধ্যাপক মশিউর রহমান।
১৭। B.A এর পূর্ণরূপ কি?
- Bachelor of Arts.
১৮। M.A এর পূর্ণরূপ কি?
- Master of Arts.
১৯। B.S.S এর পূর্ণরূপ কি?
- Bachelor of social science.
২০। B.Sc এর পূর্ণরূপ কি?
- Bachelor of Science.
২১। M.Sc এর পূর্ণরূপ কি?
- Master of Science.
Majid's Math & Accounting
It is an important medium for learning
অধ্যায়-৭ঃকার্যপত্র
টপিকঃ সমন্বয় জাবেদা
কার্যপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হলো সমন্বয় জাবেদা।
আজকে আলোচনা করবো সমন্বয় জাবেদা নিয়ে। অনেকের কাছে সমন্বয় জাবেদা অনেক কঠিন লাগে। আমি চেষ্টা করবো খুব সহজেই কীভাবে সমন্বয় জাবেদা মনে রাখা যায়।
সমন্বয় জাবেদাঃ একটি নিদিষ্ট আর্থিক বছরের বকেয়া আয় ব্যয়, অগ্রীম আয়, ব্যয় ও বাদ পরা হিসাব গুলোর জাবেদা দাখিলা দেওয়াকে সমন্বয় জাবেদা বলে।
সমন্বয় জাবেদা পার্ট-১
১. সকল বকেয়া আয়/ ব্যয়
ক. সকল প্রকার বকেয়া ব্যয়/ খরচের জন্য জাবেদাঃ
সকল প্রকার খরচের জন্য সমন্বয় জাবেদা হবে খরচের নাম ডেবিট, বকেয়া খরচের নাম ক্রেডিট।
বকেয়া খরচ প্রতিষ্ঠানের জন্য দায়, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে দায়কে সবসময় ক্রেডিট করতে হয়। আর বেতন হলো ব্যয়, ব্যয়কে সবসময় ডেবিট করা হয়।
অর্থ্যাৎ কোন খরচ যদি বকেয়া থাকে তার জন্য উক্ত খরচকে ডেবিট করতে হয়, এবং উক্ত খরচের নামের আগে বকেয়া কথাটা বসিয়ে ক্রেডিট করতে হয়।
যেমনঃ বেতন বকেয়া আছে -৫০০০ টাকা।
বেতন হিসাব ডেবিট-৫০০০
বকেয়া বেতন হিসাব ক্রেডিট-৫০০০
এখানে লক্ষ্য করেন খরচের নাম কী?
খরচের নাম হলো বেতন।
তাই বেতনকে ডেবিট করা হয়ছে
আর বেতনের আগে শুধু বকেয়া কথাটা বসিয়েই ক্রেডিট করতে পারছি।
একই ভাবে বকেয়া ভাড়া, বকেয়া মজুরি সহ সকল প্রকার বকেয়া খরচের জাবেদা করতে পারবেন।
খ. বকেয়া আয়ঃ আয় হলো ব্যয়ের বিপরীত। অর্থ্যাৎ ব্যয়কে বিপরীত করলেই আয় পাওয়া যায়।
তাই আমরা যদি ১ নং এর ক নাম্বার অর্থ্যাৎ বকেয়া ব্যয়টা উল্টে দেয় তাহলেই আমরা সকল বকেয়া আয়ের সমন্বয় জাবেদা করতে পারবো।
যেমনঃ বিনিয়োগের সুদ বকেয়া আছে ৫০০০ টাকা।
বকেয়া বিনিয়োগের সুদ হিসাব ডেবিট -৫০০০
বিনিয়োগের সুদ ক্রেডিট-৫০০০
তাহলে কী দাঁড়াল?
খরচ বকেয়া ছিল বিধায় বকেয়া খরচ ক্রেডিট হয়েছিল।
আর আয় বকেয়া ছিল বিধায় বকেয়া আয় ডেবিট হয়ছে।
অর্থ্যাৎ ব্যয়ের বিপরীত কাজ হয়ছে।
সহজে মনে রাখার জন্যঃ সকল প্রকার বকেয়া আয়ের জন্য সমন্বয় জাবেদা হবে
বকেয়া আয়ের নাম ডেবিট
আয়ের নাম ক্রেডিট।
আয়কে সবসময় ক্রেডিট করা হয়। বকেয়া আয় প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে সম্পদকে ডেবিট করা হয়।
এখানে বকেয়া বিনিয়োগের সুদ হলো সম্পদ
আর বিনিয়োগের সুদ হলো আয়।
১ম পর্ব এই পর্যন্তই।
২য় পর্বের জন্য আমাদের পেইজের সাথেই থাকেন।
হিসাববিজ্ঞানের সকল সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা চালাবো, আমাদের এই পেইজে।
হিসাববিজ্ঞান = পানি
হিসাববিজ্ঞানের ভয় আর নয়, হিসাববিজ্ঞানের ভয় করবো জয়।
পোষ্টটি বুঝতে পারলে কমেন্টে জাবেদা করেন
১.কমিশন অর্জিত হয়েছে কিন্তু আদায় হয়নি -৫০০ টাকা।
২.শিক্ষানবিস সেলামি বকেয়া রযেছে -২০০ টাকা।
৩.মজুরি বকেয়া -৭০০ টাকা।
৪.ভাড়া বকেয়া আছে -৩০০ টাকা।
জনস্বার্থেঃ অাব্দুল মজিদ
বিবিএ(হিসাববিজ্ঞান)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
An English Course Provider Specialized Private Program for Varsity & Medical Admission & HSC English
Chittagong, G.P.O4000
অভিজ্ঞ প্রাইভেট টিচার বাসায় পেতে, যোগাযোগ :01811-536844
Chittagong, 4000
We provide the best and expert home tutor from CU, CMC, CUET, NU in Chittagong city. Please let us k
Chittagong
It's a Korean language page As there r so many kdrama fans in world wide and they r much fascinated
Chittagong, 4310
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students
Campus 1: B. T. COACHING, Spondon Office, Beside South Asian School, Chatteshawri Road, Chawkbazar , Campus 2: Halishohor, Agrabad
Chittagong
Abdullah sir সুদীর্ঘ ১২ বছরের অভিজ্ঞতা