16/11/2023
শিশু নিকেতন কিন্ডারগার্টেন এর ২০২৪ শিক্ষাবর্ষে প্লে থেকে ৫ম শ্রেণির ভর্তির জন্য বিদ্যালয় অফিসে ০১ নভেম্বর ২০২৩ থেকে ভর্তি ফর্ম দেওয়া হচ্ছে।
🔷ফর্মের মূল্য - ২৫০/-
🔷ফর্ম দেওয়ার সময়সূচি : সকাল ০৯টা থেকে দুপুর ০২টা।
(শুক্রবার ও শনিবার ব্যতীত)।
🔷ভর্তি ফর্মের সাথে শিক্ষার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও জন্ম নিবন্ধনের ফটোকপি এবং বাবা মায়ের NID কপি জমা দিতে হবে।
🔷ভর্তি ফি ও ফর্ম জমা দানের শেষ সময় : ৩০ নভেম্বর।
🔷প্রাক প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তি শ্রেণি অনুযায়ী বয়সসীমা - প্লে : ৩+ বছর।
নার্সারি :৪+ বছর।
কে.জি : ৫ + বছর।
প্রথম শ্রেণি : ৬+ বছর।
14/11/2023
শিশু নিকেতন
২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি চলছে (সীমিত আসনে)
প্লে থেকে ৫ম শ্রেণি
আমাদের রয়েছে
🔷 অভিজ্ঞ শিক্ষকমন্ডলী।
🔷 ক্লাস টেস্টর ব্যবস্থা।
🔷 নিজস্ব ভবনে মনোরম পরিবেশে পাঠদান।
🔷 সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ক্যাম্পাস।
🔷 প্রাত্যহিক সমাবেশ।
🔷 বছরে অন্তত একবার অভিভাবক সমাবেশ।
🔷অত্যাধিক বাড়তি বিবর্জিত সুন্দর শিক্ষা ব্যবস্থা।
🔷 সহশিক্ষা কার্যক্রম।
🔷 বার্ষিক ক্রীড়া, জাতীয় দিবসসমূহ সহ
এবং অন্যান্য অনুষ্ঠান উদযাপন।
🔷🔷 ভর্তি কার্যক্রমের সময়সীমা : ০১ নভেম্বর ২০২৩ ইং থেকে ৩০ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত।
প্রতিদিন সকাল ০৯.০০টা থেকে দুপুর ০২.০০টা পর্যন্ত। ( শুক্র ও শনিবার ব্যতীত)।
🔷 ভর্তি বিষয়ক সকল তথ্য জানতে যোগাযোগ করুন :
শিশু নিকেতন
কাজেম আলী স্কুল সংলগ্ন
ড. এনানুল হক সড়ক, চট্টগ্রাম।
০১৭-৯১১৩৩০৮৪
04/11/2023
Class party vibes: dancing, laughter and unforgettable memories in the making! Let's groove and have a blast together! 🥳🎉
17/08/2023
খোকা,,,, তুমি রবে, নিরবে,,,,,,,
15/08/2023
★বেদনায় বাকরুদ্ধ বাঙালির শোকের শাশ্বত প্রহর ১৫ আগস্ট★
স্বার্থ ও ক্ষমতার লাগামহীন লিপ্সা, প্রতিহিংসা এবং জিঘাংসা মানুষকে কখনো পশুর চেয়েও বেশি পাশবিক করে তোলে, তাই বিশ্বের ইতিহাস বারবার রঞ্জিত হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ডের রক্তে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সমগ্র পৃথিবীর মেহনতি এবং শোষিত মানুষকে করেছিল বাকরুদ্ধ। বিশ্বের নিপীড়িত এবং নির্যাতিত মানুষের কণ্ঠস্বরের প্রতীক হিসেবে বঙ্গবন্ধু নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, নিজ মেধা ও যোগ্যতায়- বোঝাতে সক্ষম হয়েছিলেন তার বক্তব্যের মর্মার্থ। তিনি অঙ্গীকার ব্যক্ত করেছিলেন, শোষিত মানুষের জন্য আজীবন সংগ্রাম করে যাবেন। আমৃত্যু অসহায় মানুষের আশা ও স্বপ্নের প্রতিধ্বনি হয়ে স্বমহিমায় সমুজ্জ্বল ছিলেন তিনি। অথচ সেই ক্ষণজন্মা মানুষটিকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিষ্ঠিত বাংলায়। নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম সেই নির্মম হত্যাকাণ্ডটি। তাই বেদনায় বাকরুদ্ধ বাঙালির শোকের শাশ্বত প্রহর ১৫ আগস্ট।
আজ শিশু নিকেতনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ-
14/08/2023
এতদ্বারা শিশু নিকেতন এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫ ই আগস্ট ২০২৩, রোজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এছাড়া, যারা আগামীকাল চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে (১ম থেকে ৫ম শ্রেণি) তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সহ সকাল ৮.৩০ এ বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। দেরিতে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
১৬ আগস্ট ২০২৩, রোজ বুধবার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।
ধন্যবাদ ~~
শিশু নিকেতন।
08/08/2023
এতদ্বারা শিশু নিকেতন এর সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ০৯/০৮/২০২৩ ইং এবং ১০/০৮/২০২৩ ইং তারিখ রোজ বুধবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে ।
শিশু নিকেতন
07/08/2023
এতদ্বারা শিশু নিকেতনের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাকৃতিক দূর্যোগের কারনে আগামীকাল ০৮-০৮-২০২৩ ইং রোজ মঙ্গলবার শ্রেনি কার্যক্রম বন্ধ থাকবে।
শিশু নিকেতন
21/02/2023
"ভাষা সে তো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণা মিটালো
সেই তো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা"
যে ভাষাতে মা-কে মা বলে ডাকতে পারি, এর চেয়ে বড় সুখ আর কী সে হয়! তাই সেই ভাষাকে রক্ষা করতে একজোট হয়ে লড়াই চালিয়েছিল বাঙালি। ধর্ম-বর্ণ নির্বিশেষে। লক্ষ্য ছিল একটাই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার। সেই লক্ষ্যপূরণ করতে ঝরেছে রক্ত, খালি হয়েছে বহু মায়ের কোল। কিন্তু দামাল সন্তানরা তাঁদের লড়াই ছাড়েনি সেদিন। শেষ রক্তবিন্দু দিয়ে যে জয় তাঁরা নিয়ে এসেছিল সে জয়ের নাম- অমর ২১। সে জয়ের নাম- ভাষা আন্দোলন।
সেই মহান একুশে ফেব্রুয়ারি, সেই মহতী ভাষা সৈনিকদের স্মরণে আজ শিশু নিকেতনে উদযাপিত হলো "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"।
20/02/2023
এতদ্বারা শিশু নিকেতন এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে। সেই সাথে সকাল ৯ টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে।
আজকের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের নাম:
🔹ক-বিভাগ (১ম থেকে ৩য় শ্রেণি)🔹
১ম: তাহমিদ হামিম (৩য় শ্রেণি)
২য়: হাফছা সানজিদা মিম (১ম শ্রেণি)
৩য়: সামিউল ইসলাম সাবিদ (৩য় শ্রেণি)
🔹খ বিভাগ (৪র্থ ও পঞ্চম শ্রেণি)🔹
১ম: আরফান মাহি (৪র্থ শ্রেণি)
২য়: ইমতিয়াজুল হক ইয়ামিন (৪র্থ শ্রেণি)
৩য়: আদিল ইরসাল (৫ম শ্রেণি)
রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের নাম আগামীকাল ঘোষণা করা হবে। সকল বিজয়ী প্রতিযোগীদের আগামীকাল সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে।
শিশু নিকেতন
19/02/2023
সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি, রোজ সোমবার প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তাই অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য অঙ্কনের প্রয়োজনীয় সকল সরঞ্জাম নিয়ে আসতে হবে৷ উক্ত অঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের নিন্মোক্ত দুটি বিভাগে ভাগ করা হয়েছে:
প্রথম থেকে তৃতীয় শ্রেণি - ক বিভাগ
চতুর্থ ও পঞ্চম শ্রেণি - খ বিভাগ
অঙ্কনের বিষয়: একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত।
এছাড়া, শুধুমাত্র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক, তাদের ২০ ফেব্রুয়ারি ১০০০ শব্দের মধ্যে রচনা লিখে এনে শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে। রচনার বিষয়: একুশ আমার অহংকার।
উল্লেখ্য যে, শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ তাই বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম যথানিয়মে চলবে।
শিশু নিকেতন
18/02/2023
Achievement from Muktopath
09/02/2023
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের স্থিরচিত্র
09/02/2023
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩
চূড়ান্ত ও শেষ পর্ব
মাঠের সাজসজ্জা, খেলার প্রস্তুতি ও উদ্বোধন
08/02/2023
💠
এতদ্বারা শিশু নিকেতন এর সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদের আগামীকাল সকাল ৯.০০ টার আগে স্কুলে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে।
১৫/০২/২০২৩ ইং তারিখ রোজ বুধবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান এবং বার্ষিক মিলাদুন্নবী, হামদ/ নাত /গজল এবং কিরাআতের ফাইনাল প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শিশু নিকেতন
06/02/2023
"বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩"
সূচনা পর্ব
01/02/2023
শিশু নিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৩
25/01/2023
শিশু নিকেতন এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ জানুয়ারি, রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আরও জানানো যাচ্ছে যে, কাজেম আলী স্কুল এন্ড কলেজে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আগ্রহীদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।
২৯ জানুয়ারি, রোজ রবিবার থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলবে।
ধন্যবাদ~~~~
শিশু নিকেতন।
25/01/2023
প্রাত্যহিক সমাবেশের অংশ বিশেষ,,,,,,,,
10/01/2023
শিশু নিকেতন এর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল থেকে সকল শিক্ষার্থীদের সকাল ৯টা বাজার ৫ মিনিট পূর্বেই বিদ্যালয়ে উপস্থিত থেকে সমাবেশে অংশগ্রহণ করতে হবে। এছাড়া যত তাড়াতাড়ি সম্ভব স্কুলের ইউনিফর্ম তৈরি করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ধন্যবাদ।
শিশু নিকেতন।