Muhammad Yunus Satkania

Muhammad Yunus Satkania

Share

Muhammad YUNUS
Satkania, chittagong

Operating as usual

03/01/2025

বিএনপি এখন লীগ হয়ে ফিরে এসেছে :
দেশে তিনটি বড় বড় ঘটনা ঘটে গিয়েছে অথচ অনেকে জানেই না।

*আজ চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা চলার সময় কেন্দ্রীয় ঈদগাহ মাসজিদে জোহরের আজান মাইকে দিতে দেয়নি বিএনপি।

*বগুড়ায় মাহফিলে এক বক্তার গায়ে হাত তুলেছে বিএনপি নেতা।

*গতকাল জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ে
পর্দা নিয়ে কটুক্তি করেছে এক বিএনপি
নেতা।

কী বুজলেন?
মসনদে যাওয়ার আগেই এত গরম, আর মসনদে গেলে কী অবস্থা হবে?
লীগই আসুক কিংবা বিএনপি কিংবা সে*ক্যুলার সবাই ইসলামের দু*শম*ন, ওরা ঘুরে-ফিরে একই।
শরীয়াহ ছাড়া আমাদের কোন মুক্তি নেই,
আমাদের শান্তি নেই, বিজয় নেই।

Photos from Muhammad Yunus Satkania's post 20/12/2024

আচ্ছালামু আলাইকুম।

Ypay Telecom এ আপনাদের স্বাগতম।

এখন ঘরে বসেই নিতে পারবেন আপনার রবি/এয়ারটেল/গ্রামীণ এবং বাংলালিংক সিমের সকল ধরণের ডাটা প্যাক, মিনিট প্যাক এবং বান্ডেল প্যাক।
অত্যন্ত কম সময়ে, স্বল্পমূল্যে।

আপনার নিজের একাউন্ট নিজে তৈরী করতে পারবেন অনায়াসে।

Photos from Muhammad Yunus Satkania's post 19/12/2024

আচ্ছালামু আলাইকুম।

Ypay Telecom এ আপনাদের স্বাগতম।

এখন ঘরে বসেই নিতে পারবেন আপনার রবি/এয়ারটেল/গ্রামীণ এবং বাংলালিংক সিমের সকল ধরণের ডাটা প্যাক, মিনিট প্যাক এবং বান্ডেল প্যাক।
অত্যন্ত কম সময়ে, স্বল্পমূল্যে।

আপনার নিজের একাউন্ট নিজে তৈরী করতে পারবেন অনায়াসে।

ডাউনলোড করুন
👇
Playstore:- https://play.google.com/store/apps/details?id=com.remitpaybd.user

WhatsApp New group:- https://chat.whatsapp.com/IPv1q1VZN9QDtUt6B6OYOQ

Ypay Telecom

Playstore:- https://play.google.com/store/apps/details?id=com.remitpaybd.user

Telegram:- https://t.me/YpayTelecombd

Account open system:- https://youtu.be/p48-OwAQgaY?si=IVCpXpNnJO2km582

Merchant pay system:- https://youtu.be/fZEJPteUDbo?feature=shared

17/12/2024

একদিন__
কাফেলাতো বন্দরে ভিড়বে,
হয়তোবা এই নাবিক,
থাকবেনা আর সেইদিন।

অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ,
অনাগত কেউ এসে,
আল্লাহকে ভালবেসে,
শুভহীন আঁধারের পর্দাকে ছিড়বে একদিন।

17/12/2024

★★★ বিছমিল্লাহির রহমানির রহিম ★★★

১:- পবিত্রতা ঘোষণা করতেছে একমাত্র আল্লাহর আসমান ও যমীনে যা কিছু আছে তা সবই। তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী।

২:- ওহে যারা ঈমান এনেছ, তোমরা এমন কথা কেন বল যা নিজেরা করনা??

৩:- আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে, তোমরা এমন কথা বল যা তোমরা করোনা।

৪:- নিশ্চয় আল্লাহ ভালবাসেন সেসব লোকদেরকে, যারা তার পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়ায় করে যেন তারা সীসা গলিয়ে ঢালায় করা এক মজবুত দেয়াল।

★★★ সূরা আস সফ্:- ১-৪ ★★★

07/12/2024

আবু সাঈদ প্রজন্ম।

"বাংলাদেশ আক্রান্ত হলে
আমরা সবাই- আবু সাঈদ"

06/12/2024

মোল্লা নাসিরুদ্দিনের গাধার গল্প👍👍

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।
Copypost


29/11/2024

স্বপ্ন স্বদেশ।
প্রিয় কাফেলার গান।

গতরাতে আমাদের সমাজের একটা বিয়ের অনুষ্ঠানে ইসলামি গানের আয়োজনে আমরাও সুযোগ নিলাম।

27/11/2024

তরবারি বিক্রি করে আমরা
জায়নামাজ কিনেছি,
ইজ্জত লুট হচ্ছে আর আমরা দোয়া করেই চলেছি।
আল্লামা ইকবাল (রহি:)

27/11/2024

এদেশের জন্য পথটা বরাবরই কঠিন।
এক বিন্দু রক্ত যতক্ষণ ধমনিতে প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা হারবো না।
কইরে আমার বন্ধুরা, সব ষড়যন্ত্র রুখবো আয়। ✊

26/11/2024

রাত জেগে মন্দির পাহারার প্রথম পুরুষ্কার
শহীদ এডভোকেট
সাইফুল 😭

23/11/2024

★★★ বিছমিল্লাহির রহমানির রহিম ★★★

এই কোরআন মানবজাতির জন্য আলোকবর্তিকা এবং
নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হিদায়াত ও রহমত।

★★★ সূরা জাসিয়াহ: ২০ ★★★

21/11/2024

★★★ বিছমিল্লাহির রহমানির রহিম ★★★

হে আমাদের পালনকর্তা,
আমাদের ধৈর্য দান কর, আমাদের পা চালিত রাখ
এবং অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য দান কর।

★★★ সূরা বাক্বারাঃ- ২৫০ ★★★

20/11/2024

★★★ বিসমিল্লাহির রহমানির রহিম ★★★

তারা কি দেখেনি যে, আমি তাদের পুর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি?? যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম, যা তোমাদেরকে দেইনি।
আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি, অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি।

★★★ সূরা আনআমঃ- ৬ ★★★

19/11/2024

আমরা বড় ব্যস্ত। আমাদের ১ টা ঘণ্টা চিন্তা করা সময় আমরা পাচ্ছি না *'আমরা কিসের দিকে দৌড়াচ্ছি'*

পেরেছি কি কোরআনের ৫টা আয়াত প্রতিদিন অর্থসহ পড়তে???

পেরেছি কি অন্তত একটা হাদিস পড়তে প্রতিদিন???

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِۙ
الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَۙ
হে মানুষ! কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে।
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন।
সূরা: ইনফিতার: আয়াত-৬-৭

15/11/2024

★★★ বিছমিল্লাহির রহমানির রহিম ★★★

হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য
কর, তাহলে আল্লাহও তোমাদের সাহায্য করবেন এবং
শত্রুর মোকাবেলায় তোমাদেরকে দৃঢ়পদ রাখিবেন।

★★★ সূরা মুহাম্মদ: ০৭ ★★★

13/11/2024

মাহমুদুর রহমানের মতো পরীক্ষিত দেশপ্রেমিকরা উপেক্ষিত অথচ জায়গা করে নিচ্ছে ফারুকীর মতো শাহবাগীরা!

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

একদিন__ কাফেলাতো বন্দরে ভিড়বে,হয়তোবা এই নাবিক,থাকবেনা আর সেইদিন।অস্থির যাত্রীরা নেমে যাবে কেউ কেউ,অনাগত কেউ এসে,আল্লাহকে...
স্বপ্ন স্বদেশ। প্রিয় কাফেলার গান। গতরাতে আমাদের সমাজের একটা বিয়ের অনুষ্ঠানে ইসলামি গানের আয়োজনে আমরাও সুযোগ নিলাম।
আমি মাসে মাস তোমার আশায় আছি,তুমি চট করে বুবু😃 আসিও
এই পার্থিব জীবনতো ক্রীড়া-কৌতুক ব্যতীত কিছুই নয়। এবং নিশ্চয়ই আখিরাতের জীবনই আসল জীবন, যদি তারা জানত।*★★★ সূরা আল-আনকাবুতঃ...
১৪,১৮,২৪ এর নির্বাচন দেখে বুঝা গেলো আওয়ামিলীগ নির্বাচন চায়না,যারা নির্বাচন চায়না তাদের উপর আগামী নির্বাচন চাপিয়ে দেয়া জু...
আচ্ছালামু আলাইকুম। Ypay Telecom এ আপনাদের স্বাগতম।এখন ঘরে বসেই নিতে পারবেন আপনার রবি/এয়ারটেল/গ্রামীণ এবং বাংলালিংক সিমের...
এই কা' ম'ডা করলো কেডায়! 🤣🤣🤣
দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বসুন্ধরা গ্রুপ এর ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শন করেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
আওয়ামি গণহত্যার পরেও যেসব আওয়ামি পান্ডারা এখনও সুপথে ফিরতে পারনি, তাদের কপালে দুঃখ আছে।
ছাত্রশিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা💚💚💚
বৌদ্ধ ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ...
#আওয়াজ #উঠা #বাংলাদেশ

Location

Telephone

Website

Address


Satkania, Chittagong
Chittagong
4386