
নতুনত্বের ছোঁয়া কেন্দ্রীয় জামে মসজিদে💝💝
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া।
আমরা কোন ব্যাক্তি বা দলের মতাদর্শ নয়।
আমরা জামিয়ারই সন্তান। জামিয়ায় আমাদের স্বপ্ন।।
Operating as usual
নতুনত্বের ছোঁয়া কেন্দ্রীয় জামে মসজিদে💝💝
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া।
পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা মেধাবৃত্তি-২০২৪ এর ফলাফল প্রকাশিত৷
রিভিউ আবেদনের তারিখঃ ২২—২৮ জানুয়ারি৷
যোগাযোগঃ 01837-883899, 01815-543323
আলহামদুলিল্লাহ!
জামিয়া পটিয়ার নতুন ফাজেলান দের দস্তারবন্দী ফজিলত অনুষ্ঠান চলছে।
নবীন ফাজেলরা তাদের উস্তাদ আমাদের মুরব্বিদের মোবারক হাত থেকে পাগড়ী নিয়ে তাদের খুশি যেন আকাশচুম্বী মাশাল্লাহ। 💚
জ্বলে যাক আমেরিকা
আগামি ১৪ জানুয়ারি মঙ্গলবার পটিয়া আব্দুস সুবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় ময়দানে "ইসলামী সম্মেলন বাস্তবায়ন পরিষদ" এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩ তম ইসলামী মহাসম্মেলন।
উক্ত অনুষ্ঠানে প্রধান মুরব্বি হিসাবে উপস্থিত থাকবেন :
জামিয়া ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস ফকিহুদ্দীন আল্লামা শাহ মুফতি হাফেজ আহমদুল্লাহ সাহেব হুজুর হাফি.
সভাপতিত্ব করবেন :
জামিয়া পটিয়ার শায়খে ছানি ফকিহুল আসর আল্লামা মুফতি শামসুদ্দিন জ্বিয়া সাহেব হাফি.
জামিয়া পটিয়ার সুযোগ্য মহাপরিচালক আল্লামা মুফতি আবু তাহের নদভী সাহেব হাফি.
প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন :
আওলাদে রাসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহ. এর সুযোগ্য সাহেবজাদা সৈয়দ ফয়সাল নদিম সাহেব হাফি. পাকিস্তান।
আমন্ত্রিত ওলামায়ে কেরাম :
মওলানা খোবাইব সাহেব হাফি. জিরি
মওলানা আখতার হোসাইন আনোয়ারী হাফি. পটিয়া
মওলানা গাজি সানাউল্লাহ রহমানী হাফি. ঢাকা
মওলানা কওসার হামিদী হাফি. ফেনি
আমরা উক্ত সম্মেলনের সফলতা কামনা করছি। সকলের প্রতি দাওয়াত রইলো।
দুই-একটা মসজিদ ব্যতীত কিছুই নেই ফিলিস্তিনে😭😭
ভরপুর সফলতা কামনা করছি।
আগামীকাল সকাল ৯টা থেকে জামিয়া পটিয়ার খতমে বুখারী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সকলের প্রতি দাওয়াত রইল ❤️❤️
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম 💝💝💝
বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার প্রধান কার্যালয় (জামিয়া ইসলামিয়া পটিয়ায়)পরিদর্শনে আসেন অত্র জামিয়ার প্রধান শায়খুল হাদীস ,সদরে মুহতামিম,ও তাহফিজুল কুরআন সংস্থা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ,উস্তাযুল আসাতিজা আল্লামা মুফতি হা: আহমদ উল্লাহ সাহেব দা:বা:।
আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করুন।সকল বালা-মুসিবত থেকে হেফাজত করুন।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার দু'দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের বক্তাদের তালিকা ও সময়সূচী।
উপমহাদেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, দৃষ্টান্তহীন যোগ্যতার মহীরুহ, দেশের শীর্ষস্থানীয় মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া পটিয়ার ৩২ বছরের প্রবীণ মুহাদ্দিস ও বর্তমানে জামিয়া পটিয়ার সদরে মুহতামিম, শায়খুল হাদীস, প্রথিতযশা আলেমে দীন আল্লামা মুফতি হাফেজ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ্ এর আত্মজীবনী'র মলাটে এক পুষ্প প্রস্ফুটিত হচ্ছে।
বৃহস্পতিবার থেকে বইটি পাচ্ছেন আহমদিয়া প্রকাশনে।
আগামিকাল সকাল ১২ টা থেকে দুদিন ব্যাপি জামিয়া ইসলামিয়া পটিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ৷ এবার মাহফিলে বেশ কিছু নতুন জিনিস থাকছে,
১৷ জামিয়া ফাযেলদেনর জন্য একটি বিশ্রামাগার ও বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এটির নামকরণ করা হয়েছে ফাযেলিন ফাউন্ডেশন৷ এটি নিয়ে জামিয়ার মুরব্বিদের ভবিষ্যিৎ পরিকল্পনা করেছে৷
২৷ ৪ দিন ব্যাপি কিতাব মেলার আয়োজন থাকছে৷ এতে চট্টগ্রাম ও ঢাকার প্রায় ২৭টি মাকতাবা অংশগ্রহণ করেছে৷ এতে যে যার মত করে অংশগ্রহণ করতে পেরেছে৷ যে কেউ শরিক হতে কোনো বাঁধা ছিল না৷
৩৷ পুরো জামিয়ার আঙ্গিনাকে নতুনভাবে সাজানো হয়েছে৷ বিশেষকরে মেহমান ও ওয়ায়েজীনে কেরামের জন্য ইত্তিহাদ ভবনকে নির্ধারণ করা হয়েছে৷ সে লক্ষ্যে ইত্তিহাদ ভবনের কাজ প্রায় সমাপ্তির পথে৷ কালকেই মেহমান ও ওয়ায়েজীনে কেরামের মাধ্যমে উদ্বোধন হবে, ইনশাআল্লাহ৷
৪৷ মাদরাসার সামনে রেল লাইনের পাশে ও মাদরাসা দেওয়ালের পাশে কোনোরূপ দোকান পাঠ বসা নিষিদ্ধ করা হয়েছে৷ প্রশাসন এক্ষেত্রে এক্টিভ থাকবে৷
৫৷ জামিয়ার মাসিক পত্রিকা আত-তাওহীদের নতুন করে পথ চলা শুরু হতে যাচ্ছে৷ এ মাস থেকে নতুনরূপে পুনরায় আত-তাওহীদ প্রকাশ পাবে৷ এতে দেশের স্বনামধন্য লেখকদের লেখা থাকছে৷
৬৷ চব্বিশ ঘন্টা নিরবচ্ছিন্ন পানি, বিদ্যুৎ সরবারহের বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ এক মিনিটের জন্যও যেন কোনো মেহমানের কষ্ট না হয় সে বিষয় খেয়াল করে বিশেষ জিম্মাদার ঠিক করা হয়েছে৷
৭৷ আগত মেহমানরা যেন নির্বিঘ্নে নামাযের সময় মসজিদের দ্বিতীয় তলায় প্রবেশ করতে পারে, কোনো রূপ বিশৃঙ্খলা যেন না হয় সে লক্ষ্যে দৃষ্টিনন্দন সিঁড়ি তৈরি করা হয়েছে৷
জামিয়া পটিয়ার সভা উপলক্ষে জামিয়ার মুহিব্বীনদের পক্ষ থেকে একের পর একেক গরু মহিষ আসতেছে।
আল্লাহ তায়ালা সকল দানকারী কে কবুল করুন আমীন
বিরিয়ানি পাগলরা সাড়া দিন৷ পটিয়ার সভায় যোগ দিন😋
১. যাতায়াত ব্যবস্থা :
কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রাম থেকে আগত মেহমানগণ কক্সবাজার থেকে বাসযোগে আসবেন। এসিস্ট্যান্ট কে বলবেন : ডাকবাংলো মোড়ে প্রস্থান করবেন। সে যদি ডাকবাংলো মোড়ে অস্বীকৃতি জানায়, তবে কমলমুন্সির হাট বা ইন্দ্রপুল বাইপাসের মাথায় নামবেন।
সেখান থেকে রিক্সা বা সিএনজি যোগে সোজা পটিয়া মাদ্রাসা।
আর যারা চট্টগ্রাম শহর সহ দেশের অন্যান্য স্থান থেকে আসবেন, তারা কর্ণফুলী ব্রিজের পাশ দিয়ে বাসে করে সোজা ইন্দ্রপুল চলে আসবেন। ওখান থেকে রিক্সা বা সিএনজি যোগে সোজা পটিয়া মাদ্রাসা।
২. এলাকাভিত্তিক মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আপনার এলাকার কারো সাথে পূর্ব পরিচয় থাকলে তার সাথে যোগাযোগ করবেন। আর না হয় মাদ্রাসার ছাত্রদের সাহায্যে স্থান খুঁজে নিবেন।
৩. ফাজেলদের জন্য জামিয়ার তিব্বিয়া ভবনে মেহমানদারির ব্যবস্থা করা হয়েছে। আপনারা সেখানে মেহমানদারি গ্রহণ করবেন।
৪. খাবার পর্ব সেরে চা আর পানের জন্য তিব্বিয়া ভবনের নিচতলায় জামিয়া ক্যানটিনে যাবেন। সেখানে আপনাদের জন্য স্বল্প দামে উন্নত মানের চা পানের ব্যবস্থা থাকবে।
৫. বর্তমান শীতের মৌসুম, তবুও অনেকের বিরানীর পরে কোল্ড ড্রিংকের অভ্যাস থাকে। আপনি জামিয়া ক্যান্টিন বা জমিরিয়া মাদ্রাসা রোডে অবস্থিত তাওহীদ, রহমত বা জয়নালের দোকানে যেতে পারেন।
৬. আসার সময় শীতের যাবতীয় কাপড়চোপড় আনার চেষ্টা করবেন। পরিচিত কারো রুমে আপনার থাকার স্থান হয়ে যেতে পারে। তাছাড়া শিক্ষা ভবন আর জামে মসজিদেও আপনার রাত দুটি আপনি জিকির ইলাহীর সহিত সানন্দে কাটিয়ে দিতে পারেন। তাও সম্ভব না হলে চাদর মুড়িয়ে মাঠে শুয়ে পড়বেন।
৭. ইস্তিন্জার জন্য প্রত্যেক বিল্ডিংয়ে টয়লেট আছে। সেখানে সেরে নিতে পারেন। জ্যাম থেকে বাঁচতে মন চায়লে চলে যেতে পারেন সভার প্যান্ডেলের পূর্ব পার্শ্বে বিখ্যাত দ্বি তলা টয়লেট বিল্ডিংয়ে। আর চেষ্টা করবেন, আযানের কমপক্ষে আধঘন্টা আগেই সেরে নিতে। এতে করে আপনি ঝামেলা থেকেও পরিত্রাণ পাবেন।
৮. জুমার জামাত দুই জায়গায় অনুষ্ঠিত হয়, তবে উভয় জায়গায় প্রচুর মানুষ সমবেত হয়। তাই জুমার কমপক্ষে একঘন্টা আগে ওযু সেরে নিজনিজ স্থানে বসে যাবেন।
৯. জুতা নিজ দায়িত্বে রাখবেন। না হয় আপনার জুতা আপনার অজান্তেই সদকাহ হয়ে যেতে পারে।
১০. বই অনুরাগীদের জন্য শিক্ষা ভবনের পশ্চিম পার্শ্বে সারিবদ্ধ ভাবে বইয়ের স্টল সাজানো হয়েছে। দেশসেরা ইসলামী প্রকাশনগুলো আপনাদের অপেক্ষায় থাকবে। বই কিনে পড়বেন। কিনতে মন না চায়লে কমপক্ষে বইয়ের সুঘ্রাণ নিয়ে চলে আসব
জামিয়া পটিয়ার বার্ষিক সভা উপলক্ষে হাদিয়া আসতে শুরু করেছে।
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম।।
আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার ৮৫ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল শুরু।।
ধন্যবাদ Cplustv কে 💝💝💝