***২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ছাত্রীদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি**
১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত (মেধা তালিকা পরবর্তী নোটিশে প্রকাশ করা হবে) ছাত্রীদের কলেজে নিম্নোক্ত কাগজপত্র ও প্রয়োজনীয় ফিসহ সরাসরি ভর্তির সময়সূচিঃ
১৯/০১/২০২৫খ্রিঃ হতে ২৬/০১/২০২৫খ্রিঃ
(সাপ্তাহিক ছুটির দিনসমূহ ব্যতীত প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত)
প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
১। অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের ছাত্রী ও কলেজ কপি এবং ডিগ্রি পাস ভর্তি প্রাথমিক আবেদন কপির ফটোকপি ০১টি;
২। এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাসের মূল ট্রান্সক্রীপ্ট (মার্কসীট) ও মূল প্রশংসাপত্র এবং প্রত্যেকটির ৩টি করে ফটোকপি;
৩। ছাত্রীর পাসপোর্ট সাইজ ছবি ০৪ কপি;
৪। বাবা অথবা মা অথবা আইনগত অভিভাবকের পাসপোর্ট সাইজ ছবি ০২ কপি ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১টি;
৫। কলেজ কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে সঠিকভাবে পূরণপূর্বক জমাদান।
বি:দ্র: ছাত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে ডিগ্রি পাস ভর্তি ফরম পূরণ করতে হবে। কলেজ কার্যালয় থেকে ব্যাংক রসিদ সংগ্রহ করে নির্ধারিত ফি ব্যাংকে জমা দিয়ে উক্ত রসিদের কপি প্রদর্শন করে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। কমপক্ষে ২টি সচল মোবাইল নম্বর ভর্তি ফরমে উল্লেখ করতে হবে। ভর্তি ফরমের সাথে উপরোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
মোবাইল: 01716430402
অফিস: 01585717324
Katirhat Mohila Degree College Online Class
An official page of Online Class of the Katirhat Mohila Dgree College.
Operating as usual
***এইচএসসি পরীক্ষা ২০২৪-এর অব্যয়িত ফি ছাত্রীদের ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি***
এতদ্দ্বারা কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, এইচএসসি পরীক্ষা ২০২৪-এর অব্যয়িত ফি বোর্ডের নির্দেশনা মোতাবেক আগামী ১৬/০১/২০২৫খ্রি: বৃহস্পতিবার এবং ১৯/০১/২০২৫খ্রিঃ রবিবার (প্রতিদিন সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত) ছাত্রীদেরকে ফেরত প্রদান করা হবে। উক্ত টাকা গ্রহণের সময় ছাত্রীকে অবশ্যই এইচএসসি পরীক্ষা ২০২৪ এর প্রবেশপত্র সাথে আনতে হবে। ছাত্রী ব্যতীত অন্য কাউকে উক্ত টাকা ফেরত প্রদান করা হবে না। উক্ত সময়ের মধ্যে কোনো ছাত্রী অব্যয়িত টাকা ফেরত গ্রহণ না করলে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বিষয়টি অতীব জরুরি।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
***২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ (নিয়মিত শিক্ষাবর্ষ: ২০২০-২০২১) পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি***
ছাত্রী কর্তৃক ডাটা এন্ট্রি শুরু: ১৩/০১/২০২৫খ্রিঃ সোমবার
অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত ফরম পূরণের কপি ও নিম্নোক্ত কাগজপত্র কলেজে জমাদানের তারিখ:
২১/০১/২০২৫খ্রিঃ থেকে ৩০/০১/২০২৫খ্রিঃ পর্যন্ত
(শুক্রবার, শনিবার ও ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত)
নির্দেশনা:
ছাত্রীকে গুগল ক্রোম বা অন্য যেকোনো ব্রাউজার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ওয়েবসাইট ems.nu.ac.bd (লিংক কাজ না করলে গুগল সার্চ বক্সে ems nu লিখে সার্চ দিলে সচল লিংক খুঁজে পাওয়া যাবে) এ প্রবেশ করতে হবে। এরপর student login এ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে প্রবেশ করে Form fill up>Apply Now অপশনে গিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে হবে। অনলাইনে ফরম পূরণ করার সময় পঠিত বিষয়সমূহ ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া গেল। বিষয় নির্বাচনে কোনো ভুল হলে ফরম পূরণের কাগজপত্র জমা দেয়ার সময় অফিসে অবশ্যই অবহিত করতে হবে। নতুবা ছাত্রী দায়ী থাকবে, কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
বি:দ্র: নিয়মিত, অনিয়মিত এবং গ্রেড উন্নয়ন এর সকল ছাত্রীও উক্ত সময়ের মধ্যে ফরম পূরণ করতে হবে। কলেজ কার্যালয় হতে ফরম পূরণ ফি ও বকেয়া পাওনা (যদি থাকে) জমাদানের রসিদ সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক ব্যাংকে ফি জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত পরীক্ষার ফরম পূরণের প্রিন্ট আউট কপি (ফরমের উপরের অংশে ছাত্রীর ক্লাস রোল ও মোবাইল নম্বর লিখতে হবে);
২। অনার্স শ্রেণির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি;
৩। ব্যাংকে ফি জমাদানের রসিদের কপিটি প্রদর্শন করতে হবে।
বিষয়টি অতীব জরুরি।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
মোবাইল: 01716430402
কম্পিউটার সেকশন: 01830115044
দ্বাদশ শ্রেণির (শিক্ষাবর্ষ: ২০২৩-২৪) নির্বাচনী পরীক্ষা- ২০২৫ এর সময়সূচি 👇👇
***২০২৩ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি***
অনলাইনে ছাত্রী কর্তৃক ফরম পূরণের শেষ তারিখ: ১৩/০১/২০২৫খ্রি: সোমবার
ফরম পূরণ এর ফি ও কাগজপত্র কলেজে জমাদানের তারিখ:
০৭/০১/২০২৫খ্রিঃ থেকে ১৩/০১/২০২৫খ্রিঃ পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত)
ছাত্রীকে http://nubd.info/formfillup// এই লিংকে প্রবেশ করে পরীক্ষার ফরম পূরণ করতে হবে। কলেজ কার্যালয় হতে ফরম পূরণ ফি ও বকেয়া পাওনা (যদি থাকে) জমাদানের রসিদ সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক ব্যাংকে ফি জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণ করার সময় পঠিত বিষয়সমূহ ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া হল। এতে কোনো ভুল হলে উক্ত কপি জমা দেয়ার সময় অফিসে অবশ্যই অবহিত করতে হবে। নতুবা ছাত্রী দায়ী থাকবে, কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি (ফরমের উপরে ছাত্রীর ক্লাস রোল এবং নিচের অংশে মোবাইল নম্বর লিখতে হবে);
২। ডিগ্রি শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি;
৩। ছাত্রীর পাসপোর্ট সাইজ ছবি ১টি;
৪। ব্যাংকে ফি জমাদানের রসিদের কপিটি প্রদর্শন করতে হবে।
বিষয়টি অতীব জরুরি।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
২০২৩ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষার সময়সূচি 👇👇
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি 👇👇
আবেদনের শেষ তারিখ: ১২/০১/২০২৫খ্রিঃ রবিবার
বি.দ্র. কলেজের কম্পিউটার ল্যাব থেকেও আবেদনের সুযোগ রয়েছে।
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের জন্য Google ফর্ম। ছাত্রী ও অভিভাবকদের সাথে যোগাযোগ এর জন্য সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। অন্যান্য শ্রেণির ছাত্রীদের উক্ত ফরমটি পূরণের কোন প্রয়োজন নেই।
গুগল ফরমটি পূরণ করে সাবমিট দেয়ার শেষ তারিখ: ১৬/০১/২০২৫খ্রি. বৃহস্পতিবার
বিস্তারিত জানতে কলেজের কম্পিউটার সেকশনে যোগাযোগ করা যেতে পারে।
নিম্নে প্রদত্ত লিংকে ক্লিক করে ফরমটি সাবমিট করতে হবে।
Katirhat Mohila Degree College এই Google ফর্মটি শুধুমাত্র ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ছাত্রীদের জন্য প্রযোজ্য। ছাত্রী ও অভিভাবক...
*** ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ***
এতদ্দ্বারা কলেজের ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণকারী ছাত্রীদের জানানো যাচ্ছে যে, তাদের পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৯/১২/২০২৪খ্রিঃ রবিবার, ৩০/১২/২০২৪খ্রিঃ সোমবার এবং ০১/০১/২০২৫খ্রিঃ বুধবার (উক্ত ০৩ দিন- সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০টা পর্যন্ত) বিতরণ করা হবে। অফিস থেকে রসিদ সংগ্রহ করে কেন্দ্র ফি ও পূর্ববর্তী বকেয়া (যদি থাকে) IFIC Bank PLC, কাটিরহাট উপশাখায় জমা দিয়ে জমা রসিদটি প্রদর্শন করে প্রবেশপত্র গ্রহণ করতে হবে। প্রবেশপত্র গ্রহণের সময় পরীক্ষার্থীকে অনার্স শ্রেণির মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার্থী ব্যতীত অন্য কাউকেই প্রবেশপত্র প্রদান করা হবে না।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
এতদ্দ্বারা কলেজের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, আগামী ১৬/১২/২০২৪খ্রিঃ সোমবার 'মহান বিজয় দিবস' উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকল শিক্ষার্থীকে ১০:০০ ঘটিকার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।
উল্লেখ্য যে, কলেজের সকল শিক্ষার্থীদের উপস্থিতি স্বাক্ষর গ্রহণ করা হবে। বিশেষ করে একাদশ শ্রেণীর কোন শিক্ষার্থী উক্ত দিন কলেজে উপস্থিত না থাকলে তার উপবৃত্তির আবেদন বিবেচনা করা হবে না।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
এতদ্দ্বারা কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সকল শ্রেণীর ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস, শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে আগামী ১৭/১২/২০২৪খ্রিঃ মঙ্গলবার থেকে ৩১/১২/২০২৪খ্রিঃ মঙ্গলবার পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। আগামী ০১/০১/২০২৫খ্রিঃ বুধবার থেকে কলেজ যথারীতি খোলা থাকবে। খোলার দিন সকলের উপস্থিতি কাম্য।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর স্মারক নং- ৪৮(০০৭) জাতীঃবিঃ/কঃমঃইঃ/শিঃবৃঃ/২০২৩/১/৭৮; তারিখ ২৮/১১/২০২৪ খ্রি. এর বিজ্ঞপ্তি ও নীতিমালা মোতাবেক অত্র কলেজের ডিগ্রি (পাস) ২য় বর্ষ শিক্ষাবর্ষ: ২০২০-২০২১, ডিগ্রি (পাস) ৩য় বর্ষ শিক্ষাবর্ষ: ২০১৯-২০, স্নাতক (সম্মান) ২য় বর্ষ শিক্ষাবর্ষ: ২০২১-২০২২, স্নাতক (সম্মান) ৩য় বর্ষ শিক্ষাবর্ষ: ২০২০- ২০২১, স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষ শিক্ষাবর্ষ: ২০১৯-২০২০ এর নিয়মিত ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, কলেজে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। আগ্রহী শিক্ষার্থীরা পূরণকৃত তথ্য ছক (সংযুক্ত) এর প্রিন্ট কপি ও নিম্নোক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১৫/১২/২০২৪খ্রি. এর মধ্যে কলেজ অফিসে জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। শিক্ষার্থীর পূরণকৃত তথ্য ছকের প্রিন্টকপি।
২। সর্বশেষ পরীক্ষার মার্কশিট এর কপি।
৩। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি।
৪। পাসপোর্ট সাইজের এক কপি ছপি।
৭। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন ফটোকপি।
৮। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে সমাজ সেবা অধিদপ্তরের প্রত্যয়ন পত্র।
৯। আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার হতে প্রত্যয়নপত্র।
১০। বৃত্তি প্রাপ্তির জন্য প্রতি বর্ষে শিক্ষার্থীর অর্জিত ফলাফল নূন্যতম জিপিএ ৩.০০ হওয়া আবশ্যক।
উপরে উল্লেখিত কাগজপত্র ছাড়া কোন আবেদন গ্রহণ করা হবে না।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
***২০২৩ সালের ডিগ্রি পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি***
অনলাইনে ছাত্রী কর্তৃক ফরম পূরণের শেষ তারিখ: ১৫/১২/২০২৪খ্রি:
ফরম পূরণ এর ফি ও কাগজপত্র কলেজে জমাদানের তারিখ:
১০/১২/২০২৪খ্রিঃ থেকে ১৫/১২/২০২৪খ্রিঃ পর্যন্ত (শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ০২টা পর্যন্ত)
ছাত্রীকে http://nubd.info/formfillup// এই লিংকে প্রবেশ করে পরীক্ষার ফরম পূরণ করতে হবে। কলেজ কার্যালয় হতে ফরম পূরণ ফি ও বকেয়া পাওনা (যদি থাকে) জমাদানের রসিদ সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক ব্যাংকে ফি জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণ করার সময় পঠিত বিষয়সমূহ ভালোভাবে যাচাই করার পরামর্শ দেয়া হল। এতে কোনো ভুল হলে উক্ত কপি জমা দেয়ার সময় অফিসে অবশ্যই অবহিত করতে হবে। নতুবা ছাত্রী দায়ী থাকবে, কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
প্রয়োজনীয় কাগজপত্র:
১। অনলাইনে ছাত্রী কর্তৃক পূরণকৃত আবেদন ফরম এর প্রিন্ট কপি (ফরমের উপরে ছাত্রীর ক্লাস রোল এবং নিচের অংশে মোবাইল নম্বর লিখতে হবে);
২। ডিগ্রি শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি;
৩। ছাত্রীর পাসপোর্ট সাইজ ছবি ১টি;
৪। ব্যাংকে ফি জমাদানের রসিদের কপিটি প্রদর্শন করতে হবে।
বিষয়টি অতীব জরুরি।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
*** ডিগ্রি (পাস) ৩য় বর্ষের সেশন ফি ও বেতন জমাদান, প্রমোশন লিস্টে স্বাক্ষর গ্রহণ এবং শ্রেণি কার্যক্রম শুরু সংক্রান্ত বিজ্ঞপ্তি ***
এতদ্দ্বারা কলেজের ২০২২ সালের ডিগ্রি (পাস) ২য় বর্ষের (নিয়মিত শিক্ষাবর্ষ: ২০২০-২০২১) ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে, তাদের ডিগ্রি (পাস) ৩য় বর্ষের সেশন ফি, ০৩ মাসের বেতন ও ২য় বর্ষের বকেয়া ফি (যদি থাকে) আগামীকাল ১০/১২/২০২৪খ্রিঃ থেকে ১৫/১২/২০২৪খ্রিঃ পর্যন্ত কলেজ অফিস থেকে ব্যাংক রসিদ সংগ্রহ করে আইএফআইসি ব্যাংক পিএলসি, কাটিরহাট উপশাখায় জমা দিতে নির্দেশ দেয়া গেল। ব্যাংকে ফি জমাদানের রসিদ অফিসে প্রদর্শন করে প্রমোশন লিস্টে স্বাক্ষর করতে হবে। যে সকল ছাত্রী যথাসময়ে উক্ত ফি জমাদানে ব্যর্থ হবে তারা ডিগ্রি (পাস) ৩য় বর্ষে প্রমোশন পাবে না।
উল্লেখ্য যে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিগ্রি (পাস) ৩য় বর্ষের শ্রেণি-কার্যক্রম আগামী ১১/১২/২০২৪খ্রিঃ বুধবার থেকে শুরু হবে।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
এতদ্দ্বারা কলেজের অনার্স ৪র্থ বর্ষের (নিয়মিত শিক্ষাবর্ষ: ২০১৯-২০২০) সকল ছাত্রীকে জানানো যাচ্ছে যে, তাদের ইনকোর্স পরীক্ষা আগামী ০৬/০১/২০২৫খ্রি. সোমবার হতে অনুষ্ঠিত হবে। অফিস থেকে ব্যাংক রসিদ সংগ্রহ করে ইনকোর্স পরীক্ষার ফি এবং বকেয়া সেশন ফি ও বেতন আইএফআইসি ব্যাংক পিএলসি, কাটিরহাট উপশাখায় আগামী ০৯/১২/২০২৪খ্রি. থেকে ১৫/১২/২০২৪খ্রি. এর মধ্যে জমা দিতে হবে। ফি জমাদানের রশিদ প্রদর্শন করে আগামী ০২/০১/২০২৫খ্রি. থেকে ০৫/০১/২০২৫খ্রি. এর মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। ছাত্রীদের ইনকোর্স পরীক্ষার ফি: ৩০০/- (তিনশত টাকা মাত্র)। উক্ত পরীক্ষায় সকল ছাত্রীর অংশগ্রহণ বাধ্যতামূলক।
কল্যান নাথ
অধ্যক্ষ
কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ
কাটিরহাট, হাটহাজারী, চট্টগ্রাম।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Dhalai, P. O. Katirhat, Upazila: Hathazari
Chittagong
4333
Opening Hours
Monday | 10:00 - 16:00 |
Tuesday | 10:00 - 16:00 |
Wednesday | 10:00 - 16:00 |
Thursday | 10:00 - 16:00 |
Saturday | 10:00 - 16:00 |
Sunday | 10:00 - 16:00 |