Easy Study With Sabuj

Easy Study With Sabuj

Share

Math,Physics, Biology, Chemistry, Bangla,English, GK,IQ

•SSC
•HSC
•Admission

24/01/2025

যকৃতের আবরণের নাম কি?
Easy Study With Sabuj

22/01/2025

Easy Study With Sabuj

22/01/2025

গ্লাস ক্লিনার প্রস্তুতি

22/01/2025

তোমার বইয়ের ১৪৯ নম্বর পেজটি দেখতে চাই—
Easy Study With Sabuj

22/01/2025

উল্লেখ্য, মানবদেহের গোলাপি যত অঙ্গ আছে নিম্নরুপ :
জিহবা (Tongue)
ফুসফুস (Lungs)
অগ্ন্যাশয় (Pancrease)
চোখের রেটিনা (Retina)

এছাড়া প্রজননকালে রুই মাছের শুক্রাশয় গোলাপি বর্ণ ধারণ করে।

আবার জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা করা হয় যে বিয়ার বিকারক বা ক্ষারীয় KMnO4 এর বর্ণও গোলাপি।
Easy Study With Sabuj
Sabuj Dev

21/01/2025

নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয়?
Easy Study With Sabuj

21/01/2025

মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
Easy Study With Sabuj
Sabuj Dev

21/01/2025

রুই মাছ
Easy Study With Sabuj

Photos from Easy Study With Sabuj 's post 20/01/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ।

▪️আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
▪️প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
▪️ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)
Easy Study With Sabuj

20/01/2025

📝
টপিকঃ টিস্যু কালচার (জীব প্রযুক্তি)

📌 টিস্যু কালচার
- জনক Gottlieb Haberlandt
- ইন ভিট্রো কালচার (কাচপাত্রে সম্পন্ন করা হয়)
- টটিপটেন্সি ক্ষমতার কথা উল্লেখ করেন Morgan
- মাতৃউদ্ভিদ থেকে পৃথকীকৃত অংশকে এক্সপ্লান্ট বলে
- এক্সাপ্লান্ট হিসেবে শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, পাপড়ি ব্যবহৃত হয়
- উৎপাদিত নতুন চারাকে অণুচারা/Plantlet বলে

📌 কালচার মিডিয়াম/ব্যাসাল মিডিয়াম তৈরিতে ভিটামিন, সুকরোজ (২-৪%), ফাইটোহরমোন ব্যবহার করা হয়
- মিডিয়ামকে ঘন করতে অ্যাগার মিশানো হয়
- মিডিয়ামের pH ৫.৫-৫.৮

📌 নির্বীজকরণে অটোক্লেভ যন্ত্রে
- তাপমাত্রা ১২১° সে.
- চাপ ১৫ পাউন্ড
- সময় ২০ মিনিট

📌 ক্যালাস সৃষ্টিতে
- আলো (৩০০০-৫০০০ লাক্স)
- তাপমাত্রা ১৭-২০° সে.
- আপেক্ষিক আর্দ্রতা ৭০-৭৫%

Easy Study With Sabuj

20/01/2025

টপিকঃ BOD এর মান (পরিবেশ রসায়ন)

🔘 BOD এর মান : পানির অবস্থা

🔴1 - 2 ppm : খুবই ভালো
ট্রিকঃ ক্লাসে রোল ১ আর ২ খুবই ভালো স্টুডেন্ট।

🔵3 ppm : মোটামুটি ভালো
ট্রিকঃ রোল ৩ মোটামুটি ভালো স্টুডেন্ট।

🔴6 ppm : WHO অনুমোদিত দূষণমাত্রা
ট্রিকঃ রোল ৬ চলে, তাই অনুমোদিত।

🔵10 ppm : দূষণমাত্রা খারাপ
ট্রিকঃ রোল ১০ খারাপ স্টুডেন্ট।

🔴20 ppm : দূষণমাত্রা খুবই খারাপ
ট্রিকঃ রোল ২০ খুবই খারাপ স্টুডেন্ট।

Easy Study With Sabuj

20/01/2025

📝Content-22
টপিকঃ মৌলিক বল (নিউটনীয় বলবিদ্যা)

🔰 মৌলিক বল ৪ টি

- মহাকর্ষ বল
- তড়িৎ চুম্বকীয় বল
- সবল নিউক্লিয় বল
- দূর্বল নিউক্লিয় বল

🔰 ধর্ম

💢 আকর্ষণধর্মী - মহাকর্ষ বল ও সবল নিউক্লিয় বল
💢 বিকর্ষণধর্মী - দূর্বল নিউক্লিয় বল
💢 উভয় ধর্মী - তড়িৎ চুম্বকীয় বল

🔰 বিনিময় কণা

💢 মহাকর্ষ বল
- গ্রাভিটন
💢 তড়িৎ চুম্বকীয় বল
- ফোটন
💢 সবল নিউক্লিয় বল
- মেসন/গ্লুঅন
💢 দূর্বল নিউক্লিয় বল
- বোসন

🔰 পাল্লা

💢 অসীম
- মহাকর্ষ বল ও তড়িৎ চুম্বকীয়

💢 নিউক্লিয়াসের অভ্যন্তরে সীমাবদ্ধ
- সবল নিউক্লিয় বল (10^-15 m)
- দূর্বল নিউক্লিয় বল (10^-16 m)

🔰 সবলতা

সবল নিউক্লিয় > তড়িৎ চুম্বকীয় > দূর্বল নিউক্লিয় > মহাকর্ষ
ট্রিকঃ শতদুম

খেয়াল করো,

💢 নামে দুর্বল নিউক্লিয় বল হলেও এটা সবচেয়ে দুর্বল বল না ❌ সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল ☑️

🔰 আপেক্ষিক সবলতা

💢 মহাকর্ষ বলের তীব্রতা 1 ধরলে, বাকিগুলোর তীব্রতা,
- দুর্বল নিউক্লিয় বল : 10^30
- তড়িৎ চুম্বকীয় বল : 10^39
- সবল নিউক্লিয় বল : 10^41

💢 সবল নিউক্লিয় বলের তীব্রতা 1 ধরলে, বাকিগুলোর তীব্রতা,
- তড়িৎ চুম্বকীয় বল : 10^-2
- দুর্বল নিউক্লিয় বল : 10^-11
- মহাকর্ষ বল : 10^-41

🔰 ভূমিকা

💢 মহাকর্ষ বল
- গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি গঠন

💢 তড়িৎ চুম্বকীয় বল
- পরমাণু ও সাবাশ অণু গঠন
- পদার্থের কঠিন ও তরল অবস্থার জন্য দায়ী

💢 সবল নিউক্লিয় বল
- প্রোটন ও নিউট্রনকে একত্রে আবদ্ধ করে নিউক্লিয়াস গঠন

💢 দূর্বল নিউক্লিয় বল
- বিটা ক্ষয়ের জন্য দায়ী

🔰 উদাহরণ

💢 মহাকর্ষ বল
- গ্রহসমূহের সূর্যের চারদিকে ঘোরা

💢 তড়িৎ চুম্বকীয় বল
- ঘর্ষণ বল
- রাসায়নিক বিক্রিয়া
- আণবিক গঠন
- স্পর্শ বল
- স্থিতিস্থাপক বল
ট্রিকঃ ঘোড়ার আসর

💢 সবল নিউক্লিয় বল
- নিউক্লিয়াস গঠনকারী বল

💢 দূর্বল নিউক্লিয় বল
- অধিকাংশ তেজস্ক্রিয় ভাঙ্গন

Easy Study With Sabuj

20/01/2025

টপিকঃ বিভিন্ন প্রকার খাদ্যে শর্করার প্রকারভেদ (কর্মমুখী রসায়ন)

• গ্লুকোজ: আপেল, আঙ্গুর, খেজুর ইত্যাদিতে।

• ফ্রুক্টোজ: পাকা আম, কলা, কমলা ইত্যাদিতে।

• সুক্রোজ: চিনি, ইক্ষু, গুড় ইত্যাদিতে।

• শ্বেতসার/স্টার্চ: ধান, চাল, গম, গাজর, আলু ইত্যাদিতে।

Easy Study With Sabuj

20/01/2025

টপিকঃ হৃৎপিন্ডের গঠন (রক্ত ও সংবহন)

⭐️ অংশ
➡️ ডান অ্যাট্রিয়াম (বড়, বাম-ছোট)
➡️ বাম অ্যাট্রিয়াম
➡️ ডান ভেন্ট্রিকল (বড়, বাম-ছোট)
➡️ বাম ভেন্ট্রিকল (প্রাচীর ৩ গুণ পুরু)
➡ আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা
➡️ আন্তঃভেন্ট্রিকুলার পর্দা

⭐️ আবরণ

🔎 পেরিকার্ডিয়াম
- পেরিকার্ডিয়ামের বাহিরের স্তর প্যারাইটাল
- পেরিকার্ডিয়ামের ভিতরের স্তর ভিসেরাল
- দুটির মাঝখানে পেরিকার্ডিয়াল তরল/ফ্লুইড (হৃৎপিন্ডকে তাপ, চাপ ও ঘর্ষণের হাত থেকে রক্ষা করে)

⭐️ প্রাচীর

🔎 প্রাচীর গঠনকারী পেশি কার্ডিয়াক পেশি
🔎 প্রাচীর তিনস্তরে বিভক্ত
- এপিকার্ডিয়াম → চর্বি লেগে থাকে
- মায়োকার্ডিয়াম → সংকোচন-প্রসারণ
- এন্ডোকার্ডিয়াম → কপাটিকা গঠিত

⭐️ কপাটিকা

➡️ বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা
- বাম অলিন্দ ও বাম নিলয়ে সংযোগস্থলে

➡️ ট্রাইকাসপিড কপাটিকা
- ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে

➡️ অ্যাওর্টিক কপাটিকা
- বাম নিলয় ও অ্যাওটার সংযোগস্থলে

➡️ পালমোনারী কপাটিকা
- ডান নিলয় ও পালমোনারী ধমনীর সংযোগস্থলে

➡️ থিবেসিয়ান বা করোনারি কপাটিকা
- করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে

➡️ ইউস্টেশিয়ান কপাটিকা
- ইনফিরিয়র ভেনাক্যাভা ও ডান অলিন্দের সংযোগস্থলে

⭐️ রং এবং আকৃতি
➡️ লালচে ত্রিকোণাকার

⭐️ যা প্রবেশ করে
➡️ সুপিরিয়র ভেনাক্যাভা, ইনফিরিয়র ভেনাক্যাভা → ডান অ্যাট্রিয়ামে
➡️ পালমোনারি শিরা → বাম অ্যাট্রিয়ামে

⭐️ যা বের হয়
➡️ অ্যাওটা বা মহাধমনী → বাম ভেন্ট্রিকল হতে
➡️ পালমোনারি ধমনী → ডান ভেন্ট্রিকল হতে

⭐️ সংখ্যাগত মান
➡️ ওজন: পুরুষ → 250-390g
স্ত্রী → 200-275g

⭐️ ক্ষরন
➡️ ANF (অ্যান্টি ন্যাট্রি ইউরেটিক ফ্যাক্টর)

Easy Study With Sabuj

20/01/2025

📝
টপিকঃ C-C বন্ধন দূরত্ব (জৈব রসায়ন)

📌
অ্যালকেন - 0.154 nm

বেনজিন - 0.139 nm

অ্যালকিন - 0.134 nm

অ্যালকাইন - 0.120 nm

[একক nm চেঞ্জ করে অন্যকিছু দিতে পারে, এককে খেয়াল রাখতে হবে]

20/01/2025

Same Same but Different...

#ফসফোরাইলেশন
✅মাইটোকন্ড্রিয়া - অক্সিডেটিভ ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।

✅রাইবোসোম - গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয় ।

✅ক্লোরোপ্লাস্ট- ফটোফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে।

#শুক্রাণু
✅গলগি বডি - শুক্রাণুর আক্রোসোম গঠন করে।

✅মাইটোকন্ড্রিয়া - শুক্রাণু ও ডিম্বাণু উভয় গঠণে অংশগ্রহণ করে।

✅সেট্রিওল - শুক্রাণুর লেজ গঠন করে।

#ক্যালসিয়াম_আয়ন
✅এন্ডোপ্লাজমিক রেটিকুলাম - পেশিকোষের সাইটোপ্লাজমে Ca2+ এর ঘনত্ব নিয়ন্ত্রণ করে পেশির সংকোচন-প্রসারণে সহায়তা করে।

✅মাইটোকন্ড্রিয়া - কোষের বিভিন্ন অংশে Ca2+ এর সঠিক ঘনত্ব রক্ষা করে৷

Easy Study With Sabuj

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আপনি কি কম ঘুমাচ্ছেন??
আপনি কি কম ঘুমাচ্ছেন? কিভাবে বুঝবেন? Easy Study With Sabuj  Sabuj Dev
একই সাথে বস্তুর অবস্থান ও ভরবেগ নির্নয় করা যাবে না। #chemistry #hygenberg Easy Study With Sabuj  Sabuj Dev
This is the reality and this is the truth ❤️❤️#motivation #education #reelsviralシ #barristersyedsayedulhaquesuman Easy S...
Botany QuizFollow : Easy Study With Sabuj  #botany #education #reelsviralシ #botanical
Peace 💙💙💙University Of Chattogram. #viralreels #education #educational #skilldevelopment #peaceful #university #chattagr...
উচ্চশিক্ষার পাশাপাশি সফট স্কিলে দক্ষতা বাড়ানোর তাগিদ মাননীয় শিক্ষামন্ত্রী ব্যারিষ্টার Mohibul Hassan Chowdhoury নওফেল এম...
ব্যারিষ্টার সুমন💐

Location

Website

Address

Chittagong
4000