Bijoy Smarani College Open University

Bijoy Smarani College Open University

Share

open University class and others

24/07/2024
01/06/2024

অল আইজ অন রাফা
রহিমা আক্তার ফারজানা

অতলান্তের ঐ গহীন কোনে
তুমি ডেকে যাও নিরবচ্ছিন্ন তীব্র হাহাকারে
বদ্ধ কর্ণকুহরে প্রতিধ্বনিত হয়েছে কি
মানবতার সংক্ষুব্ধ বিলাপ প্রতিকারে?

উষ্ণ আর্দ্র বাহুল্য ভাবাবেগে কাটে যার
অষ্টপ্রহর বিশালতার ইমারতে
তাকে কী আর সাজে আলুলায়িত শিথিল
ভগ্ন-চূর্ণিত ভজন ফোয়ারাতে।

মন্থন ধ্বজা দিয়ে কী আর হবে?
জীবন পরাস্ত হেথা ক্রুসেডের অভিপ্রায়ে
মমতা,স্নেহের আলিঙ্গন আজি
শোনিত রুধির কপট পরিহাস অনুরাগে।

অচল শিখর হয়ে আজ পড়ে আছে
স্থবির কুঞ্চিত বিবেকের টান
এ যেনো হাতে পায়ে শৃঙ্খলিত
বৈরী নৈতিকতার রঞ্জিত এক আলোয়ান।

অক্লেশে অঘটন ঘটে যায়
কেনো শুধু বারবার আর বারবার
সব বুঝে ছদ্মবেশি হায়েনার পরিহাস বারে
আর বারে বর্বরতা,দুঃসাহস, হুংকার।

কথার ফুলঝুরি, মিথ্যা আশ্বাসে
গলে যায় দুর্বল মুমিনের দুর্বল মন
বিশ্ব মসনদের প্রশ্রয়েই চলে চলছে
জেনোসাইড, কিলিং মিশন গং।

কালক্ষেপণ আর নির্লিপ্ততায়
আছে সব মোড়লের জাত
উষার কিরণের কবে পাবো দেখা?
কাটবে কবে এই দীর্ঘায়িত অমানিশার রাত?

Photos from Bijoy Smarani College Open University's post 02/11/2023
23/09/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের(২০২২ ব্যাচ) ২য় বর্ষ এবং পূর্বের শিক্ষাবর্ষে যারা ইতোপূর্বে ২য় বর্ষে কোর্স রেজিষ্ট্রেশন করতে পারেননি তাদের রেজিষ্ট্রেশনের সময়সীমা ০৩রা সেপ্টেম্বর, ২০২৩ থেকে ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

20/08/2023

বাউবি এইচএসসি -২০২৩ পরীক্ষার্থীদের ID CARD দেওয়া হবে আগামী:-
➡️ মঙ্গলবার ও বুধবার (২২/৮/২৩ ও ২৩/৮/২৩) (দুপুর ১.০০ টা থেকে)
➡️শুক্রবার (২৫/৮/২৩) (সকাল ৯.০০ টা থেকে ১১.০০টা পর্যন্ত)

সকলকে কলেজ অফিস থেকে ID CARD সংগ্রহ করতে হবে।

19/08/2023

পরীক্ষার নতুন রুটিন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ব্যবসায় শিক্ষা বিভাগব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রইউনিট-৫ কর্মীসংস্থান
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ইউনিট ০১ অধ্যায়ঃ ব্যবস্থাপনার প্রাথমিক পরিচিতি
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র  ইউনিট ০৪ অধ্যায়ঃ অংশীদারি ব্যবসায় (০২)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ( সংগঠন)
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র  অংশীদারি ব্যবসায়(০১)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা   ২য় পত্র   অধ্যায়: পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ (০৪)
তারিখ ঃ ০১/০৭/২০২১ মুজিব স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগ  শ্রেণিঃ দ্বাদশ ঃ পৌরনীতি ও সুশাসন।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা  ২য় পত্র পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা  ১ম পত্র একমালিকানা ব্যবসায়( ০২)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র একমালিকানা ব্যবসায়
পৌর নীতি ও সুশাসন  ২য় পত্র
পৌরনীতি ও সুশাসন

Location

Telephone

Website

Address


Bijoy Smarani College, Bhatiary, Chattogram
Chittagong