Chauddagram H J Govt Pilot Model High School

Chauddagram h j govt. pilot model high school (official page)

01/10/2022

জরুরী বিজ্ঞপ্তি
চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট ছাত্রদের স্কাউট ক্লাস আগামী ২,৩ ও ৪ অক্টোবর সকাল ১০টায় স্কুলে অনুষ্ঠিত হবে। সকল স্কাউট ছাত্রকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান করা গেল।

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 28/09/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, যাহারা শেখ রাসেল কুইজ এ রেজিষ্ট্রেশন করেছো তাহারা অবশ্যই আগামী ৩০/০৯/২০২২ইং রোজ শুক্রবার ক -গ্রুপ সন্ধ‍্যা ৭টা থেকে ৮টার মধ‍্যে এবং খ-গ্রুপ আগামী ০১/১০/২০২২ইং রোজ শনিবার সন্ধ‍্যা৭টা থেকে ৮টার মধ‍্যে যে কোন ১০মিনিটে কুইজে অংশগ্রহণ করতে হবে।
তাই সকলকে যথাসময়ে লগইন করে কুইজে অংশগ্রহণ করার জন‍্য আহবান করা হলো।

বি:দ্র: কুইজ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর সহ তোমাদের জন‍্য নিন্মে দেওয়া হলো, তোমরা অবশ‍্যই পড়ে নিবে।

নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

25/09/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ২৬/০৯/২০২২ইং রোজ সোমবার দুপুর ০১ ঘটিকায় বিদ‍্যালয় উপস্থিত থাকার জন‍্য বিশেষভাবে আহবান করা হলো।

নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

22/09/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১২/১০/২০২২ইং রোজ বুধবার হইতে নিন্মে সূচি অনুযায়ী নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হইবে।

তাই সকলকে আগামী ১০/১০/২০২২ ইং থেকে ১১/১০/২০২২ তারিখের মধ‍্যে বিদ‍্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করে প্রবেশ পত্র সংগ্রহের জন‍্য আহবান করা হলো।
নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 20/09/2022

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post

20/09/2022
05/09/2022
05/09/2022
Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 04/09/2022

৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতির লক্ষ্যে আজ মাসব্যাপী রোবোটিকস ও প্রোগ্রামিং এর উপর প্রশিক্ষণ শেষে চৌদ্দগ্রাম উপজেলার সন্মানিত নিবাহী অফিসার জনাব তানভীর হোসেন মহোদয়ের সহযোগিতায় বিদ্যালয়ের পক্ষ থেকে পুরুস্কার ও সনদ পত্র বিতরন করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মীর হোসেন।

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 01/09/2022

আজ Robotics & Programming in school' বিষয়ক মাস ব‍্যাপী Basic ICT প্রশিক্ষণ কর্মশালার মূল‍্যায়ন পরীক্ষার ফলাফল:

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 28/08/2022

আজ Robotics & Programming in school ' মাস ব‍্যাপি প্রশিক্ষণ কর্মশালায় অত্র বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সাথে প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় করেন।

22/08/2022

সকল সম্মানিত অভিভাবকমণ্ডলী
অতি বিনয়ের সাথে জানাচ্ছি যে, আপনাদের সন্তানদের প্রতি নজর দেন নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন।
সাথে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন -
১. সে কখন স্কুলে যায়।
২. স্কুল থেকে কখন বাসায় ফিরে।
৩. স্কুলে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না সাথে ব্লুটুথ ইয়ার ফোন।
৪. স্কুল ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না এমনকি কোন জার্সি পরে আসে কি না।
৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না।
৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন।
৭. মাঝে মধ্যে স্কুলে আসবেন তাকে না জানিয়ে।
৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন।
৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন।
১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না।
১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ(যদি থাকে) চেক করুন।
১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন।
১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।
১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন।
সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। Collected

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 10/08/2022

Robotics & Programming in School বিষয়ক মাস ব‍্যাপী প্রশিক্ষণ কর্মশালার' প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনের খন্ড চিত্র।

04/08/2022

আগামী ০৬.০৮.২০২ ইং তারিখ রোজ শনিবার
থেকে প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে।

02/08/2022

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস' জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা!!!

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 26/07/2022

আজ চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাই স্কুলে আইএলসি ল্যাব,বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ল্যাব ও লাইব্রেরী পরিদর্শনে আসেন কবি জনাব মিনার মাহমুদ জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক, জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা)কুমিল্লা,জনাব তানভীর হোসেন উপজেলা নির্বাহী অফিসার চৌদ্দগ্রাম, জনাব তমালিকা পাল সহকারী কমিশনার (ভূমি) চৌদ্দগ্রাম, জনাব ছৈয়দ মো তৈয়ব হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।চতুর্থ শিল্প বিপ্লব এগিয়ে নেওয়ার এক নবজাগরণ। চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাই স্কুল সব সময় সাথে থাকবে।

30/06/2022
Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 25/06/2022

শিক্ষার্থীদের সাথে নিয়ে দেখা হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান

অসংখ্য ধন্যবাদ 'মাননীয় প্রধানমন্ত্রী'

25/06/2022
25/06/2022
17/06/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষা স্থগিত হওয়া শিক্ষক কর্মচারী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৮/০৬/২০২২ইং রোজ শনিবার থেকে বিদ‍্যালয়ের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে ।

তাই সকলকে যথা সময়ে বিদ‍্যালয়ে উপস্থিত থাকার আহবান করা হলো।
নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

17/06/2022

এস এস সি ও সমমান পরীক্ষা -২০২২ স্থগিত

13/06/2022
12/06/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থী ও ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৬/০৬/২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদ‍্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হইবে।

তাই সকলকে যথা সময়ে বিদ‍্যালয়ে উপস্থিত থাকার আহবান করা হলো।
নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

12/06/2022
11/06/2022
01/06/2022
30/05/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিন্ম লিখিত সময় সূচি অনুযায়ী ব‍্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে :

পদার্থ বিজ্ঞান : ৩০/০৫/২০২২ সোমবার -সময় ২.৩০মি
জীববিজ্ঞান :৩১/০৫/২০২২ মঙ্গলবার -সময় ১.০০ মি:
উ: গণিত: ৩১/০৫/২০২২ মঙ্গলবার -সময় ২.৩০ মি:
রসায়ন: ০১/০৬/২০২২ বুধবার -সময় ২.৩০ মি:
কৃষি : ০১/০৬/২০২২ বুধবার -সময় ১.০০ মি:

তাই সকলকে যথা সময়ে বিদ‍্যালয়ে উপস্থিত থাকার আহবান করা হলো।
নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

17/05/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, নিন্ম লিখিত সময় সূচি অনুযায়ী আগামী ১৯/০৫/২০২২ ইং রোজ বৃহস্পতিবার থেকে প্রস্তুতিমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সকলকে আগামী ১৮/০৫/২০২২ ইং তারিখে পরীক্ষার ফি প্রদান করে প্রবেশ পত্র সংগ্রহের জন‍্য বিশেষভাবে আহবান করা হলো।

নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

14/05/2022
10/05/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি (বিজ্ঞান বিভাগ) পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১১/০৫/২০২২ ইং রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় জীববিজ্ঞান ব‍্যবহারিক ক্লাস হবে। তাই সকলকে নির্দিষ্ট সময়ে ক্লাসে অংশগ্রহণ করার জন‍্য আহবান করা হলো।

নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 27/04/2022

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 16/04/2022

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত Programming in school বিষয়ক প্রশিক্ষণে আজকে চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি পাইলট মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের সি-প্রোগ্রামিং ক্লাসের স্থির চিত্র।

11/04/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৩/০৪/২০২২ ইং থেকে ২০/০৪/২০২২ইং পযর্ন্ত এসএসসি পরীক্ষার ফরম পূরণ সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ০১ ঘটিকা পর্যন্ত চলবে। তাই সকলকে বিদ‍্যালয় অফিস কক্ষে যোগাযোগ করে ফরম পূরণ নিশ্চিত করার জন‍্য আহবান করা গেল। নির্দিষ্ট সময় ব‍্যর্থতায় স্কুল কর্তৃপক্ষ দায় থাকবেনা।

নিদের্শক্রমে
প্রধান শিক্ষক

11/04/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের পূর্ব ঘোষিত অভিভাবক সমাবেশ আগামীকাল ১২•০৪•২০২২ইং অনিবার্য কারণ বশত স্থগিত করা হলো

নিদের্শক্রম
প্রধান শিক্ষক

07/04/2022
21/03/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, অনিবার্য কারণ বশত আগামীকাল ২২/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় বিদ‍্যালয়ের শ্রেণি কার্যক্রম আরম্ভ হইবে, তাই বিদ‍‍্যালয়ের সকলকেই যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল।
বি:দ্র: আগামীকাল শুধু নবম শ্রেণি ও ২০২২সালের এস এস সি পরীক্ষার্থী ব‍্যতিত।

আদেশক্রমে
প্রধান শিক্ষক

19/03/2022

জরুরী বিজ্ঞপ্তি

এত দ্বারা চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলের সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, পূর্ব ঘোষিত স্কাউট সমাবেশ স্থগিত হওয়াই আগামীকাল ২০/০৩/২০২২ ইং থেকে বিদ‍্যালয়ের শ্রেণি কার্যক্রম সকাল ১০ ঘটিকা এবং ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিকাল ২.০০ ঘটিকা হইতে আরম্ভ হইবে, তাই বিদ‍‍্যালয়ের সকলকেই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল।
বি:দ্র: আগামীকাল শুধু সপ্তম শ্রেণি ব‍্যতিত।

আদেশক্রমে
প্রধান শিক্ষক

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 16/03/2022

২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ১৫তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

14/03/2022

বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলে সকল শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ১৫/০৩/২০২২ ইং থেকে বিদ‍্যালয়ের শ্রেণি কার্যক্রম সকাল ১০ ঘটিকা এবং ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিকাল ২.০০ ঘটিকা হইতে আরম্ভ হইবে, তাই বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল।
বি:দ্র: আগামীকাল শুধু নবম শ্রেণি ব‍্যতিত।

আদেশক্রমে
প্রধান শিক্ষক

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 07/03/2022

২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ১৪তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 07/03/2022

২০২২ ৬ষ্ঠ-১০ম শ্রেণির ৪র্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 02/03/2022

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post

02/03/2022
28/02/2022

বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রাম এইচ. জে. সরকারি পাইলট মডেল হাই স্কুলে সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ০১/০৩/২০২২ ইং রোজ মঙ্গলবার শব-ই-মিরাজ ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষ্যে বিদ‍্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকিবে।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 26/02/2022

২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ১৩তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

১২তম ও ১৩তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট একসাথে জমা দিতে হবে

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 26/02/2022

২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের ১২তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট

Photos from Chauddagram H J Govt Pilot Model High School's post 26/02/2022

২০২২ ৬ষ্ঠ-১০ম শ্রেণির ৩য় সপ্তাহের এ্যাসাইনমেন্ট
পূর্বের সময়সূচী অনুযায়ী গ্রহণ করা হবে

20/02/2022

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা কোভিড-১৯ ভ্যাক্সিনের ১ম ডোজ নিয়েছো তারা আগামী ২৪/০২/২০২২ইং তারিখ রোজ- বৃহস্পতিবার নিম্নের সময়সূচী অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিত (টিকা কার্ড সহ) হয়ে টিকার ২য় ডোজ নেয়ার জন্য আহবান করা যাইতেছে। কোনো শিক্ষার্থী টিকা নিতে ব্যর্থ হলে বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

এসএসসি পরিক্ষার্থী-২০২১ ও ২০২২, সকাল ৯.৩০টা
১০ম শ্রেণি- সকাল ১০টা
৯ম শ্রেণি- সকাল ১০.৩০টা
৭ম ও ৮ম শ্রেণি- সকাল ১১টা

প্রধান শিক্ষক

20/02/2022

৬ষ্ঠ শ্রেণি
বিষয়ঃ বাংলা
শিক্ষকঃ মোঃ আব্দুল হালিম গাওয়ারী

Videos (show all)

৬ষ্ঠ শ্রেণিবিষয়ঃ বাংলা শিক্ষকঃ মোঃ আব্দুল হালিম গাওয়ারী
বিষয়ঃ ইংরেজি ২য় পত্রশিক্ষকঃ নান্টু চন্দ্র দেবনাথ
১০ম শ্রেণিবিষয়ঃ গণিত
৬ষ্ঠ শ্রেণিবিষয়ঃ বাংলা ১ম পত্রঅধ্যায়ঃ ১ম (সততার পুরষ্কার)শিক্ষকঃ মোঃ আব্দুল হালিম গাওয়ারী
বিষয়ঃ ইংরেজি ২য় পত্রশিক্ষকঃ নান্টু চন্দ্র দেবনাথ
শ্রেণিঃ ৮মবিষয়ঃ ইংরেজি ২য় পত্রশিক্ষকঃ সাইফুন নাহার
শ্রেণিঃ ১০মবিষয়ঃ গণিতশিক্ষকঃ মোঃ জসীম উদ্দীন
বিষয়ঃ জীববিজ্ঞানশ্রেণিঃ ৯মশিক্ষকঃ মাসুমা আক্তার
Online Class-2021Class- vi, vii & viiiSubject: English 2nd PaperTopic: Past Perfect Continuous TenseTeacher: Nanto Chand...

Location

Category

Telephone

Website

Address


Chauddagram
3550

Other Schools in Chauddagram (show all)
নারায়নপুর মহিলা দাখিল মাদ্রা নারায়নপুর মহিলা দাখিল মাদ্রা
Chauddagram, 3500

ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর গ্রামে অব