Procurement of IT Equipment for multimedia classroom(Pakage No: G-01)
Tenders are being invited from all companies.
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
এটা শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য-উপাত্ত এবং ছাত্র-ছাত্রীদের বার্তা প্রদানের মাধ্যম।
Operating as usual
পড়ালেখার মান উন্নয়ন এর লক্ষ্যে অভিভাবক/মা সমাবেশ ২০২৪।
নোটিশ
১৫ই আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে অত্র বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার একাংশ।
একজন শিক্ষক হলেন একজন ব্যক্তি যিনি ছাত্র-ছাত্রীদের ফুল হিসেবে গ্রহণ করেন এবং তার জ্ঞানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বেড়ে ওঠা, পরিপূর্ণভাবে প্রস্ফুটিত এবং সুগন্ধ ছড়াতে লালন-পালন করেন। সমাজে ছাত্র-ছাত্রীদের যাত্রা করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করার জন্য ছাত্র-ছাত্রীদের পরিবারের পরে এই ব্যক্তির কাছে কৃতজ্ঞ। একজন শিক্ষক হলেন সবচেয়ে মধুর আত্মা যিনি ছাত্র-ছাত্রীদের ব্যক্তিত্ব তৈরি করতে সাহায্য করেন, ছাত্র-ছাত্রীদের বন্ধুত্ব করতে শেখান, একটি সঠিক শিক্ষা পেতে আমাদের পিছনে তার পুরো জীবন ব্যয় করেন।
বিদায় 😭আমার বিদ্যালয়ের শিক্ষিকা অবসর সময় আপনার সু-সাস্থ্য কামনা করি।
সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে পড়ুয়া আপনার সন্তানের ষান্মাসিক মূল্যায়ন চলছে। মূল্যায়ন শেষে ফলাফল প্রকাশ করা হবে। আপনার ছেলে অথবা মেয়ে ফলাফল দেখে যদি বলে মা, আমি ত্রিভুজ পেয়েছি;বাবা,আমি চতুর্ভুজ অথবা বৃত্ত পেয়েছি। অবাক হবেন না। ইহাই বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন পদ্ধতি।
🔲 চতুর্ভুজ
দেখে বুঝবেন তার যত্ন প্রয়োজন।
⚫ বৃত্ত
দেখে বুঝবেন তার উন্নতি হচ্ছে।
🔺 ত্রিভুজ
দেখে বুঝবেন অসাধারণ হয়েছ।
আসুন নতুন করে চতুর্ভুজ, বৃত্ত আর ত্রিভুজের ভিতরে লুকিয়ে থাকা রহস্য জানি, শিখি এবং মনে রাখি।
তীব্র তাপদাহের কারনে কাল সব ধরনের পরীক্ষা স্থগীত করা হল। আগামীকালকের পরীক্ষার তারিখ পরবর্তিতে জানিয়ে দেওয়া হবে।
এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশ মোতাবেক আগামী ১৪-০৪-২০২৩ইং রোজ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গন হতে বাংলা নববর্ষ ১৪৩০উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।উক্ত মঙ্গল শোভাযাত্রায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করাগেল।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
নতুন বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ। বই উৎসব ২০২৩।
নোটিশ
অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আসন্ন মহান বিজয় দিবস - ২০২২উদযাপন উপলক্ষে অত্র প্রতিষ্ঠান সমুহের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার বিষয়, নিয়মাবলি নিম্নোক্ত নোটিশে দেয়া হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নোটিশ অনুযায়ী যথাসময়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশ দেয়া হল।
প্রতিযোগিতার বিষয়।
১। T-20 ক্রিকেট টুনামেন্ট
২।ছেলেদের ফুটবল
৩।হা- ডু ডু
আগ্রহী শিক্ষার্থীগন আগামী কাল১৬/১২/২২ইং সকাল ১০:০০ ঘটিকার মধ্যে অফিস কক্ষে নাম জমা দেওয়ার জন্য অনুরোধ করা গেল।
আদেশক্রমে
প্রধান শিক্ষক।
নোটিশ
এস.এস.সি ফলাফল২০২২
পত্রিকা প্রকাশের তারিখ- দৈনিক যুগান্তর০৭-০৮-২০২২
-দৈনিক চাঁদপুর কন্ঠ০৭-০৮-২০২২
আগ্রহী প্রার্থীদেন প্রয়োজনিয় কাগজ পত্র সহ আবেদনের জন্য অনুরোধ করা গেল।
অনুরোধক্রমে
প্রধান শিক্ষক
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠানের একাংশ চিত্র।
#এসএসসি পরীক্ষা ২০২২: চূড়ান্ত সময়-সূচি প্রকাশ
প্রকাশকাল: ৩১ জুলাই ২০২২ খ্রি.
#এসএসসি
বন্যার কারণে ১৯ জুন শুরু হতে যাওয়া ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়
সূত্র:- বিটিভি
অত্র বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী-২০২২ ও অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব,মফিজুর রহমান স্যার এর বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানের একাংশ।
আদর্শ গ্রামের,আদর্শ বিদ্যালয়।সুন্দর একটি মূহুর্তের জন্য অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
ঈদমোবারক!
ঈদমোবারক!
অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক-কর্মচারী,সাবেক ও বর্তমান ম্যানিজিং কমিটির সকল সদ্স্য, অত্র এলাকার বিদ্যালয়ের শুভাকাঙ্খি এবং সকল অভিভাবকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক!
ঈদ মোবারক!
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
ধামারা আদর্শ উচ্চ বিদ্যালয়
শাহরাস্তি,চাঁদপুর।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান২০২২
মহান ২১ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের একাংশ।
"প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নিবে সংগে,
বাংলা আমার মাতৃ ভাষা আমি জন্মেছি এই বঙ্গে"
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
-----নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মহান ২১ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে আগামী ২১.০২.২০২২ সকাল ৭:০০: হতে স্বাস্থ্য বিধিমেনে অত্র বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
মহান ২১ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে নিন্মোক্ত কর্মসূচী গ্রহন করা হল।
১। সকাল ৭:০০ জাতীয় পতাকা উত্তোলন।
২।সকাল ৭:২০ শহীদমিনারে পুষ্পস্তবক অর্পণ।
৩।সকাল ৮:০০চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
৪। সকাল ৯:০০ আলোচনা সভা ও অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা মোট দুইটি গ্রুপ।
গ্রুপ-ক
ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণী
চিত্রাঙ্কনের বিষয়:- শহীদমিনার।
গ্রুপ-খ
অষ্টম,নবম ও দশম শ্রেণী
চিত্রাঙ্কনের বিষয়:- জাতীয় স্মৃতীশোধ।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
এস.এস.সি ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস।
সংশোধিত নোটিশ
এত দ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,যাদের বয়স (১২-১৭ বছরের মধ্য) এবং যারা ইতি মধ্যে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহন করেছে তারা,আগামী ২২-০২-২০২২ইং তারিখে দুপুর ১১:৩০ঘটিকায় নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে ফাইজার ভ্যাকসিন ২য় ডোজ গ্রহন করার জন্য অনুরোধ করা গেল।
বিঃদ্রঃ ছাত্র-ছাত্রীদের অবশ্যই ১ম ডোজ গ্রহনের সময় যে ভ্যাকসিন কার্ড প্রদান করা হয়েছে সেটা অবশ্যই সঙ্গে নিতে হবে(০২) দুই কপি এবং প্রত্যেকে নিজ নিজ শ্রেনী শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
বিষয়টি অতিব জরুরি।
প্রধান শিক্ষক
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
এত দ্বারা অত্র বিদ্যালয়ের এস.এস.সি পরিক্ষার্থী-২০২১ এর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ০৯-০২-২০২২ইং তারিখে নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে ফাইজার বেক্সিন ২য় ডোজ গ্রহন করার জন্য অনুরোধ করা গেল।
সময়-সকাল ১০:৪০ টায়।
বিঃদ্রঃ ছাত্র-ছাত্রীদের অবশ্যই ১ম ডোজ গ্রহনের সময় যে বেক্সিন কার্ড প্রদান করা হয়েছে সেটা অবশ্যই সঙ্গে নিতে হবে এবং নিজ অর্থায়নে টিকা কেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।
বিষয়টি অতিব জরুরি।
প্রধান শিক্ষক
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়
এতদ্বারা অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্র-ছাত্রী বয়স ১২ হতে ১৭ বছরের মধ্যে তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,যে সকল ছাত্র/ছাত্রী এখোনো বেক্সিন গ্রহন করে নি তারা আগামী ২৬.০১.২০২২ বিকাল ৩:২০: হতে স্বাস্থ্য বিধিমেনে নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয়ে ফাইজার বেক্সিন গ্রহন করার জন্য অনুরোধ করা হল। এর পূর্বে শ্রেনী শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
বেক্সিন গ্রহন করার জন্য যে সকল কাগজ পত্র প্রয়োজন।
১.জন্ম নিবন্ধন ১টি অনলাইন(ফটোকপি)
২.বেক্সিন কার্ড ১টি(অফিস কক্ষ হতে পাওয়া যাবে)
বিষয়টি অতিব জরুরি।
প্রধান শিক্ষক
ধামরা আদর্শ উচ্চ বিদ্যালয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
3620
Opening Hours
Monday | 10:00 - 16:00 |
Tuesday | 10:00 - 16:00 |
Wednesday | 10:00 - 16:00 |
Thursday | 10:00 - 14:00 |
Saturday | 10:00 - 16:00 |
Sunday | 10:00 - 16:00 |
Chandpur
FOUNDER : MOULVI GOLAM RAHMAN.(Ahmedullah's eldest son) FOUNDING HEAD TEACHER MD.NURUL HAQUE (RA) ESTABLISHED: 1899.
তেতৈয়া (দক্ষিন পাড়া), কচুয়া, চাঁদপুর।
Chandpur, 3630
To change the Society, we need the power of proper education.
Matlab
Chandpur, 3600
Hey there welcome to page. Learn English Grammar, Vocabulary, Language & Literature. Thanks
Chandpur Momin Para Chandpur Govt College
Chandpur, 3600
welcome to our Center for Language & Technology (CLT)