মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া

মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া, Education, Collage para, Brahmanbaria.

মাদরাসাতুল উলূমি ওয়াল হিকাম, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান।

আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। জেনারেল ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পরিচালিত।

Operating as usual

15/01/2025

মানসম্মত ও আদর্শ নূরানী বিভাগ যেমন হওয়া উচিত, #আইআইটির নূরানী বিভাগ কোন অংশেই কম নয়। মাত্র ৬ মাসে প্রি-হিফজ, লেভেল-০১ সম্পন্ন হয়।

সবচেয়ে বড় কথা হলো, দ্বায়িত্বশীল শিক্ষক কেমন তার উপর নির্ভর করে পড়াশোনার মান। আর #আইআইটির এরাবিক শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

Photos from মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া's post 14/01/2025

🌟 "ফিকহ অফ হালাল ফুড" - দ্বিতীয় ক্লাস সম্পন্ন 🌟

আলহামদুলিল্লাহ, আজ আমরা সফলভাবে "ফিকহ অফ হালাল ফুড" কোর্সের দ্বিতীয় ক্লাস শেষ করেছি। ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা আমাদের অনুপ্রেরণার উৎস।

🔍 এই ক্লাসে আমরা এ্যালকোহল নিয়ে বিশদ আলোচনা করেছি। স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা এ্যালকোহলের উৎপত্তি, ব্যবহার, এবং শরিয়াহ অনুযায়ী হালাল-হারামের মানদণ্ড বোঝার চেষ্টা করেছি।

📅 পরবর্তী ক্লাসের সময়সূচি:
আগামী সপ্তাহ থেকে এই কোর্সটি প্রতি রবিবার ও বুধবার বিকাল ৪:৩০ থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আমাদের ছাত্রদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণ আমাদের আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগ্রহীদের এই কোর্সে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।

جزاكم الله خيرا!

14/01/2025

ইনস্টিটিউট অফ ইনোভেটিভ থট (আইআইটি)-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

#আইআইটির অধীনে সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা মাদরাসা রয়েছে। নাম: মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম (নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ-মাদানী নেসাব ৩য় বর্ষ পর্যন্ত।

এমনিভাবে সম্পূর্ণ পৃথক সরকারিভাবে অনুমোদিত বালক ও বালিকা স্কুল রয়েছে। নাম: ইনসাইট ইসলামিক স্কুল (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, স্কুল কোড ৪৮১৭১৭)।

সম্মানিত অভিভাবক! আপনি আপনার সন্তানকে শুধু মাদরাসায় অথবা শুধু স্কুলে কিংবা মাদরাসা ও স্কুলে উভয়টাতেই পড়াতে পারবে।

শুধু কুরআনের হিফজ করতে পারবে। আবার ইচ্ছে করলে হিফজের পাশাপাশি স্কুলেও পড়তে পারবে। দুটোই সুযোগ আছে।

সুতরাং আর দেরি কেন? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মাদরাসায় পড়ুক অথবা স্কুলে, আপনার প্রথম পছন্দ #আইআইটি।

আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

মাসিক বেতন, ভর্তি ফি ও আবাসিক খরচসহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
মুফতি মনজুরুল হাসান চৌধুরী, ০১৭৪৫৫২৬৬২৪ (ওয়াটসএ্যাপ ও ইমু নাম্বার)

ঠিকানা: ৮৩০/০১ আয়াত ম্যানশন, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পিছনে, ডিকে ব্যাকারীর সামনে)

13/01/2025

সবচেয়ে বড় কথা হলো, দ্বায়িত্বশীল শিক্ষক কেমন তার উপর নির্ভর করে পড়াশোনার মান। আর #আইআইটির এরাবিক শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

13/01/2025

সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রদের হাতের লেখা সুন্দর করার জন্য ইনসাইট ইসলামিক স্কুল কর্তৃক হাতের লেখা সুন্দর করার বিশেষ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সটি পরিচালনা করবেন, জামিয়া ইসলামিয়া দারুল উলূম, কুতুবখালী, যাত্রাবাড়ী, ঢাকা এর মুহাদ্দিস ও হস্তলিপি প্রশিক্ষক মুফতি আনোয়ার সামদানী।
কোর্সের সময়
কোর্সটি ১৪.০১.২৫ তারিখ মঙ্গলবার দুপুর ২টা থেকে শুরু হয়ে ১৭.০১.২৫ তারিখ মাগরিব পর্যন্ত চলবে।
প্রতিদিন ৪ বেলা ক্লাস হবে :
১. সকাল ৮:০০টা থেকে ১১: ০০ টা,
২. দুপুর ১:৩০ মিনিট থেকে ৪: ৩০ মিনিট,
৩. মাগরিবের পর থেকে রাত ১০: ০০টা

যা যা লাগবে
১. বাংলা হাতের লেখার খাতা (মুফতি আনোয়ার সামদানী-প্রশিক্ষক)
২. ফ্রেশ ৩৫ টাকা) খাতা-নতুন হতে হবে
৩. টেস্টগোড জেলপেন
৪. পেন্সিল, স্কেল, রাবার, শাপলার

নোট: কোর্সের সময় এরাবিক ক্লাস ও মাদরাসার ক্লাস বন্ধ থাকবে।
কোর্সে অংশগ্রহণ করা সকল ছাত্রের জন্য বাধ্যতামূলক
২য় শ্রেণি থেকে ৭ম শ্রেণির সবাই এই কোর্সে অংশগ্রহণ করবে।
১ম শ্রেণির নিয়মতান্ত্রিক ক্লাস চলবে।

12/01/2025

মানসম্মত ও আদর্শ নূরানী বিভাগ যেমন হওয়া উচিত, #আইআইটির নূরানী বিভাগ কোন অংশেই কম নয়। মাত্র ৬ মাসে প্রি-হিফজ, লেভেল-০১ সম্পন্ন হয়।

সবচেয়ে বড় কথা হলো, দ্বায়িত্বশীল শিক্ষক কেমন তার উপর নির্ভর করে পড়াশোনার মান। আর #আইআইটির এরাবিক শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

11/01/2025

সম্মানিত অভিভাবক! আপনি আপনার সন্তানকে শুধু মাদরাসায় অথবা শুধু স্কুলে কিংবা মাদরাসা ও স্কুলে উভয়টাতেই পড়াতে পারবে।

শুধু কুরআনের হিফজ করতে পারবে। আবার ইচ্ছে করলে হিফজের পাশাপাশি স্কুলেও পড়তে পারবে। দুটোই সুযোগ আছে।

সুতরাং আর দেরি কেন? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মাদরাসায় পড়ুক অথবা স্কুলে, আপনার প্রথম পছন্দ #আইআইটি।

আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

10/01/2025

আপনার কন্যা সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান #আইআইটির বালিকা শাখা।

আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

09/01/2025

ইনস্টিটিউট অফ ইনোভেটিভ থট (আইআইটি)-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

#আইআইটির অধীনে সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা মাদরাসা রয়েছে। নাম: মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম (নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ-মাদানী নেসাব ৩য় বর্ষ পর্যন্ত।

এমনিভাবে সম্পূর্ণ পৃথক সরকারিভাবে অনুমোদিত বালক ও বালিকা স্কুল রয়েছে। নাম: ইনসাইট ইসলামিক স্কুল (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, স্কুল কোড ৪৮১৭১৭)।

সম্মানিত অভিভাবক! আপনি আপনার সন্তানকে শুধু মাদরাসায় অথবা শুধু স্কুলে কিংবা মাদরাসা ও স্কুলে উভয়টাতেই পড়াতে পারবে।

শুধু কুরআনের হিফজ করতে পারবে। আবার ইচ্ছে করলে হিফজের পাশাপাশি স্কুলেও পড়তে পারবে। দুটোই সুযোগ আছে।

সুতরাং আর দেরি কেন? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মাদরাসায় পড়ুক অথবা স্কুলে, আপনার প্রথম পছন্দ #আইআইটি।

আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

মাসিক বেতন, ভর্তি ফি ও আবাসিক খরচসহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
মুফতি মনজুরুল হাসান চৌধুরী, ০১৭৪৫৫২৬৬২৪ (ওয়াটসএ্যাপ ও ইমু নাম্বার)

ঠিকানা: ৮৩০/০১ আয়াত ম্যানশন, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পিছনে, ডিকে ব্যাকারীর সামনে)

08/01/2025

ইনস্টিটিউট অফ ইনোভেটিভ থট (আইআইটি)-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

#আইআইটির অধীনে সম্পূর্ণ পৃথক বালক ও বালিকা মাদরাসা রয়েছে। নাম: মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম (নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ-মাদানী নেসাব ৩য় বর্ষ পর্যন্ত।

এমনিভাবে সম্পূর্ণ পৃথক সরকারিভাবে অনুমোদিত বালক ও বালিকা স্কুল রয়েছে। নাম: ইনসাইট ইসলামিক স্কুল (প্লে থেকে ৮ম শ্রেণি পর্যন্ত, স্কুল কোড ৪৮১৭১৭)।

সম্মানিত অভিভাবক! আপনি আপনার সন্তানকে শুধু মাদরাসায় অথবা শুধু স্কুলে কিংবা মাদরাসা ও স্কুলে উভয়টাতেই পড়াতে পারবে।

শুধু কুরআনের হিফজ করতে পারবে। আবার ইচ্ছে করলে হিফজের পাশাপাশি স্কুলেও পড়তে পারবে। দুটোই সুযোগ আছে।

সুতরাং আর দেরি কেন? সন্তান ছেলে হোক কিংবা মেয়ে, মাদরাসায় পড়ুক অথবা স্কুলে, আপনার প্রথম পছন্দ #আইআইটি।

আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

মাসিক বেতন, ভর্তি ফি ও আবাসিক খরচসহ বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
মুফতি মনজুরুল হাসান চৌধুরী, ০১৭৪৫৫২৬৬২৪ (ওয়াটসএ্যাপ ও ইমু নাম্বার)

ঠিকানা: ৮৩০/০১ আয়াত ম্যানশন, কলেজপাড়া, ব্রাহ্মণবাড়িয়া (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পিছনে, ডিকে ব্যাকারীর সামনে)

07/01/2025

দ্বায়িত্বশীল শিক্ষক কেমন তার উপর নির্ভর করে পড়াশোনার মান। আর #আইআইটির এরাবিক শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

06/01/2025

#দ্বিতীয় ক্লাস
#ফিকহ অফ হালাল ফুড এন্ড বেভারেজ

সময়: বুধবার, বিকাল ৪:১৫ থেকে ৫:২০ পর্যন্ত
স্থান: ইনসাইট ইসলামিক স্কুল।
ক. অ্যালকোহল
খ. সি ফুড
গ. জবাই, মুসলিম, অমুসলিম, stunning, Mehanical slaughtering,

06/01/2025

আমাদের প্রতিষ্ঠানে #মাদানী নেসাবে পড়ার পাশাপাশি ইনসাইট ইসলামিক স্কুল এ ৭ম শ্রেণিতে পড়ে হাফেজ মাআজ হাসান ও সাইফুল ইসলাম সাদ। আরবিতে যেমন কথা বলতে পারে, তেমনি কথা বলতে পারে ইংরেজিতে।

জেনারেল ও এরাবিক শিক্ষার চমৎকার সমন্বয়। আপনার সন্তানের জন্য বর্তমান সময়ের একটি আদর্শ ও মানসম্মত প্রতিষ্ঠান।
সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

05/01/2025

#আইআইটির এরাবিক বালক ও বালিকা শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক। দ্বায়িত্বশীল শিক্ষক হলে পড়াশোনার মান ভালো হয় এটাই বাস্তবতা।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

04/01/2025

#কুরআনুল কারীম #সবক প্রদান অনুষ্ঠান
আলহামদুলিল্লাহ! সুম্মা আলহামদুলিল্লাহ!

#আইআইটির অঙ্গ প্রতিষ্ঠান মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়ার প্রি-হিফজ #বালক ও #বালিকা শাখা থেকে মাত্র ৬ মাসে নূরানী সম্পন্ন করেছেন প্রায় ৩০ জনের অধিক ছাত্র-ছাত্রী। আলহামদুলিল্লাহ।

আগামীকাল সকাল ৮:১৫ মিনিটে তাদের সবাইকে কুরআনুল কারীম তথা নাজেরার সবক প্রদান করা হবে ইনশাআল্লাহ।

04/01/2025

একজন দ্বায়িত্বশীল শিক্ষক হাফেজ আরাফাত সাদী সাহেব। আর শিক্ষক কেমন তার উপর নির্ভর করে পড়াশোনার মান। আর #আইআইটির এরাবিক শাখার প্রতিটি বিভাগে রয়েছে আদর্শ, মেহনতী ও দ্বায়িত্ববান শিক্ষক।

সুতরাং আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার দাওয়াত রইলো।

#আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

03/01/2025

সম্মানিত অভিভাবক! আপনি যদি আপনার সন্তানের জন্য আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যর্থ হোন, তাহলে আপনার সন্তান প্রতিযোগিতার এই সময়ে অনেক পিছিয়ে যাবে।

সুতরাং অন্য কোথাও আপনার সন্তানকে ভর্তি করানোর পূর্বে একবারের জন্য হলেও #আইআইটি ভিজিট করুন। তারপর সিদ্ধান্ত নিন। #আইআইটি-একটি বহুমুখী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান।

Photos from মাদরাসাতুল উলুমি ওয়াল হিকাম, ব্রাহ্মণবাড়িয়া's post 02/01/2025

🌟 প্রথম ক্লাস: "ফিকহ অফ হালাল ফুড" 🌟

আলহামদুলিল্লাহ, আজ আমরা সফলভাবে আমাদের নতুন কোর্স "ফিকহ অফ হালাল ফুড"-এর প্রথম ক্লাস সম্পন্ন করেছি। ছাত্রদের প্রাণবন্ত উপস্থিতি এবং আগ্রহী অংশগ্রহণ আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করেছে।

এই ক্লাসে আমরা আধুনিক খাদ্যশিল্পে ব্যবহৃত সম্ভাব্য হারাম উপাদান এবং তাদের উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। পাশাপাশি, কীভাবে হালাল খাদ্য নিশ্চিত করা যায় এবং ক্রস-কন্টামিনেশন থেকে বাঁচা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

🌐 এই কোর্সটি আন্তর্জাতিক মান অনুযায়ী সাজানো হয়েছে এবং এটি আমাদের খাদ্য সচেতনতা ও শরিয়াহ অনুযায়ী জীবন যাপনের দিগন্ত উন্মোচনে সহায়ক হবে।

جزاكم الله خيرا! আমরা আরও কার্যকর এবং ফলপ্রসূ ক্লাসের জন্য অগ্রহায়ী। আপনার মূল্যবান দোয়া এবং সমর্থন কামনা করছি।

Want your school to be the top-listed School/college in Brahmanbaria?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Collage Para
Brahmanbaria