আলহামদুলিল্লাহ। তীব্র তাপপ্রবাহে ছাত্র/ছাত্রীদের কষ্ট দেখে কুটির আব্দুল মুমিন ভাই এই ফ্যানটা দান করেছেন। আরো প্রবাসী দুইভাই দুইটা সিলিং ফ্যানের ব্যবস্থা করেছেন।
আল্লাহ তাআলা এই ভাইদের দানকে কবুল করুন। আমীন।
প্রচন্ড এই গরমে আইপিএসের জন্য আপনাদেরকে বলেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকেই যোগাযোগ করেছেন, টাকাও দিয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে ইনশাআল্লাহ।
সকলে যার যার তাওফিক অনুযায়ী এগিয়ে আসুন।
Jamia madania kasba
জাগতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রতিষ্ঠান ৷
বিভাগ:
※ কিতাব
※ হিফজ
※ নাজেরা
※ নূরানী
জামিয়া মাদানীয়া কসবা | শীতলপাড়া, কসবা উপজেলা, ব্রাক্ষ্মণবাড়িয়া ১লা জানুয়ারী ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত ধর্মীয় শিক্ষা পাঠদান দিয়ে আসছে ৷
Operating as usual
তীব্র তাপপ্রবাহে আর কারেন্টের সমস্যায় ছাত্র/ছাত্রীরা ভীষণ কষ্ট করছে। দিনের বেলা প্রচন্ড গরম, রাতে কারেন্টের সমস্যায় ছাত্র/ছাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়াশোনায় অনেক ঘাটতি হচ্ছে। তাই ছাত্র/ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করনে এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষার্থে আইপিএসের খুবই প্রয়োজন । নূরানী শাখায় ৩০টা ফ্যান চলে মতো আইপিএস এর ব্যবস্থা হলে ছাত্র ছাত্রীরা আরামের সাথে পড়াশোনা করতে পারবে। এতে সকলের সহযোগিতা চাই।
মুহতামিম, মুফতি মাহমুদুল হাসান সাহেবের নম্বর:
০১৭৮৩-০৯৩৯৭১ (যোগাযোগ)
০১৮২৭-২৪১৪৭৪ (বিকাশ পারসোনাল)
নূরানীর প্রধান, মাও, নিজাম উদ্দীন সাহেবের নম্বর:
০১৮৩৭-০৩০৬০৮ (যোগাযোগ)
০১৬২৮-০৩৮৮৯১ (বিকাশ পারসোনাল)
পোস্টটা শেয়ার করে সকলে সহযোগিতা করুন।
সার্বিক সহযোগিতা ও সফলতা কামনা করছি।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।
আমাদের যাকাত ফান্ডে এতিম, গরীব ও অসহায় ছেলে মেয়েদের জন্য আপনার যাকাতের কিছু অংশ দান করতে পারেন।
আজ ৩১ শে মার্চ, রোজ: রবিবার জামিয়ার নূরানী কিন্ডারগার্টেন বিভাগের প্রথম সাময়িক পরিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রত্যাশা।
আলহামদুলিল্লাহ! জামিয়ার দরসে রমাদানে পবিত্র কুরআন শিক্ষা কোর্স, নাহু সরফ কোর্স, আরবি ভাষা কোর্স, ইংরেজি শিক্ষা কোর্স, হাতের লেখা কোর্স পরিক্ষার মাধ্যমে সমাপ্ত হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশ গ্রহণের মধ্য দিয়ে এবারের দরসে রমাদান শেষ হয়েছে। আল্লাহ তাআলা আগামী বছরও ব্যপকভাবে দরসে রমাদান আয়োজন করার তাওফিক দান করুন। আমিন
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে৷
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান "জামিয়া মাদানীয়া কসবা/Jamia madania kasba" মাদরাসায় ভর্তি চলছে৷
নূরানী বিভাগের পর হিফজ বিভাগ ও কিতাব বিভাগেও বেফাক ও এদারায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার বোর্ড পরিক্ষায় প্রতিবছর ঈর্ষণীয় ফলাফল করে আসছে৷
অত্যান্ত মনোরম নিরিবিলি পরিবেশ, থাকা খাওয়ার সু ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ৷
মাদ্রাসার সব বিভাগে পর্যবেক্ষণের পাশাপাশি কিতাব বিভাগে সময় দিচ্ছেন মাদ্রাসার মুহতামিম, মুফতি মাহমুদুল হাসান ।
আলহামদুলিল্লাহ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত উস্তাদদের নিরলস মেহনতের মাধ্যমে এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাচ্ছে।
পাঠদানের পাশাপাশি, তাবলীগ ও তরবিয়তি মেহনতের মাধ্যমে আপনার সন্তানকে ভদ্র ও সু-সন্তান হিসেবে গড়ার প্রয়াস চালাচ্ছে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান।
বিভাগ সমূহ:
★ নূরানী কিন্ডারগার্টেন (প্লে–৩য় শ্রেণী পর্যন্ত)।
★ আদর্শ নাজেরা বিভাগ।
★ হিফজুল কুরআন বিভাগ।
★ কিতাব বিভাগ ( আওয়াল জামাত হতে জামাতে শরহে বেকায়া পর্যন্ত)।
★ হুফ্ফাজদের বিশেষ মুতাফার্রেকা ক্লাসে ব্যবস্থা রয়েছে।
★ মহিলা শাখা (আওয়াল জামাত থেকে নাহবেমীর পর্যন্ত)
ইনশাআল্লাহ ৭ই শাওয়াল থেকে ভর্তি শুরু হবে ।
ঠিকানা৷
গ্রাম: তেতৈুয়া (বয়েজ স্কুল খেলার মাঠ সংলগ্ন)।
থানা: কসবা।
জেলা: ব্রাহ্মণবাড়িয়া৷
সার্বিক যোগাযোগ:
মুফতি মাহমুদুল হাসান সাহেব দা:বা:
মুহতামিম অত্র মাদ্রাসা
০১৭৮৩০৯৩৯৭১
০১৬৪৬২৫৭০২৫
মুফতি নূর মুহাম্মাদ সাহেব দা:বা:
সিনিয়র শিক্ষক: অত্র মাদ্রাসা
০১৬১১৬৪৮৯১০
আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের বিশেষ কোর্স । সকলের কাছে দোয়া চাই।
কোর্স সমূহ:
# কুরআন শিক্ষা কোর্স।
# নাহু সরফের কোর্স।
# হাতের লেখা কোর্স।
# হেদায়া সালেস ও রা'বের দরস।
নূরানীর সাপ্তাহিক খেলা
খতমে শিফা পড়ার নিয়মঃ
১। ইস্তেগ্ফার- ১১বার
২। সূরা ফাতিহা- ১০০ বার
৩। দরূদ শরীফ- ১০০ বার
৪। সূরা আলাম নাশরাহ- ৭৯ বার
৫। সূরা ইখলাছ- ১০০০ বার
৬। পুনরায় সূরা ফাতিহা- ৭বার
৭। পুনরায় দরূদ শরীফ- ১০০বার
৮। তারপর এই দোয়া (একশত বার): فَسَهِّلْ يَا اِلٰهِىْ كُلَّ
صَعْبٍ بِحُرْ مَتِ سَيِّدِ الْاَ بْرَارِ سَهِّلْ سَهِّلْ بِفَضْلِكَ يَاعَزِيْزُ
উচ্চারণ: ফাসাহ্হিল ইয়া ইলাহি কুল্লা ছা’বিন বিহুরমাতি সায়্যেদিল আবররি সাহ্হিল- সাহ্হিল বিফাদ্বলিকা ইয়া আযীয।
অত:পর
৯। يَا قَاضِىَ الْحَاجَاتْ ইয়া ক্বদ্বিয়াল হাযাত- ১০০বার
১০। يَا كَافِىَ الْمُهِمَّاتْ ইয়া কাফিয়াল মুহিম্মাত- ১০০বার
১১। يَا دَافِعَ الْبَلِيَّاتْ ইয়া দাফিয়াল বালিয়্যাত- ১০০বার
১২। يَا مُجِيْبَ الدَّعْوَاتْ ইয়া মুযিবাদ দা’ওয়াত- ১০০বার
১৩। يَا رَافِعَ الدَّرَجَاتْ ইয়া রাফিয়াদ্ দারযাত- ১০০বার
১৪। يَا حَلَّالَ الْمُشْكِلَاتْ ইয়া হাল্লালাল্ মুশ্কিলাত্- ১০০বার
১৫। يَا مُسَبِّبَ الْاَسْبَابْ ইয়া মুসাব্বিবাল আসবাব- ১০০বার
১৬। ياشافی الامراض ইয়া শাফিয়াল আমরাজ- ১০০বার
১৭। يَا مُفَتِّحَ الْاَبْوَابْ ইয়া মুফাত্তিহাল্ আব্ওয়াব- ১০০বার
১৮। رَبِّ اِنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ রব্বি ইন্নি মাগ্লুবুন ফানতাছির- ১০০বার
১৯। يَا غَوْثُ اَغِثْنِىْ وَاَمْدُدْنِىْ ইয়া গউছু আগিছ্নী ওয়া আম্দুদ্নীয়া- ১০০বার
২০। اِنَّالِلّٰهِ وَاِنَّااِلَيْهِ رَاجِعُوْنْ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন- ১০০বার
২১। لَااِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنْ লা-ইলাহা ইল্লা আ আংতা সুব্হানাকা ইন্নি কুংতু মিনাজ জোয়ালিমীন- ১০০বার
২২। فَاسْتَجَبْنَا لَهٗ وَنَجَّيْنٰهُ مِنَ الْغَمِّ وَكَذٰ لِكَ نُنْجِى الْمُؤْمِنِيْنْ ফাসতাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গম্মি ওয়া কাজালিকা নুনজিল মু’মিনীন- ১০০বার
২৩। يَا اَرْ حَمَ الرَّحِمِيْنْ ইয়া আরহামার রহিমিন- ১০০বার
২৪। অতঃপর ১০০বার দরূদ শরীফ পাঠ করে খতম শেষ করে খালেছ দিলে মুনাজাত করবে, ইনশাআল্লাহ্, আল্লাহপাক কবুল করবেন এবং এর ফলাফল প্রত্যক্ষ হতে থাকবে।
এ ধরনের খতমগুলোর পদ্ধতি কুরআন হাদীসে সরাসরি বর্ণিত বিষয়টি এমন নয়। বরং বুযুর্গানে দীনের বাতানো আমল। আল্লাহ তাআলাকে বিভিন্নভাবে ডাকা হয়েছে এখানে। তারা হয়তো উপকার পেয়ে অন্যদেরকে বলেছেন। এভাবে পরম্পরায় চলে আসছে। আজো অনেকেই উপকৃত হচ্ছে। আবার কারো উপকার হচ্ছে না। সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে।
M***i Muhammad Ali Qasemi
আমাদের এই দরসে রমজানে আপনার পরিচিত পরিজনদের অংশগ্রহণে সহযোগিতা করতে পারেন । আপনাদের একটু রাহবরিতে তালেবে ইলমরা আমাদের দরসে রমজান থেকে উপকৃত হবেন । ইনশাআল্লাহ ।
আমরা ইজতেমার ৭৩নং খিত্তায় আছি । বাটা কোম্পানির ভবনের পাশে । মাদ্রাসার মুহতামিম, মুফতি মাহমুদুল হাসান সাহেব সহ মাদ্রাসার আসাতাযায়ে কেরাম উপস্থিত আছেন ।
নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তৃতীয় শ্রেণীর সনদ পরিক্ষার সার্টিফিকেট ও পুরস্কার গ্রহণ করছেন জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি নূর মোহাম্মদ সাহেব ।
আগামী সোমবার থেকে তৃতীয় শ্রেণীর সার্টিফিকেট মাদ্রাসা থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো ।
২, ৩, ৪ ফেব্রুয়ারি রোজ শুক্রবার, শনিবার, রবিবার বিশ্ব ইজতেমা উপলক্ষে আমাদের মাদ্রাসা ছুটি দেওয়া হয়েছে। আমরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করছি । আপনাদেরও অংশগ্রহণের জন্য দাওয়াত করা হইলো।
মাসিক ইসলাহী মাহফিলের লাইভ শুরু হচ্ছে
আগামী ০৮ই জানুয়ারী রোজ সোমবার বাদ মাগরিব হইতে মাসিক ইসলাহী মাহফিলে আলোচনা পেশ করবেন হাকিমুন নফস শায়েখ আল্লামা মুফতী মুশতাকুন্নবী কাসেমী হাফিযাহুল্লাহ
সকলের কাছে দোয়া এবং টাকা পয়সা দিয়ে সহযোগিতা কামনা করছি ।
জামিয়া মাদানীয়া কসবা মাদ্রাসার সাবেক শিক্ষক
শ্যামবাড়ী গ্রামের কৃতি সন্তান, কসবা ব্রাহ্মণবাড়ীয়ার সুললিত কন্ঠের অধিকারী
হাফেজ মাওঃ ক্বারী জাকারিয়া সাহেব মায়েস্থেনিয়া গ্রেভিস আক্রান্ত হয়ে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া
সদর হসপিটালে ভর্তি আছেন ।
আল্লাহ তাআলা শেফা দান করুন । আমীন ।
আপনাদের সামর্থ্য অনুযায়ী উনার চিকিৎসার জন্য আর্থিক ভাবে শরিক থাকুন।
যোগাযোগ:
মুফতি মুহাম্মাদ আমির হামজা
নগদ, রকেট, বিকাশ পার্সোনাল নাম্বার 01776-353351
সম্মিলিত মেধা তালিকায় ৫ম💪💪
আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান Jamia madania kasba / জামিয়া মাদানীয়া কসবা মাদরাসার মেধাবী ছাত্র রাফি খাঁন বিন লোকমান খাঁন তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ৯০০ নাম্বারে ৮৯৬ পেয়ে সম্মিলিত মেধা তালিকায় ৬৬২১৪৯ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫ম স্থান অর্জন করেছে।
২৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৩জন জিপিএ-৫ পেয়ে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে আলহামদুলিল্লাহ।
আমাদের মাদরাসার নূরানী বিভাগের প্রধান, সকল শিক্ষক এবং মাদরাসা কর্তৃপক্ষের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আলহামদুলিল্লাহ ঈর্ষণীয় সাফল্য!!
দেশব্যাপী অনুষ্ঠিত নুরানী বিভাগের তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষায় Jamia madania kasba /জামিয়া মাদানীয়া কসবা মাদরাসার পরীক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
☞ ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন জিপিএ-৫ পেয়েছে।
☞ ৯০০ নাম্বারের পরীক্ষায় আমাদের সর্বোচ্চ নাম্বার ৮৯৬
আগামী ২০শে ডিসেম্বর রোজ বুধবার দুপুর ১২ টায় কেন্দ্রীয় সনদ (তৃতীয় শ্রেণি) পরিক্ষার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে।
পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং ভর্তি চলছে...
নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষা শেষ হয়েছে
আমাদের মাদরাসা থেকে ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে আলহামদুলিল্লাহ।
আমরা আশাবাদী, গতবারের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা মেধা তালিকায় উল্লেখযোগ্য অবস্থান নিতে পারবে ইনশাআল্লাহ!
Noorani Talimul Quran board CTG Central Certificate Examination - 2023 AD
আজ ২৬শে নভেম্বর রোজ রবিবার নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সনদ পরিক্ষা-২০২৩ ইং এতে পুরো বাংলাদেশের প্রায় ৬ লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ করেছে। ছয় লক্ষের ভিড়ে আমাদের নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ২৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Address
Brahmanbaria
১২১
Shahbazpur 2nd Gate, Shahbazpur, Shahbazpur, Sarail
Brahmanbaria, 3431
α plαcє σf єхcєllєncє whєrє ѕtudєntѕ αrє cαrєd. σnє σf thє вєѕt lєαrnín
1020/15 Bypass Road, Datiara (Beside CJM Court/LGED Office)
Brahmanbaria, BRAHMANBARIA-3400
CSE Dept. staffed with skilled faculties and equipped with state-of-the-art infrastructures.
Morail
Brahmanbaria, 3400
We are providing best mentorship in brahmanbaria