Rasullabad Hafizia & Forkania Madrasha
অবস্থান
এই মাদ্রাসাটি নবীনগর থানা , রছুল্লাবাদ গ্রামে অবস্তিত
এই এলাকার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান
“তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, যিনি কোরআন শিক্ষা লাভ করেন ও কোরআনের শিক্ষা দান করেন (বুখারী)।
আসুন সবাই মিলে কোরআন শিক্ষা সহযোগিতায় এগিয়ে আসি ।
একটি বিশেষ বিজ্ঞপ্তিঃ
রাসুল্লাবাদ হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নেন কাজ চলিতেছে, এ উন্নয়নের কাজের জন্য বিপুল পরিমান অর্থের প্রয়োজন। ইতি মধ্যে মাদ্রাসার কিচছু কাজ সম্পূণ হয়েছে, এখন এই মাদ্রাসার আরও কিছু কাজ শুরু হবে, এখন মাদ্রাসার উন্নয়নের জন্য সবার
Operating as usual
আগামীকালকের সুন্নি মহাসম্মেলনে যোগ দিন দলে দলে।
মাছলাক যার যার দ্বীন ইসলাম।
সকলের প্রতি মাহফিল সফল করার জন্য দীনি দাওয়াত রইলো।।
নির্বোধ চেনা যায় তার বক্তব্যে থেকে আর রক্ত চেনা যায় তার পিতৃ পরিচয় থেকে গাদ্দার নাকি বিশ্বস্ত।
ভূমি অর্থের বিনিময়ে বিক্রেতা যদি হয় ভূমি দাতা
ইতিহাস সৃষ্টি করে না হয় ইতিহাস রচয়িতা এটা যেমন হাস্য রসিকতা, পাতলামি ঠিক তেমনি ওয়াজের নামে মাদ্রাসার ময়দানে মিথ্যাচার করাও পথভ্রষ্ট কয়েকটা শয়তানের শয়তানি।
মাওলানা ইউনুস সাহেব আপনি আমাদের প্রাণপুরুষ আপনি যে পরিশ্রম মেধা শক্তি ব্যবহার করেছেন মানুষের হৃদয়ে আপনার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
আপনাকে স্যালুট সত্য প্রকাশ করার জন্য।
মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলেন ঈমানদাররা। তবে ঈমানদারদের স্তরেরও তারতম্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানবজগতের মধ্যে বিশেষ মর্যাদাবান। তাঁরা কাজকর্ম, ইবাদত-বন্দেগি ও সার্বিক কার্যকলাপর দ্বারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্যপরশ কামনায় মগ্ন থাকেন এবং প্রতিনিয়ত নিজেদের প্রভুর সকাশে আত্মসমর্পিত রাখেন। ফলে তাঁরা আল্লাহর সমধিক ভালোবাসা ও করুণা লাভে ধন্য হন।
তেলাওয়াত শুনে মনে হচ্ছে পৃথিবীতে দ্বিতীয় ক্বারী আব্দুল বাসেত রঃ হিসেবে আল্লাহ্ তায়ালা এই ছোট্ট সোনামনিকে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ্।
আল্লাহু আকবার! মুগ্ধ হয়েছি আমি একটা বার শুনে যান 🙏🙏।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rasullabad , Nabinagor
Brahmanbaria
3412
Opening Hours
Monday | 19:55 - 23:59 |
Tuesday | 13:00 - 23:59 |
Wednesday | 00:00 - 23:59 |
Thursday | 00:00 - 23:59 |
Friday | 00:00 - 23:59 |
Saturday | 00:00 - 23:59 |
Sunday | 00:00 - 23:59 |
Kazipara (sahapara Road), Brahmanbaria Sadar
Brahmanbaria, 3400
This page is all about Freelancing support aid. You will get here all free and paid Software as well as Tutorials. Happy With Freelancing
Brahmanbaria
Brahmanbaria
মা'হাদুল বুহুসিল ইসলামিয়া (উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র)
Kasba
Brahmanbaria, 3460
advanced digital marketing and shopify dropshipping with freelancing guidline
Brahmanbaria
Brahmanbaria, 3410
পরিক্ষায় খাতায় নাম্বার কম আসুক। কিন্তু জীবনের খাতায় যাতে নাম্বার কম না আসে
Brahmanbaria, 3440
ঝামার-বালী-মিরাণীয়া-আব্বাসিয়া-আইডিয়া
Brahmanbaria, 3460
your merit , our schooling. আপনার সন্তানের মাঝে জ্ঞানে