এই যে আসুন, তারপর কী খবর?
আছেন তো ভাল? ছেলেমেয়ে?’ কিছু আলাপের পর
দেখিয়ে সফেদ দেয়ালের শান্ত ফটোগ্রাফটিকে
বললাম জিজ্ঞাসু অতিথিকে–
‘এই যে আমার ছোট ছেলে, যে নেই এখন,
পাথরের টুকরোর মতন
ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে
বছর-তিনেক আগে কাক-ডাকা গ্রীষ্মের দুপুরে।’
কী সহজে হয়ে গেল বলা,
কাঁপলো না গলা
এতটুকু, বুক চিরে বেরুলো না দীর্ঘশ্বাস, চোখ ছলছল
করলো না এবং নিজের কন্ঠস্বর শুনে
নিজেই চমকে উঠি, কি নিস্পৃহ, কেমন শীতল।
কবির মতো আমরাও হয়তো ভুলে যাব সব।
MESON
Nearby schools & colleges
Shimrailkandi Road, Brahmanbaria Sadar
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MESON, Education, Brahmanbaria.
Operating as usual

পদার্থবিজ্ঞান ২য় পত্র কুমিল্লা বোর্ড ২০২২


পদার্থবিজ্ঞান ১ম পত্র ২০২২, কুমিল্লা বোর্ড

২০২১ সালের এস এস সি পরীক্ষার সকল বিষয়ের সিলেবাস একসাথে।
https://drive.google.com/folderview?id=1AujZSDyf0gahRpzUS1-GCSt2wz5Xns0I
Meet Google Drive – One place for all your files Google Drive is a free way to keep your files backed up and easy to reach from any phone, tablet, or computer. Start with 15GB of Google storage – free.

২০২১ সালের এইচ এস সি পরীক্ষার সিলেবাস
https://drive.google.com/folderview?id=16rGW0fsmcALLGolDneatEfx0H2fQAfd8
Meet Google Drive – One place for all your files Google Drive is a free way to keep your files backed up and easy to reach from any phone, tablet, or computer. Start with 15GB of Google storage – free.
#ক্রায়োসার্জারি
ক্রায়োসার্জারি (ইংরেজি: Cryosurgery) বা ক্রায়োথেরাপি (ইংরেজি: Cryotherapy) হল অস্ত্রোপচারের অন্যতম একটি আধুনিক পদ্ধতি। অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে নাইট্রোজেন গ্যাস বা আর্গন গ্যাস হতে উৎপাদিত প্রচন্ড ঠান্ডা তরল ত্বকের বাহ্যিক চামড়ার চিকিৎসায় ব্যবহূত হয় যা ক্রায়োসার্জারি নামে পরিচিত। গ্রিক শব্দ cryo এর অর্থ বরফের মত ঠান্ডা এবং surgery অর্থ হাতের কাজ। খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে।
ব্যবহার
১) ত্বকের ছোট টিউমার , তিল , আচিল , মেছতা , ত্বকের ক্যান্সার চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয় ৷
২) ক্রায়োসার্জারি দ্বারা অভ্যন্তরীণ কিছু রোগ যেমন - যকৃত ক্যান্সার , প্রস্টেট ক্যান্সার , ফুসফুস ক্যান্সার , মুখের ক্যান্সার , গ্রীবাদেশীয় গোলযোগ , পাইলস ক্যান্সার , স্তন ক্যান্সার ইত্যাদির চিকিৎসাও করা হয় ৷
৩) মানবদেহের কোষকলার কোমল অবস্থা Planter Fasciitis এবং Fibroma ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়।
পদ্ধতি
তরল নাইট্রোজেনকে স্প্রে করার জন্য ক্রায়োগান ব্যবহার করা হয়।
বহিরাগত টিউমারের ক্যান্সার কোষে সরাসরি তরল নাইট্রোজেন একটি সুঁচ, তুলা বা স্প্রে করা যন্ত্র দিয়ে প্রয়োগ করা হয়। অভ্যন্তরীণ টিউমারের ক্ষেত্রে, ক্রায়োপ্রোব (Cryoprobe) নামক একটি ফাঁপা উপকরণ দিয়ে তরল নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস টিউমারের সংস্পর্শে সঞ্চালন করা হয়। এক্ষেত্রে ডাক্তারগণ আল্ট্রাসাউন্ড বা এমআরআই (MRI)ব্যবহার করেন। ক্রায়োপ্রোব টিউমারকে নিয়ন্ত্রণ করতে এবং জমাটবদ্ধ কোষ নিরীক্ষণ করতে যাতে চারপাশের সুক্ষ টিস্যুগুলোর ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা হয়। সার্জারির পরে জমাটবদ্ধ কোষ স্বাভাবিকভাবেই শরীর দ্বারা শোষিত হয়। রেটিনোব্লাসটোমা (Retinoblastoma) রোগের ক্ষেত্রে সার্জারি খুবই কার্যকর হয় যখন টিউমারের আকার খুব ছোট থাকে এবং রেটিরার খুব কম অংশ আক্রান্ত হয়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন-ড্রাই অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার ব্যবহার করা হয় তাকে ক্রায়োপ্রোব বলে।
তরল নাইট্রোজেন
ক্ষত জমাটবদ্ধ করার একটি সাধারণ পদ্ধতি হল তরল নাইট্রোজেনকে শীতলকারী পদার্থ হিসেবে ব্যবহার করা। এই -১৯৬°C (−৩২১ °F) তাপমাত্রার ঠান্ডা তরল পদার্থটি অসুস্থ টিস্যুতে স্প্রে করা, ক্রায়োপ্রোব নামক নলের মাধ্যমে বা শুধুমাত্র তুলো অথবা ফোম দিয়ে লেপন করার মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে।
কার্বন-ডাইঅক্সাইড
কার্বন ডাইঅক্সাইডও স্প্রে হিসেবে পাওয়া যায় এবং এটি বিভিন্ন ক্ষতিকর দাগ চিকিৎসায় ব্যবহৃত হয়।
আর্গন
ডাইমিথাইল-ইথার-প্রোপেন সম্পাদনা
পণ্যসমূহ সম্পাদনা
ক্রায়োসার্জিক্যাল সিস্টেমস সম্পাদনা
কিছু সংখ্যক চিকিৎসা সেবা সরবরাহ কোম্পানি ক্রায়োসার্জারির জন্য ক্রায়োজেন সরবরাহ পদ্ধতি বিকশিত করেছে। এর বেশিরভাগই তরল নাইট্রোজেন ব্যবহারের উপর ভিত্তি করে।
সচরাচর ব্যবহৃত কয়েকটি ক্রায়োসার্জিক্যাল পণ্যসমূহ হল:
Brymill
Cry-Ac
Cryoalfa
CryoClear
CryoPen
CryoPro, Cortex Technology
CryoProbe
Cryosurgery, Inc. Verruca-Freeze
Cryo-S Electric II by Metrum Cryoflex
Histofreezer
MedGyn Cryotherapy System
Miltex Cryosolutions
Premier CryOmega
Premier NitroSpray
Myoscience Iovera
Wartner
সুবিধা
ক্রায়োসার্জারির সুবিধা হলো এটি বারবার করা সম্ভব। এটি সার্জারির চেয়ে কম বেদনাদায়ক এবং তা ব্যাথা, রক্তক্ষরণ এবং অস্ত্রোপচারের অন্যান্য জটিলতা কমিয়ে আনে। ক্রায়োসার্জারি অন্যান্য চিকিৎসার চেয়ে কম ব্যয়বহুল।
অসুবিধা
এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তবে আশার কথা পার্শ্বপ্রতিক্রিয়া ক্ষণস্থায়ী। অনেক সময় এর কারণে অনেক পুরুষ পুরুষত্ব হারতে পারেন, কোন কোন ক্ষেত্রে তা মলদ্বারের ক্ষতিসাধন করে। ক্রায়োসার্জারি যকৃতে পিত্ত, প্রধান রক্তনালীসমূহে রক্তক্ষরণ ঘটায়। ত্বকের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারির ফলে ত্বক ফুলে যায়, স্নায়ু ক্ষতিগ্রস্থ হয়, সংবেদনশীলতা হ্রাস পায়। হাড়ের টিউমারের চিকিৎসায় ব্যবহারের সময় কাছাকাছি অবস্থিত অস্থি কলা ধ্বংস হয় এবং হাড় ভেঙ্গে যায়। প্রতিক্রিয়াগুলো চিকিৎসার প্রাথমিক ধাপে দেখা যায় না। অন্যান্য চিকিৎসার সাথে ধীরে ধীরে প্রতীয়মান হয়। পার্শ্বপ্রতিক্রিয়া তাদের ক্ষেত্রেই হয় যাদের প্রস্টেট গ্রন্থিগত সমস্যা রয়েছে।
তথ্যসূত্রঃ #উইকিপিডিয়া
#গ্লোবাল_ভিলেজ
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থা, যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং আই.সি.টি ব্যবহারের মাধ্যমে সহজেই তাদের চিন্তা-ভাবনা,সংস্কৃতি-কৃষ্টি ইত্যাদির মিস্ক্রিয়াসহ একে অপরকে সহযোগিতা করে থাকে। তথ্য ও যোগাযোগ ব্যবস্থার ক্রমোন্নতি ও দ্রুত বিস্তারের ফলে পৃথিবী ছোট হয়ে আসছে। যার দরুন আমরা সহজেই দূরবর্তী স্হানে থেকেও তথ্যের মিথস্ক্রিয়ায় অংশ নিতে পারছি। পৃথিবীব্যাপী স্বল্প সময়ে এই যোগাযোগ সুবিধার ফলেই বিশ্বকে একটি গ্রাম হিসেবে তুলনা করা হচ্ছে। এজন্যে বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজ বলা হয়। বিশ্বায়ন (Globalization) প্রক্রিয়ার মাধ্যমে যে সমাজ ব্যবস্থা গড়ে ওঠে তাই হচ্ছে বিশ্বগ্রাম (Global village.)
কানাডিয়ান দার্শনিক ও লেখক হার্বাট মার্শাল ম্যাকলুহান হলেন প্রথম ব্যক্তি যিনি গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের সামনে তুলে ধরে একে জনপ্রিয় করে তোলেন। ১৯৬২ সালে তার প্রকাশিত গুতেনবার্গ গ্যালাক্সি এবং ১৯৬৪ সালে প্রকাশিত আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া বইয়ের মাধ্যমে এই বিষয়টি গুরুত্ব লাভ করে।
গ্লোবাল ভিলেজের উপাদানসসমূহঃ
১)হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি
২)প্রোগ্রামসমূহ বা সফটওয়্যার
৩)ব্যক্তিবর্গের সক্ষমতা
৪)ডেটা বা ইনফরমেশন
৫)ইন্টারনেট সংযুক্ততা
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

Creola Katherine Johnson was an American mathematician whose calculations of orbital mechanics as a NASA employee were critical to the success of the first and subsequent U.S. crewed spaceflights.

চিকিৎসা শিক্ষা-১ অধিশাখাঃ ৪৩৮ (মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২০)

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৫ম অধ্যায় (কাজ ,ক্ষমতা ও শক্তি) এর উপর একটি ক্লাস।
https://youtu.be/5SI3OvOt0yk
কাজ,ক্ষমতা, শক্তি সাধারণত আমরা কোন কিছু করাকে কাজ বলি,কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় বল প্রয়োগে কোন বস্তুর সরণ হলেই কাজ হবে। ধ্রুব...
৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু ১ নভেম্বর থেকে।
মাধ্যমিক শ্রেণির জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়ন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর থেকে। এদিন থেকেই শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট সংগ্রহ করে তা জমা দিতে হবে। কোভিড-১৯ পরিস্থিতিতে স্থানান্তরিত শিক্ষার্থীরা যেখানে রয়েছে সেই এলাকার নিকটতম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে এবং জমা দিতে পারবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত সময়ে অ্যাসাইনমেন্টে বিষয়বস্তু জানিয়ে দেবে।
রবিবার (২৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। কোভিড-১৯ সংক্রামণ রোধ ও শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৭ মার্চ থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ সংক্রামণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রত্যক্ষ শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সংসদ টেলিভিশনে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ প্রোগ্রামের মাধ্যমে পাঠদান এবং স্কুল পর্যায়ে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও শিক্ষকরা মোবাইল ফোনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছেন। এরকম নানাবিধ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা কতটুকু শিখন ফল অর্জন করলো তা মূল্যায়ন করার ব্যবস্থা করা হচ্ছে। এ মূল্যায়ন যেন তাদের ওপর কোনও মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করতে না করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেরাও যেন তাদের পাঠ অগ্রগতি ও দুর্বলতা সম্পর্কে ধারণা লাভ করতে পারে সেজন্য সার্বিক দিক বিবেচনা করে আটটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হলো:
১) এনসিটিবি কর্তৃক নির্ধারিত মাধ্যমিক পর্যায়ের জন্য ৩০ কর্ম দিবসের সিলেবাস অনুসরণ করতে হবে (www.dshe.gov.bd) ওয়েবসাইটে যথাসময় প্রকাশ করা হবে)।
২) এনসিটিবি সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের সহায়তায় নির্ধারিত সিলেবাস থেকে অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) -এর জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে। বিষয়বস্তু অনুযায়ী প্রণীত অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিকট প্রতি সপ্তাহে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে প্রেরণ করা হবে।
৩) অ্যাসাইনমেন্ট প্রদান/গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান শ্রেণিভিত্তিক কর্মসূচি নির্ধারণ এবং আলাদাভাবে প্রদান/গ্রহণের ব্যবস্থা করবেন। এক্ষেত্রে অনলাইনের সাহায্যে/সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠানপ্রধান/অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায় অ্যাসাইনমেন্ট প্রেরণ ও গ্রহণ করবেন।
৪) শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাসাইনমেন্ট ব্যতীত মূল্যায়ন সংক্রান্ত অন্য কোনও কার্যক্রম (যেমন পরীক্ষা গ্রহণ, বাড়ির কাজ দেওয়া ইত্যাদি) গ্রহণ করতে পারবেন না।
৫) অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের দুর্বল দিক চিহ্নিত করবেন এবং পরবর্তী শিক্ষাবর্ষে সেগুলোর ওপর বিশেষ নজর দিয়ে কাঙ্ক্ষিত
শিখন ফল অর্জনের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের মূল্যায়নসহ অ্যাসাইনমেন্টগুলো সংরক্ষণের ব্যবস্থা করবেন।
৬) কোভিড-১৯ পরিস্থিতির কারণে স্থানান্তরিত শিক্ষার্থীরা নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ/জমা প্রদান করতে পারবেন। সেক্ষেত্রে অভিভাবক/শিক্ষার্থী তার নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।
৭) এই কার্যক্রম ১ নভেম্বর থেকে শুরু হবে।
৮) এই নির্দেশনা বাস্তবায়নে সকল আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সমন্বয় করবেন।
প্রসঙ্গত, কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত ২১ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা বাতিল করেন। ওই দিনই তিনি জানান, ৩০ কার্যদিবসের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হচ্ছে। অনলাইনে অথবা শারীরিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে একটি করে অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের দেওয়া হবে। শিক্ষকরা তা মূল্যায়ন করে শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করবেন। তবে তা ফলাফল মূল্যায়নের জন্য নয়, পরবর্তী শ্রেণিতে ঘাটতি দূর করার জন্য। শিক্ষামন্ত্রী ওইদিন আরও জানান, যেসব বিষয় পরবর্তী শ্রেণির জন্য গুরুত্বপূর্ণ সে বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে গত এইচএসসি, জেএসসি পরীক্ষাও বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্রঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

ভেক্টর অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর।
https://www.eairbd.com/2020/10/21/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a6%95-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%a8/
পদার্থবিজ্ঞান ১ম পত্রের ২য় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর । - www.eairbd.com ভেক্টর অধ্যায়ের এই জ্ঞানমূলক প্রশ্নগুলো হতে বোর্ড পরীক্ষায় কমন পাবার সম্ভাবনা অনেক বেশি ।

কক্ষ তাপমাত্রার অতিপরিবাহী আবিষ্কার বিজ্ঞান কমিউনিটির জন্য সময়টি সফলতার, উত্তেজনার ও নব উদ্যমের। কক্ষ তাপমাত্রায় (১৫ ডিগ্রি সেলসিয়াস) সুপারকন্ডাক্ট....

একাদশ- দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্রের ৩য় অধ্যায়ের সম্পূর্ণ নোট।

একাদশ- দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টরের সম্পূর্ণ নোট ।

একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্রের ভেক্টর অধ্যায়ের কিছু প্রয়োজনীয় টপিকস।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আমাদের পৃথিবী।

‘জেনেটিক কাঁচি’ আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন দুই নারী নির্ভুলভাবে প্রাণী, উদ্ভিদ ও অণুজীবের ডিএনএ সম্পাদনা করতে ‘সিআরআইএসপিআর জেনেটিক কাঁচি’ আবিষ্কারের জন্য এ বছর র.....

3 scientists share Nobel physics prize for cosmology finds Three physicists have won this year's Nobel Prize in physics for black hole discoveries.
প্লাজমা ফিজিক্স
প্লাজমা ফিজিক্স আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে সক্রিয় একটি গবেষণা ক্ষেত্র। আয়ন এবং ইলেক্ট্রনের সমন্বয়ে গঠিত গ্যাস হিসাবে প্লাজমাকে চিন্তা করা যেতে পারে এবং এ আয়নিত গ্যাসকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়। এটা অনুমান করা হয় যে, দৃশ্যমান মহাবিশ্বের ৯৯% প্লাজমা দিয়ে গঠিত। অবশিষ্ট ১% -এ রয়েছে গ্রহাণু, ধূমকেতু এবং গ্রহ যারা কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের তৈরি। প্লাজমা ফিজিক্সের বিভিন্ন কৌশল আই.সি. (ইন্টিগ্রেটেড সার্কিট) তৈরি থেকে শুরু করে ছায়াপথের সর্পিল গঠন ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়। অন্যকথায়, ন্যানোমিটার (১০-৯ মিটার) পরিসর থেকে শুরু করে কিলোপারসেকস (১০১৯ মিটার) পরিসরের বিষয় বস্তুর বিচিত্র ধর্মাবলী ব্যাখ্যায় প্লাজমা ফিজিক্স অবদান রেখে চলছে। যাহোক, প্লাজমা বিষয়ক প্রচলিত গবেষণা ক্ষেত্রগুলো হলো: প্রকৃতির বিচিত্র ঘটনা, ফিউশন শক্তি, আলোক যন্ত্র, অর্ধপরিবাহী চিপ উৎপাদন (ইচিং, ডোপিং), উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার, ইত্যাদি।অপরপক্ষে, আধুনিক জীবনযাত্রাকে এগিয়ে নিতে প্লাজমা ভিত্তিক প্রযুক্তির উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে। এসকল প্রযুক্তি ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হিসাবে বিবেচিত। উপরন্তু, প্রকৃতির বিচিত্র ঘটনা এবং পরীক্ষাগারে উদ্ভুত বিভিন্ন নতুন নতুন বিষয় ব্যাখ্যা করতে প্লাজমা বিজ্ঞানের পরিধি ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে। প্লাজমা গবেষণার নতুন দুটি ক্ষেত্র হচ্ছে: ১) ডাস্টি (কমপ্লেক্স) প্লাজমা এবং ২) কোয়ান্টাম প্লাজমা। প্রকৃতির ও গবেষণাগারের বিচিত্র ঘটনা বুঝতে ডাস্টি (কমপ্লেক্স) প্লাজমা গত কয়েক দশক ধরে প্লাজমা বিজ্ঞানের একটি প্রধান ক্ষেত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। অপরদিকে, অর্ধপরিবাহী ও ধাতব পদার্থের বৈশিষ্ট্য, ধাতব ন্যানোস্ট্রাকচার (মেটাল ক্লাস্টার, ন্যানোপারটিকেল, থিন ফ্লিম, প্রভৃতি), ইত্যাদির বিচিত্র চরিত্র আরো সঠিক ভাবে বুঝতে কোয়ান্টাম প্লাজমা নিয়ে গবেষণা ক্রমান্বয়ে বিস্তৃত হচ্ছে।
In science one tries to tell people, in such a way as to be understood
by everyone, something that no one ever knew before. But in poetry, it's
the exact opposite.
Paul Dirac (1902 - 1984)
নবম-দশম এবং একাদশ - দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যারা এই গ্রুপে আছ ; তোমরা পদার্থবিজ্ঞান বিষয়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করতে পার। উত্তর দেওয়ার চেস্টা করব।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Brahmanbaria
3400
Rupasdi . Masjid Road . Bancharumpur
Brahmanbaria
md Mosa sarkar assistant teacher of Rupasdi BB high. phone number 01725465544
Comilla/Sylhet Highway
Brahmanbaria, 3400
A Centre of excellence for Training of Field Vets
241/1Kazipara, Dhupa Barir Mour
Brahmanbaria, 3400
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে...
মওলা ভবন, টি. এ রোড (ফকিরাপুল))
Brahmanbaria
কর্মমুখী শিক্ষা, জ্ঞানান্বেষণ, মনুষ্?
Brahmanbaria, 3460
Life is all about blessings of wisdom https://www.facebook.com/groups/siamenglishcare
Brahmanbaria
“Shayan Education Aid (SEA)” is an initiative to make the new generation proficient.
Ghatura, Brahmanbaria Sadar
Brahmanbaria, 3400
"আপনার সন্তান কে দ্বিনী শিক্ষা এবং সহি শুদ্ধ ভাবে কোরআন শিক্ষা দানের জন্য চলে আসুন আমাদের মাদ্রাসায়"